মোবাইল নিয়ে এটাই আমার প্রথম টিউন। কারণ এতদিন সফটওয়্যার সাপোর্ট করে এমন মোবাইল ছিল না। কিন্তু এখন আছে। 😉 আশা করি মোবাইল নিয়েও এখন টিউন করতে পারবো। 😀
মোবাইল কিনার পরেই একটা ভাল ডিকশনারি খুজতেছিলাম। কিন্তু টাচ মোবাইলের জন্য তেমন ভাল কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করেই পেয়ে গেলাম এই ডিকশনারিটা। বলা যায় পুরা মনমতো পেয়েছি। 😀
Bangla dictionary নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। Barron’s GRE Word book ফিল্টার ইচ্ছা করলে ON করে ব্যবহার করতে পারবেন। অন্য যে কোন ডিকশনারি থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।
প্রথমে এখান থেকে jad এবং jar ফাইলটি ডাউনলোড করুন।
এবার ফাইল দুটি মেমরি কার্ডের একই ফোল্ডারে রেখে jad ফাইলটি ওপেন করে ইন্সটল শুরু করুন।(মোবাইলে নেট না থাকলে এইভাবে ইন্সটল করুন)
তবে আপনার মোবাইলে যদি নেট চালু থাকে তাহলে এইভাবে না করে নিচের পদ্ধতি মতো jad ফাইলটি ইন্সটল করুন।
এখান থেকে jad ফাইলটি ডাউনলোড করুন। এবার jad ফাইলটি মেমরি কার্ডে কপি করে ইন্সটল করুন। ইন্সটল করার সময় ২০০কেবির একটা ফাইল ডাউনলোড হবে। ব্যস নেটের কাজ শেষ।
আর আপনার যদি এন্ড্রয়েড সেট হয় তাহলে এটা ইন্সটল করুন।
এবার আসি পরের ধাপে। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। জিপ ফাইলটি Extract করুন। তারপর আপনার মেমরি কার্ডে ঐ ফোল্ডারটি কপি করুন।
এবার ইন্সটল হওয়া MainMIDLet সফটটি ওপেন করুন।
এবার settings এ যান।
আপনার মেমরিকার্ডের লেটার যদি E হয় তাহলে Raw Data URL এ file///E:/BanglaDictionary/ টাইপ করুন। তারপর সেভ করে কাজ শেষ করুন।
এবার সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখে সার্চ করুন আর দেখুন রেজাল্ট।:D
আপনার সেট যদি টাচ মোবাইল হয় তাহলে ফুল স্কিন করতে দেখুন এই টিউন।
Nokia 5530, 3110 এবং 6300 মডেলে টেস্ট করা হয়েছে।
সব শেষে BanglaDictionary ফোল্ডারটি হাইড করে রাখুন মেমরি কার্ড থেকে। মেমরি কার্ড ডাটা কেবল বা কার্ড রিডারের মাধ্যমে পিসিতে যুক্ত করে ঐ ফোল্ডারে রাইট ক্লিক করে properties থেকে চিত্রের মত Hidden এ ক্লিক করে Apply করুন।
বিশেষ ধন্যবাদ রুবেল আহমেদকে যিনি এই ডিকশনারি তৈরি করেছেন। 🙂
আর এই টিউন উৎসর্গ করলাম সাইফুল ইসলামকে। 😉 😛
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
@tanjib: হ্যা এটা অফলাইন ডিকশনারি। নেট না থাকলে প্রথম পদ্ধতি অনুসরন করুন। 🙂
@সাইফুল ইসলাম: আগে ব্যবহার করে জানাও কেমন হলো তারপর অন্য কথা।
উৎসর্গ না করে উপায় আছে? তোমার মোবাইল টিউন দেখেই তো আমি টাচ মোবাইল কিনলাম। 😀 😆
@s.m.sufal: জ্বী ভাই আসলেই ৬৫ মেগাবাইট। কারন আপনি ফুল ডিকশনারিটা ডাউনলোড করতে যাচ্ছেন। 😛 😀
@tanjib: জিপ ফাইলটা পিসির কোথাও কপি করে রেখে দিন। যাতে ভবিষ্যতে দরকার হলে কাজে লাগাতে পারেন। 😛
vai extract size koto aktu bolben..amr 2 gb memoery card free space silo 700mb
half compress howa r por deki remaining 200 mb 🙁
mone hoi ai dictionary kopale ar nai 🙁
@tanjib: এটা ৭০ মেগাবাইটের মতো জায়গা নিবে। ফুল Extract হওয়ার পর জিপ ফাইল ডিলেট করে দিন। তাহলেই জায়গা অনেক বেচে যাবে।
@mana: হ্যা এন্ড্রয়েড এ হবে। 😀
http://weaverspark.com/downloads/android/mobile/dictionary/BanglaDictionary.apk
এটা ইন্সটল করে ট্রাই করুন।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): Vai amar iPhones er jonno alta english to bangla dictionery dorkar .pls help koren
@pain: rar ফাইল আনজিপ করে তারপর মেমরি কার্ডে কপি করুন। তারপর jad ফাইল ওপেন করে ইন্সটল শুরু করুন।
হাসান ভাই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মোবাইল বিষয়ে প্রথম টিউন এর জন্য। আপনি আপনার টিউন এর এক কথায় অন্ধ ভক্ত।
(আমার প্রতিটা উল্লেখিত সংখ্যার পূর্বে “প্রায়” শব্দটি বসবে)
আজকের টিউনের ব্যাপারে বললে প্রথমেই বলবো জিপ ফাইল্টির কথা। ৬৫ মেগাবাইটের এই ফাইলটি এক্সট্র্যাক্ট করলে ১২২ মেগাবাইট হয়। আমার মেমোরী কার্ডে ৫৬৩ মেগাবাইট জায়গা খালি ছিল কিন্তু তাও কপি হয় না, বলে আরও ১৬৯ মেগাবাইট জায়গা প্রয়োজন। যা হোক তাও খালি করে ২৫-৩০ মিনিটে তা মেমোরী কার্ডে কপি করতে সক্ষম হই। যদিও সবকিছু ঠিকঠাক করার পরে কোন শব্দ লিখে সার্চ দিলে “unhandled exception. close application??” এই কথাটি এসে অ্যাপ্লিকেশনটি অফ হয়ে যায়। আমি এন-৮২ ব্যাবহার করছি। আমার প্রশ্ন হলঃ
জিপ ফাইলের আকার কি আসলেই ৭৩২ মেগাবাইট????
যদি হয় তাহলে তা কেমনে ব্যাবহার করবো(কারণ আমার মোবাইলে সর্বোচ্চ ৫০০-৬০০ মেগাবাইট জায়গা খালি থাকে)???
দয়া করে হেল্পান।
আর আপনি যেহেতু সিম্বিয়ান সেট ব্যাবহার করেন তাই আমার উচ্চারণসহ ডিকশনারীর পোষ্ট টা দয়া করে একটু দেখবেন এবং ভালো/মন্দ একটা হলেও কমেন্ট করবেনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/57560/
ভালো থাকবেন। আপনার পরবর্তী জটিল টিউনের অপেক্ষায় থাকলাম https://www.techtunes.io/wp-includes/images/smilies/icon_razz.gif
@মাকসুদ: ৭৩২ মেগাবাইটেরতো প্রশ্নই আসে না :O আমার মেমরি কার্ডেও এত জায়গা নেই। আপনি এক কাজ করুন। জিপ ফাইলটা প্রথমে পিসিতে Extract করুন। তারপর ঐ ফোল্ডারটি সরাসরি মেমরিতে কপি করুন। তারপর দেখুন কত জায়গা খায়।
আর settings এ The valid roots found are এই কথা শো করেছে?
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ। আমি আমার ল্যাপ্লিতেই এক্সট্রাক্ট ও তা হতে মেমোরী কার্ডে কপি করেছি। তারপরেই উপরোক্ত অবস্তাসমুহ দেখাচ্ছে।
হ্যা the valid roots found are এই কথা শো করছে
@মাকসুদ: আপনার কি সমস্যা বুঝতে পারছি না। 🙁 অনেকেইতো ইন্সটল করে ফেলছে। আনিন্সটল করে jad ফাইল দিয়ে নেটের মাধ্যমে ইন্সটল করেন। যদি তাও না হয় তাহলে ডেভলপারকে জানান এখানে
http://jaywalkable.wordpress.com/2009/01/05/english-to-bengali-dictionary-for-mobile/
@মুহিব: কত মেমরি লেগেছে? আর জায়গা কেমন লেগেছে?
আর সেট একবার রিস্টার্ট দেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
@sukhbalok: আপনি BanglaDictionary ফোল্ডারটা কোথায় কপি করেছেন? সরাসরি মেমরিকার্ডে কপি করেছেনতো?
অন্য কোন ফোল্ডারের মধ্যে করলে হবে না। আর আপনার মেমরি কার্ডের লেটার কি? E তো নাও হতে পারে। সেক্ষেত্রে যে লেটার আছে সেটা লিখুন।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
ভাই রে অনেক দুঃখ নিয়া dictionary uninstall kore দিলাম।2 GB memory card 700 mb kali silo.
but dictionary dewa por Kb kali thake.set o slow hoia jai..
but akon memory card ar kta kinte hoibo..5 GB 🙂
@sazzadtanim: এন্ড্রয়েড আমি টেস্ট করিনি। আপনি সমস্যার কথা এখানে জানান
http://jaywalkable.wordpress.com/2009/01/05/english-to-bengali-dictionary-for-mobile/
@এলিন: বুঝলাম না আমার মেমরি কার্ডে জায়গা কম খেল কেন 😛 😛
ধন্যবাদ আপনাকে।
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): কি জানি। তবে আমার অক্সফোর্ডের একটা পেলে অনেক ভালো হবে। কিন্তু আপনার এই ডিকশনারীটা অনেক সুন্দর আমি কিছু না পেলে এটাই ব্যবহার করবো।
@pain: পুরা টিউন ভাল মতো পড়েন তাহলেই বুঝবেন। ঐ লিঙ্ক ছাড়াও আরও একটা লিঙ্ক আছে।
@Mhapon: আপনি BanglaDictionary ফোল্ডারটা কোথায় কপি করেছেন? সরাসরি মেমরিকার্ডে কপি করেছেনতো?
অন্য কোন ফোল্ডারের মধ্যে করলে হবে না। আর আপনার মেমরি কার্ডের লেটার কি? E তো নাও হতে পারে। সেক্ষেত্রে যে লেটার আছে সেটা লিখুন। 🙂
@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ হাসান ভাই। আপনি একবার ‘ফেস জেনারেটর’ দিয়েছিলেন। অনেক সুন্দর। কিন্তু এমন কি আর কিছু আছে সহজে থ্রীডি মডেল করা যায় ? ফুল বডি।
এইবার ইংরেজি হাতের মুঠোয়। জাভা ওয়ালাদের জন্য ভাল সফট নাই। আপনি কষ্ট করে আমাদের সাথে এই দারুণ সফটওয়্যারটি শেয়ার করেছেন বলে অনেক অনেক ধন্যবাদ। 🙂
You is an realli nyce parson 😛
দেখছেন, ইংরেজিতে কত ভুল হইতাসে? নাহ্ , ডিকশনারিটা ডাউনলোড করতেই হবে। 😛
….
….
…
…
(ডাউনলোড এর পর)
You are one of the best tuners I’ve ever seen in my life. 😀
..
হুম, এইবার মনে হয় একটু শুদ্ধ হইসে!!
তাই বলি, ডিকশনারি ডাউনলোড করুন, পড়ুন এবং শুদ্ধ ইংরেজি বলুন।
( অ্যাড দিলাম আরকি 😉 )
আয়হায়, ডিকশনারি তো শব্দ শেখার জন্য 🙄
আমি তো ভুলে বাক্য শেখার অ্যাড দিলাম। 😛
(হে হে….. দোন্ত মাইন্দ ) 🙂
@নিওফাইটের রাজ্যে: মিয়া মজা কম লও! তোমার ইংরেজিতে সমস্যা এটা পাগলেও বিশ্বাস করবে না। 😛
তবে ধন্যবাদ এত বড় মন্তব্যের জন্য।
@জাহিদুল হাসান: URL ঠিক মত বসিয়েছেন কিনা দেখুন। valid found লিখা আসবে।
আমি Samsung এর Google Nexus S ব্যাবহার করি। আমার কাছে Data Cable নাই, so Bluetooth দিয়ে file transfer করি, কিন্তু আমি গান আর ছবি ছাড়া আর কিছু transfer করতে পারিনা, করতে নিলেই “Item not accepted by other device” messageটা আসে, এই Dictionary er বেলায়ও একই message আসে, কি করতে পারি, ভাই please হেল্পান…………………………….
@Rudro: হুম Xplore নামের মোবাইল সফট ইন্সটল করতে হবে। তাহলে সব ধরনের ফাইল সেন্ড করতে পারবেন।
@faysalkabir: ইমেজ ফোল্ডারটা হাইড করে রাখলেই হবে। এছাড়া ইমেজ ভিউয়ার সফটওয়্যার ব্যবহার করলেও এই সমস্যার সমাধান হবে।
jader ph e onek beshi jayga nichchhe tader memory card FAT16 format e format kora.ei format er cluster size 16k tai eto jayga nichche.memory card ta card reader diye pc te lagiye sob file backup kore tarpor format koren. format korar somoy format type FAT32 ebong allocation size 4k(4096) othoba 2k(2048) select korun.ebar backup file gulo abar card e copy korun.dekhben pc te jemon jayga niyeche card eo temoni nibe.even apnar card er ager file gulo o onek kom jayga nibe.tobe apnar ph FAT32 support kore kina ta ektu confirm hoye niben.low end java emonki symbian o (s60v2) fat 32 support kore na. nokia s60v5, s3, android kichu china set support kore.chech er jonno age card ta format diye mibile e dhukiye check korun.jodi card corrupted dekhay tahole support kore na.ekhetre fat16 e abar format korun allocation size komiye.ete fat32 er moto na holeo ager cheye kichu jayga card e beshi free paben.
jader gallery te file show korche tara dictionary folder ta hidden kore din.onek ph er gallery hidden file show kore.tara folder take system folder baniye din.symbian and android-e xplore othoba onno file browser diye folder attribute sohojei change kora jay. java yser ra explorer file browser othoba mobi explorer othoba blueftp browser diye korte paren.pc te korte hole cmd te ”attrib +s drive:\ \” command use kore korte paren othoba total commander, ultra explorer, multicommamder er moto application use kore korte paren.
ভাই Android এর জন্য apk software টি download লিঙ্কটি কাজ করছে না।
দয়া করে mediafire বা playstore বা সরাসরি software টি দিলে উপকৃত হতাম
Email: [email protected]
ei rokom e akta Dictionary kuztesilam .touch screen phoner Jonee..
my question is .word Search korte ki Internet cost lagbe..
naki eta offline Dictionary ..
thx bro for sharing