একের ভিতর সব। এস এম এসের এক অদ্ভুত সফটওয়্যার। চমকে দিন আপনার কাছের কিংবা দূরের বন্ধুদের (দেখলেও মিস করবেন আর না দেখলে…………………)

আসসালামুআলাইকুম। কেমন লাগছে আমাদের প্রিয় টিটির আকর্ষনীয় সব টিউন ?? আশা করছি কেউ নিরাশ হচ্ছেন না। আমি কিন্তু নিরাশ না হয়ে পারছি না । টেকটিউন্স জরিপে মোবাইল প্লাটফর্মে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত হয়েছে “সিম্বিয়ান অস”। অথচ এই প্লাটফর্ম নিয়ে ভালো টিউন তেমন একটা চোখে পড়ে না। যদিও বর্তমানে অ্যান্ড্রয়ডের জয়জয়কার, তবুও আমাদের দেশে সিম্বিয়ানের একটা বিশাল ভোক্তা আছে তা নিঃসন্দেহে বলাই যায়।

এবার আসি কাজের কথায়। আজ আপনাদের সাথে আমি একটি সিম্বিয়ান মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার করবো। যা আমি s60 v3 & v5  এ টেষ্ট করে দেখেছি। জানিনা আগে কেউ শেয়ার করেছে কিনা। করলে দয়া করে নতুনদের জানার সুযোগ করে দিবেন।

I-sms

  

না, এটা কোন ফ্রী এস এম এস পাঠাবার অ্যাপ্লিকেশন না। তবে এটি দিবে আপনাকে এস এম এস কাষ্টমাইজেশন এর অপার সুবিধা। যারা বিভিন্ন প্রয়োজনে (কাজে বা বেকাজে) প্রচুর এস এম এস করেন তাদের জন্য এটি হতে পারে এক মোক্ষম হাতিয়ার। প্রিয়জনকে ভড়কে দিতে এই অ্যাপ্লিকেশনের কোন বিকল্প নেই। যদি বলেন কি আছে এতে?? তাহলে আমি বলবো কি নেই এতে? ??চলুন একে একে দেখে নিই এর আকর্ষনীয় কিছু ফিচার।

* flash sms: এই এস এম এস এর বৈশিষ্ট হলো এটি প্রাপক কেবলমাত্র একবারই পড়তে পারবেন। পড়া শেষে back দিলে তা মোবাইল থেকে নিজেই মুছে যাবে!!!!!! যার ফলে এর কোন clue থাকে না। মনের অব্যক্ত কথা, রাগ, ঝাড়ি ইত্যাদি প্রকাশে এর কোন জুড়ী নেই ;)।

* scheduled sms:  এই ফিচারটা অনেকের কাছেই হয়ত পরিচিত। নিজে নাক ডেকে ঘুমিয়েও বিশেষ দিন-ক্ষণ আপনি সহজেই উদযাপন করতে পারেন। তার জন্য আপনাকে পূর্বে (এক বছর আগেও হতে পারে) দিনক্ষণ সেট করে রাখতে হবে। এখন আপনিও মনে রাখতে পারবেন “বিশ্ব শাড়ী দিবস”  (তথ্যসূত্রঃ বাংলালিঙ্ক এর বিজ্ঞাপন)

* fake sms: এটির ব্যাপারে বলতে আমি একটা ছোট্ট গল্প বলব। দুই বন্ধুর কথোপকথনঃ

১ম বন্ধু “দেখ দোস্ত তোর জি এফ আমারে এই এস এম এস পাঠাইছে। পইড়া দেখ”

২য় বন্ধুঃ “ও তোরে পছন্দ করে???!!!???? আমি বিশ্বাস করি না” ।

১ম বন্ধুঃ “ওর নাম্বার থেইকা এস এম এস আসার পর ও তুই এ কথা বললি????”

তখনই আবার ঐ মোবাইলে এস এম এস আসলো।

এইবার ২য় বন্ধু জ্ঞান হারালো। কারণ ওর জি এফ এবার লিখছে ............

