মোবাইলের জন্য সেরা একটি English> বাংলা ডিকশনারি! সিম্বিয়ান/জাভা/এন্ড্রয়েড বা টাচ/ নন টাচ যে কোন মোবাইলের জন্য!!

মোবাইল নিয়ে এটাই আমার প্রথম টিউন। কারণ এতদিন সফটওয়্যার সাপোর্ট করে এমন মোবাইল ছিল না। কিন্তু এখন আছে। 😉 আশা করি মোবাইল নিয়েও এখন টিউন করতে পারবো। 😀

মোবাইল কিনার পরেই একটা ভাল ডিকশনারি খুজতেছিলাম। কিন্তু টাচ মোবাইলের জন্য তেমন ভাল কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করেই পেয়ে গেলাম এই ডিকশনারিটা। বলা যায় পুরা মনমতো পেয়েছি। 😀

Bangla dictionary নামের এই চমৎকার ডিকশনারিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। এমনকি সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। Barron’s GRE Word book ফিল্টার ইচ্ছা করলে ON করে ব্যবহার করতে পারবেন। অন্য যে কোন ডিকশনারি থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।

ডিকশনারি ইন্সটল করার ধারাবাহিক পদ্ধতিঃ

প্রথমে এখান থেকে jad এবং jar ফাইলটি ডাউনলোড করুন।
এবার ফাইল দুটি মেমরি কার্ডের একই ফোল্ডারে রেখে jad ফাইলটি ওপেন করে ইন্সটল শুরু করুন।(মোবাইলে নেট না থাকলে এইভাবে ইন্সটল করুন)

তবে আপনার মোবাইলে যদি নেট চালু থাকে তাহলে এইভাবে না করে নিচের পদ্ধতি মতো jad ফাইলটি ইন্সটল করুন।

এখান থেকে jad ফাইলটি ডাউনলোড করুন। এবার jad ফাইলটি মেমরি কার্ডে কপি করে ইন্সটল করুন। ইন্সটল করার সময় ২০০কেবির একটা ফাইল ডাউনলোড হবে। ব্যস নেটের কাজ শেষ।

আর আপনার যদি এন্ড্রয়েড সেট হয় তাহলে এটা ইন্সটল করুন।

এবার আসি পরের ধাপে। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। জিপ ফাইলটি Extract করুন। তারপর আপনার মেমরি কার্ডে ঐ ফোল্ডারটি কপি করুন।

এবার ইন্সটল হওয়া MainMIDLet সফটটি ওপেন করুন।

এবার settings এ যান।

আপনার মেমরিকার্ডের লেটার যদি E হয় তাহলে Raw Data URL এ file///E:/BanglaDictionary/ টাইপ করুন। তারপর সেভ করে কাজ শেষ করুন।

এবার সার্চ বক্সে আপনার কাংখিত শব্দ লিখে সার্চ করুন আর দেখুন রেজাল্ট।:D

আপনার সেট যদি টাচ মোবাইল হয় তাহলে ফুল স্কিন করতে দেখুন এই টিউন।
Nokia 5530, 3110 এবং 6300 মডেলে টেস্ট করা হয়েছে।

সব শেষে BanglaDictionary ফোল্ডারটি হাইড করে রাখুন মেমরি কার্ড থেকে। মেমরি কার্ড ডাটা কেবল বা কার্ড রিডারের মাধ্যমে পিসিতে যুক্ত করে ঐ ফোল্ডারে রাইট ক্লিক করে properties থেকে চিত্রের মত Hidden এ ক্লিক করে Apply করুন।

বিশেষ ধন্যবাদ রুবেল আহমেদকে যিনি এই ডিকশনারি তৈরি করেছেন। 🙂

আর এই টিউন উৎসর্গ করলাম সাইফুল ইসলামকে। 😉 😛
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ei rokom e akta Dictionary kuztesilam .touch screen phoner Jonee..

my question is .word Search korte ki Internet cost lagbe..

naki eta offline Dictionary ..

thx bro for sharing

Thanks for share…

Level 0

mobile e symbian MSdict use kore OXford n collins ENg to ENG dictionary use kortam..

but akta Bangla Dic.. install er kuub e iccha silo ..

seta o puron hoia Gelo ..Thx again .. UR really a Good Tuner

যেইটা অনেক খুজে পাইনি সেইটা নিয়ে আপনি টিউন করলেন। অনেক ধন্যবাদ বহুদিনের একটা কাঙ্খিত সফট খুজে পেলাম।

“এই টিউন উৎসর্গ করলাম সাইফুল ইসলামকে” 😛 😛 😛

Level 0

vai zip file er size koto?65 mb dekhachce.eta ki asolei 65 mb?

Level 0

vai extract kore time nisse..45 min remaining.

karent Gela ga kobor ase :P.
ai dictionary aro agge paile chrom kaze dito 🙂

Nokia-X3 সেটে কাজ হবে? ইহা জাভা সেট

কম্পিউটার থেকে ডাউনলোড করে মোবাইল মেমরি কার্ডে কপি করে Extract কোন সমস্যা হবে?

jotil house hasan vai kono kotha chara priote. saiful vai symbian hack niya r tune paina keno? joldi tune koren naile amra mara jacchi. r eibar symbian hack niya tune korle 3rd ed fp2 niya korben plz.amar c5 e jate kajkore

Level 0

ধন্যবাদ শেয়া করার জন্য। এন্ড্রয়েড ফোনের এরকম থাকলে জানাবেন please

হাসান ভাই আপানি এসব সফটওয়্যার কুন সাইট হতে সংরহ করেন।

আমার স্যামসাং এ সম্ভবত চলবেনা, তাও ডাউনলোড করে রাখছি, কখনো না কখনো কাজে লাগলেও লাগতে পারে… ধন্যবাদ হাসান ভাই… 😆

Level 0

আমি idm দিয়ে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারছি না।কি করবো?

Level 0

i’ve been searching for this kind of software for a long time. hope it’ll work
thanks

thx. kaz hoyach

Level 0

.rar file ta ki .jad abong rar file ekshthe? ami offline install korte partesi na ei .rar file die. help plz

google map mobile o jodi offline use kora jeto valo hoto 🙁

সুন্দর টিউন ফাতাহ ভাই

Level 0

VHI AMI SHYPHONY FT 30 USE KORI KI KORTE HOBE BUJTA SI NA

হাসান ভাই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মোবাইল বিষয়ে প্রথম টিউন এর জন্য। আপনি আপনার টিউন এর এক কথায় অন্ধ ভক্ত।
(আমার প্রতিটা উল্লেখিত সংখ্যার পূর্বে “প্রায়” শব্দটি বসবে)
আজকের টিউনের ব্যাপারে বললে প্রথমেই বলবো জিপ ফাইল্টির কথা। ৬৫ মেগাবাইটের এই ফাইলটি এক্সট্র্যাক্ট করলে ১২২ মেগাবাইট হয়। আমার মেমোরী কার্ডে ৫৬৩ মেগাবাইট জায়গা খালি ছিল কিন্তু তাও কপি হয় না, বলে আরও ১৬৯ মেগাবাইট জায়গা প্রয়োজন। যা হোক তাও খালি করে ২৫-৩০ মিনিটে তা মেমোরী কার্ডে কপি করতে সক্ষম হই। যদিও সবকিছু ঠিকঠাক করার পরে কোন শব্দ লিখে সার্চ দিলে “unhandled exception. close application??” এই কথাটি এসে অ্যাপ্লিকেশনটি অফ হয়ে যায়। আমি এন-৮২ ব্যাবহার করছি। আমার প্রশ্ন হলঃ
জিপ ফাইলের আকার কি আসলেই ৭৩২ মেগাবাইট????
যদি হয় তাহলে তা কেমনে ব্যাবহার করবো(কারণ আমার মোবাইলে সর্বোচ্চ ৫০০-৬০০ মেগাবাইট জায়গা খালি থাকে)???
দয়া করে হেল্পান।
আর আপনি যেহেতু সিম্বিয়ান সেট ব্যাবহার করেন তাই আমার উচ্চারণসহ ডিকশনারীর পোষ্ট টা দয়া করে একটু দেখবেন এবং ভালো/মন্দ একটা হলেও কমেন্ট করবেনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/57560/

ভালো থাকবেন। আপনার পরবর্তী জটিল টিউনের অপেক্ষায় থাকলাম https://www.techtunes.io/wp-includes/images/smilies/icon_razz.gif

    @মাকসুদ: ৭৩২ মেগাবাইটেরতো প্রশ্নই আসে না :O আমার মেমরি কার্ডেও এত জায়গা নেই। আপনি এক কাজ করুন। জিপ ফাইলটা প্রথমে পিসিতে Extract করুন। তারপর ঐ ফোল্ডারটি সরাসরি মেমরিতে কপি করুন। তারপর দেখুন কত জায়গা খায়।

    আর settings এ The valid roots found are এই কথা শো করেছে?

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ। আমি আমার ল্যাপ্লিতেই এক্সট্রাক্ট ও তা হতে মেমোরী কার্ডে কপি করেছি। তারপরেই উপরোক্ত অবস্তাসমুহ দেখাচ্ছে।

      হ্যা the valid roots found are এই কথা শো করছে

    @মাকসুদ: আপনার কি সমস্যা বুঝতে পারছি না। 🙁 অনেকেইতো ইন্সটল করে ফেলছে। আনিন্সটল করে jad ফাইল দিয়ে নেটের মাধ্যমে ইন্সটল করেন। যদি তাও না হয় তাহলে ডেভলপারকে জানান এখানে
    http://jaywalkable.wordpress.com/2009/01/05/english-to-bengali-dictionary-for-mobile/

অনেক ধ্ন্যবাদ হাসান ভাই। 🙂

ভাইয়া সেট মনে হয় স্লো করে ফেলে। আমার তাই মনে হচ্ছে, রিয়াল প্লেয়ারে ঢুকতে খুব ঝামেলা করছে। তবে অসাধারন ডিকশনারি এই ব্যাপারে কোন সন্দেহ নেই। ধন্যবাদ হাসান যোবায়ের ভাই।

Level 0

bro, ami onek try koreo mob a word gulu dikhte paschena,,,,amr mob modl- Nokia E5..ami settings theke Raw Data URL a file///E:/BanglaDictionary/ likhata type korche but error box a ‘ schemenot found: file///e ‘ likhata ashe….plz help me….

    @sukhbalok: আপনি BanglaDictionary ফোল্ডারটা কোথায় কপি করেছেন? সরাসরি মেমরিকার্ডে কপি করেছেনতো?
    অন্য কোন ফোল্ডারের মধ্যে করলে হবে না। আর আপনার মেমরি কার্ডের লেটার কি? E তো নাও হতে পারে। সেক্ষেত্রে যে লেটার আছে সেটা লিখুন।

    Level 0

    @sukhbalok: Some mistake in your command. Please write: file:///E:/BanglaDictionary/

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই মোবাইল এর মেমরি card এ তও ৬৫০ এমবি মতো নিসসে .extract করার পর.আমি .rar file delete করে দিসি তার পর ও

vai, androied_er jonno ki korbo?
kono menu ase na.aku details bolle khusi hotam.

আমার মোবাই সিম্ফনী এক্স ১১০, জাভা সাপোর্টডেট। আমার কি চলবে বলে মনে হয় ? যদিও আমি ডাউনলোড দিলাম দেখবো চলে কি না। রেজুলেশান কি সাপোর্ট করবে ? ৩২০*২৪০ রেজুলেশানের এই জিনিস পাওয়া যাবে ?

Level 0

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্) operation successful.কিন্তু পিসিতে extract করার পর সাইজ ৭১.৮ mb এবং মোবাইল এ কপি করার পর মেমোরি কার্ড এ ৭৩২ মেগা জায়গা হারায়।আমার কার্ড ১ জিবি ফাঁকা ছিল।কপি করার পর আছে ৩৭৮ মেগা।ঠিক বুজতে পারছি না।সেট নকিয়া ৫৫৩০।

হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এমনই একটা ডিকশনারি খুজতেছিলাম। আপনিও জানেন, আমি অনেক পোষ্ট করেছিলাম এই ব্যপারে। এটাতে ২১০০০+ শব্দ, ওয়াও। আমার কাজ হয়েছে। যদিও মেমোরি কার্ড আরো বড় একটা কিনতে হবে মনে হচ্ছে। আর রেজুলেশান খুবই সামান্য হেরফের করছে আমার সিম্ফনি এক্স ১১০ এ। তারপরেও ধন্যবাদ।

@sukhbalok: “file///E:/BanglaDictionary/” না হয়ে সম্ভবত “file:///E:/BanglaDictionary/” হবে । অর্থাৎ একটা ” : ” হবে।

@ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) জায়গা প্রায় ৭০০mb। আমার নকিয়া ৫২৩৩। এখন আর স্লো নেই।

Level 0

jubair bhai apnar deya link tate matro 160 kb er ekta jip file ase.. oita pc te unjip korle 309kb er ekta file ase. but ekhane shobai boltese eta naki 68mb er file ..ki vabe bujhlam na.. r amiinstall korar por ota internet sara cholbena boltese… ki korbo? plz plz help

Level 0

সালাম ভাইজান, গতকাল বাংলা ডিকশোনারী Dwnld করেছি কিন্তু Zip File xtract করার পরে Dctnry sttng থেকে File location dakhia disi but word likhe search dile meaning khuje payna r vaijan zip file extract korar por sob (.png) file paisi jar size holo 680 mb.

    @Mhapon: আপনি BanglaDictionary ফোল্ডারটা কোথায় কপি করেছেন? সরাসরি মেমরিকার্ডে কপি করেছেনতো?
    অন্য কোন ফোল্ডারের মধ্যে করলে হবে না। আর আপনার মেমরি কার্ডের লেটার কি? E তো নাও হতে পারে। সেক্ষেত্রে যে লেটার আছে সেটা লিখুন। 🙂

ধন্যবাদ ভাই শেয়ারের জন্য 🙂

হাসান ভাই, আপনার কাছে কি অক্সফোর্ড বা এইরকম কোন ইংলিশ থেকে ইংলিশ জাভা ডিকশনারি আছে মোবাইলের জন্য যাতে প্রায় শব্দসংখ্যা থাকবে ১ লাখের মত ? যেমন : সিম্বিয়ানে পাওয়া যায় ‘অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারী’ এতে প্রায় ১ লাখ ২০ হাজার শব্দসংখ্যা রয়েছে সাথে সাউন্ডও আছে।

এইবার ইংরেজি হাতের মুঠোয়। জাভা ওয়ালাদের জন্য ভাল সফট নাই। আপনি কষ্ট করে আমাদের সাথে এই দারুণ সফটওয়্যারটি শেয়ার করেছেন বলে অনেক অনেক ধন্যবাদ। 🙂

You is an realli nyce parson 😛
দেখছেন, ইংরেজিতে কত ভুল হইতাসে? নাহ্‌ , ডিকশনারিটা ডাউনলোড করতেই হবে। 😛
….
….


(ডাউনলোড এর পর)
You are one of the best tuners I’ve ever seen in my life. 😀
..
হুম, এইবার মনে হয় একটু শুদ্ধ হইসে!! :mrgreen:
তাই বলি, ডিকশনারি ডাউনলোড করুন, পড়ুন এবং শুদ্ধ ইংরেজি বলুন।
( অ্যাড দিলাম আরকি 😉 )

আয়হায়, ডিকশনারি তো শব্দ শেখার জন্য 🙄
আমি তো ভুলে বাক্য শেখার অ্যাড দিলাম। 😛

(হে হে….. দোন্ত মাইন্দ ) 🙂

অবশেষে পেলাম যেই সফটির আশায় ছিলাম অনেক দিন এবং সফলও হলাম কাজ হইতেছে,
অসাধারন উপহার বলার অপেক্ষা রাখেনা এবং তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ সুন্দর সফটি শেয়ার করার করার জন্য এবং উৎসর্গটাও সঠিক হইছে,তোমার জন্য অনেক অনেক শুভ কামনা।

@ হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আপনার স্ক্রিনশটে কিন্তু তাই আছে । আমার “:” ছাড়া হয়নি তাই বললাম আর কি ! আর ভাই ভাল Anti-Theft f নিয়ে একটা টিউন চাই সিমবিয়ান এর জন্য।

@হাসান যোবায়ের: আপনাকেও ধন্যবাদ।

Level 0

zip file extract korla 500+MB jaiga nai………. Ar photo gallery ta 22000 new photo(dictionary words image) add hoya gallery slow hoya jai……… So ata amar E72 ta use kora possible na………

আমার ৭০০+ মেগা জায়গা নিয়া নিছে। কত দিন যে রাখতে পাড়ি মোবাইলে তাই দেখার বিষয়। পোষ্টের জন্য ধন্যবাদ।

আমার x3-02 model এ সেটআপ হওয়ার পর কোনো ওয়ার্ড সার্চ দিলে “file does not exist” মেসেজ দেখায় !! এখন কি করি??

Level 0

boss dhoinna lon 🙂

Level 0

amar samsung galaxy te bangla font problem vai 🙁

Level 0

Samsung galaxy ACE mobile

Level 0

ভাই, এই সফট দেওয়ার পর মোবাইল অসম্ভব স্লো হয়ে গেছে। Please হেলপ করুন।

Level 0

আমি Samsung এর Google Nexus S ব্যাবহার করি। আমার কাছে Data Cable নাই, so Bluetooth দিয়ে file transfer করি, কিন্তু আমি গান আর ছবি ছাড়া আর কিছু transfer করতে পারিনা, করতে নিলেই “Item not accepted by other device” messageটা আসে, এই Dictionary er বেলায়ও একই message আসে, কি করতে পারি, ভাই please হেল্পান…………………………….

Level 0

ভাই, সব word তো gallary তে চলে আসে কি করতে পারি? (ফোন Nokia-N70)….
একটু Help করেন……

Thanks vai. Onek valo ekta jinish dilen.

Level 0

symphony FT10 & nokia 6300 set a kaj korbe ????

Hasan Vai TT apni Aamar 1st choice…………………….!

tai aamar anurodh aapni beshi beshi s60 3rd (Nokia) software, game, theme, nie TUNE korben.

vai dictionary ta onek valo. kintu prob hosse 21000+ image puro galary er obostha kharap kore fele. galary load hote onek prob hoy. even mobile o slow hoe jay ato image er karone. ai somossar somadhan janale khubi khusi hobo.

Level 0

ভাই আমি আপনার আই tune অনেক আগে পরছি। আজকে ইন্সটল দেব। ভাই আপনাকে কি পরিমান ধন্যবাদ যে দিব বুজতে পারছি না………

Level 0

অনেক ধন্যবাদ হাসান ভাই।

হাসান ভাই আমার মোবাইল Samsung galaxy y pro duos Android ২.৩
আপনার দেয়া সফটওয়্যারটি ইন্সটল হয় কিন্তু sd card থেকে read করতে পারে না। নকিয়াতে যেমন sd card এর driver name (E) থাকে এখানে কোন নির্দিষ্ট নাম নেই।
Please Help!!!!!!

vai -1 error ase sob thik korlam taw holo na amar nokia n8 a

এটা আসলেই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, ২১০০০+ ইমেজগুলি ফটোগ্যালারীর সাথে মিশে যায়। তখন ফটোগ্যালারীটা লোড হতে অনেক টাইম নেয় আর দেখতেও খারাপ লাগে গ্যালারীটা। হিজিবিজি হয়ে যায়। এছাড়াও এই ডিকশনারীটা জোস।

Level 0

যোবায়ের ভাই jar এবং jad ফাইলটি ডাউনলোড করার লিঙ্কটি কাজ করছে না। প্লিজ হেল্প।

Level 0

Vaia,,ami dictionary ta dowanload korte parci na…..plz help me.

যোবায়ের ভাই… আমর আমি symphoneyw10 use করি। এখন আপনার দেওয়া এন্ড্রয়েড setup up দেলাম। হইছে কিন্তু file setting করতে পারছি না। কি করতে পারি পারলে সাহায্য করেন। যদি পারান symphoneyw10 কিভাবে setting করব detailes লিখেদিতেন তাহলে অনেক উপকিরত হবো।

jubiar vi kono solutin dilen na… dile ektu ektu english pronounction thik kote partam….. bhi doa kore anser dean.

Level 2

@ Sopnel Sagor follow above procedure for android and write path in settings /BanglaDictionary if your copy under /sdcard

Level 0

HASAN VY………thanks……..for this tune……i am very glad to get this Dictionary……….

    Level 0

    if anybody face the problem with drive letter….for android apps than u write data location like this….

    /Bangladictionary

Level 0

hello tuner vi android er jonno tho hochhe naa ki korbo ektu janaben???

Level 0

jader ph e onek beshi jayga nichchhe tader memory card FAT16 format e format kora.ei format er cluster size 16k tai eto jayga nichche.memory card ta card reader diye pc te lagiye sob file backup kore tarpor format koren. format korar somoy format type FAT32 ebong allocation size 4k(4096) othoba 2k(2048) select korun.ebar backup file gulo abar card e copy korun.dekhben pc te jemon jayga niyeche card eo temoni nibe.even apnar card er ager file gulo o onek kom jayga nibe.tobe apnar ph FAT32 support kore kina ta ektu confirm hoye niben.low end java emonki symbian o (s60v2) fat 32 support kore na. nokia s60v5, s3, android kichu china set support kore.chech er jonno age card ta format diye mibile e dhukiye check korun.jodi card corrupted dekhay tahole support kore na.ekhetre fat16 e abar format korun allocation size komiye.ete fat32 er moto na holeo ager cheye kichu jayga card e beshi free paben.

Level 0

jader gallery te file show korche tara dictionary folder ta hidden kore din.onek ph er gallery hidden file show kore.tara folder take system folder baniye din.symbian and android-e xplore othoba onno file browser diye folder attribute sohojei change kora jay. java yser ra explorer file browser othoba mobi explorer othoba blueftp browser diye korte paren.pc te korte hole cmd te ”attrib +s drive:\ \” command use kore korte paren othoba total commander, ultra explorer, multicommamder er moto application use kore korte paren.

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্)………..ভাইয়া আমার নোকিয়া ” x2-01(java enable)” এর জন্য এই dictionary টা খুব দরকার………………………… প্লীজ ভাইয়া লিঙ্ক টা দিলে খুব খুশী হতাম…………………… প্লীজ ভাইয়া……………।। এইটা আমার ভিশন দরকার প্লীজ প্লীজ প্লিয……………………।।লিঙ্ক টা দিয়েন………… আগের লিঙ্ক টা কাজ করে না………

ভাই Android এর জন্য apk software টি download লিঙ্কটি কাজ করছে না।
দয়া করে mediafire বা playstore বা সরাসরি software টি দিলে উপকৃত হতাম
Email: [email protected]

ভাই Android এর জন্য apk software টি download লিঙ্কটি কাজ করছে না।

tnx……….vai at tip ta je amr kotota dorkar clo ami voja parbo na………..tnx a lot…