প্রিয় টিউনার ভাইয়েরা, আস্লামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য মজারদার একটা জাভা গেম নিয়ে টিউন করব। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রযুক্তির কল্যানে মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় সংগী। মোবাইল ছাড়া যেন আমাদের একমূহুর্তও চলে না। অবসর সময়ে সমই কাটাতে মোবাইলে গেম খেলা আমাদের অনেকেরই প্রিয় কাজ। আধুনিক প্রযুক্তির কল্যানে এবং চায়না প্রযুক্তির বদৌলতে উচ্চ ফিচার সমৃদ্ধ সেট আমাদের হাতে উঠেছে। এর মধ্যে জাভা হল একটি। এখন মুটামুটি তিন হাজার টাকার হ্যান্ডসেট কিনলেও সেখানে জাভা থাকে। যার কারনে মোবাইলে নিত্যনতুন গেম উঠিয়ে খেলা এখন কোন ব্যাপারই না। অনেক ধরনের গেম ই হয়তো খেলেছেন আপনার মোবাইলে। কিন্তু বাংলা গেম কি কোখনো খেলেছেন? মনে হয় না। আজ আপনাদের কাছে এমনি একটা গেম শেয়ার করব। গেমটির না Monster Truck. হয় তো ভাবছেন, আরে এই গেমটা তো আমি খেলেছি, কিন্তু ইংরেজিতে। তাহলে আসুন বাংলার স্বাদটাও নেয়া যাক। তাহলে দেরি না করে এখনি ডাউনলোড দিন। আশা করি আপনাদের সকলেরই ভাল লাগবে। গেমটি ভাল লাগলে অবশ্যই মন্তব্যা করতে ভূলবেন না। আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন।
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
monster truck koi,download hoy to caddilack n dinosour.tao kono lekhai to screen a support korena.plz thik koren ata.