কল Receive করার আগেই শুনুন কে আপনাকে কল দিয়েছে

আসসালামু আলাইকুম, আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আপনি হয়ত বই পড়ছেন, টিভি দেখছেন অথবা কোন কাজ করছেন ফোনটা হয়ত আপনার থেকে একটু দূরে আছে, টিক তখন হয়ত আপনার ফোনে একটি কল আসলো সেই গুরুত্বপূর্ণ কাজ সেরে কলটি রিসিভ করার জন্য ফোনের কাছে গেলেন গিয়ে দেখলেন যে এমন একটি কল এসেছে যে কলটি হয়ত আপনাকে রিসিভ না করলেও হত, কিন্তু সমস্যাটা হল এই যে আপনি কোন গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনার ফোনটা রিসিভ করার জন্য আপনি উঠে আসলেন, এসে দেখলেন যে আপনি হয়ত কলটা রিসিভ না করলেও চলত অথবা এমন একটি কল এসেছে যেটি আপনি কখনই রিছিভ করতে চান না। অনেক সময় কাস্টমার কেয়ার থেকেও কল আসে যেটি কোন যৌক্তিক নয়, আর যেন এরকম কল আসলে আপনাকে কোন গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে উঠে নাচতে হয় তার জন্য একটি ছোট্ট ট্রিকস আছে, তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

কোন গুরুত্বপূর্ণ কাজ রেখে কল Received করতে যাওয়ার আগে জানতে পারবেন যে কে আপনাকে কল দিয়েছে, তার জন্য এই সেটিংস করে রাখুন

১. প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ডায়াল পেড এ।

২. ডায়াল পেডে যাওয়ার পর উপরের ডান পাশে একটি থ্রি-ডট অপশন আছে এটার উপর ট্যাপ করবেন।

৩. তারপর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখান থেকে সেটিংস যে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন।

৪. এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই একটি অপশন পেয়ে যাবেন Caller ID Announcement এটার উপর ক্লিক করবেন।

৫. তারপর Announce Caller ID যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন।

৬. Announce Caller ID তে ক্লিক করার পর আপনার সামনে ৩টি অপশন শো হবে, এখান থেকে উপরে যে অপশন Always এটা যদি সিলেক্ট করেন তাহলে যে নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে সেই নাম্বাটি আপনার ফোনে যে নাম দিয়ে Save করা সে নামটি বলে দিবে Ringtone এর সাথে সাথে।

শেষ কথা

অনেকেই অনেক সময় অফিসের মিটিং অথবা অন্যান্য কাজে বিজি থাকে, তখন যদি তার ফোনে কল আসে সেই গুরুত্বপূর্ণ মিটিং অথবা অন্যান্য কাজ ছেড়ে উঠে যেতে হয় কলটা রিসিভ করার জন্য, গিয়ে দেখেন যে এমন একটি কল এসেছে অথবা এমন কেউ একজন কল দিয়েছে যেটি একদমই ফালতু অথবা সে ফোনটি তাকে এখন রিসিভ না করলেও চলতো পরবর্তীতে সে কলটি Back করতে পারতো, আমি যে সেটিংসটি দেখেছি এই সেটিংস যদি করে রাখেন তাহলে কল আসার পর রিংটোন এর সাথে আপনার সেভ করে থাকা নামও বলে দিবে, আপনি নাম শোনার পর যদি আপনার আপনি মনে করেন যে কলটি আপনাকে রিসিভ করতে হবে তাহলে উঠে যেতে পারেন না হলে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। অনেক সময় Welcome Tune থেকে ও কল আসে যা অনেকের জন্য অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর, এরকম কল অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ কাজে ঝামেলা হয়ে দাঁড়ায়, আমি আজকের এই টিউনে যে সেটিংস নিয়ে আলোচনা করেছি এ সেটিংস করে রাখলে আশাকরি আপনারা উপকৃত হবেন।

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এতক্ষণ মনোযোগ সহকারে টিউন টি দেখার এবং পড়ার জন্য পুনরায় আবারো ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস