.deb এক ধরণের প্যাকেজ। একটা এপ্লিকেশন ইন্সটল করার জন্য যাবতীয় যত ফাইল দরকার তার সবগুলাই এই .deb প্যাকেজটির মধ্যে ঢোকানো থাকে।
১। আপনি যে .deb ফাইলটি ইন্সটল করতে চান সেটি সরাসরি আপনার আইফোনে ডাউনলোড করুন (উদারহণ : LockInfo )
২। Cydia ওপেন করে "Search" এ যান এবং "Mobile Terminal" লিখে সার্চ করুন এরপর খুজে পাওয়া Mobile Terminal সফটটি ইন্সটল করুন।
৩। ইন্সটল শেষে, সার্চ থেকে পূণরায় "OpenSSH" লিখে সার্চ দিন এবং সফটটি ইনস্টল করুন।
৪। এবার আপনার স্প্রিংবোর্ড থেকে "Mobile Terminal" ওপেন করুন
৫। নিচের কোডগুলি লিখুন
নোটঃ যদি কোন ডাউনলোডকৃত প্যাকেজের নাম খুব বড় হয় বা লিখতে সমস্যা মনে হয় তাহলে প্যাকেজটিকে রিনেম করে আপনার ইচ্ছামত নাম দিয়ে দিতে পারেন।
৬। এবার আপনার ফোনটি রিষ্টাট করুন।
৭। আপনার .deb প্যাকেজটি ইন্সটল হয়ে গেছে।
ধন্যবাদঃ hackstor.biz কে
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
darun saiful vaiya