গত কয়েকমাস থেকে সফট্ওয়্যার সাইন করার জন্য সার্টিফিকেট কোথাও পাওয়া যাচ্ছে না। ইন্টারনেটে সার্চ করে জানতে পারলাম OPDA ওয়ার্ল্ডওয়াইডলি সার্টিফিকেট প্রদান করা বন্ধ করে দিয়েছে। তবে কি কারণে হঠাৎ করে বন্ধ করল তা জানা যায়নি। তাই ভবিষতে সার্টিফিকেট পাওয়া যাবে কিনা বলা মুশকিল। তাই যারা নতুন নোকিয়ার সিমবিয়ান ফোনগুলি কিনছেন তারা সার্টিফিকেট সংগ্রহ করতে পারছেন না ফলে তারা তাদের ফোনে ক্রাক/পাইরেটেট এ্যাপ্লিকেশনগুলি ইন্সটলও করতে পারছেন না।
এই মুহুর্তে একমাত্র উপায় হল ফোনে কাষ্টম ফার্মওয়্যার (CFW) ইন্সটল করা। CFW এর পূর্ণ অর্থ হচ্ছে Custom Firmware বা Cooked Firmware। এই ফার্মওয়্যারগুলি নোকিয়ার অরিজিনাল ফার্মওয়্যার থেকে মোডিফাই করা হয়। এগুলি বিভিন্ন সিমবিয়ান এক্সপার্টরা তৈরী করে থাকেন। CFW অর্থাৎ কাষ্টম ফার্মওয়্যার গুলিতে অনেক নতুন নতুন ফিচার ঢুকানো থাকে তাই একবার যদি আপনি CFW ব্যবহার করা শুরু করেন তাহলে কখনোই আর অরিজিনাল ফার্মওয়্যারে ফিরে যেতে চাইবেন না। আর জেনে খুশি হবেন যে কাষ্টম ফার্মওয়্যারগুলি হ্যাক করাই থাকে এবং নোকিয়া প্রদত্ত অরিজিনাল ফার্মওয়্যারের থেকে অনেক অনেক বেশি নিজের মত করে ব্যবহার করা যায়।
যদিও অনেকেই তাদের ফোনে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটলের সাহস পান না। কারণ এই কাজটি অত্যান্ত সহজ হলেও যথেষ্ট সাহসের/প্রচেষ্টার অভাবে অনেকেই সঠিকভাবে করতে পারেন না। আর সঠিকভাবে করতে না পারলে ফোনটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রথম আমিও এই দলেই ছিলাম। আমিও প্রথমে আমার সেটটা ডেড করে ফেলেছিলাম। যদিও আমি সঠিকভাবে সবকিছু করেছিলাম কিন্তু আমার ডাউনলোড করা ফাইলগুলাতে সমস্যা থাকায় হয়নি। পরে অন্য CFW দিয়ে ঠিক করেছি। আজ পর্যন্ত আমি আমার ফোনটাতে ৫ রকমের CFW ব্যবহার করেছি। এবং CFW নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে মোটে ১৫ বারের মত ফ্লাস দিয়েছি। তাই ফোনে CFW ইন্সটল করা নিয়ে এখন আমার কোন ভয় নেই।
সত্যি কথা বলতে ফোনে থিম ইন্সটল করা যেমন সহজ তেমনি ফোনে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করাও সেইরকম সহজ। এই কাজটি করতে মাত্র ১৫ মিনিটের মত সময় লাগে। কিন্তু মনে অবশ্যই সাহস থাকতে হবে। আর কখনো নিরাশ হওয়া চলবে না। একবার না হলে শুধু শতবার না বারবার চেষ্টা করে দেখতে হবে। হবে না কেন?
তবে অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, প্রতিটি সেটের জন্য কাষ্টম ফার্মওয়্যার পাওয়া যায় না। শুধুমাত্র জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কিছু ফোনের জন্য কাষ্টম ফার্মওয়্যার পাওয়া যায়। আজকে আমি শুধুমাত্র Nokia 5228, 5230, 5232, 5233, 5250, 5530 XM, 5800 XM, X6 এর কাষ্টম ফার্মওয়্যার দিব এবং সেগুলি কিভাবে আপনার সেটে ইন্সটল করবেন সেটি সমন্ধে আলোচনা করব। তাহলে...
