আধুনিক এ যুগে ইন্টারনেট ছাড়া একটি মুহুর্তও কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবণে ইন্টারনেটের প্রয়জন কতটুকু সেটি বলে বোঝানো যাবে না। এককথায় বলা যায় "ইন্টারনেটের অপর নাম জীবন"। তাই এখন পিসিতে, ল্যাপটপে কিংবা মোবাইলে সবখানেই ইন্টারনেট। অনেকেই আছেন যারা মোবাইলে ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন। তাই পিসিতে নেট ব্যবহার করতে গেলে তাদের প্রয়োজন পড়ে নতুন আরেকটি কানেকশন। যা বেশ ব্যায়বহুল। তাই আজকে আমি আপনাদের আইফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন উপহার দিব যার নাম PdaNet । এটি দিয়ে আপনি আপনার আইফোনকে Wifi Router এ রূপান্তর করতে পারবেন এবং আপনার আইফোনের নেট কানেকশন পিসিতে, মোবাইলে কিংবা অন্য কোন Wifi সমর্থিত ডিভাইজে সেয়ার করতে পারবেন।
PDAnet এর সর্বশেষ সংস্করণটি অর্থাৎ 5.30 ভার্সনটি সকল প্রকার আইফোন ও আইপ্যাডে কাজ করবে।
ডাউনলোডকৃত যেকোন .deb ফাইল কিভাবে ইন্সটল করতে তা জানার জন্য এই টিউনটি দেখুন
রেজিষ্ট্রেশন নম্বর দেখতে এখানে ক্লিক করুন।
স্প্রিংবোর্ড থেকে PdaNet এপ্লিকেশনটি ওপেন করুন এবং আপনার পছন্দমত কানেকশন টাইপ সিলেক্ট করে নেট সেয়ার করুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
Nokia smartphone a o kora jay. I have N9