এখন থেকে ঘরে বসেই সিমের মালিকানা পরিবর্তন করুন

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আজ থেকে সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে আর কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে না এখন থেকে ঘরে বসেই কাজটি করতে পারবেন।

মোবাইল বা পিসি থেকে যে কোন একটি ব্রাউজার এ যান। গ্রামীণফোনের ওয়েবসাইট grameenphone.com-এ প্রবেশ করুন।

ওয়েব সাইটের হোম পেজের বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এখান  থেকে shop এ  ক্লিক করুন। এরপর sim services এ ক্লিক করুন। এবার sim ownership এ ক্লিক করুন। সেখানে লেখা আছে সিম ট্রান্সফারের জন্য কোন ফি লাগবে না অর্থাৎ বিনামূল্যে  সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। এখানে নির্দিষ্ট বক্সে যে নাম্বারটি ট্রানস্ফার করতে চাচ্ছেন সেটা টাইপ করুন। এবার সিমটি যদি আপনার মালিকানায় থাকে অথবা যার মালিকানায় রয়েছে মালিকানায় রয়েছে তার প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো এখানে চাওয়া হবে সেগুলো টাইপ করুন। এরপর সিমের নতুন মালিক যিনি হবেন তার NID নাম্বার টাইপ করুন। এবার স্ক্রল করে নিচের দিকে আসুন এবং add to cart এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে যেখানে নতুন মালিকের কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা ইত্যাদি ডিটেইলস টাইপ করতে হবে  যাতে কোম্পানি সেই ঠিকানয় নতুন সিম ডেলিভারি দিতে পারে। ডিটেইলস দেওয়ার পর Continue-এ ক্লিক করুন।

এবার  একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলা হবে যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি কারণ তারা সামান্য ডেলিভারি চার্জ নিবে। আপনি যদি বিকাশ সিলেক্ট করে থাকেন তবে পেমেন্ট মেথড সিলেক্ট করার পর বিকাশ নাম্বারটি বসান। এবার confirm order-এ ক্লিক করুন।

এবার আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি নিচের বক্সে বসান এবং আপনার বিকাশের পিন নাম্বার টাইপ করুন। এবার confirm বাটনে ক্লিক করুন। সাথে সাথে অর্ডার সাকসেসফুল দেখাবে এবং এভাবেই আপনার অর্ডার কমপ্লিট হয়ে  যাবে।

দুই তিন দিনের ভিতরে গ্রামীণফোনের প্রতিনিধি আপনার বাসায় আসবেন। তখন আপনাকে এবং সিমের নতুন মালিককে উপস্থিত থাকতে হবে। তারা আপনাদের আঙ্গুলের ছাপ নিবেন এবং সিমটি ডেলিভারি দিয়ে যাবেন।

Level 0

আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লিখেছেন।