কম্পিউটার এর ফন্ট নোকিয়া মোবাইল এ উপভোগ করুণ…

-:::: বিসমিল্লাহির রহমানির রাহিম ::::-

আজকে নতুন একটা বিষয় নিয়ে পোস্ট করতে বসেছি, হয়তো অনেকের জানা থাকতে পারে আর যে নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা জানে না তাদের জন্যই এই পোস্ট। আপনার প্রিয় নোকিয়া মোবাইল ফোনটিতে হয়তো অনেক দিন থেকেই (মোবাইল এর জন্ম থেকেই) নকিয়ার ডিফল্ট ফন্ট টি দেখেই আসছেন, আর কত দিনই বা দেখবেন? তাই আমি আপনাদের জন্য একটা পদ্ধতি বের করে ফেললাম এবার আপনার কম্পিউটারের ফন্ট নোকিয়া মোবাইল এ ব্যবহার করতে পারেবন" ব্যাপারটি আসলেই মজার।

তাহলে আর দেরি নয় চলুন শুরু করে দেই আমাদের প্রিয় নোকিয়া মোবাইল ফোনের ফন্ট পরিবর্তন।

আপনি কম্পিউটারের কোন ফন্ট টি বেশি পছন্দ করেন? যদি আপনার পছন্দের ফন্ট এর নাম "Segoe UI" তাহলে আপনার ফন্ট ডাইরেক্টরি থেকে নামের ফন্টটি খুঁজে বের করুণ। আর এই ফন্ট টি উইন্ডোজ ভিস্তা ও সেভেন এর ডিফল্ট ফন্ট এই ফন্ট টি "C:\Windows\Fonts" এই স্থানে পাওয়া যাবে। ফন্টটি খুঁজে পেলে সেটা কপি করে নতুন একটা ফোল্ডারে সংরক্ষণ করলে ৬টি ফন্ট পাওয়া যাবে।

এবার ৬টি ফন্ট এর মধ্যে থেকে ৩টি ফন্ট কে বাতিল করতে হবে। যে ৩টি ফন্ট বাতিল করবেন তার নাম গুলো নিচে প্রদর্শন করা হল।

  1. segoeuii.ttf
  2. segoeuiz.ttf
  3. seguisb.ttf
উপরের ৩টি নামের ফন্ট গুলোকে আপনার পছন্দের লিস্ট থেকে অপসারণ করে ফেলুন। কারন মোবাইল এ দেয়ার জন্য মাত্র ৩টি ফন্টের প্রয়োজন।
এবার ক্রমানুসারে আপনার ফন্ট গুলোর নাম পরিবর্তন করুণ। নিচের লিস্ট থেকে দেখে নিন কোন ফন্টের কি নাম দিতে হবে।
  1. segoeui.ttf > থেকে > nosnr60.ttf
  2. segoeuib.ttf > থেকে > nssb60.ttf
  3. segoeuil.ttf > থেকে > nstsb60.ttf

easy change font on nokia mobile phone, nokia 73 font changer
এবার নাম পরিবর্তন করা ফন্ট ৩টিকে আপনার নোকিয়া মোবাইল এর মেমোরি কার্ড এর "E:\resource\Fonts" ফোল্ডারে ডাউনলোড করুণ।
নোকিয়া ফন্ট পরিবর্তন, নোকিয়া মোবাইল ফন্ট, ফ্রি নোকিয়া ফন্ট ডাউনলোড, নোকিয়া বাংলা ফন্ট ডাউনলোড, নোকিয়া ফন্ট,
এবার মেমোরি কার্ড টি আপনার নোকিয়া মোবাইল ফোনে লাগিয়ে মোবাইলটি একবার অফ করে অন করুণ। দেখুন আপনার কাঙ্ক্ষিত ফন্ট নিয়েই আপনার চোখের সামনে হাজির হয়েছে আপনার নোকিয়া মোবাইল এর স্ক্রিন।

দেখুন আমার মোবাইল এর প্রিভিউঃ

তাহলে আপনারা এখন থেকে যেকোনো ফন্ট কে আপনার মোবাইল এ ব্যবহার করতে পারবেন, এই পদ্ধতিতে কোন সফটওয়্যার এর প্রয়োজন হবে না।
এই পদ্ধতি অনুসরণ করে S60 V3 ও S60 V5 বা তার পরের সংস্করণের মোবাইল গুলো তে কম্পিউটারের ফন্ট ব্যবহার করা যাবে। আমি নোকিয়া এন ৭৩ ও এন ৮০ দিয়ে পরীক্ষা করেছি। এবার আপনারা পরীক্ষা করে দেখুন কোন কোন মোবাইল এ এই পদ্ধতি অনুসরণ করে মোবাইল এ কম্পিউটারে ফন্ট ব্যবহার করা যায়।
প্রথম প্রকাশঃ বিডিরঙ.কম
লিঙ্কঃ http://wp.me/p1MAQ6-tJ

সবাইকে আমার পোস্ট পড়ার জন্য।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো ! প্লাস নেন +++++++++++

যে ফন্ট আমি কপি করে পেষ্ট করেছি তা এসেছে ২টা
তার মধ্যে কোনটা রাখবো আর কোনটা ডিলিট দিব কিছুই বুঝলাম না

    @সজীব: যদি দুইটা আসে তাহলে আপনি অই দুইটাই কে প্রথম দুই নামে রিনেম করুণ। ব্যাস তাহলে….ই

আরিব্বাস, কি দেখাইলেন ভাই !!! 😀 মাথা তো ঘুরবার লাগছে, অনে এ এ এ এ ক ধন্যবাদ

সুন্দর…. ধন্যবাদ

এভাবে কি বাংলা ফন্ট ব্যাবহার করা যাবে???

hm amio 1 e kotha chinta kortesi. Evabe ki bangla font use kora jabe?

Level 0

Always welcome !!! Its enjoyable tune. So try to continue….. Thanks alot.

সুন্দর সুন্দর !!!

Level 0

comic sans MS korte chachchi.bt copy kore paste korar por duto ashtese..kivabe ki korte hobe aktu details bolle valo hoto 🙂

    @Mamun1: যদি দুইটা আসে তাহলে আপনি অই দুইটাই কে প্রথম দুই নামে রিনেম করুণ। ব্যাস তাহলে….ই হয়ে যাবে।

হেল্প . আমি নোকিয়া সি-৫ ইউজ করি (s60 v3) … মেমোরি কার্ড-এ ফন্ট কপি করার পর (After Restart) কিছু অক্ষর বোঝা যাচ্ছে না 🙁 কি করা যায় ? আর, মেমরি কার্ড থেকে ফন্ট delete দিলেও তো ফন্টটা থাকে । ফন্ট চিরতরে delete করার উপায় কি ?

    @Ishtiak Rohan: আপনি মেমরি বের করে পিসি থেকে ফন্ট গুলো মুছে দিন এবং মোবাইলটি পুনরাই বন্ধ করে চালু করুণ। দেখুন আগের অবস্থায় এসে পড়েছে।

আমার নোকিয়া ২৭৩০ জাভা মোবাইলে কি হবে?

    @SHAIKH NOOR-E-ALAM: এই সেটে হবে তবে এই পদ্ধতি অনুসরণ করে নয়, এই পদ্ধতি শুধু সিম্বিয়ান ওএস এ কাজ করবে।

Level 0

Hello bro, i use nokia n72 which is s60v2 edition. How can i use this & bangla font, is there any way to write bangla in my phone?

সিম্বিয়ান মোবাইলে বাংলা সাইট পড়তে হলে [বোল্ট ব্রাউজার (ইন্ডিক)] ভারসনটি ইনষ্টল করুন এবং যেকোন বাংলা সাইট পড়ুন। ডাউনলোড লিংক- http://boltbrowser.com/in/bolts2.jad

কিন্তু ইউনিকোড ফন্ট তো কপি করার পর একটাই আসে যেমন সিয়াম রুপালি ??

Level 0

http://www.socialmonkee.com/index.php?af=93054

ফ্রি বুকমার্কিং

XP te to fonts copy hoy na

Level 0

Vaijan, xp te to font copy kore pest korle oi font tai ashe.!
Mane 1ta font e ashe. Tahole amra xp user ra kivabe korbo.?

Level 2

Via Ami Win XP Use Kori. So Apni Plz Amake Rename Kora Font Golo E-Mail Korle Upokrito Hobo.
My E-Mail Add: [email protected]