মোবাইল নিয়ে এটাই আমার প্রথম টিউন। কারণ এতদিন সফটওয়্যার সাপোর্ট করে এমন মোবাইল ছিল না। কিন্তু এখন আছে। 😉 আশা করি মোবাইল নিয়েও এখন টিউন করতে পারবো। 😀
মোবাইল কিনার পরেই একটা ভাল ডিকশনারি খুজতেছিলাম। কিন্তু টাচ মোবাইলের জন্য তেমন ভাল কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করেই পেয়ে গেলাম এই ডিকশনারিটা। বলা যায় পুরা মনমতো পেয়েছি। 😀
Bangla dictionary নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। Barron’s GRE Word book ফিল্টার ইচ্ছা করলে ON করে ব্যবহার করতে পারবেন। অন্য যে কোন ডিকশনারি থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।
প্রথমে এখান থেকে jad এবং jar ফাইলটি ডাউনলোড করুন।
এবার ফাইল দুটি মেমরি কার্ডের একই ফোল্ডারে রেখে jad ফাইলটি ওপেন করে ইন্সটল শুরু করুন।(মোবাইলে নেট না থাকলে এইভাবে ইন্সটল করুন)
তবে আপনার মোবাইলে যদি নেট চালু থাকে তাহলে এইভাবে না করে নিচের পদ্ধতি মতো jad ফাইলটি ইন্সটল করুন।
এখান থেকে jad ফাইলটি ডাউনলোড করুন। এবার jad ফাইলটি মেমরি কার্ডে কপি করে ইন্সটল করুন। ইন্সটল করার সময় ২০০কেবির একটা ফাইল ডাউনলোড হবে। ব্যস নেটের কাজ শেষ।
আর আপনার যদি এন্ড্রয়েড সেট হয় তাহলে এটা ইন্সটল করুন।
এবার আসি পরের ধাপে। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। জিপ ফাইলটি Extract করুন। তারপর আপনার মেমরি কার্ডে ঐ ফোল্ডারটি কপি করুন।
এবার ইন্সটল হওয়া MainMIDLet সফটটি ওপেন করুন।
এবার settings এ যান।
আপনার মেমরিকার্ডের লেটার যদি E হয় তাহলে Raw Data URL এ file///E:/BanglaDictionary/ টাইপ করুন। তারপর সেভ করে কাজ শেষ করুন।
এবার সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখে সার্চ করুন আর দেখুন রেজাল্ট।:D
আপনার সেট যদি টাচ মোবাইল হয় তাহলে ফুল স্কিন করতে দেখুন এই টিউন।
Nokia 5530, 3110 এবং 6300 মডেলে টেস্ট করা হয়েছে।
সব শেষে BanglaDictionary ফোল্ডারটি হাইড করে রাখুন মেমরি কার্ড থেকে। মেমরি কার্ড ডাটা কেবল বা কার্ড রিডারের মাধ্যমে পিসিতে যুক্ত করে ঐ ফোল্ডারে রাইট ক্লিক করে properties থেকে চিত্রের মত Hidden এ ক্লিক করে Apply করুন।
বিশেষ ধন্যবাদ রুবেল আহমেদকে যিনি এই ডিকশনারি তৈরি করেছেন। 🙂
আর এই টিউন উৎসর্গ করলাম সাইফুল ইসলামকে। 😉 😛
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 168 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ei rokom e akta Dictionary kuztesilam .touch screen phoner Jonee..
my question is .word Search korte ki Internet cost lagbe..
naki eta offline Dictionary ..
thx bro for sharing