সেরা ৫ টি ইসলামিক অ্যাপ

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

মুসলিমদের জন্য বিষয়টি অত্যন্ত আনন্দের যে, এখন প্লে-স্টোরে বিভিন্ন বৈচিত্র্যময় ও তাৎপর্যপূর্ণ ইসলামিক অ্যাপের সমাহার রয়েছে। প্রতিনিয়তই এ ধরনের অ্যাপের সংখ্যা বাড়ছে। বিভিন্ন অ্যাপের কাজও ভিন্ন ভিন্ন। যেমন কোনোটা শুধু আল কোরআনের, কোনোটা কোরআনের তাফসীরের (ব্যাখ্যা), কোনোটা কোরআনে বর্ণিত আরবি শব্দেগুলোর অর্থের, কোনোটা আবার বিভিন্ন ক্বারীর কোরআন তেলাওয়াতের, কোনোটা কোরআন মুখস্ত করার, কোনোটা কোরআনের বিভিন্ন অংশ নিয়ে ইসলামিক স্কলারদের লেকচারের ইত্যাদি।

এতগুলো অ্যাপ যদি আপনি শুধু পবিত্র কোরআনের জন্যই ডাউনলোড করেন তাহলে হাদিস, দোয়া, নামাজের সময়সূচী, সেহরি ইফতার টাইম, মুসলিম ডে প্লেনার এন্ড প্রগ্রেস, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামিক কনটেন্ট- এসবের জন্য আপনার মোট কতগুলো অ্যাপ ডাউনলোড করতে হবে তা বুঝতেই পারছেন। তবে আপনি চাইলে মাত্র কয়েকটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে মোটামুটি প্রায় সব ধরনের কাজ করে ফেলতে পারবেন।

যেমন উপরে যে উদাহরণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী বলতে গেলে, আপনাকে এমন একটি কোরআনের অ্যাপ ডাউনলোড করতে হবে যার দ্বারা আপনি কুরআন পড়া থেকে শুরু করে, তাফসির, শব্দার্থ, তিলাওয়াত শুনা, মুখস্হ, প্ল্যান যোগ করা, বুকমার্ক তৈরি ইত্যাদি সব কাজগুলোই করতে পারবেন। আজকে মূলত আমি এমন ৫টি অ্যাপ নিয়েই লিখব।

১. Quran Mazid

একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তায়ালার বাণী। আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য কী ম্যাসেজ পাঠিয়েছেন এবং এর দ্বারা তিনি তাদেরকে কী বোঝাতে চেয়েছেন বা কী নির্দেশ দিচ্ছেন তা বুঝতে হলে সরাসরি পবিত্র কোরআন অধ্যয়ন করতে হয়। তাই আল কোরআন একজন মুসলিমের এবং বৃহদার্থে সমগ্র মুসলিম উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ।

গুগল প্লে স্টোরে আল কোরআন এর প্রচুর অ্যাপ রয়েছে। তাছাড়া এসব অ্যাপের প্রত্যেকটিই তাদের নিজস্ব বৈশিষ্ট্যৈ বৈশিষ্ট্যমণ্ডিত এবং বৈচিত্র্যপূর্ণও বটে। তবে আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে লিখতে বসেছি সেটি অন্যান্য অ্যাপ থেকে একটু ভিন্ন ঘরানার এবং আমার খুবই পছন্দের একটি অ্যাপ।

সেই অ্যাপটির নাম Quran Mazid.

অ্যাপটির কিছু ফিচারঃ

স্ক্রিনশট ১

এটিকে অ্যাপটির হোম পেজ বলা চলে।

১. এখানে পবিত্র কোরআনের ১১৮ টি অর্থাৎ সবকটি সূরা পেয়ে যাবেন।

২. আপনি চাইলে পারা অনুযায়ী সেগুলো দেখতে পারবেন।

৩. যদি নির্দিষ্ট কোনো পেজে যেতে চান তাহলে page লেখা অপশনে ক্লিক করলে সরাসরি সেই পেজে বা পৃষ্ঠায় যেতে পারবেন।

৪. এখানে ভাগ ভাগ করা নির্ধারিত হিজব রয়েছে। তাই সহজেই হিজবগুলো দেখে নিতে পারবেন Hijb লেখা স্থানে ক্লিক করে।

স্ক্রিনশট ২

এবার কোনো একটি সূরাতে ক্লিক করলে আপনি সেই সূরার ভেতরে চলে যাবেন। প্রতিটি আয়াতের পাশে ছোটো ছোটো তিনটি ডট বা বিন্দুর মতো দেখতে পাবেন। সেখানে টাচ করলে আপনি উপরের এই অপশনগুলো দেখতে পারবেন।

