সিমবিয়ান ভয়াবহ হ্যাকিং ! ! ! Latest ! ! ! ! ! (ফোন ফ্ল্যাশ করার দরকার নাই)

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । পরীক্ষা থাকার কারনে টিউন করতে পারি নাই । যাই হোক আশা করছি সবাই ভাল আছেন । সাইফুল ইসলাম ভাইয়ের একটা পোস্ট দেখে আমি এই টিউন করতে বাধ্য হলাম । তার দেয়া পদ্ধতি অনুযায়ী কাজ করেছি কিন্তু file already exists error দেয় । আমি বিফল হই । তার পদ্ধতি সঠিক কিন্তু এটা Update Firmware এ কাজ করেনা । অবশেষে ইন্টারনেটে ঘাটাঘাটি করে বের করলাম । আশা করি সবার কাজে লাগবে  । এই পদ্ধতি অনুযায়ী আমার e75 firmware v211.12.0.1 hack করা সম্ভব হয়েছে যা ইতিপূর্বের কোন পদ্ধতিতে কাজ করেনি । আমার দৃঢ় বিশ্বাস এটি যেকোনো firmware এ কাজ করবে ।

প্রথমে নিন্মের ফাইল গুলো ডাউনলোড করুন .......

https://sites.google.com/site/icoderus/QuarantineDriversLDD.zip   (যেসব সেটে external মেমোরি আছে তাদের জন্য)

https://sites.google.com/site/icoderus/QuarantineF.zip    (যেসব সেটে external মেমোরি নাই তাদের জন্য)

https://sites.google.com/site/icoderus/drweb-600-symbian-s60.sis

https://sites.google.com/site/icoderus/RomPatcherPlus_3.1_LiteVersion.sisx

১ .মোবাইলকে Pc এর সাথে কানেক্ট করুন ।

২. মোবাইল হতে Mass storage mode নির্বাচন করুন ।

৩.QuarantineDriversLDD.zip ফাইল হতে Private Folder টি সরাসরি আপনার মেমোরী কার্ডে paste করুন । যাদের সেটে Memory card নেই তারা QuarantineF.zip ফাইল হতে Private Folder টি সরাসরি আপনার F drive এ paste করুন (Must Activate Mass Storage Mode) ।

৪.এরপর  drweb-600-symbian-s60.sis মোবাইলে ইন্সটল করুন ।

৫.drweb মোবাইল হতে open করুন ।

৬.এরপর option হতে Quarantine নির্বাচন করুন ।

৭. এরপর option হতে select all ।

৮. এরপর option হতে  Restore ।

কাজ প্রায় শেষ ! এবার final action !

৯. RomPatcherPlus_3.1_LiteVersion.sisx ইন্সটল করুন ।

১০. RomPatcherPlus open করে option>>All Patches>>Apply ।

কাজ শেষ ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !

এবার মোবাইলে ইন্সটল করুন যেকোন unsigned application.

সকলকে অশেষ ধন্যবাদ ।

Level 0

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল ইসলাম ভাইয়ের পোস্ট দেখে আমিও চেষ্টা করে বিফল হই। তার পদ্ধতি সঠিক কিন্তু এটা Update Firmware এ কাজ করেনা সত্য। আপনার পদ্ধতি কাজ করেছে। তাই আপনাকে ধন্যবাদ। আমার সেট nokia 5233. সাইফুল ভাই কে ও ধন্যবাদ কারন উনি পোস্টটা না করলে আপনি ও পোস্টটা করতে না। শুভ রাত্রি।

n73 তে কি কাজ করবে?

nokia n70 তে কি কাজ করবে?

Level 0

এই প্রজন্থ টেকটিউনস এ যত গুলো সিমবিয়ান হ্যাকিং টিউন আছে সব গুলো try করছি । কিন্তু কোনটাতে সফল হলাম না ।
আজকে আপনার টিউন দেখে বসে পরলাম কাজ করতে। অহহহহ মা একটু পরে দেখি কাজ হয়ে গেছে ।
আমার নোকিয়া 5530XM এ সফল ভাবে কাজ হয়েছে যা এত দিন হই নাই ।
শিমুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

