-:::: বিসমিল্লাহির রহমানির রাহিম ::::-
আজকে নতুন একটা বিষয় নিয়ে পোস্ট করতে বসেছি, হয়তো অনেকের জানা থাকতে পারে আর যে নোকিয়া মোবাইল ব্যবহারকারীরা জানে না তাদের জন্যই এই পোস্ট। আপনার প্রিয় নোকিয়া মোবাইল ফোনটিতে হয়তো অনেক দিন থেকেই (মোবাইল এর জন্ম থেকেই) নকিয়ার ডিফল্ট ফন্ট টি দেখেই আসছেন, আর কত দিনই বা দেখবেন? তাই আমি আপনাদের জন্য একটা পদ্ধতি বের করে ফেললাম এবার আপনার কম্পিউটারের ফন্ট নোকিয়া মোবাইল এ ব্যবহার করতে পারেবন" ব্যাপারটি আসলেই মজার।
তাহলে আর দেরি নয় চলুন শুরু করে দেই আমাদের প্রিয় নোকিয়া মোবাইল ফোনের ফন্ট পরিবর্তন।
আপনি কম্পিউটারের কোন ফন্ট টি বেশি পছন্দ করেন? যদি আপনার পছন্দের ফন্ট এর নাম "Segoe UI" তাহলে আপনার ফন্ট ডাইরেক্টরি থেকে নামের ফন্টটি খুঁজে বের করুণ। আর এই ফন্ট টি উইন্ডোজ ভিস্তা ও সেভেন এর ডিফল্ট ফন্ট এই ফন্ট টি "C:\Windows\Fonts" এই স্থানে পাওয়া যাবে। ফন্টটি খুঁজে পেলে সেটা কপি করে নতুন একটা ফোল্ডারে সংরক্ষণ করলে ৬টি ফন্ট পাওয়া যাবে।
এবার ৬টি ফন্ট এর মধ্যে থেকে ৩টি ফন্ট কে বাতিল করতে হবে। যে ৩টি ফন্ট বাতিল করবেন তার নাম গুলো নিচে প্রদর্শন করা হল।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন তো ! প্লাস নেন +++++++++++