১. আপনি যদি Play This Ayah অপশনে ক্লিক করেন তাহলে এমনটি দেখতে পাবেন

এবং তখন সেই আয়াতটিই প্লে হতে থাকবে। দুটি তীর চিহ্ন দেওয়া অপশনে ক্লিক করলে আপনি কতবার আয়াতটি শুনতে চান সেই সংখ্যাটি সেট করে নিতে পারবেন। আপনি যদি Loop অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি বন্ধ করার আগপর্যন্ত যতবার আয়াতটি শুনতে চান ততবার শুনতে পারবেন।

২. চতুর্ভুজের আইকনে স্পর্শ করলে আরও বিস্তৃত কিছু অপশন আসবে। সেগুলো এরকম

এখান থেকে আপনি আয়াতের রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি যদি প্রথম ১০ টি আয়াত শুনতে চান তাহলে ১ থেকে ১০ সিলেক্ট করবেন। আবার ধরুন যদি ৪৮, ৪৯, ৫০ এই আয়াতগুলো শুনতে চান তাহলে প্রথমে ৪৮ এবং শেষে ৫০ সিলেক্ট করবেন।

সুরের আইকনের মাধ্যমে প্রতিটি আয়াত প্লে হওয়ার মাঝখানে কতটুকু সময় বিরতি দেওয়া হবে সেটি সেট করা যাবে।

মানুষের অবয়বের আয়কনটিতে ক্লিক করলে আপনি ক্বারী অর্থাৎ তেলাওয়াতকারী নির্বাচন করতে পারবেন। শাইখ মিশারী রাশিদ ছাড়াও আরও ১৮ জন বিখ্যাত ক্বারী নির্বাচনের সুযোগ রয়েছে। আপনি আপনার পছন্দের ক্বারীর তেলাওয়াত বেছে নিতে পারবেন।

আয়াত প্লে করার জন্য তা ডাউনলোড করতে হয়। এ অ্যাপটির সুবিধা হচ্ছে আপনি পুরো সূরা ডাউনলোড না করেও শুধু নির্দিষ্ট কোনো আয়াতের অডিও ডাউনলোড করতে পারবেন। তবে চাইলে পুরো সূরাটিও শোনার জন্য ডাউনলোড করতে পারবেন।

৩. See Tafsir অপশনে ক্লিক করলে আয়াতটির তাফসির বা ব্যাখ্যা এবং পটভূমি দেখতে পারবেন। বাংলা ভাষায় যে তাফসির গ্রন্থগুলো এখানে পাবেন–

  1. ইবনে কাসীর (Full)
  2.  ইবনে কাসীর (Partial)
  3. তাফসির আবু বকর যাকারিয়া
  4.  আহসানুল বায়ান
  5. ফাতহুল কাদীর

এগুলো ছাড়াও ইংরেজি, আরবী, ইন্দোনেশিয়ান, উর্দু ইত্যাদি ভাষার তাফসির গ্রন্থগুলোও পাওয়া যাবে।

৪. Pin অপশনে ক্লিক করলে সেই আয়াতটি পিন হয়ে যাবে এবং হোম পেজের নিচের দিকে ডানে সর্বশেষ আইকনটিতে গিয়ে আপনি আপনার পিন করা আয়াতটি দেখতে পারবেন।

৫. বুকমার্কের অপশনটিও অনন্য। এটিতে ক্লিক করলে আপনার বাছাই করা নির্দিষ্ট আয়াতটি বুকমার্ক হয়ে যাবে। সাধারণভাবে বুকমার্ক করতে Favourite নামক ফোল্ডারে ক্লিক করলে সেই ফোল্ডারে আয়াতটি যোগ হবে। তবে নিজের পছন্দমতো নাম দিয়ে একাধিক ফোল্ডার তৈরি করার সুযোগও রয়েছে।

