জানতে চাই সব কিছুঃ GPRS/EDGE/etc

[ছবি: MYI2W.jpg]

আমরা যখন কোনো মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা দেখতে পাই মোবাইলের ক্যাটালগে Edge বা Gprs লিখা থাকে। কিন্তু আমরা জানি না যে এর অর্থ কি। আমরা সাধারণত ধরে নেই এই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কিন্তু অন্য কোনো ধারণা থাকে না। এখান থেকে জেনে নিন যে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের প্রভাব পরতে পারে।

# General Packet Radio Service (GPRS) : GPRS হচ্ছে পুরাতন ইন্টারনেট টেকনোলজি। GPRS সিস্টেম এ ইন্টারনেট এর স্পীড পাওয়া সম্ভব সর্বোচ্চ 20 kbps। বিশ্বের প্রায় সব দেশেই এ সিস্টেমটি ব্যবহার করা হয়।

# Enhanced Data rate for GSM Evolution (EDGE) : EDGE GPRS এর চেয়ে খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে সর্বোচ্চ স্পীড পাওয়া সম্ভব 60kbps। এটিও প্রায় সব দেশে ব্যবহার করা হয়।

#Universal Mobile Telephony Service (UMTS): UMTS একটু উন্নত সার্ভিস যার সর্বোচ্চ স্পীড হতে পারে384 kbps। কিন্তু সব দেশে বা সব শহরে এই সিস্টেমটি নেই।

# High Speed downlink Packet Access (HSDPA) : HSDPA হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক ও উন্নত

সূত্র ঃ ফেইসবুক

আপনি ও আমার বন্ধুকে পরিচয় করিয়ে এবং রেজিস্টেশন করুন আমার ফোরামে

Level New

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tune ti asompurno
# High Speed downlink Packet Access (HSDPA) : HSDPA হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক ও উন্নত সিস্টেম যার ???????????

HSDPA হচ্ছে বর্তমানের সবচেয়ে আধুনিক ও উন্নত সিস্টেম যার ???????????????????????

যার ??? তার পরেও ভাল লাগল। কপি করতে গিয়ে হয়ত বাদ পড়েছে।

    Level 0

    bhai ei sob comment stop korun, teasing bondho korun

Level New

ঠিক করে দিলাম

    Level 0

    bhai hsdpa niye aro jante chai

Level New

কিছুই বুঝলাম না। উইকিপিডিয়া এবং আমি যতোটুকু জানি তা শেয়ার করলাম-
GPRS: up to 57 kbps
EDGE: up to 473 kbps
UMTS 3G: up to 384 kbps
UMTS: 42 mbps
HSDPA: 84 mbps
সূত্রঃ http://en.wikipedia.org/wiki/List_of_device_bandwidths
আপনি কিসের ভিত্তিতে এইসব তথ্য কেন দিলেন বুঝলাম না। আর অনেকে মোবাইলে বলে যে 30KBps স্পীড পাচ্ছে, তারমানে কি? আর আপনি EDGE এর ক্ষেত্রে লিখেছেন মাত্র 60 kbps! মোবাইলে 8 KBps এর বেশি গতি পাওয়া মানেই তো 64 kbps. তাই নয় কি?

    Level New

    @সেতু: এখানে ডাউলোডের কথা বলা হয়েছে

Level 0

valo vabe jene tune kora valo….

    Level New

    @sporso: আপনি ভালো কইরা জানিয়ে দিন

      Level New

      @শুভ: আমি যে জানাইলাম সেটা ভাইজান খেয়াল করেন নাই? আপনার টিউনে কোথায় ডাউনলোডের কথা লিখা?
      আর আমি যে এবং অনেকে যে আমাদের মোবাইল ইন্টারনেট দিয়ে 20 KBps/ 160 kbps স্পীডে ডাউনলোড করি সেটাকে আপনি কি বলবেন? এইটা কোন সংগায় পড়ে? UMTS এর গতি 384 kbps? আমেরিকনরা এই গতির ইন্টারনেট ব্যবহার করে?
      উলটাপালটা তথ্য দিয়ে টিউন করে কি লাভ বুঝতেছি না। কেনো বুঝছেন না আপনার পরবর্তী টিউনে আর কেউ পড়তেই আসবে না।
      তবে যদি নিজের সাইটের লিংক দেয়াই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অন্য কথা।
      মডারেটরদের এই ধরণের ভুল তথ্য সম্বলিত টিউন মুছে ফেলার জয়ন অনুরোধ করছি। এতে সাধারণ পাঠকরা টেকটিনসের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।

Level New

এখানে আপনি দেখতাছেন যে এই টিউনটি কপি করা , ভুল হইলে আপনি বলতে পারেন। কিন্তু এটা কেমন কথা টিউন মুছে ফেলার আনুরোধ, আবার আমার টিউনের জন্য সাধারণ পাঠকরা টেকটিনসের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এটা কেমন ধরনের কমেন্টস

    Level New

    @শুভ: ভুল হইছে বলতেছি তো ভাই, আরো অনেকেই তো বলতেছে।
    একটা টিভি চ্যানেলের রিপোর্টার ভুলভাল নিউজ দিলে মানুষ কিন্তু সেই টিভি দেখাই বাদ দিবে, ব্যাপারটা কি এমন না? নাকি আমরা এমন করি শত ভুলের পরেও চ্যানেল দেখেই যাই? আশা করি বুঝতে পারবেন। আপনার সাইটে গিয়ে আমি অন্য কারো ভুলভাল লেখা দেখলে কিন্তু আপনাকেই দোষ দিবো।

    Level New

    @শুভ: আর কপি করা জিনিস ভুল এইটা কার দোষ? একটা জিনিস ভুল, আবার আমি সেটা কপি করেছি- একটুও দায় ভার কি আমার না? আমি তো আর অরিজিনাল পোস্টে গিয়ে ঐখানে আপনাকে কিছু বলতেছি না। আর সূত্রের লিংক ছাড়া শুধু ফেসবুক বললেই কি হয়ে যায়? ফেসবুক কি ছোটো কোনো সাইট?

      Level New

      @সেতু: দায় ভার অবশ্যই আমি নিবো, আর এইটা কপি করা , ভুল হইলে সংশোধনমূলক মন্তব্য করা উচিট ছিলো, তা না করে আপনি নেগেটিভ মন্তব্য করছেন
      আমি এটা পেয়েছি একটা ফেইসবুক স্টেটাস থেকে এখানে আমি কিভাবে সূত্র দিব বলেন ?আর আমার কাছে মনে হয়েছিলো এই টিউনটি অনেকেরি অজানা তাই শেয়ার করলাম।

      Level New

      @সেতু: আমার প্রথম মন্তব্য কি সংশোধন মূলক ছিলো না? আপনার উপর আমার মেজাজটা খারাপ হয়েছে স্পর্শ এর জবাবে যখন আপনি ‘@sporso: আপনি ভালো কইরা জানিয়ে দিন’ এটা উল্লেখ করেছেন।

Level New

আপনার পূর্ববর্তী প্রতিটি টিউনই কিন্তু অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল ছিল। সুতরাং আপনার মতো নিয়মিত লেখকেরা এই ধরণের কপি করা পোস্ট থেকে বিরত থাকবেন বলেই আমরা সবাই আশা করি।

সেতু ভাই এর স্থে আমি পুরাই একমত।

Level 0

ভায়া আপনার ইনফো তে বেশ ভুল রয়েছে। বাংলাদেশ এ টেলিটক এ শুধু এখনো gprs SERVICE দিয়ে যাচ্ছে। আমি গতকাল রাতেও ৪০+ কেবিপিএস ডাউনলোড স্পীড পেয়েছি। আর রবি এর EDGE তে তো আমার এক ভাই ১০৮ কেবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়ার স্ক্রীণ শট অ নেওয়া আছে।

Level 0

ধন্যবাদ সেতু ভাই! সঠিক তথ্য দেবার জন্য।