শুরুর আগে প্রয়োজনীয় ফাইলগুলি নিচের লিংকগুলি থেকে ডাউনলোড করে নিন-
নোটঃ নোকিয়া পিসি/ওভি সুইট দিয়ে আপনার ফোনটি ব্যাকআপ করে রাখুন। কারণ ফ্রেমওয়ার ইন্সটল করার আগে আপনার ফোনটিকে হার্ড রিসেট করতে হবে তাই আপনার ফোনে সেভ করা নম্বর (সিমে নয়) এবং ম্যাসেজগুলি মুছে যাবে। যদি প্রয়োজন না থাকে তাহলে ব্যাকআপ নাও নিতে পারেন। তবে আপনার ফোনটির ড্রাইভার কম্পিউটারে ইন্সটল করার জন্য আপনাকে অবশ্যই নোকিয়া পিসি সুইট বা অভি সুইট আপনার পিসিতে ইন্সটল করতে হবে। নাহলে JAF সফটওয়্যারটি দিয়ে আপনার ফোন ফ্লাসের সময় এটি আপনার ফোন ডিটেক্ট করতে পারবে না।
নেটে সার্চ দিলে বিভিন্ন রকমের কাষ্টম ফার্মওয়্যার অর্থাৎ CFW পাবেন। এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের যেকোন একটি। তবে আপাতত আপনাকে সার্চ দিতে হবে না। কারণ আজকে আমি আমার পছন্দের একটি CFW এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যেটি বেশ কয়েকজন সিমবিয়ান এক্সপার্টরা একসাথে মিলে তৈরী করেছেন। ফার্মওয়্যারটির নাম DHOGZ। ফার্মওয়্যারটি Nokia C6 এর V40.0.021 এর উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। নিচে ফার্মওয়্যারটি সমন্ধে কিছু তথ্য ও স্কিনশর্ট দিলাম-
- DHOGZ723 All CFW for s60v5 -
Credits:
PNHT, binh24/008Rohit/ Dan-AV/ CODeRUS, NP/ iwalkwithshadow/ NP/ mara-/ Upakul/ DjRaz এবং nyakiz723.
Change logs for c6 v40:
- Ovi map 3.06+
- Qt 4.07(3) + Qt mobility 1.01(3) + Qt webkit 4.07(3)
- Speed improve
- Better Ram manager
- Emoticon input
- Ovi contact removed
- Music player with lyrics update
- Nokia Brower 7.3.1.25 - Extremely fast
Graphical Modifications:
- Nokia N8 like Landscape Menu
- Extended menu mod (For larger icons)
- Default Theme : phantom unique
- The over theme effects are very nice
- N8 Icons used
- N8 Qwerty Mod
- N8 like Tap to unlock.
- Nokia N8 like dailer
- N8 like menu arrangement
- N8 fonts used
- Lockscreen in landscape
- N8 contacts and music widget
- U can choose ur own bootscreens by keeping Startup.gif and shutdown.gif in E:\boot\.
- For startup sound keep ur Startup.mp3 and Shutdown.mp3 in E:\boot\
- New 3D photo browser added in Photo's menu
Bugs Removed:
- "Camera Already in use" bug removed. But this disables the touch buttons. So u'll have to use the hardware buttons.
- C6 lights fixed. (Mod by Mara-)
No Branding:
- Default Profile Name (cha-bii <3)
- Default USB name (C6-00)
- No annoying Splashscreens. Nokia Splashscreens used
- Bluetooth Name : (FeRp0L)
Homescreen:
- Nokia C6 homescreen
- Full customizable widgets
- 3 aditional shortcut bars
- Nokia Notifications Widget Pre-Installed
- MemInfo Widget added In Autoinstaller
AutoInstall Apps:
- BT Switch
- DzMusicKeys
- KillMe
- MemInfo Widget
- Nokia Battery Monitor
- Opera Mini
- ScreenSnap
Mods:
- CPU mod added (Very fast firmware)
- 60 mb of free ram (never down in 40mb in 5250)
- Game Framerates increased.
