এটা টেকটিউনস এ আমার ৩য় টিউন। কল রেকর্ডিং নিয়ে বেশ কয়েকটা পোস্ট চোখে পড়ল আর তখনি মনে পড়ল, আমরা যখন আলাদা সফটওয়্যার ব্যবহার করে কল রেকর্ডিং করি তখন একটা আওয়াজ ( beep) হয় যা কলার এবং রিসিভার উভয়ে শুনতে পান। সুতরাং যারা এ ব্যপারে জানেন তার খুব সহজেই বুঝে ফেলেন যে তার কথা রেকর্ড করা হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য আমার এই ছোট টিউনটির অবতরনা।
প্রথমে আপনার মোবাইলে কল রেকর্ডার ইন্সটল থাকতে হবে। যদি না থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে ইন্সটল করে নিনঃ(ইন্সটল করা থাকলে সরাসরি B থেকে অনুসরন করুন।)
A.
B.
ইন্সটল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে Active সিলেক্ট করুন।
তারপর, Hide সিলেক্ট করুন। Exit করলে এটা কাজ করবে না। ( যতবার মোবাইল অফ করে অন করবেন তত বার এই কাজ দুটি করতে হবে।
ধন্যবাদ সবাইকে। এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা...
বি.দ্রঃ এই পদ্ধতি শুধুমাত্র নকিয়ার সিম্বিয়ান v 2 সেটগুলোতে কাজ করবে।
পূর্বে ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।
আমি saju5854। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ ছাড়া আর কিছু না। জানতে ভালো লাগে, আর যা জানি তা শেয়ার করতে ভালো লাগে। ফেইসবুকে আমাকে পাবেনঃ http://www.facebook.com/sanju.ahmad এই লিঙ্ক এ
nokia ফোন এর জন্যে অবশ্যয় কার্যকারী । আর চাইনা ফোনে এমনিতেই শব্দ হয় না। ধন্যবাদ সুন্দর টিউনটি করার জন্যে।