বাজারে নতুন পণ্যঃ স্যামসাং B 500

শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সর্বত্রই এখন মোবাইল বা সেলফোন নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সব বয়সের সবারই একটি সাধের জিনিস এই মোবাইল। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। কিন্তু তাই বলে "দরিদ্র" টাইটেল নিয়ে সাহায্যের আশায় কখনোই বসে থাকে না বাঙ্গালী। এই দেশের উন্নয়নের জন্য প্রতিটি মানুষের জন্য রয়েছে আপ্রাণ প্রচেষ্টা। আর তারই প্রতিফলন দেখি আমরা বিশেষ করে আমাদের দেশের তথ্য-প্রযুক্তি খাতের ব্যাপক উন্নতি ও নতুন নতুন আবিষ্কারের মধ্যে। এছাড়াও সর্বস্তরের মানুষের মধ্যেই এখন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি প্রযুক্তিগত পণ্য নিয়ে রয়েছে অনেক আগ্রহ। আর তাই বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুততম গতিতে উন্নয়ন হচ্ছে। মোবাইল ফোনে শুধু কথা আদান-প্রদান না হয়ে পাশাপাশি ইন্টারনেট সুবিধা সহ যুক্ত হয়েছে আকর্ষণীয় ও অত্যন্ত সাহায্যকারী ও উপকারী কিছু সুবিধা যা সহজেই সকলের জীবনকে করে তুলছে আরো স্বাচ্ছন্দ্যময়।

বাংলাদেশের মানুষ মোবাইল বা সেলফোনের প্রতি দারুণ উৎসাহী। এই একটি জিনিস না হলে যেন বাঙ্গালীর জীবন আর চলেই না। এই বাংলাদেশিদের কথা মাথায় রেখেই বিখ্যাত কোম্পানীগুলো তৈরি করছে স্বল্পমূল্যের উন্নত ফীচারসম্পন্ন আকর্ষণীয় সব হ্যান্ডসেটের যা সহজেই আকৃষ্ট করছে ক্রেতা বা উইন্ডো শপিংয়ের ক্রেতাদেরকে। আজ আমি আপনাদের তেমনই বাজারে নতুন আসা বিখ্যাত কোম্পানী স্যামসাংয়ের একটি হ্যান্ডসেটের কথা জানাবো, যা ইতোমধ্যেই দখল করে নিয়েছে প্রায় সবক'টি দোকান ও সব ক্রেতার মন।

Samsung B500

স্যামসাং মোবাইলের নতুন বি-৫০০ হ্যান্ডসেটটি একটি স্লাইডিং সেট যা ছাই, কালো ও হালকা নীল রঙ্গের মনোমুগ্ধকর কভারে পাওয়া যাচ্ছে। মোটামুটি সবক'টি মোবাইল বিক্রয় কেন্দ্রের ডিসপ্লেতেই আপনি এ সেটটি দেখতে পাবেন। চলতি বছরের মার্চ মাসে বাজারে আসা এই হ্যান্ডসেটটি মাত্র 79 g ওজনের। স্লাইডিং সেট যার ডিসপ্লে সাইজ 128 x 160 pixels, 1.67 inches। আর এর ডিসপ্লে হচ্ছে CSTN, 65K colors এর। 88 x 43 x 17.9 mm ডাইমেনশনের এই সেটটিতে রয়েছে ৪০ চ্যানেল পলিফোনিক রিংটোন ও এমপিথ্রি। রিংটোন ডাউনলোড করা যায় এবং রিংটোনের সাথে ভাইব্রেশন সুবিধা তো আছেই। তবে সেটটিতে কোন এক্সটার্নাল মেমোরি স্লট নেই। শুধুমাত্র এক মেগাবাইটের এমবেডেড মেমোরি আছে।

সেটটিতে কোন ক্যামেরা নেই কিন্তু জিপিআরএস Class 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps আছে যা Java MIDP 2.0 সাপোর্ট করে (অর্থাৎ ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেমন মিগ৩৩ ইত্যাদি ব্যবহার করা যাবে)। এছাড়া মোবাইলটির বিল্ট-ইন ব্রাউজারটি হচ্ছে WAP 2.0/xHTML। মোবাইলটিতে এফ.এম রেডিও শোনার ব্যবস্থা রয়েছে এবং সেইসাথে রয়েছে হ্যান্ডসফ্রি তথা লাউডস্পীকার। সেটটির অন-টকটাইম সর্বোচ্চ তিন ঘন্টা এবং ষ্ট্যান্ডবাই হচ্ছে ২০০ ঘন্টা।

মূল্য

যারা স্বল্পমূল্যে মোটামুটি ভালমানের সেট কিনতে চান কিংবা যারা স্বল্পমূল্যে ইন্টারনেট সম্বলিত হ্যান্ডসেট ক্রয়ের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য এই সেটটি একদম perfect! জিএসএম ৯০০/১৮০০ নেটওয়ার্কের স্যামসাং বি-৫০০ মডেলের স্লাইডিং, আকর্ষণীয় এই হ্যান্ডসেটটি ঢাকার প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে। এবং এর বিক্রয়মূল্য মাত্র চার হাজার দুইশত টাকা থেকে চার হাজার চারশত টাকার মধ্যে।

সুতরাং দেরি না করে যারা সেট ক্রয়ের অপেক্ষায় আছেন, তারা এখনই বেরিয়ে পড়ুন সেটের লক্ষ্যে। ঢাকার বিখ্যাত মোবাইল মার্কেট ইষ্টার্ণ প্লাজাতেও সেটটি পাওয়া যাচ্ছে অহরহ।

সরেজমিন প্রতিবেদন। বাজার ঘুরে এসে তারপর এই টিউনটি লেখা হয়েছে তবে ছবি ওয়েবসাইটের সৌজন্যে।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেইখা লাভ নাই। কারন, পকেটে মাল নাই । বাপেরে কইলে ঠাঙ্গানি ছাড়া কিছুই পামু না। 🙁

Level 0

অনেক অনেক ধন্যবাদ আমিনুল ভাই। আপনি আমার অনেক উপকার করলেন। কারণ আমি মাত্র একটা মোবাই কেনার প্রস্তুতি নিচ্ছিলাম।

পুরা মোবাইল রিপোর্টার হইয়া গেছেন দেখতাছি।

ফোনটা আমার চয়েজ হয়েছে।

রুশ ভাই, আপনাকেও ধন্যবাদ। বুঝতে পারছি আমার লেখাটা কাজে এসেছে। এতেই আমার সার্থকতা। যাই হোক, সেটটা কিনলে ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবেন আশা করি।

শফিউল ভাই, তা ঠিক। তবে যদি ভালো না লাগে তাহলে বলবেন দয়া করে। আমার জানামতে বাংলাদেশের মানুষ মোবাইল ফোনের প্রতি খুবই আগ্রহী যা কারণে মোবাইলের বাজার সম্বন্ধে আপডেট থাকতে সবাই পছন্দ করে। তাই আমার এ প্রচেষ্টা।

মেহেদী হাসান ভাই, চয়েজ হলেই তো চলবে না। টাকা আছে কিনা বলেন। নাকি টিনটিন ওরফে সোহান ভাইয়ের মত অবস্থা। (সোহান ভাইয়ের হঠাৎ করে কার্টুন হওয়ার শখ হলো কেন বুঝলাম না।)

Level 0

Brother write some thing new product about Motorola.