৬. Copy Ayah এর মাধ্যমে আয়াতটি কপি করতে পারবেন।

৭. Share অপশন থেকে পছন্দ করা আয়াতটি শেয়ার করতে পারবেন।

৮. চাইলে আয়াতের স্ক্রিনশট শেয়ার করতে পারবেন Screenshot Share অপশনটিতে গিয়ে।

স্ক্রিনশট ২

হোম পেজের মানুষের মস্তিষ্কের মতো আইকনটিতে ক্লিক করার পর নিচের দিকে ডানে '+' চিহ্ন দেওয়া অংশটিতে ট্যাপ করলে আপনি আপনার প্ল্যান যোগ করতে পারবেন। এটি মূলত হিফজ বা মুখস্থের জন্য ব্যবহৃত কার্যকরী একটি ফিচার। প্রথমে আপনি এখান থেকে একটি নির্দিষ্ট সূরা অথবা একটি নির্দিষ্ট সূরার কতগুলো আয়াত যেগুলো কিনা আপনি মুখস্থ করতে চান সেই রেঞ্জ সিলেক্ট করে নিবেন। তারপর সেগুলো মুখস্থ করতে সম্ভাব্য দিন অর্থাৎ যতদিনে আয়াতগুলো মুখস্থ করতে চান তা সিলেক্ট করে Done অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার প্ল্যান।

আপনার প্ল্যানটিতে ক্লিক করলে প্ল্যানে যোগ করা আয়াতগুলো আসবে। এক্ষেত্রে ডানে-বামে Swipe করে আয়াতগুলো দেখতে পারবেন। কোনো একটি আয়াত শেখা হয়ে গেলে ঐ আয়াতের উপরে '✓✓' চিহ্নিত অংশে ক্লিক করলে আয়াতটি শেখা আয়াত হিসেবে দেখাবে। এভাবে আপনি আপনার প্ল্যানের শতকরা কত ভাগ সম্পন্ন করতে পারলেন তা দেখতে পারবেন।

স্ক্রিনশট ৩

হোম পেজের নিচের দিকে চারটি চতুর্ভুজের আইকনে ক্লিক করলে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক তথ্য খুঁজে বের করতে পারবেন। যেমন- আ'দ সম্প্রদায় সম্পর্কে জানতে (Aad) লেখা স্থানে ক্লিক করবেন।

তবে যাদের ইংরেজি ভাষায় বিষয়গুলো খুঁজে পেতে একটু সমস্যা হয় তারা চাইলে অ্যাপের ভাষা বাংলা সিলেক্ট করে নিতে পারেন। তখন বিষয়গুলো এরকম দেখাবে-

বাংলা সিলেক্ট করার পদ্ধতি নিচে দেওয়া হয়েছে। যাদের বাংলা সিলেক্ট করতে সমস্যা হয় তারা নিচ থেকে কীভাবে বাংলা সিলেক্ট করতে হয় তা দেখে নিতে পারেন।

স্ক্রিনশট ৪

এখানে আপনি আপনার বুকমার্ক করা আয়াতগুলো এবং তৈরিকৃত ফোল্ডারসমূহ দেখতে পারবেন।

স্ক্রিনশট ৫

সর্বশেষ যে আয়াতগুলো দেখেছেন বা পড়েছেন সেগুলো এ অংশে উল্লেখ করা থাকবে।

যেভাবে বাংলা ভাষা নির্বাচন করবেন-

১. হোম পেজের (স্ক্রিনশট ১) উপরের দিকে Quran Mazid লেখা স্থানের বামপাশে পরপর (একটির নিচে অন্যটি) ৩টি রেখাংশ দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।

২. Setting লেখাটিতে ক্লিক করুন।

৩. এবার Language এ গিয়ে ভাষা নির্বাচন করুন।

ভাষা নির্বাচন করা ছাড়াও এখান থেকে অনুবাদের এক বা একাধিক ভাষা, তাজবীদের রং দেখাবে কি দেখাবে না, ফন্ট সাইজ, ডেইলি নোটিফিকেশন কয়টায় সময় দেখাবে- এ বিষয়গুলোসহ আরও অন্যান্য বিষয় সেট করে নিতে পারবেন।

Quran Mazid

Official Download @ Quran Mazid

২. Al Hadith

পবিত্র কোরআনের পর যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে হাদিস। আমরা জানি, মহানবী (সা) এর কথা, কাজ এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বহু হাদিস গ্রন্থ রয়েছে। তবে বিশুদ্ধতা এবং বিশ্বস্ততার দিক থেকে প্রধান ৬ টি হাদিস গ্রন্থকে প্রাধান্য দেওয়া হয়। এদেরকে 'সিহাহ সিত্তাহ' বা বিশুদ্ধ ছয় কিতাব বলে।

যে অ্যাপটি নিয়ে এখন লিখব সেটিকে মুঠো ফোনের মধ্যে একটি বিশাল আয়তনের হাদিসের সংগ্রহশালা বলা যায়। কেননা, এই অ্যাপটিতে রয়েছে ৫০, ০০০+ হাদিস। তাছাড়া কোনো কিছু আলাদা করে আবার ডাউনলোড করে নিতে হবে না। তাই দেরি না করে চলুন দেখে নিই অ্যাপটির কিছু ফিচারঃ

স্ক্রিনশট ১

অ্যাপটি ওপেন করলে প্রথমে এই পেজটি আসবে। এটি এই অ্যাপ্লিকেশনের হোম পেজ। সিহাহ সিত্তাহসহ বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থ পাবেন এই অংশে।

হোম পেজটিতে যেসব হাদিস গ্রন্থ এবং অপশন রয়েছে

  • ১. সহিহ বুখারী
  • ২. সহিহ মুসলিম
  • ৩. সুনানে আন-নাসায়ী
  • ৪. সুনানে আবু দাউদ
  • ৫. জামে' আত-তিরমিজি
  • ৬. সুনানে ইবনে মাজাহ
  • ৭. মুয়াত্তা ইমাম মালিক
  • ৮. রিয়াদুস সলেহীন
  • ৯. বুলুগুল মারাম
  • ১০. আল লু'লু ওয়াল মারজান
  • ১১. হাদিস সম্ভার
  • ১২. সিলসিলা সহীহা
  • ১৩. জাল জয়িফ হাদিস সিরিজ
  • ১৪. মিশকাতুল মাসাবিহ
  • ১৫. ৪০ হাদিস
  • ১৬. আদাবুল মুফরাদ
  • ১৭. জুজ'উল রাফায়েল ইয়াদাইন
  • ১৮. সহিহ হাদিসে কুরসি
  • ১৯. ১০০ সুসাব্যস্ত হাদিস
  • ২০. মিশকাতে জয়িফ হাদিস
  • ২১. শামায়েলে তিরমিজি
  • ২২. সহিহ তারগিব ওয়াত তারহিব
  • ২৩. সহিহ ফাজায়েলে আমল
  • ২৪. উপদেশ
  • ২৫. রমজানের দুর্বল হাদিস

যেকোনো হাদিস গ্রন্থের নামের উপর ট্যাপ করলে ঐ গ্রন্থটির ভেতরে প্রবেশ করা যাবে। সেখানে আবার খুব সুন্দর করে বিষয়ভিত্তিক ঐ গ্রন্থের মধ্যে থাকা সবগুলো হাদিস সাজানো আছে। সেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত হাদিসটি পড়ে নিতে পারবেন।

স্ক্রিনশট ২

হোমপেজে থাকা অবস্থায় ডান থেকে বামে swipe করলে এই পেজটি দেখতে পারবেন। এখানে রয়েছে বিষয়ভিত্তিক হাদিস দেখার সুবিধা।

স্ক্রিনশট ৩

আবারও ডান থেকে বামে Swipe করলে এ পেজটি আসবে এবং এখানে আপনি আপনার বুকমার্ক করা হাদিস এবং তৈরি করা ফোল্ডারগুলো দেখতে পারবেন।

একটি নির্দিষ্ট হাদিসকে বুকমার্ক করতে প্রথমে সেই হাদিস টি ওপেন করতে হবে। 'হাদিস নং' লেখার পাশে বুকমার্কের আইকনটিতে ক্লিক করলে আপনি যে ফোল্ডারে হাদিসটি যোগ করতে চান সেটিতে ট্যাপ করলেই হাদিসটি ঐ ফোল্ডারে রোগ হয়ে যাবে।

নতুন একটি ফোল্ডার তৈরি করতে, হাদীসটির পাশে বুকমার্কের আইকনটিতে ক্লিক করার পর নির্দিষ্ট কোনো ফোল্ডারে ট্যাপ না করে 'নতুন একটি বুকমার্ক ফোল্ডার তৈরি করুন' এ অপশনটিতে ক্লিক করুন এবং ফোল্ডারের একটি নাম দিয়ে 'নতুন যোগ করুন' লেখা স্থানে ক্লিক করুন। এভাবে একটি নতুন বুকমার্ক ফোল্ডার তৈরি করতে পারবেন।

স্ক্রিনশট ৪

সর্বশেষ যে হাদিসগুলো দেখেছেন বা পড়েছেন সেগুলো এ অংশে হিস্টোরি হিসেবে দেখতে পারবেন।

এখানে বর্ণিত ফিচারগুলো ছাড়াও অ্যাপটিতে ডেইলি নোটিফিকেশন, ডার্ক থিমসহ আরও নানা ধরনের সুবিধা রয়েছে।

Al Hadith

Official Download @ Al Hadith

৩. Dua & Rukya

দোয়া সম্পর্কিত যতগুলো অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে তার মধ্যে এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অ্যাপ। ফিচার গুলো দেখলেই তা বুঝতে পারবেন।

