Nokia-র ডাবল সিমের C2-03 মডেল সেট নিয়ে বিস্তারিত তথ্য

আমার মনে হয় বাংলাদেশের বাজারে এখন ক্রয় বিক্রয়ের দিক থেকে নোকিয়ার আশেপাশেও কেউ নাই । সাধারণত যারা শুধু কথা বলার জন্য মোবাইল ক্রয় করেন তাদের মধ্যে ৮৫ পারসেন্ট এর বেশীরভাগ লোক নোকিয়া মোবাইল ব্যবহার করে । কারণ হচ্ছে নোকিয়া টেকসই মোবাইল, ব্যবহার পদ্ধতি অন্য যে কোন মোবাইলের তুলনায় অনেক সহজ । আর দামটাও সবসময় হাতের নাগালের মধ্যেই ছিল । তবে একটা সমস্যা নোকিয়ার গ্রাহকরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তা হচ্ছে নোকিয়ার কোন মোবাইলেই দুইটা সীম সাপোর্ট করে না । এ বিষয়টা খেয়াল করেই নোকিয়া বাজারে এনেছে দুই সীমের সুবিধা নিয়ে নতুল মোবাইল Nokia C2-03 । এর সাথে আছে মাল্টিমিডিয়া রিলেটেড অসাধারণ কিছু ফীচার । আসুন এক নজর দেখে নিই আর কী কী ফীচার আছে নোকিয়া Nokia C2-03 মোবাইলে –

  • ০১. টাচস্ক্রীন সুবিধা
  • ০২. ২.৬" QVGA Display
  • ০৩. Sliding keypad
  • ০৪. ডাবল সীম
  • ০৫. কম bandwidth খরচ করবে এমন বিশেষ নোকিয়া ব্রাউজার ডিফল্টভাবে দেওয়া আছে
  • ০৬. আগে থেকেই Fcebook and Twitter এর অ্যাপ্লিকেশন লোড করা আছে
  • ০৭. প্রিলোডেড ম্যাপ দেয়া আছে, এর জন্য আপনার বাড়তি কোন ইন্টারনেট ডাটা খরচ করতে হবে না ।
  • ০৮. টাচ স্ক্রীন সুবিধা সম্বলিত built in mp3 player
  • ০৯. 2MP এর ক্যামেরা

আর ও বিস্তারিত যারা জানতে চান বা বাংলাদেশের বাজার থেকে এই মোবাইলটা কিনতে চান বা কত দাম জানতে চান তারা ইচ্ছা করলে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন । details information here.

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. নকিয়া ব্রাউজার থেকে অপেরা মিনি অনেক কম ডাটা খরচ করে।
২. প্রিলোডেড ম্যাপ বলতে ম্যাপ এপ্লিকেশন বোঝানো হয়েছে। ম্যাপ চালাতে আপনাকে ঠিকই ডাটা খরচ করতে হবে। তবে আপনি যদি কম্পিউটারে অভি স্যুট ব্যবহার করেন তাহলে কম্পিউটার এর ইন্টারনেটের মাধ্যমে ম্যপ ডাউনলোড করে মেমরী কার্ডে রাখতে পারেন যাতে মোবাইল অফলাইনেও ম্যাপ চালানো যায়। তবে সেখনে বাংলাদেশের ম্যাপ পাবেন না।

Level 0

Ar tgam koto.?

Level 0

Ar prasis koto.?

Level 0

Which handset is better, nokia c2-03 or Symphony ft40?

অবশ্যই নকিয়া।
নকিয়া দিয়ে আপনি যা পাবেন ১০ টা symphony use করলেও তা পাবেন না

Level 0

নকিয়াই বেষ্ট। লেখক লিখেছেন যারা শুধু কথা বলার জন্য ফোন কিনে..। কেন ভাই বাংলাদেশের স্মার্টফোনের বাজারেও তো নকিয়ার সামনে কাউকে দেখিনা। নকিয়া সবথেকে ভালো সেট বানায় কিন্তু তাদের প্রচারপদ্ধতি দুর্বল। অন্য কোম্পানিদের মত প্রতিবছর সেট বাজারে ছাড়ার আগে প্রোটোটাইপ হারিয়ে যাওয়া আর যথারীতি তা খুঁজতে গোয়েন্দা লাগানো ইত্যাদি নাটক করে বাজার চাঙা বানাতে পারেনা বরং তারা সেট বানানোর আগেই তথ্য ফাঁস হয়ে যায়। ৪২০০০ টাকার আইফোন 4 আর ৩৬০০০ টাকার নোকিয়া N8 দুটোই দেখেছি। হার্ডওয়্যারের(কনফিগারেশন) কথা বলবো না দুটো ফোনেরতাই আপনারা ইন্টারনেটে দেখে বিচার করুন(N8 এর অর্ধেক ফিচারও ওতে নেই দুটোর বয়সই প্রায় সমান) কিন্তু Symbian Belle সত্যিই অসাধারন। কিন্তু ওই যে বললাম, দুর্বল প্রচারপদ্ধতি। আরে ভাই বাজারটাই হল মিথ্যার জায়গা। যেখানে এপল নতুন আপগ্রেড বলে শুধু রং পাল্টিয় ট্যাবলেট বের করে দু দুবার জরিমানার স্বীকার হয়েছে সেখানে তোমাদের মিথ্যা বলতে বাঁধাটা কোথায় বুঝিনা। তোমরাও প্রসেসরের ক্ষমতা লুকিয়ে রাখ, এমন সেট বানাও যাতে সাবধানে আঙুল না রাখলে নেটওয়ার্ক কমে যায় যাতে আলাদা কভার ব্যবহার করতে হয়। তারপর তার দাম রাখ ৫০০০০ যাতে লোকে বোঝে এত দাম যখন জিনিসটা নিশ্চয়ই ওটার থেকে ভাল। ভালো সন্দেহ নেই তবে সবথেকে ভাল অবশ্যই নয় আর এত ভাল নয় যার দাম অত রাখতে হবে। বরং ওই দাম দিয়ে খুঁচরা পার্টস কিনে একটা সেট বানিয়ে দেখুন। ওর থেকে হাজারগুন ভালো একটা সেট পাবেন। পশ্চিমাদের কাছে টাকা কিছুই নয় বরং তারা বাজারের সবথেক দামী ফোনটি কিনতে চায়(ওর থেকে ভালো সেট কমদামে পাওয়া গেলেও)। তাদের এমন সেটও দরকার নেই যেটা অনেকদিন টেকে কারন তার বউ বছরে পাল্টালেও সেট পাল্টায় মাসে। তাই তারা চায় এমন সেট যেটার ঘনঘন আপডেট বের হবে হোকনা সেটা মিথ্য রং পাল্টানো আপডেট, আপডেট তো বলা যাবে। নকিয়া যত তারাতারি এটা বুঝতে পারবে ততই মঙ্গল।
আমি নকিয়াকে পছন্দ করি এই কারনে যে এরা যেফোনই বানায় না কেন, আমদের কথা মনে রাখে। যে কারনে বিগত প্রায় ৩ দশক ধরে প্রধান ফোন বিক্রেতা হয়েও সম্পত্তিতে ফিনল্যান্ডের সমান হতে পারেনি, এপল মাত্র ৪ বছরে আমেরিকার থেকে ধনি হয়েছে। বিশ্লেশকদের মতে এপল তার প্রতিটি ফোন থেকে উত্‍পাদনমুল্যের দ্বিগুন আয় করে এবং এই সুযোগটা তার পেয়েছে নকিয়া যুক্তরাষ্টের বাজার অবহেলা করার কারনে আর তাদের তত্‍কালীন স্মার্টফোনগুলোর বেঢপ গঠনের কারনে। পরে তার বাজারে ফিরে এলেও আমেরিকার বাজারটা তেমনভাবে ফিরে পায়নি। যদিও ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যে এখনও সিম্বিয়ানই সবথেকে জনপ্রিয় অপারেটিং সিষ্টেম যদিও তার ঘোষনা দিয়েছে যে তারা সিম্বিয়ানকে বিদায় জানিয়ে উইন্ডোজের জগতে প্রবেশ করেছে। নকিয়াই বিশ্বের একমাত্র কোম্পানী যাদের কাছে মাইক্রোসফট উইন্ডোজের সোর্সকোড প্রকাশ করেছে। সবাই নোকিয়ার পরবর্তী চমকের অপেক্ষায় আছে। এই ফাঁকে চলুন বর্তমান বাজারের চমকগুলো দেখে আসি। যেটা যার জন্য suitable N9(worlds first meego based smartphone by intel and Nokia, award winning design)
N8(worlds best camera phone, 12 Mega pixel camera with Carl zeies lense and xenon flash)
X7(flagship multimedia phone),

More-
600(loudest smartphone)
700(smallest smartphone)
701(brightest smartphone)

    Level 0

    Apne Amar Moner Kotha Gulo Bole Felchen Thanks 🙂 Ame Nokia 600 Er Jonno Wait Kortase Apnar Kache Kono Update News Ache Bangladesher Market A Paua Jabe Kobe Theke ?…

    @Shawon584: ভাই আমি আপনার সাথে ১০০ % একমত | আমাকে যদি নকিয়া বাদে অন্য ফোন ফ্রিতেও দায় তবুও আমি নিবো না | আমার বন্ধু / পরিবার যেই সেট কিনার কথা বলে আমি একবারে বলি নকিয়া | আমি নকিয়া থেকে একটাকাও পাই না কিন্তু সবার সামনে নকিয়ার যেভাবে গুনগান করি তা প্রফেশনালদের থেকেও বেশি বলা চলে | আমি নোকিয়াকে ভালোবাসি, সারাজীবন বাসব |
    🙂

yes man, i agree with you. your comment may be bigger than my post!!!

Level 0

Tobe vai jai bolen samsung gt s1 othoba s2 er sathe karo tulona cholena.as a user eta amar motamot.onno userder motamot asha korchi.thnx.

Level 0

Ha Apne Bolte Paren Samsung Galaxy SII Onek Valo 1Ta Smartphone But Kon Dik Theke Jode Apne User Interface Bichar Koren. Kintu Jode Apne Hardware Er Dik Theke Bichar Koren Thn Nokia N8 Ae Dame Amar Mone Hoi Na Bazare R Kono Smartphone Ache Ja Er Sathe Palla Debe. R Jode Android Os Handset Er Kotha Bola Hoi Thn Budget Of Course High Hote Hobe. Kintu Apne Jode Low Cost Android Handset Er Kotha Bolen Thn Er Theke Symbian Onek Valo 🙂

Nokia C2-03 দেখে আমার Nokia C3-র কথা মনে পড়ে গেলো, ১৫ দিন ব্যবহারের পর Cell-টি হারিয়ে যায়, আপাতত Samsung Ch@t 322 দিয়ে চালিয়ে নিচ্ছি…

আমার মতেও নকিয়া ই বেস্ট।নকিয়া দিয়েই আমার ফোনের জগতে আসা নকিয়ার প্রায় সবধরনের উচ্চমানের সেট ই আমি ব্যবহার করেছি এখনও নকিয়া N8 ব্যবহার করি খুব ই ভাল লেগেছে সেটটি 3D গেম প্লে আর বিশেষ করে ক্যামেরার দিক দিয়ে বলব খুবই অসাধারান লেগেছে।

[Nokia is best from any kinds of china brand]

টাচ স্ক্রিন বেশি সুবিধার না,জোরে চাপ দিয়ে ইউজ করতে হয়,স্মুথ না…..

    অভীত @ আপনি কি Multi Tuch input সেট কখনো ইউস করেছেন ,করলে এই কথা বলতেন না। ৮ হাজার আর ১০ হাজার টাকার মোবাইল কিনলে জাতা জাতি সরি চাপা চাপি করতেই হবে । নকিয়া N8,E7,X7 ইউস করে দেখুন জরে চাপ দিতে হবে না স্পর্শের সাথে সাথেই কাজ করবে।

Level 0

ভাই ওগুলো restrictive touch screen. স্মুথ টাচ পেতে হতে আপনাকে responsive টাচস্ক্রীনের সেট কিনতে হবে। টাচ নির্ভর সেটগুলোতে ওটা পাবেন। C2-03 হচ্ছে টাচ এন্ড টাইপ সিরিজের সবথেকে কমদামী সেট। এ সিরিজ টাচস্ক্রীন হচ্ছে এডিশনাল। কি টিপতে টিপতে বোর হয়ে গেলে একটু টাচ ইউজ করবেন আরকি।

Level 0

আমার আগের কমেন্টা কিন্তু “অতীত” কে করা। আর এটা দেখুন
The Nokia 701 screen outshines the rest
http://conversations.nokia.com/2011/09/28/the-nokia-701-screen-outshines-the-rest/

Level New

ভাই আপনার টিউন পরে মনে হল আপনি নোকিয়ার বিজ্ঞাপন দিচ্ছেন।
আপনি বলেছেন বাংলাদেশ এ ৮৫% নোকিয়া্ ব্যাবহার করে। আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আমাদের দেশে এখন ৬০% চায়না ফোন ব্যাবহারকারী। বাকি ৪০% ব্রান্ড(Nokia,Samsung,Sony Ericsson etc) এর মোবাইল ব্যাবহার করে।
প্রতিদ্বন্দ্বিতায় নকিয়ার আশেপাশে কেউ নাই এ কথাও ঠিক নয়। বাংলাদেশ এর বাজার এ নকিয়ার বড় প্রতিদ্বন্দ্বী হল Symphony, Samsang. মুলত অন্য company গুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নকিয়া ডাবল সিম সুবিধা সম্পন্ন সেট এনেছে।
তাছাড়া বর্তমানে নকিয়ার মোবাইল গুলো নিম্নমানের। আগের সেই নোকিয়া এখন র নাই। আগের নকিয়া মোবাইল গুলো Finland এ তৈরি হত এবং ভাল মান সম্পন্ন ও দীর্ঘস্থায়ী ছিল। বর্তমানে নোকিয়া চায়না তে তৈরি হয়

Level 0

Tanay vaier sathe akmot. Aj porjonto joto jagai C2-03 er review deksi sobjagai bolse er touch valona. Er amon kisu feture ase jegula only touch dia acces krte hoi. Khali numpad diato r phn cholena.
R ha nokia obviously valo, bt same price er moddhe c2-03 er cheye syphony ft40 e valo mone hoise amr kase.