ফোন Root কী? হ্যাকিং শিখতে ফোন রুট করতে হবে

আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, তাহলে চলুন আর দেরি না করে মূল টিউনে চলে যাই।

অনেকেই জানেন না যে ফোন রুট কেন করা হয়, এছাড়াও হ্যাকিং করতে হলে ফোনটাকে আসলেই কি রুট করতে হয় কিনা এবং ফোন রুটের ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই টিউনে।

ফোন রুট আসলে কী?

আমি যদি আপনাদের সহজ ভাষায় বলতে চাই যে ফোনের একটি নির্দিষ্ট Language আছে, ফোন নির্মাতা কোম্পানিগুলো তাদের একটি নির্দিষ্ট সীমাবদ্ধ বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ফোনকে প্রটেক্ট দিয়ে রাখে বা নির্দিষ্ট সীমারেখা দিয়ে রাখে, এই Language বা এই এরিয়ার বাহিরে গিয়ে আপনি কিছু করতে পারবেন মা এই ফোন দিয়ে আর যদি আপনি ফোনকে রুট করে ফেলেন তাহলে সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন নিজের মতো করে, আমি যদি আপনাদের উদাহরণ দেই কোন একটি ফোন আপনি অফ থেকে অন করার সময় যে ব্রান্ডের ফোন সেই ব্রান্ডের লোগো শুরু করে মোবাইল অন হওয়ার সময় এবং কোম্পানি কিছু সফটওয়্যার মোবাইলে দিয়ে দেয় যে সফটওয়্যার গুলো আপনি কখনই Uninstall করতে পারবেন না এছাড়াও বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি ফোনে কখনোই ইনস্টল করতে পারবেন না কোম্পানি এগুলো এই সফটওয়্যার গুলো ইন্সটল করার পারমিশন দেয় না, এসব কাজ যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনকে রুট করতে হবে।

হ্যাকিং করতে অথবা হ্যাকিং শিখতে ফোন রুট করতে হবে কি-না

আপনি যদি ফোনের মাধ্যমে কাউকে প্রটেক্ট করতে চান অথবা আপনি জেনারেল হ্যাকিং শিখতে চান তাহলে আপনার ফোনকে রুট করার প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি আপনার ফোনে বিভিন্ন Language অথবা বিভিন্ন টুলস Run করাতে চান বিশেষ করে অ্যাটাকিং এর ক্ষেত্রে যে টুলস ব্যবহার করতে হয় হতে পারে কোন ভাইরাস অথবা ক্র্যাক ফাইল কোন একটি সিস্টেম আপনি ব্রেক করেছেন এবং সেটা আপনি নিজে নিজে তৈরি করেছেন সেই সিস্টেমগুলো যদি অন্য ফোনে Run করাতে চান তাহলে আপনার ফোনকে রুট করতে হবে। সাধারণ হ্যাকিংয়ের ক্ষেত্রে আপনার ফোনকে রুট করার প্রয়োজন নেই কিন্তু যদি আপনি এক্সট্রিম লেভেলের হ্যাকিং শিখতে চান অথবা অথবা হ্যাক করতে চান তাহলে আপনার ফোনকে রুট করে নেওয়া ভালো তাহলেই আপনি আপনার ফোনকে ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন কোন বাধা-বিপত্তি হবে না।

একটা ফোনকে রুট করলে যে সুবিধা গুলো পাওয়া যাবে

আপনি যদি একটা ফোনকে রুট করেন শুধু এক্সট্রিম হ্যাকিং এর ক্ষেত্রে না বিভিন্ন সাইটে আপনি আপনার ফোনকে ইচ্ছেমতো রান করাতে পারবেন, যেমন আপনার ফোন অনেক ধীরে সাউন্ড দিচ্ছে কারণ আপনি যে কোম্পানির ফোন কিনেছেন সেই কোম্পানি একটি নির্দিষ্ট সাউন্ড সিস্টেম করে দিয়েছে তার থেকে বেশি হবে না, এক কথায় আপনার ফোনের ভিতরে থাকা যত সফটওয়্যার স্পিকার এবং প্রোগ্রাম যাই থাকুক না কেন আপনি আপনার ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারবেন আপনার ফোন যদি রুট করেন। আপনি সাউন্ড কোয়ালিটি কাস্টমাইজ করতে পারবেন, আপনি প্রসেসর দক্ষতা কাস্টমাইজ করতে পারবেন, আপনি সফটওয়্যার কোয়ালিটি কাস্টমাইজ করতে পারবেন, আপনি টুলস এর সীমাবদ্ধতা প্রত্যাহার করে যে কোন টুলস ব্যবহার করতে পারবেন, তাই একটা ফোনকে যদি আপনি রুট করেন তাহলে এটার কোন সীমাবদ্ধতা থাকবে না আপনি আপনার মত করেই এটা ব্যবহার করতে পারবেন।

একটা ফোনকে রুট করলে যে অসুবিধা হবে

আপনি যদি একটা নতুন ফোন কিনেন এবং সেই ফোনে যে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আপনি আপনার ফোনকে রুট করার কারণে সেই অফিশিয়াল ওয়ারেন্টি আর থাকবে না অর্থাৎ ফোন যদি রুট করেন তাহলে সেই দায়ভার আর কোম্পানি নিবে না সেই ফোনের দায়ভার সম্পূর্ণ আপনাকে নিতে হবে।

ফোন রুট করলে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে কিনা

যেহেতু আপনার ফোন কোম্পানি একটি নির্দিষ্ট এরিয়া করে দিয়েছিল এবং আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য তারা বেশ কিছু প্রটেকশন ব্যবহার করেছিল আপনি সেই সকল প্রটেকশন ভঙ্গ করে আপনি আপনার ফোনকে রুট করে ব্যবহার করছেন তাই আপনার ফোনে যে কোন ভাইরাস অ্যাটাক করতে পারে। আপনি যদি আপনার ফোনকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ফোনটি রুট না করাই ভালো হবে আপনার জন্য।

আশাকরি আপনারা ফোন রুট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। রোট সম্পর্কে অনেকের ধারণা ছিল না রুট করলে ফোন কি হয় কেন রুট করা হয় এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি আজকের টিউনে। আপনাকে যদি কখনো ফোন রুট করতে হয় তাহলে আগে ভালো করে বুঝে নিবেন আপনার জন্য ফোন রুট করা নিরাপদ কি-না।

আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে, এরকম নতুন নতুন টিউন নিয়ে আবারো ফিরব আপনাদের মাঝে, টেকটিউনস এর সাথে থাকুন এরকম টিউনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস