নোকিয়া X3 মোবাইল নিয়ে রিভিউ এর শুরুতে এটা বলা যায় এ মোবাইলের বড় সুবিধা হচ্ছে স্মুথ টাচস্ক্রীন সাপোর্ট, হাই কোয়ালিটির ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং wifi, 3g network, Bluetooth. আর সব ভালোর সাথে যেহেতু কিছু খারাপ থাকে সেটা এই মোবাইলেও আছে তা হচ্ছে আপনার কাছে মনে হতে পারে এর screen টা বোধহয় ছোট ।
আমি নিজের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যতটা পারি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবো ।
২০১০ এর আগস্টে নোকিয়া X3 মোবাইল আনুষ্ঠানিকভাবে বাজারে আনে । অল্প দাম কিন্তু অনেক ফিচার নোকিয়া এই থিউরির ব্যাত্যয় এই মোবাইলেও হয় নি । touch screen, 5MP উচ্চ ক্ষমতার ক্যামেরা, এবং বিস্তৃত ওয়্যারলেস ক্ষমতা এর সবচেয়ে বড় দিক । সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে এর স্বল্প দাম । এর টাচ এবং টাইপ অপশন সবচেয়ে দ্রুতগতির ।
NOKIA X3 ডিজাইনের দিক থেকে সবচেয়ে ছোট touch screen smart phone এর জগতে । এর পুরো আয়তন হচ্ছে 106.2 x 48.4 x 9.6mm এবং ওজন 78g. আপনার প্যান্টের পকেটে স্বচ্ছ্যন্দেই এই মোবাইল রাখতে পারবেন । এর সর্বাধুনিক ডিজাইন থেকে আপনার মনে কখনোই মনে হবে না এর দাম ২০ এর থেকে কম এমন ১৫ এর ও নীচে ।মেইল এবং মিউজিক প্লেয়ারের জন্য আলাদা বাটন আছে নোকিয়ার এই ফোনে ।আমার মনে হয় মেনু নেভিগেশন ডিজাইন এর সবচেয়ে ভাল টাচফোনগুলোর মাঝে । আপনি ইচ্ছামতো হোমস্ক্রিন ডিজাইন ঠিক করতে পারবেন । আর এই ফোনে আপনি যে জুম সাপোর্ট পাবেন সেটাও বলার মতো ।
একটা কথা বলে রাখা ভালো NOKIA x3 মোবাইলে আপনি কোন onscreen keyboard পাবেন না ।
এর থেকে বিস্তারিত জানার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না । বাংলাদেশের বাজারে আপনি এই মোবাইল পাবেন (জানা কথা তবু কেন জানি বোকার মতো বললাম) । UPDATE PRICE and কোথায় কিনতে পারবেন এই মোবাইল এ বিষয়ে information জেনে নিতে পারেন এখান থেকে ।
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা Javaনাকি Symbian.