আইফোন সমগ্র [পর্ব-৮] :: আইফোনে .deb ফাইল ইন্সটল করার পদ্ধতি

আইফোন সমগ্র

.deb ফাইল কি?

.deb এক ধরণের প্যাকেজ। একটা এপ্লিকেশন ইন্সটল করার জন্য যাবতীয় যত ফাইল দরকার তার সবগুলাই এই .deb প্যাকেজটির মধ্যে ঢোকানো থাকে।

.deb ফাইল ইন্সটলের পদ্ধতিঃ

১। আপনি যে .deb ফাইলটি ইন্সটল করতে চান সেটি সরাসরি আপনার আইফোনে ডাউনলোড করুন (উদারহণ : LockInfo )

২। Cydia ওপেন করে "Search" এ যান এবং "Mobile Terminal" লিখে সার্চ করুন এরপর খুজে পাওয়া Mobile Terminal সফটটি ইন্সটল করুন।

৩। ইন্সটল শেষে, সার্চ থেকে পূণরায় "OpenSSH" লিখে সার্চ দিন এবং সফটটি ইনস্টল করুন।

৪। এবার আপনার স্প্রিংবোর্ড থেকে "Mobile Terminal" ওপেন করুন

৫। নিচের কোডগুলি লিখুন

  • su (return বাটনটি চাপুন)
  • alpine (return বাটনটি চাপুন) /!\ টাইপকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন না। সমস্যা নেই /!\
  • dpkg -i আপনারপ্যাকেটেরনাম.deb (return বাটনটি চাপুন, বিদ্রঃ "আপনারপ্যাকেজেরনাম" লেখাটিতে আপনার ডাউনলোডকৃত ফাইলটির হুবহু নামটি লিখে দিন। উদাহরণ অনুযায়ী আপাতত LockInfo লিখুন)

নোটঃ যদি কোন ডাউনলোডকৃত প্যাকেজের নাম খুব বড় হয় বা লিখতে সমস্যা মনে হয় তাহলে প্যাকেজটিকে রিনেম করে আপনার ইচ্ছামত নাম দিয়ে দিতে পারেন।

৬। এবার আপনার ফোনটি রিষ্টাট করুন।

৭। আপনার .deb প্যাকেজটি ইন্সটল হয়ে গেছে।

ধন্যবাদঃ hackstor.biz কে

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun saiful vaiya

Level 2

Many many thanks………..chaliye jan. Always iphone er tune chai…..

excellent!!!!!!

Level New

আমি কিভাবে আইটিউনের একাউন্ড খুলবো?

Level 0

ভাই এই ঠিকানা থেকে iFunbox download করে নিন
http://dl.i-funbox.com/ifunbox_en.zip

এর পরে Cydia app install এ ফাইল copy করে iPhone restart করুন হয়ে যাবে।

Level 0

iPhone এর Games গুলো TV তে খেলতে দেখুন নিচের লিংকে। এটা আমার IDEA..
http://www.xdeas.blogspot.com/2011/11/how-to-play-any-iphone-games-on-tv.html

Level New

বাহ আপনি তো আইফোন সমন্ধে অনেক কিছু জানেন । ধন্যবাদ শেয়ার করার জন্য

সাইফুল ইসলাম vai Cydia teke theme install kori and restart di………..but er por teke sim card failed and sob application white icon hoe ace…………….moha biode aci………….plz help korben………………:::(((

    @শহিদুল ইসলাম: আপনি ফোনটি iTunes দিয়ে কানেক্ট করে রিষ্টোর করে নিন।
    তবে রিষ্টোর করলে কিন্তু পূণরায় জেইলব্রেক ও আনলক করতে হবে।
    জেইলব্রেক ও আনলক করার জন্য টিউন লেখা আছে সেগুলির সাহায্য নিতে পারেন।

Level 2

ধন্যবাদ সাইফুল ভাই
আইফোন পিচির সাথে কানেক্ট করে আকাধিক এপ্লিকেশন কি ভাবে ডাউনলোড করব প্লীজ একটু বলা যায় কি ?
কারন আমি স্টোর থেকে একটা একটা আলাদা ভাবে ডাউনলোড করতে অনেক সময় লেগে যায়।

ধন্যবাদ সাইফুল ভাই….
BUT
SIM FAILURE ?????

KISO BOJTECI NA.

    @শহিদুল ইসলাম: জেইলব্রেক করে আনলক করুন।
    আপনার আইফোনটির কান্ট্রি লক করা আছে। সেজন্য এটি দেখাচ্ছে।
    আনলক করুন। তাহলেই ঠিক হয়ে যাবে।

shaiful bhai apnake onek onek thanks

iphone application nie akta tune asa korci………….(with camera apps)

Level 0

wifi sara ki Internet use kora jabe? amar Qubee internet take Iphone a?

Saiful vai apnar email address ta den.Apnake khub dorkar amar iPhone ar bepare