আমরা কমবেশি সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন মোবাইলের সুরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করি। এর ফলে প্রায় বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীই আক্রান্ত হয় বিভিন্ন প্রকার ভাইরাসে। যা মোবাইলে মারাত্বক ধরণের ক্ষতি সাধন করতে পারে। মোবাইলের ভাইরাসগুলি সাধারণত বিভিন্ন এ্যাপ্লিকেশন, ব্ল্রটুথ, ওয়াইফাই ইত্যাদি থেকে আসে। মোবাইলের সুরক্ষার জন্য আপনি বাজারে অনেক এন্টিভাইরাস পাবেন কিন্তু এই ভাইরাসগুলি প্রতিনিয়ত আপডেট হয় তাই নতুন নতুন পদ্ধতিতে আপনার মোবাইলকে আক্রান্ত করতে পারে।
তাই এইসব ভাইরাস থেকে বাচতে হলে। প্রয়োজন ছাড়া আপনার মোবাইলের ব্লুটুথ, WiFi ইত্যাদি বন্ধ রাখুন।
উপরোক্ত কয়েকটি মারাত্বক ভাইরাস ছাড়াও নিচের তালিকাটি থেকে দেখে নিতে পারেন মোবাইলের ভাইরাস/মালওয়্যারগুলির ধরণ-
অনেক ভাইরাস/মালওয়্যার সমন্ধেই তো জানলেন। আপনার মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতে পারেন ফ্রিওয়ার এই এন্টিভাইরাসটি।
আজ এ পর্যন্তই,
ভাল থকুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
vai ami BANGLALION ar ZYXEL modem ta use kori..otate ki wi/fi built in..? naki router use korte hobe? help plz
বেশ ভালো লাগলো সাইফুল টিউনটা। কিছু অজানা তথ্যও মানে নতুন নতুন মোবাইল ভাইরাস সম্পর্কে জানা হোল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। 😀