UC Browser, আশা করি এর সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। আগে মোবাইলইন্টারনেট জগত এর একছত্র অধিপতি ছিল অপেরা মিনি। মোবাইল ইন্টারনেট ব্রাউজার এর নাম শুনলেই অপেরা মিনি ছাড়া এর কোন শব্দই আসতো না। ১.৫ বছর আগেও অপেরাই ছিল সব চেয়ে পপুলার মোবাইল ব্রাউজার। কিন্তু আজ দিন পাল্টেছে। সর্বপ্রথম যে সফটওয়্যার টি অপেরা এর রাজত্তে হানা দেয় তার নাম UC Browser। এর আজ অপেরা কে হারিয়ে সেই UC Browser ই জিতে নিয়েছে ২০১১ সালের About.Com এর Best Mobile (Non-iPad or iPhone) Browser Award ()। UC Browser এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল অপেরা ছাড়াও ফায়ারফক্স, Skyfire, Dolphin browser সহ আর অনেক।
যা হোক, কিছু দিন আগে UC প্রথম মোবাইল ব্রাউজার হিসেবে তাদের U3 Kernel উদ্ভাবন করে। সেই নতুন U3 Kernel এর ভিত্তিতে তাদের নতুন সংযোজন UC Browser 8.0.3.99 যা Chinese ভার্সন হিসেবে বের হয়েছে। এখানে আমি আপনাদের সাথে তার ইংলিশ Translated ভার্সন শেয়ার করছি। সাথে আছে মাত্র গতকাল বের হওয়া Latest Official English ভার্সন ৭.৯। দেখে নিন নিজেই।
ডাউনলোড এ কোন সমস্যা হলে ক্লিক করুন এখানে
UC Browser সম্পর্কে বিস্তারিত জানতে ভিসিট করুন এখানে
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
uc browser এ বাংলা পড়ার কোন উপায় আছে?