- Better response rate
- Smoother UI
- New Version Music Player now supports Lyrics too.
- Heap Size Increased
- No lags in menu and messages
- UI polished
- Smooth Kinetic Scrolling
- Installer Server Patched. (No certificate error)
- FOTA removed to gain space in C drive
- Faster startup mod by Shadowninty
- No ram eating apps left in background
- 999 sent messages in message menu
- Restart Button added in the switch off menu
- Nokia C6 user agent added. (Browser recongize as N8)
- Disabled Camera sound. To enable selet a tone other than the first one
- FOTA Removed
- New C6v40 browser. Very smooth and better flash support.
- Menu lags removed.
- Faster KS
- Breathing light off by default
- Theme effects on by default
- Screen rotation enabled by default
- Show call summary
- Default time settings set to digital and 12 hour format
- N8 fonts used.
- Sent messages increased from 20 to 999
- Filemanager shows system file in E
- Conversations added in message menu
- File manager tweaked to send sis files via bluetooth
- Music player reads songs from E:\Music\ only. So ur ringtones will not come in Music player
Apps added:
- Rom patcher added in CFW
- Filebrowser added.
- AutoInstaller added
- Replace Shareonline to Accelswitch
নিচের মডেলগুলির সাথে আপনার RM মিলিয়ে নিয়ে নিচের ডাউনলোড লিংকগুলি থেকে প্রয়োজনীয় ফাইলগুলি ডাউনলোড করে নিন। আপনার ফোনের RM মডেল চেক করার জন্য ফোনে *#0000# ডায়াল করুন এবং নিচে দেখুন আপনার RM মডেল লেখা আছে।
বিশেষ দ্রষ্টব্যঃ নিচের ফাইলগুলির ডাউনলোড লিংক এ্যাফিলিয়েট ফাইলহোস্ট-এ হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। কারণ এতগুলা বড় সাইজের ফাইল আমার নেটের স্পীড দিয়ে আপলোড করা অসম্ভব। তাই ডাউনলোড লিংকগুলি এই ফোরামটি থেকে কালেকশন করে দিলাম।
FOR 5230 RM-588
ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-588_50.6.002_prd.rofs2.V25 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-588 by DHOGZ
pass: dhogz
v50.6.002 core:
5230v50.6.002 core
---------------
FOR 5230 RM-593
ROFS2 :
5230 RM-593 by DHOGZ
pass: dhogz
v40.8.003 core:
5230v40.8.003 core
----------------
FOR 5230 RM-594
ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-594_50.8.001_prd.rofs2.V16 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-594 by DHOGZ
pass: dhogz
v50.8.001 core:
5230v50.8.001 core
----------------
FOR 5230 RM-629
ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-629_50.8.001_prd.rofs2.V15 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-629 by DHOGZ
pass: dhogz
v50.8.001 core:
5230v50.8.001 core
----------------
FOR 523x RM-625
[ 5233/5232/5228 RM-625 V50.1.001 ]
ROFS2 :
523x V50.1.001 by DHOGZ
pass: dhogz
v50.1.001 core:
523x v51.1.001 core
----------------
FOR 5250 RM-684
ROFS2 :
5250 v20.0.004 by DHOGZ
pass: dhogz
v20.0.004 core:
5250v20.0.004 core
