৭ টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেগুলো আপনার ফোনের যাবতীয় সমস্যা খুঁজে বের করে!

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আপনি কি এই মুহূর্তে একটি Android স্মার্টফোন ব্যবহার করছেন? আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন। আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছেন, সে ডিভাইসটিতে কিন্তু অনেক সমস্যা থাকতে পারে, যেগুলো আপনি জানেন না। আপনি হয়তোবা প্রতিদিনের মতো ফোনটি ব্যবহার করে রেখে দেন এবং প্রতিনিয়ত এভাবেই চালাতে থাকেন।

আমাদেরকে কিন্তু অনেক কারণেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনটির বিভিন্ন বিষয় চেক করার প্রয়োজন পড়ে। বিশেষ করে, আপনি যখন সেকেন্ড হ্যান্ড কোন একটি মোবাইল কারো থেকেই কিনতে চান অথবা আপনার দীর্ঘদিনের পুরাতন ফোনটির বর্তমান অবস্থা চেক করতে চান।

একটি স্মার্টফোনের অনেক কম্পোনেন্ট রয়েছে, যেগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে কাজ না করলে, আপনার পুরো মোবাইল ব্যবহারের এক্সপেরিয়েন্স মারাত্মকভাবে নষ্ট হতে পারে। কিন্তু, আপনার ডিভাইসে ঠিক কি সমস্যা রয়েছে, তা আপনি কীভাবে চিহ্নিত করবেন?

আপনি যদি এই মুহূর্তে একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার কথা চিন্তা করেন, তাহলে সেই ডিভাইসের সবকিছু ঠিক আছে কিনা, তা চেক করলে কেমন হয়? নিশ্চয়ই, এক্ষেত্রে আপনি সেই ফোনটি কেনার ক্ষেত্রে আপনি যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনটির সমস্যা যাই হোক না কেন, সেটি খুঁজে বের করার জন্য কিছু অ্যাপ রয়েছে, যেগুলো আপনার স্মার্টফোন চেকআপ করতে পারে।

তাহলে চলুন এবার সেসব অ্যাপ গুলো দেখে নেওয়া যাক, যেগুলো আপনার ফোনের নির্দিষ্ট কম্পোনেন্ট গুলোর বর্তমান অবস্থা যথাযথভাবে চেক করতে পারে।

১. Testy: Test your phone

Testy Test your phone মোবাইল অ্যাপ

Phone Check and Test হলো সেরা অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার চেকিং অ্যাপ গুলোর মধ্যে থেকে অন্যতম একটি, যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট চেক করতে পারেন। এই আজকে কিছুটা ডেক্সটপ এর CPU-Z অ্যাপ এর মত কাজ করে। এটি আপনার ফোনের হার্ডওয়্যার চেক করার করার সময় আপনার ফোনের সম্পূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন ও শো করে।

আর এই অ্যাপটি ব্যবহার করা ও সহজ। এই অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি আপনার ফোনের বিভিন্ন কম্পোনেন্ট চেক করার অপশন পাবেন। এগুলোর মধ্যে যেমন, আপনার ফোনের স্ক্রিন, নেটওয়ার্ক, মাল্টি টাস, সেন্সর, ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট‌ ইত্যাদি।

আপনি যদি একটি পুরাতন মোবাইল কিনতে যান, তাহলে দ্রুত সময়ে সেই ফোনটির সকল ডিটেলস বের করার জন্য এই অ্যাপসটি ইন্সটল করতে পারেন। ‌ যেখানে আপনি ফোনটির সকল হার্ডওয়্যার কম্পনেন্ট গুলো চেক করার অপশনগুলো এক জায়গাতেই পেয়ে যাবেন। এতে করে আপনাকে প্রত্যেকটি ফাংশনে গিয়ে, সেসব বিষয়গুলো চেক করতে হবে না।

Testy: Test your phone

Official Download @ Testy: Test your phone

২. Phone Doctor

Phone Doctor - অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা চেক করার অ্যাপ

মানুষের ডাক্তারের মতো Phone Doctor মোবাইলে আপনি ও আপনার ফোনের যাবতীয় সমস্যা নির্ণয় করার জন্য কাজ করে। এই অ্যাপসটি ইন্সটল করে আপনি আপনার ফোনের প্রতিটি কম্পোনেন্ট সঠিকভাবে কাজ করছে কিনা, তা পরীক্ষা করার সুযোগ পাবেন। যেমন, আপনার ফোনের সাউন্ড, মাল্টি টাচ স্ক্রিন, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই সহ যাবতীয় উপাদান গুলো সঠিকভাবে কাজ করছে কিনা, তা চেক করা যায়।

Phone Doctor এবং Phone Check and Test ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা চেক করার পদ্ধতি প্রায় একই। এই দুইটি অ্যাপের ক্ষেত্রেই আপনি একটি ভাল ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। যেখানে আপনি মোবাইলের প্রয়োজনীয় বিষয়গুলো চেক করার জন্য অপশন গুলো হাতের কাছেই পেয়ে যাবেন।

আপনি যদি এখন একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার কথা বিবেচনা করেন, তাহলে ফোনটির সবকিছু ঠিক আছে কিনা, তা খুব দ্রুত চেক করার জন্য এই অ্যাপসটি ও ইন্সটল করে দেখতে পারেন, যা আপনাকে দ্রুত সময়ের মধ্যে ফোনের যাবতীয় কম্পনেট গুলো চেক করার সুযোগ দিবে।

Phone Doctor

Official Download @ Phone Doctor

৩. Dead Pixels Test and Fix

Dead Pixels Test and Fix

আপনার ফোনের ডিসপ্লের সব পিক্সেল ঠিক রয়েছে কিনা, তা দ্রুত সময়ে চেক করার জন্য আপনি Dead Pixels Test and Fix মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লের কোন পিক্সেল নষ্ট রয়েছে কিনা, চেক করতে পারবেন।

টেস্ট করার সময় যদি ফোনটিতে Dead Pixels সনাক্ত হয়, তাহলে এই অ্যাপসটির মাধ্যমে তা ঠিক করার ও অপশন রয়েছে। যদিও, এটি আপনার ফোনের Dead Pixels কে সম্পূর্ণভাবে ফিক্স করতে পারবেনা, যদি এটি হার্ডওয়্যার জনিত কারণে হয়ে থাকে। তবে, এটি Sub-pixel Defect গুলো Fix করার চেষ্টা করে। আর আপনি যখন এই অ্যাপস টি ব্যবহার করে Dead Pixels খুঁজে বের করবেন এবং সেটি Fix করতে চাইবেন, তখন এই প্রক্রিয়াটি হওয়ার জন্য কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

আর এই অ্যাপসটির ডেভেলপার টা এরকম পরামর্শ দিয়ে থাকে যে, যদি কয়েক ঘণ্টার মধ্যে এটি ঠিক করা না যায়, তাহলে দুর্ভাগ্যবশত এটি দিয়ে আপনার ফোনের ডিসপ্লের Dead Pixels সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু তবুও আপনি এই অ্যাপসটি ব্যবহার করে একবার Dead Pixels সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন।

Dead Pixels Test and Fix

Official Download @ Dead Pixels Test and Fix

৪. AccuBattery

AccuBattery ব্যাটারির Lifecycle চেক করার অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ হলো, সেই ডিভাইসের মালিকের জন্য সবচেয়ে বিরক্তিকর একটি দিক। কেননা, একটা সময় পর Android এর ব্যাটারি লাইফ কমে যায়। আর এজন্যই অনেক সময় দেখা যায় যে, ফোনের ২৫% চার্জ থাকা স্বত্বেও হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে যায়। এমনটি হওয়ার অন্যতম কারণ হলো, সেই অ্যান্ড্রয়েড ফোনটির ব্যাটারি লাইফ সীমিত হয়ে গিয়েছে। ‌

যদিও, AccuBattery অ্যাপ আপনার ব্যাটারি লাইফ সমস্যার সমাধান করে না। এটি শুধুমাত্র আপনাকে এটি চেক করে দেয় যে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির বর্তমান অবস্থা কেমন। অর্থাৎ, আপনার ব্যাটারির Lifecycle কোন পর্যায়ে রয়েছে, এটির মাধ্যমে তা বের করা যায়।

এই অ্যাপসটিতে আপনার ফোনের ব্যাটারির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যেমন: আপনার ব্যাটারির বর্তমান ক্যাপাসিটি বনাম শুরুতে থাকা ক্যাপাসিটি এর মাত্রা দেখা যায়। চার্জের সময় আপনার ব্যাটারি কত স্পিডে চার্জ গ্রহণ করতে পারে এবং আপনার ফোনের সামগ্রিক ডিসচার্জ এর গতি কেমন, সেই মাত্রা ও এখানে দেখা যাবে।

তাই, আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটির ব্যাটারির সমস্যা খুঁজে বের করতে চান, তাহলে এই অ্যাপসটি আপনার জন্য দারুণ কার্যকরী অ্যাপ হতে পারে।

AccuBattery

Official Download @ AccuBattery

৫. Repair System for Android

Repair System & Phone info অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোনের জন্য Repair System for Android হলো একটি Junk Files Cleaner এর মতো মোবাইল অ্যাপ। কারণ এই অ্যাপসটিতে CPU Cooler, Phone Booster, Game Booster, Antivirus এবং আরো অনেক ফিচার রয়েছে। এই ফিচারগুলো ব্যবহার করলে আপনার ফোনের অনেক সমস্যারই সমাধান করা যায়।

তবে, আপনার ফোনে কোন সমস্যা রয়েছে কিনা, তা নির্ণয় করার জন্য এই অ্যাপসটির দুটি প্রধান হাইলাইটেড ফিচার হলো Repair System এবং Hardware Check অপশন।

আপনি Repair System ব্যবহার করলে, এটি আপনার পুরো সিস্টেমের স্ক্যান করে এবং প্রবলেমগুলো সনাক্ত করে সেটির Repair করে। এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের Boot, File System এবং RAM সমস্যার সমাধান করে থাকে। আর এই অ্যাপসটিতে থাকা Hardware Checker ফিচারটি ব্যবহার করলে, আপনার ফোনের Basic Hardware গুলো চেক করা হয় এবং সেগুলোর সমস্যা দেখা হয়।

Hardware Checker এর মাধ্যমে এটি দেখা হয় যে, আপনার ফোনের বিভিন্ন হার্ডওয়্যার গুলো সঠিকভাবে কাজ করছে কিনা এবং ফোনে কোন কিছু ঠিক করতে হবে কিনা।

Repair System for Android

Official Download @ Repair System for Android

৬. Test Your Android

Test Your Android

এই অ্যাপসটির নাম দেখেই বোঝা যাচ্ছে যে, Test Your Android অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের বিভিন্ন কম্পোনেন্ট পরীক্ষা করে। এই অ্যাপসটি বিভিন্ন টুলস যেমন, Device Information, Hardware Testing এবং Sensor Testing ইত্যাদি অংশে বিভক্ত।

আপনি এই অ্যাপসটিতে প্রবেশ করে বিভিন্ন অংশে বিভক্ত থাকা টুলগুলো ব্যবহার করে আপনার ডিভাইসের বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা করতে পারবেন। এই অ্যাপসটি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন বিষয় যেমন: Monitor Color, Multi-touch Feature, Camera, Speaker, Fingerprint এবং আরো অনেক কিছু পরীক্ষা করতে পারবেন। আর এই প্রতিটি পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ফোনটির হার্ডওয়্যারের সমস্যাগুলো খুঁজে বের করতে পারবেন।

এছাড়াও আপনার অ্যান্ড্রয়েড ফোনটির বিভিন্ন সেন্সর গুলো সঠিকভাবে কাজ করছে কিনা, এজন্য এটিতে Light, Temperature, Pressure, Compass এবং আরো অন্যান্য সেন্সর গুলো পরীক্ষা করার অপশন রয়েছে। তাই, আপনি যদি আপনার পুরাতন ফোনটির বর্তমান অবস্থা চেক করতে চান, তাহলে এই অ্যাপসটি ব্যবহার করে ফোনটির যাবতীয় কম্পোনেন্ট পরীক্ষা করে দিতে পারেন। আর আপনি যদি পুরাতন ফোন কেনার সময় সবকিছু দেখে নিতে চান, তাহলেও এই অ্যাপসটি ব্যবহার করে সবকিছু টেস্ট করে নিতে পারেন।

Test Your Android

Official Download @ Test Your Android

৭. Sensors

ফোনের সেন্সর সমস্যা খুঁজে বের করার জন্য Sensors অ্যাপ

Sensors হলো আরো একটি টুল বক্স, যেটিকে All-in-one Diagnostic Tool বলা যায়। এটি ব্যবহার করে আপনার ডিভাইসের সেন্সর সম্পর্কিত সব কিছু পরীক্ষা করা যায়।

এই অ্যাপসটি আপনার ফোনের Accelerometer, Geomagnetic Field, Orientation, Gyroscope, Light, Gravity এবং আরো অন্যান্য সেন্সর গুলো পরীক্ষা করে। এই অ্যাপসটি আপনার ফোনের প্রায় সমস্ত ধরনের সেন্সর সাপোর্ট করে, যেগুলো আপনি অ্যাপসটি দিয়েই টেস্ট করতে পারেন।

এছাড়াও এই অ্যাপসটি আপনার ফোনের ব্যাটারি, ক্যামেরা, হার্ডওয়্যার এবং সিস্টেম রিলেটেড আরও অন্যান্য কম্পোনেন্ট গুলো পরীক্ষা করতে পারে। আপনি যদি একটি পুরাতন ফোন কেনার সময় কিংবা আপনার ফোনটির বর্তমানের সেন্সর গুলোর অবস্থা একসাথে দেখতে চান, তাহলে Sensors আপনার জন্য সেরা একটি অ্যাপ হতে পারে।

Sensors

Official Download @ Sensors

শেষ কথা

আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যান, তখন আপনাকে ম্যানুয়ালি অনেক বিষয় চেক করতে হয়। এক্ষেত্রে আপনি হয়তোবা আলাদা আলাদা ভাবে সেসব সেটিংসে প্রবেশ করেন এবং প্রত্যেকটি বিষয় ভালোভাবে চেক করে ফোনটি ক্রয় করেন। কিন্তু, আপনার এই কাজটি সহজ করার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে, যেগুলো দিয়ে এক জায়গা থেকেই ফোনটির যাবতীয় সমস্যা খুঁজে বের করা যায়।

আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির কোন সমস্যা রয়েছে কিনা, আপনি যদি তা চেক করতে চান, তাহলে শুধু এসব অ্যাপসগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করুন এবং প্রত্যেকটি অপশনে ক্লিক করে ফোনের যাবতীয় কম্পোনেন্ট গুলো চেক করে নিন।

আজকের এই টিউনে আলোচনা করা অ্যাপ গুলো Android Health Check করার জন্য সেরা বিনামূল্যের অপশন। যদিও গুগল প্লে স্টোরে প্রচুর অ্যান্ড্রয়েড ডিভাইস Check, Fix, Update এবং Clean করার অ্যাপ রয়েছে, যেগুলো মোটেও খারাপ নয়। তবে, সেসব অ্যাপস গুলোর মধ্য থেকে এই অ্যাপস গুলো আপনার জন্য আরও বেশি টুল অফার করে, যার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় সমস্যা খুঁজে বেড়তে পারবেন। সুতরাং, আপনিও আপনার স্মার্টফোনের বর্তমান অবস্থা পরীক্ষা করার জন্য উপরের Apps গুলোর মধ্য থেকে যেকোনো একটি ব্যবহার করে দেখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস