কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । পরীক্ষা থাকার কারনে টিউন করতে পারি নাই । যাই হোক আশা করছি সবাই ভাল আছেন । সাইফুল ইসলাম ভাইয়ের একটা পোস্ট দেখে আমি এই টিউন করতে বাধ্য হলাম । তার দেয়া পদ্ধতি অনুযায়ী কাজ করেছি কিন্তু file already exists error দেয় । আমি বিফল হই । তার পদ্ধতি সঠিক কিন্তু এটা Update Firmware এ কাজ করেনা । অবশেষে ইন্টারনেটে ঘাটাঘাটি করে বের করলাম । আশা করি সবার কাজে লাগবে । এই পদ্ধতি অনুযায়ী আমার e75 firmware v211.12.0.1 hack করা সম্ভব হয়েছে যা ইতিপূর্বের কোন পদ্ধতিতে কাজ করেনি । আমার দৃঢ় বিশ্বাস এটি যেকোনো firmware এ কাজ করবে ।
প্রথমে নিন্মের ফাইল গুলো ডাউনলোড করুন .......
https://sites.google.com/site/icoderus/QuarantineDriversLDD.zip (যেসব সেটে external মেমোরি আছে তাদের জন্য)
https://sites.google.com/site/icoderus/QuarantineF.zip (যেসব সেটে external মেমোরি নাই তাদের জন্য)
https://sites.google.com/site/icoderus/drweb-600-symbian-s60.sis
https://sites.google.com/site/icoderus/RomPatcherPlus_3.1_LiteVersion.sisx
১ .মোবাইলকে Pc এর সাথে কানেক্ট করুন ।
২. মোবাইল হতে Mass storage mode নির্বাচন করুন ।
৩.QuarantineDriversLDD.zip ফাইল হতে Private Folder টি সরাসরি আপনার মেমোরী কার্ডে paste করুন । যাদের সেটে Memory card নেই তারা QuarantineF.zip ফাইল হতে Private Folder টি সরাসরি আপনার F drive এ paste করুন (Must Activate Mass Storage Mode) ।
৪.এরপর drweb-600-symbian-s60.sis মোবাইলে ইন্সটল করুন ।
৫.drweb মোবাইল হতে open করুন ।
৬.এরপর option হতে Quarantine নির্বাচন করুন ।
৭. এরপর option হতে select all ।
৮. এরপর option হতে Restore ।
কাজ প্রায় শেষ ! এবার final action !
৯. RomPatcherPlus_3.1_LiteVersion.sisx ইন্সটল করুন ।
১০. RomPatcherPlus open করে option>>All Patches>>Apply ।
কাজ শেষ ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
এবার মোবাইলে ইন্সটল করুন যেকোন unsigned application.
সকলকে অশেষ ধন্যবাদ ।
আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইফুল ইসলাম ভাইয়ের পোস্ট দেখে আমিও চেষ্টা করে বিফল হই। তার পদ্ধতি সঠিক কিন্তু এটা Update Firmware এ কাজ করেনা সত্য। আপনার পদ্ধতি কাজ করেছে। তাই আপনাকে ধন্যবাদ। আমার সেট nokia 5233. সাইফুল ভাই কে ও ধন্যবাদ কারন উনি পোস্টটা না করলে আপনি ও পোস্টটা করতে না। শুভ রাত্রি।