NOKIA X3 নিয়ে একটা প্রফেশনাল রিভিউ (এ টু জেড সব তথ্য পাবেন)

নোকিয়া X3 মোবাইল নিয়ে রিভিউ এর শুরুতে এটা বলা যায় এ মোবাইলের বড় সুবিধা হচ্ছে স্মুথ টাচস্ক্রীন সাপোর্ট, হাই কোয়ালিটির ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং wifi, 3g network, Bluetooth. আর সব ভালোর সাথে যেহেতু কিছু খারাপ থাকে সেটা এই মোবাইলেও আছে তা হচ্ছে আপনার কাছে মনে হতে পারে এর screen টা বোধহয় ছোট ।
আমি নিজের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যতটা পারি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবো ।

২০১০ এর আগস্টে নোকিয়া X3 মোবাইল আনুষ্ঠানিকভাবে বাজারে আনে । অল্প দাম কিন্তু অনেক ফিচার নোকিয়া এই থিউরির ব্যাত্যয় এই মোবাইলেও হয় নি । touch screen, 5MP উচ্চ ক্ষমতার ক্যামেরা, এবং বিস্তৃত ওয়্যারলেস ক্ষমতা এর সবচেয়ে বড় দিক । সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে এর স্বল্প দাম । এর টাচ এবং টাইপ অপশন সবচেয়ে দ্রুতগতির ।

ডিজাইন

NOKIA X3 ডিজাইনের দিক থেকে সবচেয়ে ছোট touch screen smart phone এর জগতে । এর পুরো আয়তন হচ্ছে 106.2 x 48.4 x 9.6mm এবং ওজন 78g. আপনার প্যান্টের পকেটে স্বচ্ছ্যন্দেই এই মোবাইল রাখতে পারবেন । এর সর্বাধুনিক ডিজাইন থেকে আপনার মনে কখনোই মনে হবে না এর দাম ২০ এর থেকে কম এমন ১৫ এর ও নীচে ।মেইল এবং মিউজিক প্লেয়ারের জন্য আলাদা বাটন আছে নোকিয়ার এই ফোনে ।আমার মনে হয় মেনু নেভিগেশন ডিজাইন এর সবচেয়ে ভাল টাচফোনগুলোর মাঝে । আপনি ইচ্ছামতো হোমস্ক্রিন ডিজাইন ঠিক করতে পারবেন । আর এই ফোনে আপনি যে জুম সাপোর্ট পাবেন সেটাও বলার মতো ।

একটা কথা বলে রাখা ভালো NOKIA x3 মোবাইলে আপনি কোন onscreen keyboard পাবেন না ।

আমি নিচে NOKIA X3 মোবাইলের ফিচারের ওভারভিউ দিচ্ছি, আপনাদের সুবিধা হবে

  • ০১. 2G Network – GSM 850/900/1800/1900
  • ০২. 3G Network – HSDPA 850/900/1900/2100
  • ০৩. আকার এবং ওজন - 106.2 x 48.4 x 9.6 mm, 45.3 cc, 77.4 g
  • ০৪. ডিসপ্লে - TFT resistive touchscreen, 256K colors
  • ০৫. ডিসপ্লে ডাইমেনশন - 240 x 320 pixels, 2.4 inches (~167 ppi pixel density)
  • ০৬. ৩.৫ মি.মি এর জ্যাক সুবিধা আছে
  • ০৭. ইন্টারনালে মেমোরি 50MB, আর আপনি externanly 32GB মেমোরি ব্যবহার করতে পারবেন ।
  • ০৮. GPRS এবং EDGE Class 10
  • ০৯. WLAN – WiFi 802.11 b/g/n
  • ১০. USB – আছে, v2.0 micro USB
  • ১১. ক্যামেরা – 5MP, Image resulation – 2592*1944p
  • ১২. ভিডিও – আছে, vga@15fps
  • ১৩. সাথে জাভা, রেডিও, ব্রাইজার, গেমস সব পাবেন ।
  • ১৪. Stand-by - Up to 408 h (2G) / Up to 408 h (3G)
  • ১৫. Talk Time - Up to 5 h 20 min (2G) / Up to 3 h 30 min
  • ১৬. Music play - Up to 28 h
  • ১৭. যা পাবেন না – GPS.
  • ১৮. ব্যাটারি - Standard battery, Li-Ion 860 mAh (BL-4S)

এর থেকে বিস্তারিত জানার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না । বাংলাদেশের বাজারে আপনি এই মোবাইল পাবেন (জানা কথা তবু কেন জানি বোকার মতো বললাম) । UPDATE PRICE and কোথায় কিনতে পারবেন এই মোবাইল এ বিষয়ে information জেনে নিতে পারেন এখান থেকে

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা Javaনাকি Symbian.

    Symbian; এখানে আমি জাভা বলতে ওপারেটিং সিস্টেম বলিনি, জাভা সফটওয়্যার চলবে বুঝিয়েছি ।

    Level 0

    @তুহিন: এটি জাভা সেট আমি নিজে এটা ইউস করি ।

Nokia X3-00? Naki other?

NOKIA X3-00 কে NOKIA X3-ই বলা হয় ।

vai amar nokia x3 (slide)2010 1 kena. kintu problem holo 1 ta theme new set korlay eeee phone er soft nosto hoy. if u have any soloution please inform me.

Level New

5 megapixel দিয়ে ভিডিও 15 frame এ???? নোকিয়া মানুষ হইতে পারতেছেনা।

আমি যতটা জানি এটা symbian ফোন না। প্লিস আরেকবার চেক করেন।

আমার এক কাছের বন্ধুর এই সেট আছে এইটা জাভা সেট

টিউন করছে Nokia X3-02 nia………লিখছে Nokia X3…….বলদ…….Name change kor abul…

Level 0

bhai gsmarena te search korle eta ke dakhache j eta nokia x3-02, ki bapar bhai?

ei tar model no ta yhik kore dan

ভাই এ বার ঈদে এই সেটটি কেনার খব ইছা আছে…

Level 0

ami ei set ti use korchi………..kichu bolar nei ei set ta niye…….osadharon set…..diner bely tola chobi dekhle je keu etake hd cameray tola chobi bole vul korte pare…kintu rate totota valo othe na……
r etar java phone………

eta java mobile…………. Tune update koren….share korar jonno thnx…..

হা java সেট। যিনি লিখেছেন পোস্ট তিনি symbian হিসেবে কমেন্ট করেছেন। তাই চেক করার কথা লিখেছিলাম। ধন্যবাদ।

ভাই আমার সেট এ GPS আছে। কিভাবে এটা দিয়ে কি করা যায় একটু বলবেন কি?

সিমবিয়ান ছাড়া অন্য সেট কিনে দৈনিক আছাড় দেওয়ার চাইতে চুরি কইরা সিম্বিয়ান কেনা ভালো।আর fixed focus 5 M.P এর চাইতে auto focus 2 M.P অনেক ভালো।