Quarantine নির্বাচন করার পর select all পাচ্ছি না শুধু help এবং about দেখাচ্ছে তবে rom pather install নিয়েছে rom pather open করলে sys/patcher ldd not found দেখাচ্ছে তারপর ok দিলে rom pather open হয় all patch apple করলে ক্রস চিহ্ন আসে

    @sobuz: টিউন আপডেট করা হয়েছে । আপনি টিউনটি follow করুন । কাজ হবেই ।

sobuz ভাই , আপনি ২ এবং ৩ নম্বর steps রিপিট করুন । ফোন হ্যাক হবেই ।

    Level 0

    @শিমুল: হচ্ছেনা quarantime (no data) দেখায় please help

      @sobuz: আপনি মনে হয় Private folder টি কপি করেননি । মোবাইল হতে mass storage mode select করুন । QuarantineDriversLDD.zip হতে private folder টি memory card এ কপি করুন । Private Folder overwrite হতে চাইলে yes দিন । এবার drweb অপেন করে quarantime করুন ।

      Level 0

      @sobuz: আপনার E75 আমার ও E75 কিন্তু আমার version 202.12.01 সেজন্য কি হচ্ছে না

      @sobuz:আপনার e75 এ অবশ্যই কাজ করবে । আপনি মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন ।

      Level 0

      কি দারুন আমার নোকিয়া ৫৮০০ এই নিয়া ২বার হ্যাক করলাম। হাহাহাহা, আগে সাইফুল ভাই এর তা দিয়া চেষ্টা করসি কিন্তু কাজ হয় নাই। থ্যাংকস শিমুল ভাই। কার যদি হ্যাক না হয় তাহারা রেপেত কপি করেন কাজ হবে ১০০ তে ১০০।

Level 0

Nokia N8 তে কি কাজ করবে?

দারুন…………………

Level 0

nokia c5-00 ki hack hobe apnar ai poddoti te? plz janale khub khusi hobo vai………………..

apnar download link gulo diye kajkorte partesina help plz

    @rishad12345: আপনি যেটি ডাউনলোড করতে চান সেই লিংকটি মাউস দিয়ে নির্বাচন করুন এবং মাউস এর লেফট বাটন চেপে ধরে পুরো লিঙ্কটি কপি করুন । এবার এটি এড্রেসবারে paste করে enter press করুন ।

Level 0

simol vi……………………..drweb file ta install korar por lisence key citase………………..akon ki kori?????????????plzzzzzzzzzzz plzzzzzzzzzzzzzzz plzzzzzzzzzzz help me

    @samol: লাইসেন্স এর দরকার নাই । লাইসেন্স চাইলে Just cancel করে দেন ।

Broadband connection k ki vabe wifi connection a convert kore Laptop or wifi enabled mobile a internet use korbo karo jana thakle pls janan…..amar akta wireless router o ase, ami mobile & laptop diye connect korte parchi but internet use korte parsi na…..(No internet access) likha ase laptop a. Plssssss help meee anyone.

pura link copy kore dile bole site not found

আপনার কপি করা ঠিক হয়নি । ভাল করে কপি করুন ।

ভাই কাজ হইসে অনেক দিন ধরে আমি 5233 হ্যাক করতে চাইতে ছিলাম পারতেসিলাম নাহ । আপনার tune মত কাজ করলাম মাত্র ২ মিনিট এ কাম হইসে । আপনে দাখি চরম genius । আপনাকে অসংখ্য ধন্যবাদ 😀

Level 2

you are the bosss,
গতকাল আমার ও হচ্ছিলো না। আজ হয়েছে। আমি এখন ক্র্যাক করা X-Plore 1.53 ও Smart movie 1.45 ইন্সটল করলাম। অনেক ধন্যবাদ। পোস্ট স্টিকি করা হোক।

Level 2

আর zakir ভাই আমিও নকিয়া সি ৫-০০ আমার হয়েছে। আপনার ও হবে। 😀

Level 0

@simul vai koakbar copy kore nilam pvt file ti tobuo no data no data 8/9 bar try korlam copy korlam past korlam bt dr web a Quarantine khuje pailo na. amar c5-00 ki hack hobe na. ar kto din hack na kore takbo vai

    @zakir1511: আপনি কি মোবাইলটিকে Mass storage mode এ নিয়েছেন ? আর বড় কথা হল Private folder টি overwrite করতে হবে ।

amaro no files dekhacse. copy thik vabei koresi. but eki obostha. ekhon bolen ami drweb ki phone memory te install korbo naki mass memory te install korbo? janale khub upokrito hoitam. ami nokia n97 use kori.