স্ক্রিনশট ১

তো এটি হচ্ছে অ্যাপটির হোমপেজ। এখানে বিভিন্ন সাবক্যাটাগরি রয়েছে। তাই আপনি যে ক্যাটাগরির হাদিস খুঁজছেন তা অল্প সময়ে এবং নির্বিঘ্নে এখান থেকে পেয়ে যাবেন। সাবক্যাটাগরিগুলো হলোঃ

  • ১. দোয়ার গুরুত্ব
  • ২. যিকিরের ফযীলত
  • ৩. দোয়া কবুলের সময়
  • ৪. দোয়া কবুল হওয়া
  • ৫. কখন কি বলা সুন্নাহ
  • ৬. সকাল-সন্ধ্যার যিকির
  • ৭. বরকতময় মাসনূন দোয়া
  • ৮. ৪০ রাব্বানা দোয়া (কোরআনের)
  • ৯. ঘুম
  • ১০. কাপড় পরিধান
  • ১১. ঘরবাড়ি
  • ১২. টয়লেট
  • ১৩. আমান ও ইকামত
  • ১৪. ওযূ ও গোসল
  • ১৫. মসজিদ
  • ১৬. সালাত
  • ১৭. বিতর ও অন্যান্য সালাত
  • ১৮. অসুস্থতা ও চিকিৎসা
  • ১৯. জিন / জাদু ও রোগ
  • ২০. আল্লাহর ইসমে আযম
  • ২১. তাওবা-ইস্তিগফার
  • ২২. শয়তান থেকে আশ্রয়
  • ২৩. মৃত / কবর / জানাজা
  • ২৪. খাদ্য / মেহমানদারি
  • ২৫. সিয়াম ও ইফতার
  • ২৬. ঈদ
  • ২৭. হজ্জ ও উমরাহ
  • ২৮. কুরবানী
  • ২৯. সফর
  • ৩০. বিবাহ
  • ৩১. পারিবারিক দোয়া
  • ৩২. ঋণ
  • ৩৩. দুশ্চিন্তা ও পেরেশানি
  • ৩৪. শত্রুতা/ বিপদাপদ / জুলুম
  • ৩৫. নিন্দা / কল্যাণকামনা
  • ৩৬. আজব / শিষ্টাচার
  • ৩৭. বৈঠকে বসলে
  • ৩৮. পশু-পাখি
  • ৩৯. ঝড় / বৃষ্টি / প্রকৃতি
  • ৪০. কোরআনের দোয়া সমূহ
  • ৪১. নবী-রাসূলগণের দোয়া
  • ৪২. হাদিসের দোয়া
  • ৪৩. রাসূল (সা) ও সাহাবীগণ এবং
  • ৪৪. বিবিধ দোয়া।

সর্বশেষ

হোম পেজের 'সর্বশেষ' লেখা অপশনটি নির্বাচন করলে আপনি শেষবার যে হাদিস বা হাদিস গুলো পড়েছেন তা দেখতে পারবেন।

মুখস্থ

'মুখস্থ' লেখাটি নির্বাচন করলে আপনি নিচে দেখানো একটি প্ল্যানারের মতো পাবেন। এখান থেকে কতগুলো আয়াত আপনি কতদিনের মধ্যে শিখতে চান- এধরনের গোল নির্ধারণ করতে পারবেন। তবে এ কাজটি হোমপেজের (স্ক্রিনশট ১- Dua & Ruqya) নিচে দেওয়া বাল্বের মতো আইকনটির মাধ্যমেও করতে পারবেন।

রুকিয়াহ

এ অ্যাপটি যে কারনে আমার কাছে সবচেয়ে ব্যতিক্রম এবং আকর্ষণীয় মনে হয়েছে তা হলো 'রুকিয়াহ' অপশনটি থাকা। কেন? সেটা বলছি।

'রুকিয়াহ' লেখা অংশে স্পর্শ করলে উপরের ছবিটির মতো একটি পেজ আসবে। এখানে যে অপশনগুলো পাবেনঃ

  • ১. সংক্ষিপ্ত রুকিয়াহ
  • ২. রুকিয়াহ সম্পর্কে
  • ২. সকল রোগের রুকিয়াহ করুন (সংক্ষিপ্ত রুকিয়াহ, মধ্যম পর্যায়ের রুকিয়াহ, দীর্ঘ রুকিয়াহ)
  • ৩. রুকিয়াহ এর পরবর্তী পদক্ষেপ
  • ৪. জ্বিনকেন্দ্রিক অসুস্হতা
  • ৫. জাদু কর্তৃক অসুস্থতা
  • ৬. বদনজর সম্পর্কিত অসুস্থতা
  • ৭. বিভিন্ন জাদুর জন্য রুকিয়াহ
  • ৮. অন্যান্য অসুস্থতার জন্য রুকিয়াহ
  • ৯. রুকিয়াহ পদ্ধতির সংশোধন
  • ১০. রাক্কী (রুকিয়াহকারী) পরিচিতি
  • ১১. রুকিয়াহর জন্য উপকরণ সমূহ
  • ১২. হিজামা
  • ১৩. সাত দিনের ডিটক্সিফিকেশন প্রোগ্রাম
  • ১৪. ওয়াসওয়াসা রোগ
  • ১৫. রুকিয়াহ সম্পর্কিত ভিডিওসমূহ

এই ক্যাটাগরীগুলোর প্রতিটির রয়েছে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি। তাই বলা যায়, এখান থেকে রুকিয়াহ সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা পাওয়া যাবে। আর এ কারণেই এই অ্যাপটিকে আমার অন্যান্য সকল অ্যাপ থেকে আলাদা এবং বিশেষ বলে মনে হয়েছে।

তথ্যাদি

এ অংশে প্রবেশ করলে যে তথ্যগুলো পাওয়া যাবে (দোয়া সম্পর্কিত)-

  • ১. দুয়ার অর্থ
  • ২. আল্লাহর যিকরের সাধারণ ফজিলত
  • ৩. দোয়া কবুলের সময় ও স্থান
  • ৪. দোয়া করার আদব ও বৈশিষ্ট্য
  • ৫. যে সকল স্থানে হাত তুলে দোয়া করা যায়
  • ৬. দোয়ার প্রকারভেদ
  • ৭. যেসব কারণে দোয়া কবুল হয় না
  • ৮. দোয়া করার নিয়ম-কানুন
  • ৯. যাদের দোয়া কবুল হয় দোয়ার মহত্ত
  • ১০. দোয়া কবুলের শর্ত
  • ১১. যিকর বা আল্লাহর স্মরণের মর্মকতা
  • ১২. তাওয়াক্কা করে দোয়া পরিত্যাগ করা
  • ১৩. আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া
  • ১৪. মুসলিম সমাজের দোয়া কেন্দ্রিক শিরক
  • ১৫. কোরআন আলোচনা ও গবেষণার ফজিলত।
  • ১৬. জিকর বিষয়ক কয়েকটি বিধান
  • ১৭. তাওহীদের প্রতি ঈমান
  • ১৮. রিসালাতের প্রতি ঈমান
  • ১৯. আল্লাহর ভালোবাসা ও আল্লাহর জন্য ভালোবাসা
  • ২০. ভালোবাসার মাপকাঠি রাসূলের (ﷺ) অনুসরণ
  • ২১. আল্লাহর জন্য ভালোবাসাই ঈমান
  • ২২. ঈমানী ভালোবাসার অন্তরায়
  • ২৩. অতিরিক্ত কিছু নফল সালাত
  • ২৪. মানুষের জীবনে দুয়ার গুরুত্ব
  • ২৫. আল্লাহর কাছে যা চাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
  • ২৬. রুকিয়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা
  • ২৭. নবীর (ﷺ) উদ্দেশ্যে দরুদ পড়ার মহত্ব
  • ২৮. তাওবা ইস্তেগফারের ফজিলত ও নির্দেশনা
  • ২৯. দোয়া বা প্রার্থনাজ্ঞাপক যিকর
  • ৩০. দোয়ার কতিপয় মাসনুন নিয়ম ও আদব
  • ৩১. শুধু আল্লাহর কাছেই চাওয়া
  • ৩২. কোরআনী তেলাওয়াতের বিশেষ ফজিলত
  • ৩৩. কোরআন তেলাওয়াতের আদব ও নিয়ম
  • ৩৪. আত্মশুদ্ধিমূলক মানসিক ও দৈহিক কর্ম
  • ৩৫. হতাশা বর্জন ও আল্লাহর প্রতি সুধারণা
  • ৩৬. কৃতজ্ঞতা ও সন্তুষ্টি
  • ৩৭. নির্লোভ
  • ৩৮. নফল সিয়াম ও নফল দান
  • ৩৯. কিয়ামুল লাইল তাহাজ্জুদ ও রাতের যিকর।

বই

দোয়া সম্পর্কিত চারটি বই পাবেন এখানে।

সাপোর্ট

এ অংশটি সাদাকাহর জন্য

স্ক্রিনশট ২

অ্যাপটির প্রথম পৃষ্ঠা অর্থাৎ হোম পেজের নিচের দিকে বামে চারটি ছোট চতুর্ভুজের একটি আইকন রয়েছে। সেখানে ক্লিক করলে অক্ষর অনুসারে হাদিস সার্চ করা যায়। তাই এ অপশনটি ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই খুঁজে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত হাদিসটি আর এতে করে আপনার সময়ও বেঁচে যাবে।

এর পাশে ডানদিকে বুকমার্কের অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার বুক মার্ক করা ফোল্ডার গুলো দেখতে পাবেন।

তার পাশে রয়েছে শিডিউলার। এখানে আপনি বিভিন্ন নামের ফোল্ডার তৈরি করতে পারবেন এবং এক বা একাধিক দোয়া সেই ফোল্ডারে যুক্ত করতে পারবেন। যে সময়ে দোয়গুলো পড়তে চান সে সময়টি সেট করে একটি শিডিউল তৈরি করে রাখতে পারেন। পরবর্তীতে শিডিউল অনুযায়ী পড়ে নিতে পারবেন এবং এতে করে অফিসিয়াল একটা ভাইব তৈরি হবে। দোয়া মুখস্থ করার ক্ষেত্রেও এই ট্রিকটি কার্যকরী।

Dua & Ruqyah

Official Download @ Dua & Ruqyah

৪. Muslim Pro

এই অ্যাপটি পৃথিবীব্যাপী মুসলিমদের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় একটি অ্যাপ। ১৫ কি ভাষায় ব্যবহার করা যাবে। এই অ্যাপটিকে যে শব্দগুলোর মাধ্যমে বর্ণনা করা যায় সেগুলো হচ্ছেঃ Islamic Lifestyle, Islamic World ইত্যাদি।

পুরো অ্যাপটির কিছু ফিচারঃ

  • ১. Daily Verse (প্রতিদিন পড়ার জন্য একটি কোরআনের আয়াত)
  • ২. Daily Inspiration (প্রতিদিন অনুপ্রেরণা পাওয়া যায় এমন একটি বাক্য থাকবে- সুন্দর একটি ইসলামিক ওয়ালপেপারসহ)

  • ৩. Daily Dua (প্রতিদিন ১টি করে দোয়া)
  • ৪. One Name of Allah (প্রতিদিন একটি করে আল্লাহ তায়ালার নাম)
  • ৫. Daily Hadith (প্রতিদিন একটি করে ছোট্ট হাদিস)
  • ৬. Qibla Finder (পৃথিবীর প্রায় ৬ মিলিয়ন স্থান থেকে কিবলার সঠিক দিক নির্ধারন করা যাবে। Daily Verse লেখাটির উপর প্রেস করে রেখে লেখাটিকে উপর থেকে নিচের দিকে টেনে আনলে এই অপশনটি পাওয়া যাবে। )
  • ৭. Tracker (আপনার প্রতিদিনকার প্রগ্রেস যেমন- প্রতিদিন কত ওয়াক্ত নামাজ পড়ছেন, কতটুকু কোরআন তিলাওয়াত করছেন ইত্যাদি এ অংশে দেখতে পারবেন। আর যেসব প্ল্যান বা গোল সেট করেছিলেন সেসব কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, কতটুকু আরও বাকি আছে এগুলোও এখান থেকে দেখে নিতে পারবেন। )
  • ৮. Tasbih (তাসবিহ তে যেরকম ছোট ছোট গুটি ব্যবহার করা হয় সেরকম একটা তাসবিহ থাকবে গুটিসহ। একবার পড়ার পর এক একটা গুটি ডান থেকে বামে সরিয়ে রাখা যায়। )
  • ৯. Prayer Time (নামাজের সময়সূচী)
  • ১০. Quran (পুরো কোরআন শরীফ থাকবে। আপনার পছন্দ অনুযায়ী প্লে লিস্ট সাজাতে পারবেন, আছে Juz, 'My Quran' অপশনটিতে গেলে দেখতে পারবেন
  1. Daily Verse
  2. Popular
  3. Checked
  4. Favourites
  5. Notes
  6. Highlights
  • ১১. Hijri Calender
  • ১২. Hajj (মক্কা ও মদিনা নিয়ে নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি। 'One Day in the Haram' এ ধরনের শিরোনামে পবিত্র কাবা শরীফ নিয়ে নির্মিত ভিডিওচিত্র। )
  • ১৩. Qalbox (এই ফিচারটিতে পাবেন বিভিন্ন ইসলামিক সিরিজ, ডকুমেন্টারি, ফিকশন, নন ফিকশন ইত্যাদি। তবে এ ফিচারটি শুধুমাত্র প্রিমিয়াম ইউজারদের জন্য। )

মোটকথা, এই অ্যাপটি আপনাকে বিশ্বব্যাপী মুসলিম সমাজের সাথে কানেক্ট করবে। আপনাকে প্রতিনিয়ত একজন বেটার মুসলিম হতে সাহায্য করবে। সমসাময়িক ইসলামিক টপিকগুলো, ইসলামিক সংস্কৃতি, যে সমস্যাগুলো মুসলিমরা ফেইস করে সেগুলোর সমাধান, ইসলামিক প্যারেন্টিং, বর্তমান সময়ের ছোটদের ইসলাম শিক্ষার মতো বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবে।

Muslim Pro

Official Download @ Muslim Pro

৫. Muslims Day

স্ক্রিনশট ১

এতক্ষণ যে সব অ্যাপ সেগুলোর মধ্যে মোটামুটি সব ফিচার থাকলেও কয়েকটি বিশেষ ফিচারের জন্য আপনার এই অ্যাপটি লাগবে। এই অ্যাপটিতে পাওয়া যাবেঃ

  • ১. ফরজ সালাত ছাড়াও বিভিন্ন নফল সালাতের টাইমটেবিল।
  • ২. যে কারণে এই অ্যাপটি সবচেয়ে বেশি দরকারি তা হলো- বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামিক ইভেন্ট যেমন প্রতিমাসের তিনটি রোজা, আশুরা, দুই ঈদ, ঈদে মিলাদুন্নবী ইত্যাদির সময় অ্যাপটি আপনাকে নোটিফিকেশন দিয়ে মনে করিয়ে দিবে। যে বিশেষ দিনটির জন্য আপনাকে নোটিফিকেশন পাঠানো হয়েছে সে দিনটির ফযিলত কী এবং ঐদিন আপনার কি কি কাজ করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয় (বিদআত) তাও জানিয়ে দিবে একটি সুন্দর আর্টিকেলের মাধ্যমে। তাই কোনো গুরুত্বপূর্ণ দিনের ফযিলত মিস করার সম্ভাবনা থাকবে না।
  • ৩. রয়েছে হিজরী ক্যালেন্ডার।
  • ৪. রয়েছে সম্পূর্ণ কোরআন যা ডাউনলোড করে নিতে হবে। কোরআন এর অন্য কোনো অ্যাপ থাকলে এ কোরআন আলাদা করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
  • ৫. দোয়া অপশনে গেলে এরকমটি আসবে।

  • ৬. এখানে আছে সালাতের নিয়ম ও সালাতে পড়ার জন্য সকল প্রয়োজনীয় দোয়া। তাই আলাদা করে নামাজ শিক্ষা অ্যাপের কোনো প্রয়োজন হবে না।
  • ৭. সাওম (রোজা) এর নিয়ম এবং দোয়া। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এবং ব্যবহৃত সকল দোয়া।
  • ৮. কোরআন শরীফে যেসকল দোয়া বর্ণিত হয়েছে সেগুলোও পাওয়া যাবে এখানে।

Muslims Day

Official Download @ Muslims Day

উল্লেখিত দোয়াগুলো ছাড়াও আরও অনেক দোয়া আছে 'বিবিধ' অপশনটিতে।

শেষ কথা

এই লেখাটি শেষ করার আগে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে, টিউনে উল্লিখিত ইসলামিক অ্যাপসগুলোকে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। এই অ্যাপসগুলোর প্রতিটিই বেশ সাজানো-গোছানো এবং পরিপাটি। কালার কম্বিনেশন সুন্দর হওয়ায় ফোনের হোমপেজে রেখে দিলে স্ক্রিন দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাছাড়া এদের প্রত্যেকটিকেই 'একের ভেতর সব' বলে অভিহিত করা চলে। তাই আপনার প্রয়োজন আর পছন্দ অনুযায়ী সবকয়টি বা যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অ্যাপের সাথে দেওয়া লিংকে ক্লিক করেই।

যাইহোক, তথ্য এবং প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ধরনের সাম্প্রতিক সমস্যার সমাধান পেতে এ একাউন্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন।

আর পরিবর্তনশীল সময়ের সাথে নিজেকে আপডেটেড করে রাখতে এবং নিয়মিত এ ধরনের লেখা পেতে টেকটিউনস এর সাথেই থাকুন। ধন্যবাদ।

Level 2

আমি জান্নাতুল ফেরদৌস ইভা। এসএসসি ২০২২, ময়মনসিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস