আমার মনে হয় বাংলাদেশের বাজারে এখন ক্রয় বিক্রয়ের দিক থেকে নোকিয়ার আশেপাশেও কেউ নাই । সাধারণত যারা শুধু কথা বলার জন্য মোবাইল ক্রয় করেন তাদের মধ্যে ৮৫ পারসেন্ট এর বেশীরভাগ লোক নোকিয়া মোবাইল ব্যবহার করে । কারণ হচ্ছে নোকিয়া টেকসই মোবাইল, ব্যবহার পদ্ধতি অন্য যে কোন মোবাইলের তুলনায় অনেক সহজ । আর দামটাও সবসময় হাতের নাগালের মধ্যেই ছিল । তবে একটা সমস্যা নোকিয়ার গ্রাহকরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তা হচ্ছে নোকিয়ার কোন মোবাইলেই দুইটা সীম সাপোর্ট করে না । এ বিষয়টা খেয়াল করেই নোকিয়া বাজারে এনেছে দুই সীমের সুবিধা নিয়ে নতুল মোবাইল Nokia C2-03 । এর সাথে আছে মাল্টিমিডিয়া রিলেটেড অসাধারণ কিছু ফীচার । আসুন এক নজর দেখে নিই আর কী কী ফীচার আছে নোকিয়া Nokia C2-03 মোবাইলে –
আর ও বিস্তারিত যারা জানতে চান বা বাংলাদেশের বাজার থেকে এই মোবাইলটা কিনতে চান বা কত দাম জানতে চান তারা ইচ্ছা করলে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন । details information here.
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১. নকিয়া ব্রাউজার থেকে অপেরা মিনি অনেক কম ডাটা খরচ করে।
২. প্রিলোডেড ম্যাপ বলতে ম্যাপ এপ্লিকেশন বোঝানো হয়েছে। ম্যাপ চালাতে আপনাকে ঠিকই ডাটা খরচ করতে হবে। তবে আপনি যদি কম্পিউটারে অভি স্যুট ব্যবহার করেন তাহলে কম্পিউটার এর ইন্টারনেটের মাধ্যমে ম্যপ ডাউনলোড করে মেমরী কার্ডে রাখতে পারেন যাতে মোবাইল অফলাইনেও ম্যাপ চালানো যায়। তবে সেখনে বাংলাদেশের ম্যাপ পাবেন না।