🙂 আর নাই বা বললাম। এই সব কাজ করেছে ১ম বন্ধু, ফেইক এস এম এস এবং শিডিউলারের মাধ্যমে ;)। অর্থাৎ এর মাধ্যমে যে কারো নাম্বার থেকে যে কোন ধরনের এস এম এস আপনার ইনবক্সে ফ্রী তে নিয়ে আসতে পারবেন(আসলে তা দেখাবে মাত্র) এবং শিডিওলারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে তা মোবাইলে নতুন ম্যাসেজ আকারে জমা করতে পারবেন।

পরের ফিচারগুলি এর অভ্যন্তরীনঃ

*export sms: এর মাধ্যমে নির্দিষ্ট কোন নাম্বার কিংবা সকল নাম্বারের এস এম এস (যেগুলো ইনবক্সে আছে ) টেক্সট আকারে সংরক্ষণ করা যাবে।

*sms back up & restore:  এর মাধ্যমে সব এস এম এস সহজেই মোবাইলের ফোন কিংবা মেমরী কার্ডে ব্যাকআপ এবং রিস্টোর করা যায়।

*network back up & restore:  এর মাধ্যমে আপনি আপনার সব এস এম এস এর অনলাইন ফ্রী ব্যাক অ্যাপ রাখতে পারবেন, যেখানে যে কোন মোবাইল কোম্পানির মাধ্যমে ব্যাক আপ রাখতে আপনার মাসে ২০-৩০ টাকা গচ্চা দিতে হয়।

*festival sms: এই অপশনে আপনি পাবেন birthday, anniverssary, mother’s day, father’s day প্রভৃতি উপলক্ষে বিভিন্ন এস এম এস।

এছাড়াও আরো রয়েছে sms search, Msg advance search, set contact as favourite/private, password protection  সহ এমনও আরো অনেক সুবিধা।

একটা কথা বলে রাখি। আপনি ফ্রী তে অনলাইন রেজিষ্ট্রেশন করে এর সমস্ত সুবিধাদি উপভোগ করতে পারেন। শুধু আপনার মেইল আইডি আর যে কোন পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন ।

ও হ্যা, এটি ক্র্যাক এবং ফুল ভার্সন। তবুও কি ফাইল খুজলে ১২৩৪৫ দিয়ে রেজিষ্টার করে নিন।

তো এখনই ১.৩৭ মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড ও মোবাইলে ইন্সটল করে নিন। ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?in7gv92e3b226kf

সিম্বিয়ান এইচ ডি গেইম ও আরো কিছু এক্সক্লুসিভ অ্যাপ্লিকেশন নিয়ে টিউন করার ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা কামনা করছি।

সবাই ভালো থাকবেন। ভালো লাগলে জানাতে ভুলবেন না। যতটুকু পারি সহজ করে লিখার চেষ্টা করেছি তবুও কিছু না বুঝলে জানাবেন। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।

আমার পূর্বের দুটি টিউন দেখতে পারেনঃ

১। মোবাইল এর উচ্চারনসহ ইলাষ্ট্রেটর ইংরেজী ডিকশনারী For s60 v3 & v5

২। শেয়ার বাজারের আপডেট দেখুন যখন তখন (ছোট্ট কিন্তু খুবই কাজের একটি জাভা সফটওয়্যার)

Level 0

আমি মাকসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 207 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মজা তো । thanx

এইডা কিছু অইলো।LOL

Level 0

valo lage ni vai…s60v3 sis or sisx game ar boroi ovab…..jana thakle website or game share koren…..

    @iori97: ভালো নাও লাগতে পারে। sis ও sisx গেইম নিয়ে ইনশাল্লাহ সামনে টিউন পাবেন। ধন্যবাদ

Level 0

josh

    @jabad bd: ধইন্না। কারে কারে কি কি পল্টি দিছেন জানাবেন। :p

thankk you মাকসুদ ভাই/ আপনার পরবর্তী জটিল পোস্ট এর অপেক্ষায় রইলাম 😀

    @s0ur0v: আপনাকেও ধন্যবাদ। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো। কিন্তু ফ্লাস আর ফেইক এস এম এস দিয়ে কি কি করলেন তা জানাতে ভুলবেন না।

scheduled sms set korar option paina to 😐 help help

    @s0ur0v: না পাওয়ার তো কোন কারণ নেই। এতে দুই ধরণের শিডিউল এস এম এস আছে। প্রথমটা হল সাধারণ শিডিউল এস এম এস এটি পাবেন new message>option এ। দ্বিতীয়টা হল ফেইক শিডিউল এস এম এস (যার মাধ্যমে বন্ধুর র‍্যাম এ টান পড়ছিল:) ) এটি পাবেন tools>fake sms>new>sending type>schedule এ। ধন্যবাদ

ভালো জিনিস 😀

    @এস, আই, রাজু: কষ্ট করে টিউন করার পরে এই কমেন্ট গুলোই পারে সব ভুলিয়ে দিতে। ধন্যবাদ

Level 0

josh, ekhono dowloadai nai, ekhon ekbar thnx nen, use kore abar thnx diboni

    @learner: হা হা হা। ব্যাবহার করে জানান। ধন্যবাদ

Level 0

xotiiiiiilllllllllllllllzzzzzzzzzzzzzzzzzzz. many many tnxxxxxxxxxxx

josh………………….&………………paglu

Level 0

wow, thats a great software for me, thanx bro, keep tunning…

আপনার পরের টিউন এর জন্য ওয়েইট করতে পারবো না, আগেই বইলা দিলাম 😀
সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ।

Level 0

ওলে ওলে কি জিনিষরে ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

    @shobuj420: খালি এত খুশি হলে তো হবে না। কি কি করলেন তাও আমাদের সাথে শেয়ার করেন। ঈমানে বলি কাউরে কিছু বলুম না 😉

কিসসু হই নাই???? 🙁

Level 0

downloadaia usailam, kaj hoice bro
thnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx:P
oshonkho dhonnobad, amar onno kono feature dorkar nai, shudhu “flash sms” feature ta dorkar,oitai ashol, ami age mone mone bhabtam,emon jodi kono system thakto,tahole bhalo hoto ,ar apnar ei tuner karone amar moner asha puron holo,

    @learner: নিঃসন্দেহে ফ্লাস এস এম এস এই সফটওয়্যারের অন্যতম বড় আকর্ষণ। তবে এর সাথে অন্যান্য (ফেইক,শিডিউল, ব্যাকআপ প্রভৃতি) ফিউচার যোগে একে অন্য মাত্রায় নিয়ে গেছে। এই সব সুবিধা পেতে আগে ৪-৫ টি সফটওয়্যার ব্যাবহার করতে হতো। কিন্তু এখন এর মধ্যে পাচ্ছেন সব সুবিধা একসাথে।
    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

মাকসুদ ভাই আবারও ধন্যবাদ দিয়ে ছোট করলাম না 😀

    @s0ur0v: আপনার এই কমেন্ট ইতিমধ্যে আমাকে অনেক বড় করেছে 🙂
    ধন্যবাদ।

Level 0

ইসসসস টাকাটা যদি না কাটত 😛

    @shobuj420: হলে খ্রাপ হত না। তবে এর ফিউচার সমূহ আপনার পয়সা উশুল করে দিবে। আর ফ্রী এস এম এস পাঠানোর জন্য বিনু তো আছেই।

Level 0

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কাজে লাগবে আমার এক সময়। এবার, কষ্টের সাথে একটা কথা বলি। আমার নেট লাইন ২৫৬ কেবিপিএস। techtunes-এর ছবি লোড হবার জন্য এত আবার কম নয়। প্রায়-ই দেখা যায়, অনেক পোস্টের ইমেজের জায়গায় ফাকা থাকে। কয়েকবার রিফ্রেস দিলে মাঝে মাঝে আসে। বেশিরভাগ সময়-ই কিছুতেই লোড হয়না। অন্যান্য সাইটে যত বড় ইমেজ-ই থাকুক না কয়েকশত, অনেকখন লেট করে হলেও একসময় না একসময় ঠিকই সব ইমেজ লোড হয়। কিন্তু, এখানে হয় না কেন!!! 🙁

    @dolar: দুঃখিত ভাই 🙁 , এই ব্যাপারে আমি সঠিক কিছু বলতে পারবো না। আপনি টিটির সাহায্য বিভাগে পোষ্ট করে দেখতে পারেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই
আমার গ্রুপ কম্পিউটার সমস্যার সমাধান পেতে
যোগদান করতে পারেন।http://www.facebook.com/groups/pchelpcenter/

খুব ভাল লাগলো।ভাই,Sender-এর name দিয়ে sms পাঠানোর কোন উপায় জানেন কি?অর্থাত্‍ যে মোবাইলে পাঠাব সেখানে আমার নাম্বারটি সেভ না থাকলেও একটা নাম শো করবে।

Level 0

maksud vai. thanks a lot for such post. mobile a auto call recording er kono software ase naki? thakle post den plz.

    @obaydul: আপনাকেও ধন্যবাদ। আসলে আমি খুবই অলস প্রকৃতির মানুষ। এই টিউনটা করতে ৮-১০ দিন সময় নিছি। তবুও আমি চেষ্টা করবো। ধন্যবাদ।

Level 0

boss koththinnnnnn jinish dekhailen….
Nokia N-8 a cholbe to???

    @shabbir: আমি এন- ৮ এ ট্রাই করি নাই। কষ্ট করে নিজে চেষ্টা করুন। আর চললে জানাতে ভুলবেন না

ধন্যবাদ জটিল একটা জিনিস শেয়ার জন্য…। আমার অনেক কাজে আসবে ।

Level 0

vai 55 kb er 1 ta file download hoise:-( install hoi na…….:-( ki korum 🙁

    @zakaria062: আমি এখুনি আবার ডাউনলোড করে দেখলাম। সব ঠিক আছে। দয়া করে আবার চেষ্টা করুন। ধন্যবাদ

thx

Level 0

বাপ্রে মারাত্তক জিনিশ
বস এন্ড্রয়ডের জন্য হবে?
যদি থাকে তো দয়া করে লিঙ্ক টা দিয়েন।

    @vobghure: দুঃখিত ভাই। এন্ড্রয়ডের জন্য খুব সম্ভবত এখনও বের হয় নি। তবে আমি লিঙ্ক পেলে অবশ্যই আপনাকে জানাবো।

Level 0

vai,mediafire thek download to hccena!
Download er jnno ki account lagbe media fire e?

    @tasrif: না হবার তো কোন কারণ নেই। মোবাইল থেকে মিডিয়াফায়ার লিঙ্ক সাধারণত ঝামেলা করে। আপনি পিসি হতে চেষ্টা করুন।
    আর যদি পিসি থেকে এই সমস্যা হয় তাহলে ব্রাউজার পরিবর্তন করে চেষ্টা করুন। ধন্যবাদ

ভাই nokia c3 phone sms save kora jay……..

এর কি কোন উপায় থাকলে plz জানাবেন?????????

sorry ami bolte chaice je flash sms pathaile nokia c3 and aro onk phone save hoye thake…

save na hole valo hoto………. r er jode kono upay thake plz janaben……..thnx.

    @aliff hasan rony: আপনি কি বুঝাতে চেয়েছেন সেন্ট আইটেমে সেভ হয়ে থাকে???
    হ্যা থাকে। তবে ঐ এস এম এসও আপনি পড়তে পারবেন কেবল মাত্র একবার। তারপর ব্যাক দিলে মেসেজ ভ্যানিশ 🙂
    তবে আপনাকে একটা টিপস দেইঃ যে কোন ফ্লাস এস এম এস চাইলে সেভ করা যায়। শুধু অপশন থেকে সেভ সিলেক্ট করতে হবে( ইনবক্স এবং আউটবক্স দুটোর ক্ষেত্রেই)। নাইলে মেসেজ আলবিদা…… 🙁

ভাইয়া দারুন। অটোমেটিক মিসড্কল দেওয়ার কোন সফট আছে ?

@মাকসুদ: কিন্তু সফট্‌ওয়্যার টা s60v3 এর জন্য s60v5 এ কাজ করে না।

    @মুহিব: দুঃখিত!!! ঐ সফটওয়্যারের ব্যাপারে এর চেয়ে বেশী কিছু বলতে পারছি না 🙁

@লিমনআল্ট্রাটেন: আপনাকে ধন্যবাদ।