    @Saon A Menz: টিউনটি update করা হয়েছে । আশা করছি এইবার কাজ হবে । আপনি QuarantineF.zip হতে ফাইল কপি করুন । আমার ধারনা আপনার সেটে external memorey card নেই ।

AMAR E63 TEY KAZ HOY NA. step by step SUNDOR VABEY KAAZ KORECHI. but KUNO LUV HOLO NAA…….. KEW KI AMAR “E63” TA hack KORTEY AMAY help KORBEN? T.T. TEY Phone-hack related ZOTO tune ACHEY, SHOB KOTAI try KORESI BOHUT BAAR. KINTU result PAI NAI.
🙁

    @blackhole420: এটি হল সবচেয়ে আধুনিক পদ্ধতি । কাজ না হওয়ার কোন কারন দেখতেছিনা ।

ei procedure e kaj hobe…arekta tune ase arokom…sheta dekhe kal ami nije koresi N96 e…Result=100% working..saiful vai er tao kaj kore coz ami amar 5800 te test koresi….so ekhane jarder post dekhlam j ph hacked hosse na…plz try koren asha kori shofol hoben….Best of luck 2 all nd SHIMUL vai also…

আমি আমার N8 এ ইনস্টল করতে চাই আবার অন্য কোন সমস্যা হবে না ত ? ধন্যবাদ সেয়ার করায়।

Vai system ta asolei jotil ami ar age aivabe amar Nokia c5-00 hack korsi khub valo kaj kore

আসলেই কাজের টিউনস, ধন্যবাদ ভাই।

TUNE TI VLOI HOECHE SHIMUL VAI…..IDEA TA JODIO 1ST AMI E SAIFUL VAI K DIYECLAM WITH LINK ….NEWAYZ KEEP GOOD TUNNING..:)

Level 0

vai amar o sobuz vai ar moto same problem ……option a help,about r exit…….r ami private folder ti copy o korci…..vai aktu deken….nokia 5630 xpressmusic………..

Level 0

vai done…vul amar chilo…..drweb-600-symbian-s60.sis software ta ami phone memory te setup dislam…………….

    @iori97: আপনার কাজ হয়েছে শুনে খুশী লাগল ।

Level 0

@tarik vai amar o to c5-00 bt korte pari nai mass storage a nie kaj korci @simul vai. tarik vai jodi amare help korten hoito mob ta hack korte partamk

rom patcher a double red cross.kaj hoyna.

Level 0

finally i hacked my 5530.thanks…..

কাজের টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।
বি,দ্রঃ-আমার c7 nokia মোবাইলের f-secure/anti-theft সফটের পাসওয়ার্ড ভুলে গেছি এখন মোবাই রি-ইষ্টার্ট করার পর আর খুলতে পারছিনা,পাসওয়ার্ড চায় এখন আমি কিভাবে ইহা খুলতে পারি।

কি মজা কি মজা আমার সেট হেক করেছি। অনেক দিন চেষ্টা করে পারিনি। আজ সফল। আপনাকে ধন্যবাদ।

ভাই শিমুল, আপনার এই পোস্টটি আমার অনেক ভাল লেগেছে। এইটা আমরা ব্লগে পাবলিশ করতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। যদি অনুমতি দেন তাহলে জানাবেন। পোষ্টের মালিক হিসেবে আপনার নাম প্রকাশ করব। ধন্যবাদ।

sorry 2 disturb again!
R O KOEK BAAR CHESTA KORLAM, but KAAZ HOLO NA…..
ROMPatcher D A patch KORLEY “Install Server RP+” A LAAL cross ASHEY. 🙁
KI KORBO?

Level 0

onel age theke ata ami jani kintu share korar sujug paini coz amr lap a bangla kaj korche na.thanx shimul vai k…….

অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, এখনো কাজ হয়নি। জানি না কেন হচ্ছে না নিচে সেটের বিস্তারিত দিলাম। সাইফুল ভাইয়ের পদ্ধতি ও চেষ্টা করে দেখেছি।

Model :- Nokia 6120 Classic (B17.03)
Version :- 7.10
30-07-09
RM-243

এইবার তো কিছু করেন।

Level 0

amaro same problem nokia 6120 classic
ROMPatcher D A patch korle “Install Server RP+” A LAL cross ashe

Level 0

shomadhan chai taratari!!!!! pleeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeezzzzz

Level 0

আমি নোকিয়া C7-00 use করি। rom patcher-এ apply করার পর লাল ক্রস আসে। কাজ হয়না। plzz help.

Level 0

amar E65…amar tay o kaj holo na 🙁

Level 0

AMR N8 E KAJ HOY NA KEN!!!! 🙁 🙁

amar 6120 classic eo kaj hoyni. whats the matter with this set ?!!!

শিমুল ভাইয়া,আমার Nokia E5 মোবাইলে drweb > option > Quarantine নির্বাচন করার পর আপনার স্ক্রিনসট এর ন্যায় ফাইল সো করে না। এখন উপায়?

ভাই আভাবে হ্যাক করলে কি হবে?আমি তো ইন্সটল করলাম কিন্তু কন চেঙ নাই মোবাইল এ

Level 0

সব চাইতে সহজ পদ্ধতি, সুধু সব কিছু মেমোরি কার্ডে ইন্সটল করতে হবে। tuner’k স্বাগতম।

Level 0

As salamu alikum.How r u?Bai ami 2 mash jabot try kortasi Nokia n82 ta hack korar jonno.bai pari nai .ajka parci bai ke ja khushi lagta sa .ami ja apnaka ke bola Thank dibo ta bolar basha nai.apnaka …………………………AR Saiful bai apnaka many many tahnks

ভাই আমার
Nokia e71
210.21.006
02-03-2009
RM-346
অনেক ট্রাই করলাম পারলাম না। ভাই কি যে করি। plz ভাই হেল্প।

RomPatcherPlus open করে option>>All Patches>>Apply করলে x থাকে।

vaiya amr fon mdl n97 mini. ami amr fon e dr. web install dsi.tarpor quarantine e jea select all korsi tarpor restore o korsi bt restore korar por oi file 3 ta 6 ta hoe gese……………

vaiya amr fon mdl n97 mini. ami amr fon e dr. web install dsi.tarpor quarantine e jea select all korsi tarpor restore o korsi bt restore korar por oi file 3 ta 6 ta hoe gese……………
jotobar e korsi totobar e ei hoise…………………………………

Level 0

vai amr e65 e hack hoy na,,,,, ki krbo?

dr.web e quarantine e kichu ase na….suggestion pls…..

Level 0

ami barbar chesta korechi but pari ni,,,plsss plss hlp me…

Level 0

bi amr nokia c6-00 ta kaz korsa na karon Quarantine option a file opn hoshe na

Vai amarta nokia belle shob thik ase but Dr. web install korte gele bole “unable to install component is built-in” please please please Help me.

Vai amartao nokia c7-00 belle shob thik ase but Dr. web install korte gele bole “unable to install component is built-in” please please please Help me.

৭. এরপর option হতে select all । কিন্তু আমার মোবাইলে (Nokia E72) তো এরকম কিছুই আসেনা। স্ক্রীন খালি শো করে।

Level 2

সেট হ্যাক করা থাকলে হার্ড রিসেট দিলে সেট এ কোন সমস্যা হবে কি ?

Level 0

download link ok kore den. kaj kore na link e

Level 2

soboi koreci but RomPatcherPlus a “Install server RP+” a cross dekahy. amar phone Nokia N73. please help me….

Level 0

warrenty থাকবে?

Level 0

dr web install হয় না।, component is built in॥ show করে

Level 0

{নোকিয়া 500.. belle refresh}

Level 0

Simul vai amar kaj hoise…Thanks
Akhon ki Dr.web uninstall korbo..naki Thakbe….}
Rom patcher lite ki thakbe….} ..Aktu bistarito bolen

Level 0

shmul vai……….thanks diya apnare coto korbo na…….onek valo laglo apnar ei tune ti…..bokar moto ekta question kori…..akhon ki jekono apps e install kore use korte parbo without serial key ???? jamon TOTAL RECALL, LCG JUKEBOX ????