সকল টেকিভাইদের আমার সালাম। অনেকদিন পর আজকে টিউন করতে বসলাম। আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন ১টা বিষয় শেয়ার করব। আমরা মোবাইলে গেমস খেলি কিন্তু নোকিয়া এন-গেজ এর নাম শুনিনি এমন লোক কমই পাওয়া যাবে। তবুও যারা বিষয়টা সম্বন্ধে জানেন না তাদেরকে ১বার অল্পতে জানিয়ে দেই। নোকিয়া এন-গেজ হল নোকিয়া গেমিং মোবাইলে ব্যবহৃত সফটওয়্যার। এই মোবাইলে আপনি পাবেন গেমিং এর অসাধারন আনন্দ। অসাধারন সব গেম আর ফিচার দিয়ে তৈরি এই এন-গেজ।
তো এইসব সুন্দর গ্রাফিক্স আর ফিচার সম্পন্ন গেমসগুলো খেলতে কি আমাদের এখন এন-গেজ কিনতে হবে? অবশ্যই না। আজ আমি এটাই বলব কিভাবে আপনার নোকিয়া মোবাইলে এন-গেজ ইন্সটল করবেন। তো শুরু করা যাক।
প্রথমেই আমাদেরকে এন-গেজ ইমুলেটর ইন্সটল করা লাগবে। ডাউনলোড করুনএইখানথেকে।
সফটওয়্যারটি শুধুমাত্র সিম্বিয়ান এস৬০ ৫মভার্সন মোবাইল ব্যবহারকারিদের জন্য। অবশ্য এস৬০ ৩য় ভার্সন ইউজাররাও এন-গেজ ইঊজ করতে পারবেন। তারা একটু কষ্ট করে গুগলে সার্চ দিলেই প্রয়োজনীয় সফটটি পেয়ে যাবেন। ইমুলেটরটি ইন্সটল করার আগে একটি কথা আগে থেকেই বলে রাখি,সেটি হল এন-গেজ ইমুলেটর আর গেমসগুলো ইন্সটল করতে হলে আপনার মোবাইলটি অবশ্যই হ্যাক থাকা লাগবে। টেকটিউন্স এ সিম্বিয়ান মোবাইল হ্যাকিঙের ব্যাপারে কম করে হলেও আধাডজন পোস্ট পাবেন। যাইহোক এবার ইমুলেটরটি মোবাইল এ ইন্সটল করুন। ইন্সটল হওয়া সফটটি আপনার মোবাইলের গেমস মেনুতে পাবেন। এবার এন-গেজ গেমস ডাউনলোড করার পালা। এন-গেজ গেমস ডাউনলোড করতে এইখানে যান।
যেকোনো একটি গেমস ডাউনলোড করুন। এবার গেমসটি আপনার মোবাইলে ইন্সটল করুন।
ব্যাস সব কাজ শেষ। এবার এন গেজ মেনু থেকে গেমসটি স্টার্ট করুন।
উপভোগ করুন আপনার মোবাইলের অসাধরন গেমিং।
বিঃদ্রঃ গেমস ইন্সটল করার পর গেমসটি চালু করার আগে অবশ্যই সকল প্যাচ ডিজ্যাবল করে নিবেন। তা না হলে এরর দেখাবে।
ধন্নবাদ সবাইকে। টিউন ভাল লাগলে জানাবেন। কোথাও যদি সমস্যা হয় জানাবেন। সমাধান দেয়ার চেস্টা করব।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
s60v5 phone gula to sadharon nokia phone na