Black Screen – ফোনের স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গান শুনুন, ক্যামেরা দিয়ে Hidden ভিডিও করুন খুব সহজেই

বিসমিল্লাহির রাহমানির রাহিম, সবাই কেমন আছেন? আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও নিরাপদে আছেন। বরাবরের মতো আমি মাহবুব নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে।

আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেটি হয়ত আপনি দীর্ঘদিন থেকে করছেন, এই অ্যাপের মাধ্যমে আপনি ফোনের ডিসপ্লে বন্ধ রেখে ইউটিউবে গান বাজাতে পারবেন, ফোনের স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করতে পারবেন এবং যাদের ফোনে Always On Display নেই যেটি এমলেট ডিসপ্লে তে থাকে এটাও আপনি কিন্তু করতে পারবেন। ফোনের ডিসপ্লে অফ রেখে আপনি যদি ইউটিউবে গান শুনেন অথবা কোন ওয়াজ মাহফিলে কিংবা কোন বিয়ের অনুষ্ঠানে লম্বা ভিডিও করেন তাহলে আপনার ব্যাটারি কিন্তু অনেক সেভ থাকবে।

ফোনের ডিসপ্লে বন্ধ রেখে আপনি যেভাবে ইউটিউবে গান শুনবেন অথবা ভিডিও করবেন

১. প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা Google Play Store এ।

২. Play Store এর উপরে যে সার্চ আইকন আছে এখানে গিয়ে সার্চ করবেন Black Screen লিখে।

৩. এখন এখানে যে অ্যাপ দেখতে পাচ্ছেন এটা আপনাকে ইন্সটল করে নিতে হবে।

৪. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নিবেন।

৫. প্রথমেই এরকম Display Over Other App এর একটি পারমিশন চাইবে Okay তে ক্লিক করবেন।

৬. তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজের একটু নিচে টিক চিহ্ন দেওয়ার মতো ৩টি অপশন থাকবে এখান থেকে আপনি যদি Always On Display চান তাহলে এটি টিক চিহ্ন দিয়ে নিচে থাকা Start অপশনের উপর ক্লিক করবেন।

৭. এখন স্ক্রিনে Lock আইকন (তালা এর মতো) একটি অপশন শো হবে এটার উপর ট্যাপ করবেন।

৮. স্ক্রিনে থাকা Lock আইকন (তালা এর মতো) আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন ডার্ক হয়ে গেছে, যে-সব ফোনে AOD থাকে শুধু ঘড়ির সময় দেখা যায় এখানেও কিন্তু সেইম দেখা যাচ্ছে।

৯. এখন আপনি যদি চান এখান থেকে বের হয়ে যাবেন তাহলে স্ক্রিনের যেকোনো জায়াগায় ট্যাপ করবেন, ট্যাপ করার পর নিচে একটি অপশন শো হবে Unlock এটার উপর ক্লিক করে দিবেন।

১০. এখন আপনি যদি ইউটিউবে গান অথবা কোন ভিডিও শুনতে চান এবং আপনি যদি কোন লম্বা ভিডিও শর্ট নিতে চান তাহলে আপনার ফোনের ব্যাটারি সেভ রাখার জন্য ফোনের ডিসপ্লে ডার্ক করে গান শুনতে পারবেন এবং ভিডিও করতে পারবেন।

১১. আপনি যদি ইউটিউবে স্ক্রিন ডার্ক রেখে গান শুনতে চান তাহলে তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে ইউটিউবে।

১২. ইউটিউব ওপেন করার পর আপনি কোন একটি গান বাজানো শুরু করবেন, গান শুরু হয়ে গেলে আপনার ফোনের ডিসপ্লে তে তালার তো একটি চিহ্ন থাকবে এটির উপর ট্যাপ করে দিবেন।

১৩. দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ডার্ক হয়ে গেলো।

১৪. আবারও যদি আমি ডিসপ্লের যেকোনো অংশে ক্লিক করে Unlock এর উপর ট্যাপ করে তাহলে ইউটিউবে ফেরত নিয়ে যাবে।

মনে করেন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনি যদি চান ইউটিউবে গান বাজিয়ে ডিসপ্লে বন্ধ রাখতে তাহলে কিন্তু এভাবে বন্ধ রাখতে পারেন, তাতে আপনার ফোনের ব্যাটারি এবং চার্জ দুটিই সেভ থাকবে।

করুন লুকিয়ে লুকিয়ে ভিডিও

এখন আপনি যদি আপনার ফোনে থাকা ক্যামেরাতে চলে যান এবং ভিডিও রেকর্ডে মোবাইল রেখে তালার মতো আইকনে ট্যাপ করে দেন তাহলে আবারও কিন্তু আপনার ফোনের স্ক্রিন ডার্ক হয়ে যাবে।

আপনি যদি চান লুকিয়ে লুকিয়ে কোন ভিডিও করবেন তাহলেও কিন্তু ফোনের স্ক্রিন ডার্ক করে ভিডিও করে নিতে পারেন কেউ বুঝবে না যে আসলে ভিডিও হচ্ছে। মনে রাখবেন সবসময় আপনার ফোনের স্ক্রিনে Lock আইকন (তালা এর মতো) একটি অপশন থাকবে এটির উপর ট্যাপ করলেই আপনার ফোনের স্ক্রিন ডার্ক হয়ে যাবে।

আশাকরি আজকের টিউন আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরেকটি টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো ও সুস্থ থাকুন সবাই, খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস