স্মার্টফোনে আসা বিরক্তিকর Notification বন্ধ করুন

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি মহান সৃষ্টি কর্তার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে আলোচনা করব, তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

স্মার্টফোন ব্যবহার করার সুবিধা যেমন আছে তেমন জ্বালা ও কিন্তু অনেক। কোন কথা নেই বার্তা নেই যেকোনো সময় আজাইরা নোটিফিকেশন টুং টাং টুং টাং এরকম করতেই থাকে। এখন এই বিরক্তিকর আজাইরা নোটিফিকেশন আসে বলে দেখা যায় যে আপনার ফোন Silent করতে পারছেন না, এক্ষেত্রে যা করা উচিত, যে-সব নোটিফিকেশন আমাদের প্রয়োজন হয় না ঐ সকল অ্যাপের নোটিফিকেশন অফ করে দেওয়া এবং পপুলার অ্যাপ যেগুলো আছে যেমন, ফেসবুক, মেসেঞ্জার, WhatsApp এগুলোর নোটিফিকেশন গুলো কে একটু কাস্টমাইজড করে নেওয়া, কারণ দেখা যায় আমাদের ফেসবুক, মেসেঞ্জারে কথা নেই বার্তা নেই বিভিন্ন মানুষ কিন্তু সময়ে অসময়ে বিভিন্ন মেসেজ পাঠিয়ে থাকে অথবা কোন কোন সময় কোন প্রয়োজন ছাড়াই আমাদের কল দিয়ে থাকে, আর এসব নিয়ে কিন্তু আমরা অনেকেই বিরক্ত হয়ে থাকি এবং এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু বিগ্ন ঘটায়। এখন আপনার ফোনের নোটিফিকেশন গুলো কীভাবে আপনার ইচ্ছেমতো সেট করবেন এবং কাস্টমাইজড করে নিতে পারেন তা আজকের এই টিউনে দেখিয়ে দিচ্ছি।

আপনার স্মার্টফোনের নোটিফিকেশন Customize করবেন যেভাবে

১. প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে।

২. সেটিংস থেকে Notification একটি অপশন পাবেন এটা খুঁজে বের করবেন। Notification অপশন পেয়ে গেলে এটার উপর ট্যাপ করে দিবেন।

৩. Apps Notification নামে একটি অপশন রয়েছে এটি আপনাকে খুঁজে বের করতে হবে।

৪. এবার আপনার সামনে আপনার স্মার্টফোনে থাকা সকল অ্যাপস শো হবে। এবং কোনটা কোনটা থেকে Notification আসবে তা এখানে Allow করা রয়েছে।

 

আমাদের ফোনে বিভিন্ন গেমস, Google Chrome এরকম অ্যাপস থেকে বেশির ভাগ আজাইরা নোটিফিকেশন এসে থাকে, এগুলো বন্ধ করতে হবে।

৫. এখন মনে করুন আমার Google Chrome থেকে বেশিরভাগ আজাইরা নোটিফিকেশন আসে। এটি বন্ধ করার জন্য ডান পাশে দেখতে পাবেন অন অফ করার একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিলেই বন্ধ হয়ে যাবে।

 

আপনি যদি চান নোটিফিকেশন আসবে এবং শো ও হবে কিন্তু কোন শব্দ হবে না তাহলে আরেকটা কাজ করতে পারেন।

৬. Google Chrome এর উপর ট্যাপ করে দিবেন।

 

৭. ট্যাপ করার পর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে। এখান থেকে আপনি চাইলে Sound এবং Vibration দুটো অফ করে রাখতে পারেন।

 

এই দুটো যদি অফ করে দেন তাহলে আপনার স্মার্টফোনের স্ক্রিনে নোটিফিকেশন গুলো শো হবে কিন্তু বিরক্তিকর শব্দ হবে না।

৮. এবার আমি একটু বেক হয়ে যদি আমার Facebook Lite এ চলে যাই। Facebook Lite এর উপর ট্যাপ করে দিয়ে আবারও যদি আমি Sound এবং Vibration অফ করে দেই তাহলে নোটিফিকেশন গুলো স্ক্রিনে শো হবে কিন্তু কোন শব্দ হবে না বা Vibration করবে না।

এখানে ফেসবুকের ক্ষেত্রে আরো সুবিধা রয়েছে আপনাকে কেউ টিউমেন্ট করলে কোন

Notification আসবে কি না, কেউ ট্যাগ করলে, এবং কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কোন নোটিফিকেশন আসবে কি না তা ও অফ অন করতে পারবেন।

কোন কোন সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। মোবাইল ডাটা যদি আমরা কয়েকদিন অন না করি এবং পরবর্তীতে কোন কাজ করার জন্য অন করলে নোটিফিকেশন গুলো এমন ভাবে আসা শুরু করে কাজ করা তো দূরের কথা মোবাইল কন্ট্রোল করাই হয়ে পড়ে কষ্টকর বিষয়। কিন্তু যে সফটওয়্যারের নোটিফিকেশন আমাদের প্রয়োজন নেই আমরা চাইলে এই সেটিংস এর মাধ্যমে নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারি। আমি মনে করে এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক উপকারী একটি সেটিংস, আশাকরি আপনাদের ও উপকারে আসবে।

আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন আরেকটি টিউনে ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস