প্রিয় টিউনার ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন। কিঞ্চিত কষ্ট নিয়ে লেখা শুরু করছি, সেই অর্থে বলতে গেলে আমি ভালো নেই। আমার আজকের টিউন Android Application সম্পর্কিত। বড় আশা নিয়ে Android Market এ ঢুকেছিলাম আমার বানানো একটি Android Application পাবলিশ করতে...কিন্তু সেখানে ঢুকে দেখি Credit Card এর মারপ্যাচ...কষ্টের কারন মুলত এটাই।বাধ্য হয়ে Mediafire এর কাছে হাত পাততে হলো...
যাই হোক, কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে একটি Android Application Share করতে চাই। আশা করি আমার টেকটিউনস বন্ধুরা Android Mobile সম্পর্কে ভালো করে জানেন, তাই এ সম্পর্কে আর কিছু বললাম না।
Application টির নাম Digital Expense Manager।
একজন মানুষের/কোন প্রতিষ্ঠানের প্রতিদিনকার খরচের হিসাব রাখার জন্য এটি Develop করা।
এতে যে যে সুবিধা গুলো দেওয়া হয়েছে তা হচ্ছে...
আশা করি Application টি আপনার আর্থিক সচেতনতায় কিছুটা হলে ও কাজে আসবে।
আমার বানানো এই Application টি আপনারা যারা Android Phone ইউজ করছেন তাদের কিছুটা কাজে আসলে ও আমি সার্থক। ধন্যবাদ সবাইকে।
Application টি Download করুন এখান থেকে
আমি Code Lab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student of Patuakhali Science & Technology University in Computer Science & Engineering.......& New here....
ধন্যবাদ ভাই, অনেক সুন্দর তবে ভাই একটি রিকুয়েষ্ট করি-
ভাই আমার যেহেতু বাঙ্গালী, সেহেতু বাংলায় একটা আয় ব্যয়, লাভ-লসসহ একটি একাউন্টিং সফটোয়ার তৈরী করে সেয়ার করলে বেশি বেশি খুশি হতাম।