আইফোন সমগ্র [পর্ব-৯] :: আইফোনকেই বানিয়ে ফেলুন Wifi Router, আর ইচ্ছামত নেট সেয়ার করুন আপনার বন্ধুদের মোবাইলে কিংবা কম্পিউটারে

আইফোন সমগ্র

আধুনিক এ যুগে ইন্টারনেট ছাড়া একটি মুহুর্তও কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবণে ইন্টারনেটের প্রয়জন কতটুকু সেটি বলে বোঝানো যাবে না। এককথায় বলা যায় "ইন্টারনেটের অপর নাম জীবন"। তাই এখন পিসিতে, ল্যাপটপে কিংবা মোবাইলে সবখানেই ইন্টারনেট। অনেকেই আছেন যারা মোবাইলে ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন। তাই পিসিতে নেট ব্যবহার করতে গেলে তাদের প্রয়োজন পড়ে নতুন আরেকটি কানেকশন। যা বেশ ব্যায়বহুল। তাই আজকে আমি আপনাদের আইফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন উপহার দিব যার নাম PdaNet । এটি দিয়ে আপনি আপনার আইফোনকে Wifi Router এ রূপান্তর করতে পারবেন এবং আপনার আইফোনের নেট কানেকশন পিসিতে, মোবাইলে কিংবা অন্য কোন Wifi সমর্থিত ডিভাইজে সেয়ার করতে পারবেন।

উপযোগিতাঃ

PDAnet এর সর্বশেষ সংস্করণটি অর্থাৎ 5.30 ভার্সনটি সকল প্রকার আইফোন ও আইপ্যাডে কাজ করবে।

ডাউনলোডঃ

ইনস্টলেশন সংক্রান্ত নির্দেশাবলীঃ

ডাউনলোডকৃত যেকোন .deb ফাইল কিভাবে ইন্সটল করতে তা জানার জন্য এই টিউনটি দেখুন

রেজিষ্ট্রেশনঃ

রেজিষ্ট্রেশন নম্বর দেখতে এখানে ক্লিক করুন

প্রকিয়াঃ

  • আপনার স্প্রিংবোর্ড থেকে PdaNet এপ্লিকেশনটি ওপেন করুন।
  • "Register" বাটনে ক্লিক করুন
  • Email এবং Serial নম্বরটি বসিয়ে দিন
  • "Submit" বাটনে ক্লিক করুন

ব্যবহারবিধিঃ

স্প্রিংবোর্ড থেকে PdaNet এপ্লিকেশনটি ওপেন করুন এবং আপনার পছন্দমত কানেকশন টাইপ সিলেক্ট করে নেট সেয়ার করুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nokia smartphone a o kora jay. I have N9

Level 0

vi iphone a amni te e wifi personal hotspot option ti ase, ja diya apni khub shohoje wifi share korte paren onno kono device a…

Level 0

আইফোন-৪ ios 5 firmware 04.11.08 কি আনলক করার কোন পদ্ধতি আপনার জানা আছে?

আপনার লিখাটা পড়ে খুব উপকৃত হলাম। আপনার লিখা দেখে দেখে আমার আইফোনে সফটওয়ার ইন্সটল করে বাস্তবে ইন্টারনেট চালিয়ে দেখলাম। ফ্যান্টাসটিক। অনেক অনেক ধন্যবাদ।

Level 2

khub valo laglo, thanks…..ki vabe pc theke software download kore iPhone install korbo , aktu bujhiye bolben plz. apnar 7 tomo tune ta deya ase kintu concept ta clear hoi nai. apni bolse drop and down. kothai drop and down korbo.
j kono akta soft download kore kivabe iphone install korte hoy tar upor akta tune korle new user ra aktu easily bujte parbe. Very kind of you.

Level 0

Priyote, iphone kinle kaje lagbe.

Level 0

As salamu alikum.bai balo asan.bai facebook a apnar name dia search dilam pailam na. bai amar nokia n82 ta সিমবিয়ান হ্যাকিং [পর্ব-২] koraci kaj holo na.ke kora.akto HELP kora dan PLS PLS PLS.My reqested accepted pls pls.A(mi 4-5dec rat 1am porjonto wait koraci aktana tobo apnar dhaka pailam na.Thank

Level 0

MyWi দিয়ে এই কাজ করি। তাও ভাল লাগল। ধন্যবাদ

Level 0

IOS 5 এর Jailbreak এর যে link টা দিয়েছেন ওইটা সম্ভবত Tethered jailbreak. Untethered এর কোন way জানা থাকলে জানাবেন প্লিয

আমার আইপড touch e ki কাজ হবে????

Bangla likhar jonno kon soft ta sob chay vhalo?
R ami nije iPhone 3GS use koresi r akhon use kori 4g, so ami duti te e ai option khuje paisi @ saiful Islam

Level 0

সাইফুল ভাই,আমি iphone নিয়ে বিপদে আচি।আপ্নার iphone বিষয়ক সব টিউন পরলাম।অনেক সুন্দর লিখছেন।কিন্তু আমার একটু আপনার সাথে দেখা করা দরকার,আপনি সময় বের করে যদি আমাকে একটু সময় দিতেন ,তাহলে খুব উপক্রিত হতাম।[email protected]

Ami computer er jonno bolsi@ saiful

আমি আইফোনে 4 ISO 5 ব্যবহার করি .
আমি একবার jailbreak করেছিলাম but আমার ফোন সিম unlock হয় না .
কি করে আমি সব unlock করতে পারি ?@ সাইফুল ইসলাম

Level 0

সাইফুল ভাই, আমি আপনার আই-ফোন এর উপর সব গুলো টিউন্স পড়েছি। আমার কাছে একটা iphone 4 আছে অস্ট্রলিয়া থেকে আনা। সমস্যা হল আমি আমার ফোনের ভার্সন বের করতে পারছি না। ভার্সন না জানার কারনে এটাকে আনলক করা যাবে কিনা সেইটাও বুঝতে পারছি না। আমি আমার ফোনের ভার্সন জানব কিভাবে? উল্লেখ্য ফোন অন করলে সিম ইনসার্ট করে activate করতে বলে। সমাধান দিলে খুশি হব। ধন্যবাদ।

    @shuvel: Settings>General>About এ গেলেই আপনি আপনার আইফোন সম্পর্কিত তথ্যগুলি পেয়ে যাবেন।

Level 0

সাইফুল ভাই, আমার iphone 4 TURN ON করলে ফোন i-tunes এর সাথে connect করতে বলে এবং এটাতে শুধু EMERGENCY CALL করা যায়। আর কিছু করা যায় না। এমতাবস্থায় আমি কিভাবে আমার ফোনের ভার্সন চেক করব? ভার্সন চেক করতে না পারলে তো jailbreak করতে পারব কিনা সেটা জানতে পারছি না। পরামর্শ দিলে উপকৃত হব। ধন্যবাদ।