পোস্টটি কিছুক্ষণ আগেও করেছিলাম কিন্তু একটু পর দেখি পেন্ডিং লিস্ট এ চলে গেছে। তাই আবার রি-পোস্ট করলাম। কোন ভুল হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে তারপর রিমুভ করলে ভাল হয়।
একজন ব্লগার হিসেবে আমার সূচনা জাভা অ্যাপ্লিকেশান নিয়ে। ধীরে ধীরে নতুন নতুন বিষয় নিয়ে লেখা শুরু করলেও অনেক দিন পর্যন্ত জাভাই ছিল আমার ব্লগ এর মূল চালিকা। যদিও গত দুই মাস এ আমি মূলত জাভা অ্যাপ্লিকেশান নিয়ে লেখা ছেড়ে দিয়েছি, তবুও এখনও আমার ব্লগের জাভা Based একটা সিরিজে প্রতিদিন বেশ কিছু ভিসিট হয়। Java Collection নামের এই সিরিজে আমি মূলত একই ধরনের জাভা সফটওয়্যার গুলো একসাথে করার চেষ্টা করেছি। ওই সিরিজটাই এখানে রিপোস্ট করব এক-এক করে। তবে এখনই বাকি আর্টিকেল গুলো দেখতে চাইলে ক্লিক করুন এখানে
আজ শুরু করছি সিরিজ এর প্রথম টপিক “Internet Browser Solution” নিয়ে। আমি এখানে ভাল মানের কিছু ইন্টারন্যাশনাল জাভা ইন্টারনেট ব্রাউজার শেয়ার করব। আর্টিকেলটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে। তো চলুন শুরু করা যাক।
---------------------------
নিঃসন্দেহে মোবাইল ইন্টারনেট জগতে অন্যতম সেরা নাম অপেরা মিনি। যদিও স্মার্ট-ফোন এর জগতে অপেরা নিজেদের অধিপত্য সাম্প্রতিক কালে কিছুটা হলেও হারিয়ে ফেলেছে, কিন্তু জাভা জগতে এখনও এটিই সেরা। বিশেষ করে আমাদের দেশে তো মোবাইল ব্রাউজার এর নাম শুনলেই প্রথম উঠে আসে অপেরা এর নাম। অপেরা এর যে ফিচারগুলো আমার সবচেয়ে বেশি ভাল লাগে তা নিচে লিখলামঃ
ডাউনলোড
আমার নিজের সবচেয়ে পছন্দের ব্রাউজারটি হল UC Browser। U3 Kernel এ চালিত অসাধারণ এই ব্রাউজার টি মার্কেটিং এর দিকে অপেরাকেই হারিয়ে দিয়েছে কিছুদিন আগে। অপেরাকে যদি কেও জাভা রাজত্ব থেকে নামিয়ে দেয় তবে তা হবে এই UC Browser। বেশি কিছু লিখব না UC Browser নিয়ে। আমার টেকটিউনের আর্টিকেলটি পরে দেখতে পারেন। আমার পছন্দের ফিচারঃ
ডাউনলোড
অপেরা মিনি মড হলো সবচেয়ে পাওয়ারফুল জাভা অ্যাপ্লিকেশান (তা ব্রাউজার হিসেবেই হোক বা ফাইল ম্যানেজার হিসেবেই হোক।) অপেরা মিনি মড এমন সব ফিচার নিয়ে জাভা জগতে আছে যার কথা আগে জাভা মোবাইল তো দুরের কথা, কোন ভাল স্মার্ট-ফোনেও কল্পনা করা যেত না। অপেরা মিনি মড সম্পর্কে যারা জানেন না তদের জন্য – এটি হল নরওয়ে এর অপেরা মিনি সফটওয়্যারের একটি অ্যাডভান্সড আনঅফিশিয়াল ভার্সন যা কিছু রাশিয়ান ডেভেলপারের তৈরি। এর এত বেশি ফিচার আছে যে আমি নিজে কখনই ফিচার গুলো সম্পর্কে বলতে সাহস করি নি। আজও তার বাতিক্রম হবে না ::ঃপি
ডাউনলোড
বোল্ট ব্রাউজার হল একমাত্র জাভা ব্রাউজার (এবং একমাত্র জাভা সফটওয়্যার) যা সরাসরি ইউটিউব থেকে ভিডিও Stream করতে পারে। একমাত্র এই সুবিধার জন্যই আমি বোল্ট ব্রাউজার ব্যবহার করলেও এটি অনেক ফাস্ট একটি ব্রাউজার।
ডাউনলোড
নতুন একটি ব্রাউজার। এখনও বলার মত কিছু না থাকলেও ইন্টারফেসটা মোটামুটি সুন্দর। ট্রাই করে দেখবেন।
ডাউনলোড
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
অপেরা মিনি mod নিয়ে একটা টিউন করেছিলাম অনেক আগে । জটিল জিনিস ভাই । আমি ওইটা দিয়ে রিসেন্টলি FTP UPLOAD সিস্টেমে ফাইল আপলোড দিয়েছি। আমার মনে হয় এর চেয়ে পাওয়ারফুল ব্রাউজার আর নেই ।