----------------
FOR 5530 RM-504
ROFS2 :
5530 v32.0.007 by DHOGZ
pass: dhogz
v32.0.007 core:
5530v32.0.007 core
----------------
For Nokia 5800 RM-356 :
Photon C6-04 Rofs : Click Here
Core v52.0.007: Click Here
--------------------
FOR X6-00 RM-559
ROFS2 :
X6-00 v32.0.002 by DHOGZ
pass: dhogz
v32.0.002 core:
X6-00v32.0.002 core
==============
ফার্মওয়্যার ইন্সটল অর্থাৎ ফ্লাস দেওয়ার আগে আপনাকে আপনার ফোনটি হার্ডরিসেট করতে হবে-
প্রথমে আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে হবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরী কার্ডটি ফরমেট করতে পারেন। আপনি আপনার ফোনটি পিসিতে লাগানোর সময় "Mess Storage" সিলেক্ট করে বা মেমোরী কার্ড রিডারের সাহায্যে পিসিতে মেমোরী কার্ডটি লাগিয়েও এটি করতে পারেন। আর যদি আপনি আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে না চান তাহলে আপনার মেমোরী কার্ডটি থেকে শুধুমাত্র sys, system, resource ও Private ফোল্ডারগুলি মুছে ফেলুন। তবে সবথেকে ভাল হয় যদি আপনি মেমোরী কার্ডটি থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে নিয়ে ফরমেট দিয়ে দেন।
এখন আসা যাক হার্ড রিসেটে। আপনি এটি দুইটি পদ্ধতিতে করতে পারেন-
১ম পদ্ধতিঃ আপনার সেটে *#7370# ডায়াল করুন। এরপর Yes এ ক্লিক করে আপনার ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK তে ক্লিক করুন (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না)। ব্যাস ! এখন আপনার ফোনটি বন্ধ হয়ে পূণরায় চালু হবে ততক্ষণে একটু অপেক্ষা করুন।
২য় পদ্ধতিঃ যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।
(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Red বাটন Green বাটন এবং Camra বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন
ব্যাস এখন আপনার সেটটির হার্ড রিসেট কমপ্লিট। এখন আশা যাক মূল কাজে অর্থাৎ কাষ্টম ফার্মওয়্যার দিয়ে ফোন ফ্লাসিংয়ে-
১। ফার্মওয়্যার ফাইলগুলি ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করতে হবে। এরজন্য আপনাকে একটি এক্সট্রা সফট্ওয়ার যেমন Winrar এর প্রয়োজন হতে পারে। যদি আপনার পিসিতে Winrar না থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন (64 bit ইউজাররা এখানে ক্লিক করুন)। এরপর এক্সট্রাক্টকৃত ফাইলগুলি আপনার RM অনুযায়ী " RM-*** " একটি ফোল্ডারে ফাইলগুলি রাখুন। উদাহরণ হিসেবে আমার নোকিয়া 5530 XM এর RM মডেল 504 হওয়ায় আমি RM-504 নামের একটা ফোল্ডার তৈরী করেছি। এবং তাতে আমার ফাইলগুলি রেখেছি।
২। এবার আপনার তৈরীকৃত " RM-*** " নামের ফোল্ডারটি " C:\Program Files\Nokia\Phoenix\Products " লোকেশনে কপি করুন। ( 64 বিট ইউজাররা " C:\Program Files (x86)\Nokia\phoenix\products " ফোল্ডারে কপি করুন) [আমার ফোনের RM-504 হওয়ার আমি " RM-504 " ফোল্ডারটি কপি করেছি]
নোটঃ C:\Program Files\Nokia\ লোকেশনে গিয়ে আপনাকে ম্যানুয়ালী Phoenix এবং ওর ভেতর আবার Products ফোল্ডারটি তৈরী করে নিতে হবে তারপর সেখানে আপনার RM-*** ফোল্ডারটি কপি করতে হবে।
৩। " Jaf With PKey Emulator " নামের ফাইলটি ডাউনলোডের পর এক্সট্রাক্ট করুন। এরপর "jaf setup.exe" ফাইলটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল শেষে "jaf_nok4models" ফোল্ডারটিতে গিয়ে "jaf_nok4models.ini" ফাইলটি " C:\Program Files\ODEON\JAF " ফোল্ডারটিতে কপি করুন। (যারা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা " C:\Program Files (x86)\ODEON\JAF " ফোল্ডারে কপি করুন)।
৪। আপনি যদি উইনডোজ সেভেন ব্যবহারকারী হন তাহলে এই ধাপটি অনুসরণ করুন। উইনডোজ সেভেন ব্যবহারকারী না হলে ৫ নম্বর ধাপটি দেখুন।
৫। J.A.F.With.P-Key.Emulator.By.Saiful ফোল্ডারটি থেকে "jaf pkey emulator.exe" এ ডাবল ক্লিক করে রান করুন। এবং নিচের স্কিনশর্টটির মত অপশনগুলি চেক করে নিয়ে GO তে ক্লিক করুন।
৬। একটি ইরোর দেখাবে। ভয়ের কোন কারণ নাই। OK তে ক্লিক করুন।
৭। এখন JAF সফটওয়্যারটি চালু হবে। এরপর BB5 ট্যাবটিতে ক্লিক করুন। এবং নিচের স্কিনশর্টটির মত Manual Flash, Dead USB, Normal Mode এবং Use INI অপশনগুলিতে টিক চিহ্ন দিন। আর " CRT 308 " থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন।
৮। এখন একটি ডায়লক বক্স আসবে। আপনার ফোনের RM দেখে মডেল সিলেক্ট করু OK তে ক্লিক করুন।
১০। সবকিছু ঠিক থাকলে নিচের স্কিনশর্টের মত MCU, PPM, CNT, APE Variant এর নীল বাতিগুলির যেকোন তিনটি অথবা চারটিই জ্বলে উঠবে। আমার ফোনের ক্ষেত্রে তিনটি জ্বলেছে
উপরের স্কিনশর্টটির মার্ক করা জায়গাগুলি লক্ষ্য করুন। আপনার ফ্লাস ফাইলগুলি উপরের মত পেয়েছে কিনা চেক করে নিন।
এখন আপনার ফোনটি বন্ধ করুন এবং USB ক্যাবলের সাহায্যে কম্পিউটারে সংযুক্ত করুন।
নোটঃ আপনার কম্পিউটার থেকে Nokia PC/OVI Suite বন্ধ (Exit) করে দিন। আপনার স্টাটাস বারের ডানদিক থেকে নোকিয়া পিসি/ওভি সুইট এর আইকোনটিতে রাইট বাটন ক্লিক করে Exit করে দিন।
১১। সবশেষে JAF থেকে Flash বাটনে ক্লিক করুন। একটা ওয়ার্নিং মেসেজ দিবে Yes করুন।
এরপর আপনার ফোনের পাওয়ার বাটনটি ১ সেকেন্টের জন্য চেপে ধরে ছেড়ে দিন। শুধুমাত্র ১ সেকেন্ট; এর থেকে বেশি যেন না হয়। নাহলে আপনার ফোনটি চালু হয়ে যাবে।
নোটঃ প্রথম প্রথম ইরোর ম্যাসেজ পেতে পারেন। যেমনঃ Phone Not Found... বা Error reading phone init data… এইরকম কোন ইরোর পেলে ১১ নম্বর ধাপটি পূণরায় সম্পন্ন করুন।
১২। JAF আপনার ফোন ডিটেক্ট করতে পারলেই ফোন ফ্লাসিং শুরু হয়ে যাবে। কিছুক্ষন অপেক্ষা করুন। ফ্লাসিং শেষ হলে আপনার ফোন অটোমেটিক চালু হয়ে যাবে।
ব্যাস এখন ইচ্ছামত সাইনড আনসাইনড যত্ত প্রকার সফটওয়ার আছে সব আপনার ফোনে সাপোর্ট নিবে।
ফ্লাসিং এ বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন প্রকার ইরোর ম্যাসেজের সম্মুক্ষিণ হতে পারেন। তবে এরজন্য একদম মন খারাপ করা চলবে না। পূণরায় চেষ্টা করে দেখতে হবে। আমি নিচে কয়েকটি ইরোর ম্যাসেজ সহ এগুলার সমাধান দিলাম। আমি নিজেও এই ইরোরগুলির সম্মুক্ষিণ হয়েছিলাম।
--------------------------------------------------------
আমি টিউনটি সহজভাবে বুঝিয়ে লিখতে চেষ্টা করেছি। আশা করি সফল হবেন। আর মন্তব্য করতে ভূলবেন না যেন ! 😛
--------------------------------------------------------
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
শততম টিউনে আমার ফুলেল শুভেচ্ছা! 🙂 … টেকটিউনসের একজন মেধাবী টিউনার হিসাবে দেশ ও জাতীর প্রতি অবদানের জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। 🙂 …