এবার আপনার নোকিয়া মোবাইলে খেলবো অসাধরন N-GAGE গেমস।

সকল টেকিভাইদের আমার সালাম। অনেকদিন পর আজকে টিউন করতে বসলাম। আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন ১টা বিষয় শেয়ার করব। আমরা মোবাইলে গেমস খেলি কিন্তু নোকিয়া এন-গেজ এর নাম শুনিনি এমন লোক কমই পাওয়া যাবে। তবুও যারা বিষয়টা সম্বন্ধে জানেন না তাদেরকে ১বার অল্পতে জানিয়ে দেই। নোকিয়া এন-গেজ হল নোকিয়া গেমিং মোবাইলে ব্যবহৃত সফটওয়্যার। এই মোবাইলে আপনি পাবেন গেমিং এর অসাধারন আনন্দ। অসাধারন সব গেম আর ফিচার দিয়ে তৈরি এই এন-গেজ।

তো এইসব সুন্দর গ্রাফিক্স আর ফিচার সম্পন্ন গেমসগুলো খেলতে কি আমাদের এখন এন-গেজ কিনতে হবে? অবশ্যই না। আজ আমি এটাই বলব কিভাবে আপনার নোকিয়া মোবাইলে এন-গেজ ইন্সটল করবেন। তো শুরু করা যাক।

প্রথমেই আমাদেরকে এন-গেজ ইমুলেটর ইন্সটল করা লাগবে। ডাউনলোড করুনএইখানথেকে।

সফটওয়্যারটি শুধুমাত্র সিম্বিয়ান এস৬০ ৫মভার্সন মোবাইল ব্যবহারকারিদের জন্য। অবশ্য এস৬০ ৩য় ভার্সন ইউজাররাও এন-গেজ ইঊজ করতে পারবেন। তারা একটু কষ্ট করে গুগলে সার্চ দিলেই প্রয়োজনীয় সফটটি পেয়ে যাবেন। ইমুলেটরটি ইন্সটল করার আগে একটি কথা আগে থেকেই বলে রাখি,সেটি হল এন-গেজ ইমুলেটর আর গেমসগুলো ইন্সটল করতে হলে আপনার মোবাইলটি অবশ্যই হ্যাক থাকা লাগবে। টেকটিউন্স এ সিম্বিয়ান মোবাইল হ্যাকিঙের ব্যাপারে কম করে হলেও আধাডজন পোস্ট পাবেন। যাইহোক এবার ইমুলেটরটি মোবাইল এ ইন্সটল করুন। ইন্সটল হওয়া সফটটি আপনার মোবাইলের গেমস মেনুতে পাবেন। এবার এন-গেজ গেমস ডাউনলোড করার পালা। এন-গেজ গেমস ডাউনলোড করতে এইখানে যান

যেকোনো একটি গেমস ডাউনলোড করুন। এবার গেমসটি আপনার মোবাইলে ইন্সটল করুন।

ব্যাস সব কাজ শেষ। এবার এন গেজ মেনু থেকে গেমসটি স্টার্ট করুন।

উপভোগ করুন আপনার মোবাইলের অসাধরন গেমিং।
বিঃদ্রঃ গেমস ইন্সটল করার পর গেমসটি চালু করার আগে অবশ্যই সকল প্যাচ ডিজ্যাবল করে নিবেন। তা না হলে এরর দেখাবে।
ধন্নবাদ সবাইকে। টিউন ভাল লাগলে জানাবেন। কোথাও যদি সমস্যা হয় জানাবেন। সমাধান দেয়ার চেস্টা করব।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

s60v5 phone gula to sadharon nokia phone na

Level 0

Saon A Menz, n97 sadharon? soft ta to n97 er, s60 v 3 tei ngage chole r ampni sadharon hisebe ansen s60 v5? lolz

উপরের মন্তব্য সমূহ বিবেচনার বিষয়

এস৬০ ৩য় ভার্সন-এর জন্য এন-গেজ ইমুলেটর কেউ প্লিজ লিঙ্ক টা দিবেন

    ভাই, আমারে ডিরেক্ট লিঙ্কটা দেন না, প্লিজ… আমার মোবাইল এস৬০ ৩য় ভার্সন ।

ভাই ব্যাপারটা আপ্নারা অন্য দৃষ্টিতে দেখছেন। এন-৯৭ সাধারন না হলেও কিন্তু এন-গেজ না। আর এই গেমসগুলো এন-গেজের জন্য,অন্য কোন নকিয়ার জন্য না। ধন্যবাদ।

nokia s60 series shadharon phone ? vaia ami n82 nd n97 use kori….full version n gage er game koi pabo ?

Level 0

nokia 5800 te hoibo?

হুমম,হবে।

Level 0

vaia n85 er emulator er link ta aktu koshto kore deben plz…

Level New

games er j link disen , game gula ki full version ?

    @gazi reza: একটু কষ্ট করে গুগল মামাকে দাকুন,পেয়ে যাবেন।

Level 0

vai n95 8gb r link ta deban plz

Level 0

নকিয়া ৫৮০০ হয় না 🙁

শাওন ভাই আপনি কোন সেট use করেন? আর patch disable টা কি এবং কিভাবে disable করে একটু বুঝাইয়া বললে ভাল হয়।

5800 te ” Device is not compatible with N-Gage” show kore…WHY???

Vai jei tune koren ..kindly aktu reply dien..

Level 0

ভাই patch disable করব কিভাবে?