বিসমিল্লাহির রহমানির রাহিম, আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি স্মার্টফোনের অসাধারণ ৫ টি ট্রিকস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল টিউনে চলে যাই।
আজকের এই টিউনে আমি আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ ৫ ট্রিক্স নিয়ে আলোচনা করব। স্মার্টফোন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকি, কিন্তু স্মার্টফোনের সকল ট্রিকস সম্পর্কে কি আমাদের সম্পূর্ণ জানা আছে, আমি বলব একদমই না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
১. প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে।
২. সেটিংসে যাওয়ার পর, উপরে সার্চ বারে সার্চ করতে হবে Lock Screen লিখে।
৩. এখন আপনার সামনে একটি অপশন শো হবে Lock Screen Massage এটার উপর ট্যাপ করে দিবেন।
৪. ক্লিক করার পর এখানে আপনার নাম লিখে নিবেন, অথবা আপনার স্মার্টফোন লক থাকা অবস্থায় আপনার ফোনের ডিসপ্লেতে যা সেট করতে চান সেটি লিখে Save করে দিবেন।
৫. এখন আপনার ফোন লক করলেই ডিসপ্লেতে সেভ করা নামটি চলে আসবে।
আশাকরি এই ট্রিকস সবার অনেক বেশি ভালো লেগেছে।
সময় যত বেশি গড়াচ্ছে সব কিছুই কিন্তু তত বেশি উন্নত হচ্ছে। আগে সবাই SharEit দিয়ে সব ফাইল শেয়ার করত, এখন NearBy Share এর মাধ্যমে যেকোনো ফাইল শেয়ার করতে পারবেন। কোন থার্ড-পাটি অ্যাপ ইন্সটল করতে হবে না। SharEit দিয়ে কোন ফাইল শেয়ার করতে গিয়ে অনেক এড আসে এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এখনকার সকল ফোনেই NearBy Share থাকে।
আপনি আপনার ফোনের নোটিফিকেশন বারে গেলেই NareBy Share আইকন পেয়ে যাবেন। আপনি যখন কোন ছবি, ভিডিও বা কোন ফাইল শেয়ার করবেন তখন দুটো ফোনেই কিন্তু NareBy Share অন করে নিতে হবে।
১. প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে।
২. সেটিংস থেকে আপনাকে খুঁজে বের করতে হবে Hotspot Teaching, যদি খুঁজে না পান তাহলে সার্চ বারে সার্চ করে নিবেন। Hotspot Teaching বের করার পর এটার উপর ট্যাপ করে দিবেন।
৩. আপনার সামনে একটি আইকন শো হবে Data Limit এটার উপর ক্লিক করে দিবেন।
৪. এখানে দেখতে পাচ্ছেন Data Limit সেট করার একটি অপশন চলে আসছে এখানে আপনি আপনার ইচ্ছে মতো Data Limit সেট করে দিবেন।
আপনি যদি Data Limit ২০০ MB করে দেন তাহলে ২০০ MB শেষ হওয়ার সাথে সাথেই আপনার ফোনের Hotspot অফ হয়ে যাবে। এখন যদি আপনি আপনার বন্ধুদের Hotspot অন করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে আর টেনশন করতে হবে না যে আপনার সকল MB শেষ করে দিচ্ছে নাকি। আশাকরি এই ট্রিকস ও সবার অনেক বেশি উপকারে আসবে।
WiFi এবং Bluetooth Scanning বন্ধ করে আপনার ব্যাটারি বাঁচাতে এবং আপনার ফোনকে ফাস্ট রাখতে অনেক বেশি সাহায্য করবে।
১. প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে।
২. সেটিংসে যাওয়ার পর উপরে সার্চ অপশনে সার্চ করতে হবে Scanning লিখে।
৩. এখন আপনার সামনে WiFi Sacning এবং Bluetooth Scanning দুটি অপশন শো হবে।
৪. আপনি Wifi Scanning এর উপর ট্যাপ করে দিবেন।
৫. এবার এখান থেকে এই অপশনটা বন্ধ করে দিবেন।
৬. WiFi Scanning বন্ধ করার পর বেক হয়ে আসবেন।
৭. এবার Bluetooth Scanning এর উপর ট্যাপ করে দিবেন।
৮. আবারও আগের মতো এই অপশন বন্ধ করে দিবেন।
আশাকরি এই ট্রিকস ও আপনাদের অনেক উপকারে আসবে।
আপনি সারাদিন কত ঘণ্টা ফেসবুক ব্যবহার করেছে, কত ঘণ্টা ইউটিউব ব্যবহার করেছে, কত ঘণ্টা ব্রাউজিং করেছেন তা সম্পূর্ণ কিন্তু রেকর্ড হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনে। আপনি যদি আপনার স্মার্টফোনে দেখতে পারেন যে আপনি কতক্ষণ কি ব্যবহার করেছেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আছি কি না, আপনি অতিরিক্ত মাত্রায় ফোন আসক্তি থেকে নিজেকে সেভ করতে পারবেন। এটা দেখার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
১. প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস ওপেন করে নিতে হবে।
২. সেটিংসে ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই Digital Wellbeing Parental Control একটি আইকন পাবেন এটার উপর ক্লিক করে দিবেন।
৩. এটার উপরে ট্যাপ করলেই দেখতে পারবেন যে আপনি সারা দিনে কতক্ষণ এবং কি কি আপনার স্মার্টফোনে ব্যবহার করেছেন।
মোবাইল ব্যবহার করতে হলে জানতে হবে মোবাইলের সকল ট্রিকস সম্পর্কে তবেই পাবেন আপনি সর্বোচ্চ সুবিধা। আজকের এই টিউনে আমি এরকম ৫ টি ট্রিকস নিয়ে আলোচনা করেছি যেগুলো এখন পর্যন্ত অনেকের অজানা। আপনি দিনে কতক্ষণ আপনার স্মার্টফোন ব্যবহার করছেন তা কুভাবে দেখবেন তা আমি এই ট্রিকসে আলোচনা করেছি। অনেকের মনে মনে থাকে যে আমি দিনে এতক্ষণ আমার ফোন ব্যবহার করব যাতে আমি মোবাইলের প্রতি আসক্ত হয়ে না পড়ি। আশাকরি আমি যে ৫ টি ট্রিকস নিয়ে আলোচনা করেছি তা আপনার সবার ভালো লাগবে এবং উপকৃত হবেন।
আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.