আমি আসলে কোন কাজের টিউন করি না...কারন আমি তো কিছু পারি ই না। টি টি থেকে শুধু নিয়েই যাচ্ছি স্বার্থপরের মত...
তবে একটা কাজ পারি, সেটা হলো ব্যাক্তিগত কোনো ভোগান্তি শেয়ার করতে যা দিয়ে অন্তত কেউ বিন্দুমাত্র সতর্ক হতে পারে...স্বভাবতই এটাও এমন ই একটা টিউন...
১০ আগস্ট ২০১০
যেহেতু বিশ্বের সর্বোত্তম মডেম জিপি মডেম তাই তারে ওটা না দিয়ে একটা টেকনো মডেম কিনে দিলাম। আর যেহেতু বন্ধু থাকে ঢাকার বাইরে তাই চিন্তা করলাম জিপি র ছিম ই দেই।
যেই কথা সেই কাজ...গেলাম ফার্মগেট জিপিছি তে। সেখানে গিয়ে জানলাম তাদের নেট চালানোর জন্যে একটা বিশেষ!!! ছিম আছে যার নাম ইন্টারনেট ছিম। এই ছীমের যে কি বিশেষত্ব তাহা আজও আমি উদ্ধার করতে পারলাম না। (একটা বিশেষত্ব অবশ্য আছে- এটা হলো বন্ধ্যা ছীম। এটা দিয়ে কল করা যায় না।)
সব কিছু ঠিক ঠাক, টাকা দিবো, ছীম কিনবো কিন্তু বাকরা বাধলো বিলের কপি নিয়া। গ্যাস, পানি, কারেন্ট কোনো না কোনো বিল তাদের চাই-ই চাই। আমি থাকি সরকারী হলে। আমি কোত্থেকে দিবো বিলের কপি? কত্ত কাকুতি মিনতি করলাম দিলোই না। কাইন্দা কাইট্টা বাইর হইয়া লোকাল মার্কেট এ খুঁজা শুরু করলাম। কিন্তু পোস্ট পেইড আর পাই না। অনেক খুঁজা - খুঁজি করে এক দোকানে পাইলাম। ২০০ টাকা দিয়া কিনলাম। কোনো বিল ও চাইলো না। খালি কইলো পোস্ট-পেইড তো ২-৩ দিন পরে চালু হইবে...... সেই ২-৩ দিন আর শেষ হইলো না...ঘটনার শুরু এইখানেই...
১০ দিন পরেও যখন দেখলাম ছীম চালু অয় না বন্ধু আমার কিন্না নিলো জুম...আর এদিকে আমার জিদ চাপলো এই ছীম আমি চালু করবই।
গেলাম ফার্মগেট জিপিছি তে। তারা দেখলো। কইলো ছীমের ৪ টা কপি থাকে। এর মাঝে যেইটা কানেকশন সেন্টারে যাবার কথা সেটা যায় নাই। তাদের সার্ভারে আমার ডিটেইলস ঠিক ই আছে কিন্তু ওটা তারা না পেলে ছিম চালু করতে পারবে না। আর এই মুহূর্তে তাদের ও কিছু করার নাই। কইলো সেই দোকানে যাইতে যেইখান থেকে ছীম কিনছি। গেলাম সেইখানে...তারা কইলো যা যা যেখানে পাঠানোর তারা পাঠাইয়া দিছে...তাদেরও আর কিছু করার নাই। যা করার জিপিছি ই করতে পারবে......সেদিনের মত ইস্তফা দিলাম।
নভেম্বর ২০১০
গেলাম শ্যামলী জিপিছি। পুরা কাহিনী খুইল্লা কইলাম। একই কথা বললো তারাও। নতুন আরো কিছু বলল...সেটা হলো এই ছিম রে জেতা করার ক্ষেমতা শুধু ৩ টা বড় বড় জিপিছি র (মতিঝিল, ফার্মগেট, ধানমন্ডি)। মেজাজটা-ই হট।
জানুয়ারী ২০১১
সাভার গেলাম একটা কাজে। সেখানে দেখলাম অত্যাধিক সাজুগুজু করা একটা জিপিছি। জানি এরা কিছুই পারবে না, তবু দিলাম দেখি কি কয়...পুরা কাহিনী আবার কইলাম...অনেক্ষন গুতাগুতি কইরা কইলো আমারে ঢাকা যাইতে...তাহারা ব্যার্থ। সমস্যাটা যে কি সেটাই তারা ধরতে পারছে না। ওওও মাঝখানে ১০০ ট্যাকা চাইছিলো রিপ্লেসমেন্ট করার জন্য। আমি কইলাম "যার জন্মই হয় নাই তার পূনর্জন্ম করবেন ক্যামনে? আর কেনো আমি আবার ১০০ ট্যাকা দিব..." আমারে বাইর কইরা দিল (বিদায় করলো আর কি)
১ নভেম্বর ২০১১
বহুদিন পরে হঠাত আবার ছিমটার কথা মনে পড়লো সাভার ওই জিপিছি র সামনে গিয়া। আবার গেলাম তাদের কাছে। আবারো কইলাম পুরা কাহিনী। তারা এবার সুসংবাদ দিলো ২ টা। এক- ছীম টা তোলা যাবে দুই- ছীমটা তুলিতে কুনু পয়সা লাগিবে না......দুঃসংবাদ- যেই সিরিজের ছীম দিয়ে এই ছিম রিপ্লেস করতে হয় সেটা তাদের কাছে আপাতত নাই। পরেরদিন সকালে যাইতে কইলো।
পরেরদিন সক্কালে ঈদ করার জন্যে আমি চইলা গেলাম বাড়ি...কিসের আবার জিপিছি...ঈদ বলে কথা।
১৬ নভেম্বর ২০১১
এইবার গেলাম ধানমন্ডি জিপিছে তে হাইট্টা হাইট্টা কাঠ ফাডা রইদের মইদ্ধে। গিয়া শুনি তাহাদের কোন যায়গার তার জানি ছিড়া গেছে...আইজ জিপিছি বন্ধ।
১৭ নভেম্বর ২০১১
আবার গেলাম (আসলে জিদটা বেড়ে ই গিয়েছলো একটু)। ঠাস ঠাস কইরা কথক্ষন চেঁচাইলাম। আবারো পুরান কিচ্ছা কইলাম তাদের। সেই একই কথা তাদেরও। কি না কি যেনো পেপার জমা হই নাই...আমি খাইয়া ফালাইছি পেপার।
তারা আমার ছীমের কাভারের ফটোকপি করলো। বিশাল একটা আবেদনপত্র লেখালো পূর্ন ঘটনার বিবরন সহ। যা যা করার সবই করলো। আর আমায় বলল ৩ দিনের মইদ্ধে একজন আমায় ফুন কইরা জানাইবো আমার ছীমখানা জিন্দা হইছে কি না। আমি স্পস্টভাবে জিগাইলাম...আগে ছীমখানা কি চালু হইবো। উনি বললেন "নো স্যার...ওটা আর কখনোই চালু হবে না...হবেই না...সেটা সম্ভবই না...আপনাকে নতুন করে রিপ্লেস করতে হবে কানেকশনের পরে...তবে যেহেতু ছীমখানা কোমায় (রি-কানেকশনে) চলে গেছে তাই আপনি এটা ফ্রী পাবেন " হা কইরা চইলা আইলাম। ছীমখানারে পরের দিন আবার লাগাইলাম...চক্ষু তাহার তখনো বন্ধ...
২৩ নভেম্বর ২০১১
সকাল ১০ টায় এক লোকে ফোন কইরা কইলো, ''স্যার আপনার ছীমখানা জ্যাতা হইছে...আমার আরো আগেই জানানোর কথা...সরি...আপনি এখন আপনার ছীমখানা তুলিতে পারবেন"...- ঠিকাছে...ধইন্যবাদ
২৪ নভেম্বর ২০১১
কিচ্ছা কইতে কইতে আমার জান শেষ...এইবার আর কিচ্ছা না। সরাসরি কইলাম ছীম রিপ্লেস দেন। সুন্দরী! ম্যাডামে ঘ্যাটাঘ্যাট ছীম দিয়া কয় ১০০ ট্যাকা রিচার্জ করেন কাইটা রাখবো ফিস হিসাবে।
আমি এইবার আবার কইলাম পুরা কাহিনী। আবেদনের কপিও দেখাইলাম। উনি আর পারে না ...উনার বড় ছাহেব রে নিয়া আসছেন। উনি দেইখা কয়, "ছ্যার... এইডাতো রি কানেকশনে এ নাই...গত ১৮ তারিখে এক্টিভেট কইরা দেয়া হইছে। আপনার আগের ছীমখানাই চালু হইয়া গেছিলো...কিন্তু এহন আর কি করার আছে আমগো...আপনার ছীমতো পেইড রিপ্লেছমেন্ট হইয়া গেছে..." আমি কইলাম আমারে তো অনেক জায়গা থেকেই বললো এটা ফ্রী হবে...(আর এমনিতেই নতুন এই ছীমের দাম ১৫০ টাকা)...হেতি এইবার আমার কাছে মাফ চায়...আর পিছন দিয়া সুন্দুরী আপায় কয় "চ্যার...আমারো কারাপ লাগচে...কি অল এটা...আজ যান...পরের বার আপনারে চেবা করার চ্যাষ্টা করপো নে"...ফ্যাল ফ্যাল কইরা হাইট্টা হাট্টা চইলা আসলাম।
ছীমখানা জিন্দা হইলো...দোস্তরে ফুন লাগাইলাম...কাল ই সে আসছে ঢাকায়...ছীমখানা বান্ধাইয়া তার গলায় পরাইয়া দিমু ভাবতাছি...কি কন আপনারা ?
গ্রামীন ফোন আমাকে আসলেই কাছে রাখছে...একটু বেশিই কাছে হইয়া গেছে আর কি...
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেইম কেস। আমি ও গ্রারামিন এর কেসে পরেছিলাম। প্রায় এক বছর মাঝে মেঝে হাজিরা দিতাম (সময় পাইলে জালিয়ে আসতাম) শেষ পর্যন্ত নতুন সিম নিতে হয়েছে।
জিপিছি ছি ছি