সিম্বিয়ান মোবাইল এর ডেফল্ট মেনু view চেঞ্জ করুন

অনেক দিন ধরে টিউন করেনি তাই কী যেন রকম লাগছিলো। কিন্তু কি নিয়ে টিউন করব  ভেবে পাছছিলাম না ।অবশেষে মোবাইল নিয়ে টিউন করতে বসলাম।

কথা না বারীয়ে কাজের কথায় আসি।

প্রথমে বলি কাজ টা একটু জটিল , তবে ধৈর্য সহকারে করলে আমার মনে হয় সম্ভব।

তো  শুরু  করা যাক।

প্রথমে   এখান থেকে     menu.rar ফাইল টি নামিয়ে এক্সট্রাক্ট করুন। menu ফোল্ডার টি আপনার মেমোরিতে নিন

এরপর আপনাকে সেট হ্যাক করতে হবে যাদের মোবাইল হ্যাক করা আছে তাদের দরকার নেই।

যাদের মোবাইল হ্যাক করা নেই  তারা    হাকিং নামে  ফোল্ডার  থেকে  read me  ফাইল পরে সেট হ্যাক করে নিন।

এবার  ফোন মেমোরিতে ROMPatcher.sisx ইন্সটল করুন। (যাদের মোবাইল এ  ROMPatcher ইন্সটল আছে তাদের ও যাদের নেই তাদের ও ইন্সটল করতে হবে)

ইন্সটল হয়ে গেলে আমার  দেওয়া   ROMPatcher    ওপেন করুন । অপশন এ গিয়ে disable capps  সিলেক্ট করুন। ROMPatcher থেকে বেরিয়ে আসুন।

c2z.rar ফোল্ডার টি এক্সটাক্ট করুন। এবার এক্সপ্লর দিয়ে  Z drive এ ঢুকুন।  z :\sys/ bin   এ  EFSrv.dll এই ফাইল টি খুজে   c2z ফোল্ডার এ   ফাইল টি কপি করুন।  পিসিতে c2z ফোল্ডার কপি করুন ,    c2z.exe   নামের ফাইল টি পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। দেখবেন    c2z.rmp

নামে একটি ফাইল তৈরি হয়েছে। c2z.rmp ফাইল টি মেমরি কার্ড এর  Patches    folder এ কপি করুন। (অর্থাৎ   e:\Patches  এ কপি করুন)

এবার  ROMPatcher  ওপেন করুন ।দেখবেন  c2z.rmp  ফাইল টি লিস্ট এ এসেছে। অপশন এ গিয়ে     Patch  Apply করুন।  এবার এক্সট্রাক্ট করা মেনু ফোল্ডার এ গিয়ে  Private.rar  এক্সট্রাক্ট করুন। এবার এক্সট্রাক্ট  করা   Private  ফোল্ডার টি  C:\ drive এ পেস্ট করুন  (C:\ drive  এর প্রথমে পেস্ট করতে হবে) ।   কোন  মেসেজ আসলে ওকে করুন। মোবাইল একবার  রিস্টার্ট দিন । অপশন এ গিয়ে  menu view যা আসে তাই চেঞ্জ করে দেখুন, দেখবেন ভিউ  পরিবর্তন হয়ে গেছে। যদি না আসে তবে  ROMPatcher এ গিয়ে দেখুন  c2z.rmp  তে টিক এসেছে কিনা। না আসলে তিক দিন।

অপশন এ গিয়ে  menu view যা আসে তাই চেঞ্জ করে দেখুন। আমার  nokia E-71 এর   menu view চেঞ্জ করেছি।

আর কোন সমস্যা হলে  আমি তো আছি।

আজ এ পর্যন্ত,      খোদা হাফেজ.....................................................

 

 

 

 

 

 

 

Level 2

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার Nokia N82 সেট এ ROMPatcher এ c2z.rmp তে টিক চিহ্ন আসে না । Patch Apply দেয়ার পর ক্রস চিহ্ন থাকে। মেনু ভিউ চেঞ্জ হয় না। কিভাবে টিক চিহ্ন আনতে পারি ?

vai hello ox2 er romPather install thakle open kore tick den

Level 0

vai rompatcher a disable caps nai . . Ki korbo.
Tachara, c2z.rmp ta je E drive a peste korbo E Drive a patch folder nai. .
C: Drive a ache. .

Level 0

vai fileta to delete dekahsse abar dia jaike????????