True Caller থেকে নিজের নাম ডিলিট করুন খুব সহজেই

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই মহান রবের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে আলোচনা করব আজকের এই টিউনে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।

আমাদের ফোনটা এমন অনেকেই আছে যারা উল্টাপাল্টা নাম দিয়ে সেভ করে থাকে। আবার কেউ যদি অপরিচিত নাম্বার থেকে True Caller নাম্বার দিয়ে কল দেয় অথবা আমরা যখন আসলে অপরিচিত কাউকে কল দেই তার এখানে যদি নাম থাকে তাহলে কিন্তু উলটা পালটা নাম শো করে যা আমাদের জন্য খুবই একটা বিরক্তিকর বিষয়। এখন আপনি চাইলে কিন্তু এই অপশনটা চিরতরে বন্ধ করে দিতে পারেন অর্থাৎ অপরিচিত কোন ব্যক্তির কাছে যদি True Caller থাকে তাহলে সে কোন ভাবেই আপনার নাম শো করাতে পারবে না, এই প্রসেস নিয়েই আজকের এই টিউনে আলোচনা করব তাতে যে কেউ আপনার নাম্বার যেভাবেই সেভ করুক না কেন কোন অবস্থাতেই আপনার নাম শো করাতে পারবে না।

True Caller অ্যাপ থেকে আপনার নাম হাইড করুন যা-থে অন্য কেউ True Caller এর মাধ্যমে আপনার নাম না দেখতে পারে

১. প্রথমেই আপনি আপনার স্মার্টফোন থেকে True Caller অ্যাপসে চলে যাবেন। আপনার স্মার্টফোনে যদি ইন্সটল করা না ও থাকে তাহলে আপনি ইন্সটল করে লগইন করে নিবেন।

২. আপনি True Caller অ্যাপ ওপেন করার পর উপরে ডান পাশে যে তিনটি ডট রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন।

৩. তারপর নিচে একটি Settings আইকন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে দিবেন।

৪. তারপর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে, এখান থেকে Privacy Centre একটি অপশন পাবেন এটার উপর ক্লিক করবেন।

৫. ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন একটি অপশন Deactivate My Account এটার উপর ট্যাপ করে দিবেন।

৬. এবার এখানে প্রত্যেকটা টিক চিহ্ন তুলে দিবেন, তুলে দেবেন, তুলে দেবার পর নিচে আরেকটি অপশন পাবেন Yes এটার উপর ক্লিক করে দিবেন।

৭. এবার এখান থেকে আবারও Continue বাটনে একবার ট্যাপ করে দিবেন।

৮. এখানে আপনার কাছে তারা জানতে চাইবে যে কেন আপনি True Caller অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন, এখান থেকে যে কোন একটি সিলেক্ট করে দিবেন কোন সমস্যা নেই। সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে আবারও Continue বাটনে ক্লিক করে দিবেন।

৯. তারপর আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে এখান থেকে Deactivate বাটনে ক্লিক করে দিবেন।

এখন কিছুক্ষণের মধ্যেই এটা Deactivate হয়ে যাবে এবং সাথে সাথে লগ-আউট ও কিন্তু হয়ে যাবে। এখন আপনার জন্য প্রথম কাজ শেষ।

১. প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার Chrome Browser এ।

২. তারপর Google Chrome Browser এর সার্চ বারে সার্চ করবেন True Caller Unlist লিখে।

৩. তারপর এই যে ওয়েবসাইট রয়েছে এটি আপনার সামনে শো হবে এখান থেকে এই ওয়েব সাইটের উপর ট্যাপ করে দিবেন।

৪. তারপর আপনার সামনে ২টি অপশন শো হবে এখান থেকে দ্বিতীয় যে অপশন Accept র‍য়েছে এটার উপর ট্যাপ করে দিবেন।

৫. তারপর একটু নিচের দিকে স্ক্রল করলেই একটি অপশন পেয়ে যাবেন No I Want To Unlist এটার উপর ক্লিক করবেন।

৬. এবার এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য বলবে, কিছুক্ষণ আগে আপনি যে নাম্বার থেকে True Caller অ্যাকাউন্ট ডিলিট করেছেন সেই নম্বরটি এখানে দিতে হবে। নাম্বার দেওয়ার পর I'm Not Robot এই ক্যাপচা ফিলাপ করে দিবেন।

৭. তারপর আরেকটু নিচের দিকে স্ক্রল করলে কয়েকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে দুই নাম্বারে যে অপশন পাবেন Truecaller Shows The Wrong Name For My Number এটা সিলেক্ট করে দিবেন।

৮. তারপর Unlist এ ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোড এখানে বসাতে হবে।

এখন কিন্তু আপনার নাম্বার যে যেভাবেই সেভ করুক না কেন কারো কাছে কিন্তু True Caller কোন নাম নিবে না, কেউ চাইলে True Caller এ নাম্বার পাবে কিন্তু কোন নাম শো করাতে পারবে না। আশাকরি এটা অনেকের অনেক ভাবেই কাজে আসবে, এমন ও হতে পারে এটার জন্য অনেকদিন থেকে অনেকেই অনেক ধরনের বিপদে আছেন।

আজকের মতো এখানেই বিদায় নিলাম, অপেক্ষায় থাকুন আবারও ফিরব নতুন কোন টিউন নিয়ে আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস