সিমবিয়ান হ্যাকিং [পর্ব-১] :: সাইন, সার্টিফিকেট, হ্যাক ইত্যাদির ঝামলা থেকে বাঁচার জন্য আপনার সিমবিয়ান ফোনে ইন্সটল করুন কাস্টম ফার্মওয়্যার !

সিমবিয়ান হ্যাকিং

আপনাকে স্বাগতম আমার ১০০ তম টিউনে 🙂

গত কয়েকমাস থেকে সফট্ওয়্যার সাইন করার জন্য সার্টিফিকেট কোথাও পাওয়া যাচ্ছে না। ইন্টারনেটে সার্চ করে জানতে পারলাম OPDA ওয়ার্ল্ডওয়াইডলি সার্টিফিকেট প্রদান করা বন্ধ করে দিয়েছে। তবে কি কারণে হঠাৎ করে বন্ধ করল তা জানা যায়নি। তাই ভবিষতে সার্টিফিকেট পাওয়া যাবে কিনা বলা মুশকিল। তাই যারা নতুন নোকিয়ার সিমবিয়ান ফোনগুলি কিনছেন তারা সার্টিফিকেট সংগ্রহ করতে পারছেন না ফলে তারা তাদের ফোনে ক্রাক/পাইরেটেট এ্যাপ্লিকেশনগুলি ইন্সটলও করতে পারছেন না।

এই মুহুর্তে একমাত্র উপায় হল ফোনে কাষ্টম ফার্মওয়্যার (CFW) ইন্সটল করা। CFW এর পূর্ণ অর্থ হচ্ছে Custom Firmware বা Cooked Firmware। এই ফার্মওয়্যারগুলি নোকিয়ার অরিজিনাল ফার্মওয়্যার থেকে মোডিফাই করা হয়। এগুলি বিভিন্ন সিমবিয়ান এক্সপার্টরা তৈরী করে থাকেন। CFW অর্থাৎ কাষ্টম ফার্মওয়্যার গুলিতে অনেক নতুন নতুন ফিচার ঢুকানো থাকে তাই একবার যদি আপনি CFW ব্যবহার করা শুরু করেন তাহলে কখনোই আর অরিজিনাল ফার্মওয়্যারে ফিরে যেতে চাইবেন না। আর জেনে খুশি হবেন যে কাষ্টম ফার্মওয়্যারগুলি হ্যাক করাই থাকে এবং নোকিয়া প্রদত্ত অরিজিনাল ফার্মওয়্যারের থেকে অনেক অনেক বেশি নিজের মত করে ব্যবহার করা যায়।

যদিও অনেকেই তাদের ফোনে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটলের সাহস পান না। কারণ এই কাজটি অত্যান্ত সহজ হলেও যথেষ্ট সাহসের/প্রচেষ্টার অভাবে অনেকেই সঠিকভাবে করতে পারেন না। আর সঠিকভাবে করতে না পারলে ফোনটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রথম আমিও এই দলেই ছিলাম। আমিও প্রথমে আমার সেটটা ডেড করে ফেলেছিলাম। যদিও আমি সঠিকভাবে সবকিছু করেছিলাম কিন্তু আমার ডাউনলোড করা ফাইলগুলাতে সমস্যা থাকায় হয়নি। পরে অন্য CFW দিয়ে ঠিক করেছি। আজ পর্যন্ত আমি আমার ফোনটাতে ৫ রকমের CFW ব্যবহার করেছি। এবং CFW নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে মোটে ১৫ বারের মত ফ্লাস দিয়েছি। তাই ফোনে CFW ইন্সটল করা নিয়ে এখন আমার কোন ভয় নেই।

সত্যি কথা বলতে ফোনে থিম ইন্সটল করা যেমন সহজ তেমনি ফোনে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করাও সেইরকম সহজ। এই কাজটি করতে মাত্র ১৫ মিনিটের মত সময় লাগে। কিন্তু মনে অবশ্যই সাহস থাকতে হবে। আর কখনো নিরাশ হওয়া চলবে না। একবার না হলে শুধু শতবার না বারবার চেষ্টা করে দেখতে হবে। হবে না কেন?

তবে অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, প্রতিটি সেটের জন্য কাষ্টম ফার্মওয়্যার পাওয়া যায় না। শুধুমাত্র জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কিছু ফোনের জন্য কাষ্টম ফার্মওয়্যার পাওয়া যায়। আজকে আমি শুধুমাত্র Nokia 5228, 5230, 5232, 5233, 5250, 5530 XM, 5800 XM, X6 এর কাষ্টম ফার্মওয়্যার দিব এবং সেগুলি কিভাবে আপনার সেটে ইন্সটল করবেন সেটি সমন্ধে আলোচনা করব। তাহলে...

শুরু করা যাকঃ

শুরুর আগে প্রয়োজনীয় ফাইলগুলি নিচের লিংকগুলি থেকে ডাউনলোড করে নিন-

নোটঃ নোকিয়া পিসি/ওভি সুইট দিয়ে আপনার ফোনটি ব্যাকআপ করে রাখুন। কারণ ফ্রেমওয়ার ইন্সটল করার আগে আপনার ফোনটিকে হার্ড রিসেট করতে হবে তাই আপনার ফোনে সেভ করা নম্বর (সিমে নয়) এবং ম্যাসেজগুলি মুছে যাবে। যদি প্রয়োজন না থাকে তাহলে ব্যাকআপ নাও নিতে পারেন। তবে আপনার ফোনটির ড্রাইভার কম্পিউটারে ইন্সটল করার জন্য আপনাকে অবশ্যই নোকিয়া পিসি সুইট বা অভি সুইট আপনার পিসিতে ইন্সটল করতে হবে। নাহলে JAF সফটওয়্যারটি দিয়ে আপনার ফোন ফ্লাসের সময় এটি আপনার ফোন ডিটেক্ট করতে পারবে না।

কাষ্টম ফার্মওয়্যার ডাউনলোডঃ

নেটে সার্চ দিলে বিভিন্ন রকমের কাষ্টম ফার্মওয়্যার অর্থাৎ CFW পাবেন। এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের যেকোন একটি। তবে আপাতত আপনাকে সার্চ দিতে হবে না। কারণ আজকে আমি আমার পছন্দের একটি CFW এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যেটি বেশ কয়েকজন সিমবিয়ান এক্সপার্টরা একসাথে মিলে তৈরী করেছেন। ফার্মওয়্যারটির নাম DHOGZ। ফার্মওয়্যারটি Nokia C6 এর V40.0.021 এর উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। নিচে ফার্মওয়্যারটি সমন্ধে কিছু তথ্য ও স্কিনশর্ট দিলাম-

- DHOGZ723 All CFW for s60v5 -

Credits:
PNHT, binh24/008Rohit/ Dan-AV/ CODeRUS, NP/ iwalkwithshadow/ NP/ mara-/ Upakul/ DjRaz এবং nyakiz723.

Change logs for c6 v40:
- Ovi map 3.06+
- Qt 4.07(3) + Qt mobility 1.01(3) + Qt webkit 4.07(3)
- Speed improve
- Better Ram manager
- Emoticon input
- Ovi contact removed
- Music player with lyrics update
- Nokia Brower 7.3.1.25 - Extremely fast

Graphical Modifications:
- Nokia N8 like Landscape Menu
- Extended menu mod (For larger icons)
- Default Theme : phantom unique
- The over theme effects are very nice
- N8 Icons used
- N8 Qwerty Mod
- N8 like Tap to unlock.
- Nokia N8 like dailer
- N8 like menu arrangement
- N8 fonts used
- Lockscreen in landscape
- N8 contacts and music widget
- U can choose ur own bootscreens by keeping Startup.gif and shutdown.gif in E:\boot\.
- For startup sound keep ur Startup.mp3 and Shutdown.mp3 in E:\boot\
- New 3D photo browser added in Photo's menu

Bugs Removed:
- "Camera Already in use" bug removed. But this disables the touch buttons. So u'll have to use the hardware buttons.
- C6 lights fixed. (Mod by Mara-)

No Branding:
- Default Profile Name (cha-bii <3)
- Default USB name (C6-00)
- No annoying Splashscreens. Nokia Splashscreens used
- Bluetooth Name : (FeRp0L)

Homescreen:
- Nokia C6 homescreen
- Full customizable widgets
- 3 aditional shortcut bars
- Nokia Notifications Widget Pre-Installed
- MemInfo Widget added In Autoinstaller

AutoInstall Apps:
- BT Switch
- DzMusicKeys
- KillMe
- MemInfo Widget
- Nokia Battery Monitor
- Opera Mini
- ScreenSnap

Mods:
- CPU mod added (Very fast firmware)
- 60 mb of free ram (never down in 40mb in 5250)
- Game Framerates increased.
- Better response rate
- Smoother UI
- New Version Music Player now supports Lyrics too.
- Heap Size Increased
- No lags in menu and messages
- UI polished
- Smooth Kinetic Scrolling
- Installer Server Patched. (No certificate error)
- FOTA removed to gain space in C drive
- Faster startup mod by Shadowninty
- No ram eating apps left in background
- 999 sent messages in message menu
- Restart Button added in the switch off menu
- Nokia C6 user agent added. (Browser recongize as N8)
- Disabled Camera sound. To enable selet a tone other than the first one
- FOTA Removed
- New C6v40 browser. Very smooth and better flash support.
- Menu lags removed.
- Faster KS
- Breathing light off by default
- Theme effects on by default
- Screen rotation enabled by default
- Show call summary
- Default time settings set to digital and 12 hour format
- N8 fonts used.
- Sent messages increased from 20 to 999
- Filemanager shows system file in E
- Conversations added in message menu
- File manager tweaked to send sis files via bluetooth
- Music player reads songs from E:\Music\ only. So ur ringtones will not come in Music player

Apps added:
- Rom patcher added in CFW
- Filebrowser added.
- AutoInstaller added
- Replace Shareonline to Accelswitch

ডাউনলোড-

নিচের মডেলগুলির সাথে আপনার RM মিলিয়ে নিয়ে নিচের ডাউনলোড লিংকগুলি থেকে প্রয়োজনীয় ফাইলগুলি ডাউনলোড করে নিন। আপনার ফোনের RM মডেল চেক করার জন্য ফোনে *#0000# ডায়াল করুন এবং নিচে দেখুন আপনার RM মডেল লেখা আছে।

বিশেষ দ্রষ্টব্যঃ নিচের ফাইলগুলির ডাউনলোড লিংক এ্যাফিলিয়েট ফাইলহোস্ট-এ হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। কারণ এতগুলা বড় সাইজের ফাইল আমার নেটের স্পীড দিয়ে আপলোড করা অসম্ভব। তাই ডাউনলোড লিংকগুলি এই ফোরামটি থেকে কালেকশন করে দিলাম।

FOR 5230 RM-588

ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-588_50.6.002_prd.rofs2.V25 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-588 by DHOGZ
pass: dhogz

v50.6.002 core:
5230v50.6.002 core
---------------

FOR 5230 RM-593

ROFS2 :
5230 RM-593 by DHOGZ
pass: dhogz

v40.8.003 core:
5230v40.8.003 core

----------------

FOR 5230 RM-594

ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-594_50.8.001_prd.rofs2.V16 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-594 by DHOGZ
pass: dhogz

v50.8.001 core:
5230v50.8.001 core

----------------

FOR 5230 RM-629

ROFS2 : [ ডাউনলোড করার পর এক্সট্রাক্টকৃত ফাইলটিকে RM-629_50.8.001_prd.rofs2.V15 নামে Rename (রিনেম) করুন ]
5230 RM-629 by DHOGZ
pass: dhogz

v50.8.001 core:
5230v50.8.001 core
----------------

FOR 523x RM-625
[ 5233/5232/5228 RM-625 V50.1.001 ]

ROFS2 :
523x V50.1.001 by DHOGZ
pass: dhogz

v50.1.001 core:
523x v51.1.001 core

----------------

FOR 5250 RM-684

ROFS2 :
5250 v20.0.004 by DHOGZ
pass: dhogz

v20.0.004 core:
5250v20.0.004 core

----------------

FOR 5530 RM-504

ROFS2 :
5530 v32.0.007 by DHOGZ
pass: dhogz

v32.0.007 core:
5530v32.0.007 core

----------------

For Nokia 5800 RM-356 :
Photon C6-04 Rofs : Click Here
Core v52.0.007: Click Here

--------------------

FOR X6-00 RM-559

ROFS2 :
X6-00 v32.0.002 by DHOGZ
pass: dhogz

v32.0.002 core:
X6-00v32.0.002 core

==============

কাষ্টম ফার্মওয়্যার (CFW) দিয়ে ফোন ফ্লাসিং

ফার্মওয়্যার ইন্সটল অর্থাৎ ফ্লাস দেওয়ার আগে আপনাকে আপনার ফোনটি হার্ডরিসেট করতে হবে-

যেভাবে আপনার ফোন হার্ড রিসেট করবেনঃ

প্রথমে আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে হবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরী কার্ডটি ফরমেট করতে পারেন। আপনি আপনার ফোনটি পিসিতে লাগানোর সময় "Mess Storage" সিলেক্ট করে বা মেমোরী কার্ড রিডারের সাহায্যে পিসিতে মেমোরী কার্ডটি লাগিয়েও এটি করতে পারেন। আর যদি আপনি আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে না চান তাহলে আপনার মেমোরী কার্ডটি থেকে শুধুমাত্র sys, system, resource ও Private ফোল্ডারগুলি মুছে ফেলুন। তবে সবথেকে ভাল হয় যদি আপনি মেমোরী কার্ডটি থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে নিয়ে ফরমেট দিয়ে দেন।

এখন আসা যাক হার্ড রিসেটে। আপনি এটি দুইটি পদ্ধতিতে করতে পারেন-

১ম পদ্ধতিঃ আপনার সেটে *#7370# ডায়াল করুন। এরপর Yes এ ক্লিক করে আপনার ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK তে ক্লিক করুন (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না)। ব্যাস ! এখন আপনার ফোনটি বন্ধ হয়ে পূণরায় চালু হবে ততক্ষণে একটু অপেক্ষা করুন।

২য় পদ্ধতিঃ যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Red বাটন Green বাটন এবং Camra বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

ব্যাস এখন আপনার সেটটির হার্ড রিসেট কমপ্লিট। এখন আশা যাক মূল কাজে অর্থাৎ কাষ্টম ফার্মওয়্যার দিয়ে ফোন ফ্লাসিংয়ে-

ফ্লাসিং-

১। ফার্মওয়্যার ফাইলগুলি ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করতে হবে। এরজন্য আপনাকে একটি এক্সট্রা সফট্ওয়ার যেমন Winrar এর প্রয়োজন হতে পারে। যদি আপনার পিসিতে Winrar না থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন (64 bit ইউজাররা এখানে ক্লিক করুন)। এরপর এক্সট্রাক্টকৃত ফাইলগুলি আপনার RM অনুযায়ী " RM-*** " একটি ফোল্ডারে ফাইলগুলি রাখুন। উদাহরণ হিসেবে আমার নোকিয়া 5530 XM এর RM মডেল 504 হওয়ায় আমি RM-504 নামের একটা ফোল্ডার তৈরী করেছি। এবং তাতে আমার ফাইলগুলি রেখেছি।

২। এবার আপনার তৈরীকৃত " RM-*** " নামের ফোল্ডারটি " C:\Program Files\Nokia\Phoenix\Products " লোকেশনে কপি করুন। ( 64 বিট ইউজাররা " C:\Program Files (x86)\Nokia\phoenix\products " ফোল্ডারে কপি করুন) [আমার ফোনের RM-504 হওয়ার আমি " RM-504 " ফোল্ডারটি কপি করেছি]

নোটঃ C:\Program Files\Nokia\ লোকেশনে গিয়ে আপনাকে ম্যানুয়ালী Phoenix এবং ওর ভেতর আবার Products ফোল্ডারটি তৈরী করে নিতে হবে তারপর সেখানে আপনার RM-*** ফোল্ডারটি কপি করতে হবে।

৩। " Jaf With PKey Emulator " নামের ফাইলটি ডাউনলোডের পর এক্সট্রাক্ট করুন। এরপর "jaf setup.exe" ফাইলটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল শেষে "jaf_nok4models" ফোল্ডারটিতে গিয়ে "jaf_nok4models.ini" ফাইলটি " C:\Program Files\ODEON\JAF " ফোল্ডারটিতে কপি করুন। (যারা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা " C:\Program Files (x86)\ODEON\JAF " ফোল্ডারে কপি করুন)।

এবার আশা যাক মূল কাজে-

৪। আপনি যদি উইনডোজ সেভেন ব্যবহারকারী হন তাহলে এই ধাপটি অনুসরণ করুন। উইনডোজ সেভেন ব্যবহারকারী না হলে ৫ নম্বর ধাপটি দেখুন।

  • ডাউনলোডকৃত J.A.F.With.P-Key.Emulator.By.Saiful ফোল্ডারটিতে যান এবং "jaf pkey emulator.exe" ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে "Properties" এ গিয়ে "Compatibility" ট্যাবটিকে ক্লিক করুন।
  • এরপর নিচের স্কিনশর্টটি অনুসরণ করে Compatibility mode থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করুন।
  • এবং Privilege level এ Run this program as an administrator অপশনটিকে টিক দিন।
  • সবশেষে OK তে ক্লিক করুন।

  • ৫ নম্বর ধাপটি দেখুন।

৫। J.A.F.With.P-Key.Emulator.By.Saiful ফোল্ডারটি থেকে "jaf pkey emulator.exe" এ ডাবল ক্লিক করে রান করুন। এবং নিচের স্কিনশর্টটির মত অপশনগুলি চেক করে নিয়ে GO তে ক্লিক করুন।

৬। একটি ইরোর দেখাবে। ভয়ের কোন কারণ নাই। OK তে ক্লিক করুন।

৭। এখন JAF সফটওয়্যারটি চালু হবে। এরপর BB5 ট্যাবটিতে ক্লিক করুন। এবং নিচের স্কিনশর্টটির মত Manual Flash, Dead USB, Normal Mode এবং Use INI অপশনগুলিতে টিক চিহ্ন দিন। আর " CRT 308 " থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন।

৮। এখন একটি ডায়লক বক্স আসবে। আপনার ফোনের RM দেখে মডেল সিলেক্ট করু OK তে ক্লিক করুন।

১০। সবকিছু ঠিক থাকলে নিচের স্কিনশর্টের মত MCU, PPM, CNT, APE Variant এর নীল বাতিগুলির যেকোন তিনটি অথবা চারটিই জ্বলে উঠবে। আমার ফোনের ক্ষেত্রে তিনটি জ্বলেছে

উপরের স্কিনশর্টটির মার্ক করা জায়গাগুলি লক্ষ্য করুন। আপনার ফ্লাস ফাইলগুলি উপরের মত পেয়েছে কিনা চেক করে নিন।

এখন আপনার ফোনটি বন্ধ করুন এবং USB ক্যাবলের সাহায্যে কম্পিউটারে সংযুক্ত করুন।

নোটঃ আপনার কম্পিউটার থেকে Nokia PC/OVI Suite বন্ধ (Exit) করে দিন। আপনার স্টাটাস বারের ডানদিক থেকে নোকিয়া পিসি/ওভি সুইট এর আইকোনটিতে রাইট বাটন ক্লিক করে Exit করে দিন।

১১। সবশেষে JAF থেকে Flash বাটনে ক্লিক করুন। একটা ওয়ার্নিং মেসেজ দিবে Yes করুন।

এরপর আপনার ফোনের পাওয়ার বাটনটি ১ সেকেন্টের জন্য চেপে ধরে ছেড়ে দিন। শুধুমাত্র ১ সেকেন্ট; এর থেকে বেশি যেন না হয়। নাহলে আপনার ফোনটি চালু হয়ে যাবে।

নোটঃ প্রথম প্রথম ইরোর ম্যাসেজ পেতে পারেন। যেমনঃ Phone Not Found... বা Error reading phone init data… এইরকম কোন ইরোর পেলে ১১ নম্বর ধাপটি পূণরায় সম্পন্ন করুন।

১২। JAF আপনার ফোন ডিটেক্ট করতে পারলেই ফোন ফ্লাসিং শুরু হয়ে যাবে। কিছুক্ষন অপেক্ষা করুন। ফ্লাসিং শেষ হলে আপনার ফোন অটোমেটিক চালু হয়ে যাবে।

ব্যাস এখন ইচ্ছামত সাইনড আনসাইনড যত্ত প্রকার সফটওয়ার আছে সব আপনার ফোনে সাপোর্ট নিবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

ফ্লাসিং এ বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন প্রকার ইরোর ম্যাসেজের সম্মুক্ষিণ হতে পারেন। তবে এরজন্য একদম মন খারাপ করা চলবে না। পূণরায় চেষ্টা করে দেখতে হবে। আমি নিচে কয়েকটি ইরোর ম্যাসেজ সহ এগুলার সমাধান দিলাম। আমি নিজেও এই ইরোরগুলির সম্মুক্ষিণ হয়েছিলাম।

  • CMD 17 Block - এইরকম কোন ম্যাসেজ দিয়ে ফ্লাসিং বন্ধ হয়ে গেলে আপনার ডেটা ক্যাবলের পোর্টটি অন্য একটি পোর্টে লাগান। সবচেয়ে ভাল হয় যদি আপনি আপনার ডেটা ক্যাবলটি পিসির পিছনের USB পোর্টগুলিতে লাগান।
  • Pooling Phone... - এইরকম কোন ম্যাসেজ দিয়ে ফ্লাসিং বন্ধ হয়ে গেলে বুঝতে হবে আপনার ফ্লাসিং ফাইলগুলিতে কোন সমস্যা আছে। অন্য ফ্লাসিং ফাইল ডাউনলোড করে পূণরায় ফ্লাস দেওয়ার চেষ্টা করুন। এখানে আরও একটি ফার্মওয়্যার পাবেন। এটিও দারুন একটি ফার্মওয়্যার।
  • Phone failed to boot in flash mode CMT… - আপনার ফোনের হার্ডওয়্যার প্রব্লেম থাকতে পারে। অন্য ফার্মওয়্যার দিয়েও ফ্লাস দেওয়ার চেষ্টা করতে পারেন।

--------------------------------------------------------

আমি টিউনটি সহজভাবে বুঝিয়ে লিখতে চেষ্টা করেছি। আশা করি সফল হবেন। আর মন্তব্য করতে ভূলবেন না যেন ! 😛

--------------------------------------------------------

এই টিউনে আমি শুধুমাত্র হাতে গোনা কয়েকটা সেটে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটলের পদ্ধতি নিয়ে লিখেছি।

সকল প্রকার সিমবিয়ান সেট হ্যাকিং নিয়ে খুব শিঘ্রই আমার পরবর্তী টিউন আসতেছে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শততম টিউনে আমার ফুলেল শুভেচ্ছা! 🙂 … টেকটিউনসের একজন মেধাবী টিউনার হিসাবে দেশ ও জাতীর প্রতি অবদানের জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। 🙂 …

    @নেট মাস্টার: অনেক ধন্যবাদ তানজিল ভাইয়া 🙂

      Level 0

      @সাইফুল ইসলাম: ভাই আপনি ত অনেক কিছু জানেন আমাকে বলেন আমার টিউনটা কিভাবে প্রথম পাতায় আনব? আমি নতুন টিউনার একটি মাত্র টিউন করলাম যেটা খুজে পাওয়া মুশকিল কোন পেইজে আছে।

শততম টিউনের জন্য শুভেচ্ছা……দারুন টিউন । মজার ব্যাপার কি, তোমার আর আমার নাম একই ! আমার সেট N96 , এটাতে কি কাস্টম ফার্মওয়্যার করা যাবে? তোমার ইমেইল এড্রেসটা দাও ভাই।

    @সাইফ: হুম ঠিক বলেছেন। আমার জানামতে N96 ডেড USB ফ্লাসিং সাপোর্ট করেনা। তাই আপনি আমার টিউনের পদ্ধতিতে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করতে পারবেন না। তবে আপনার সেটে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করা যাবে এর জন্য JAF BOX এর প্রয়োজন হতে পারে।

অভিনন্দন। আপনি একটা এন্ড্রয়েড নেন। তাহলে আমার অনেক উপকার হবে।

আপনার টিউনটি খুবই ভাল লাগলো, কিন্তু আমার মন খারাপ 🙁 কারন আমার নোকিয়া n73 এর জন্য আপনি কোন ভাল খবর দিলেন না……….অপেক্ষায় রইলাম, ভাল থাকবেন, আরো ভাল টিউন উপহার দিবেন।

    @রাসকিন: ধন্যবাদ ভাই । সামনের টিউনগুলাতে চেষ্টা করব 🙂

    @রাসকিন:
    এর ৭৩ এর জন্য সিমবিয়ান জোনস সিরিজ পড়ুন। সবকিছুই পাবেন ওখানে, কাস্টম ফার্মওয়্যার ইন্সটলের দরকার পড়বেনা।

ওহ্, আপনাকে তো শততম টিউনের শুভেচ্ছাই দেয়া হলো না, এখন শততম টিউনের শুভেচ্ছ নিন….. 🙂 🙂

সাইফুল অনেক অনেক অনেক এক কথায় অসংখ্য শুভ কামনা শততম টিউনে। আর এই টিউনের মাধ্যমে টিকটিউন্স’এর ১৫ তম ব্যক্তিগত শততম টিউনার হলা তুমি… তবে তোমার লেখনি হাত খুবি ভালো যা অকপটে স্বীকার করতে কোন দ্বিধা নাই আমার। আসলে টিটি তোমাদের মত টিউনার পেয়ে গর্বিত। চালিয়ে যাও নিজ ব্রেইন সমৃদ্ধ আঙ্গুলের ছোঁয়া।

আমার সিম্বিয়ান নাই তাই টিউন নিয়ে কিছু বলতে পারলাম না। তবে ভবিষ্যতে যদি নেই তবে কাজে লাগতে পারে তাই প্রিয়তে নিলাম। 🙂

সাইফুল ভাই শততম টিউনের শুভেচ্ছা। আপনার লেখা সবসময় অনেক সুন্দর, সাজানো-গোছানো হয়ে থাকে। ভাইয়া Nokia 5800 core ফাইলের Filesonic link টা তে ফাইল ডিলিট হয়ে গিয়েছে। আশা করি লিঙ্কটা ঠিক করে দিবেন।

-ধন্যবাদ

Level 0

শততম টিউনের জন্য শুভেচ্ছা। এরকম একটি টিউন এর জন্য অনেক ধন্যবাদ। আশাকরি খুব শিঘ্রই বাকি স্যম্ব্রিয়ান সেট গুলার হ্যাকিং নিয়ে টিউন করবেন।(বিশেষ করে nokia C5-03 এর জন্য।)

vai apnare onek dhonno bad. kintu ami c5 use kori. tai joto tara tari paren amaser jonno 1 ta post koren

Level New

শততম টিউনের জন্য শুভেচ্ছা

ভাই অনেক ধন্নবাদ। নোকিয়া ৫৮০০ সেতে Android ব্যাবহার করার কনো সিস্তেম আসে নাকি?

শুভেচ্ছা ও অভিনন্দন তোমায় এঞ্জেল বয়! কিন্তু সবাই তো শততম টিউনে টেকটিউনসের সাথে নিজের অনুভূতির কথা বলে তুমি বাদ দিলে কেন? ধন্যবাদ তোমাকে।

    @মেহেদী হাসান: আমি সবার থেকে আলাদা; তাই সবার মত শততম টিউনে টেকটিউনস সমন্ধে আমার অনুভূতি প্রকাশ করলাম না।
    আমি সেইদিনই আমার অনুভূতি প্রকাশ করব যেদিন আমি টেকটিউনস এর ১ নম্বর টপটিউনার হব। তার আগে নয়।

    অসংখ্য ধন্যবাদ আমাকে অভিনন্দন জানানোর জন্য। 🙂

sodu Phoenix Softwer dia farware update korar kono bebasta thakle bolen plz. Ata okek Jatil.

অবশেষে সেঞ্চুরীটা করেই নিলা… একরাশ গোলাপের শুভেচ্ছা রইলো দোস্ত তোমার জন্যে… টিউন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ হয়েছে, নিজের ব্যক্তিগত কিছু কথা লিখবে আশা করেছিলাম.. না পেয়ে হতাশ হয়নি, কিন্তু যারা তোমার সম্বন্ধে অনেক কিছুই জানেনা তাদের জানানো উচিত, সময় হলে টিউন আপডেট করে নিজের সম্বন্ধে কিছু লিখে দিও দোস্ত…

    @ডিজে আরিফ: হুম দোস্ত “অবশেষে সেঞ্চুরীটা করেই নিলাম” 😛 । তোমার একরাশ গোলাপের শুভেচ্ছা ধন্যবাদের সহিত গ্রহণ করলাম 🙂
    নিজের ব্যক্তিগত কিছু লেখা লিখবার এখনও সময় হয়নি। সময় হলে অবশ্যই লিখব।

    “আমার এই টিউন সমাজের এক’শ তম
    স্বভাবের এক’শ নয়”

Level 0

Firmware download korar jonno site address jana thakle den vai…amr E65 ar firmware dorkar….century marar jonno suveccha thaklo :p

100 টিউনের জন্য শুভেচ্ছা 😛

Level 0

vai apnar tune er jonno onek dhonnobad .s60v3 (symbian os 9.3) phone jemon N85 ,N86 ,N96 etc ei handset gulor latest official firmware upgrade korar por r helloox kingba onno kono app diye hack kora jay na . so ei handset gulor jonno CFW thakle please ekta solution deben .
thanx.

শততম টিউনের শুভেচ্ছা…….রইল।

১০০তম টিউনের শুভেচ্চা । আপনার বেশি টিউন সিম্বিয়ান কিন্তু আমার মোবাইল জাভা তাই কাজে লাগাতে পারিনা । পড়ে কাজে লাগবে ।

apnake oneak dhonnobad vaia.apnar 100 tomo tune ar jonno suvescha.vaia amar nokia 6120 classic ar jonno ki kisu pawowa jabe?

Level 0

অনেক অনেক শুভেচ্ছা 🙂 শততম টিউন…শততম মিষ্টি পাওনা রইলাম 🙂 আর এটা আমি ব্যবহার করেছিলাম তবে কাষ্টম ফার্মওয়ার ব্যবহার করিনি…ভালই ধন্যবাদ আপনাকে 🙂

হুম অনেক ভাল মানের টিউন। ধন্যবাদ। হয়ত একদিন ট্রাই করব।

সোনার হরিণ দেখাইলেন, কিন্তু এটা আমার সোনার হরিণ (N73) এ হবেনা জেনে বহুত দুঃখ লাগছে!

Level 0

ami ai file ta already download kore felechi … e65_RM-208_v4.0633.74.00_AR.exe…apni jeta bollen ar ata to may b same firmware…am i right??

Level New

অসাধারণ ১টা পোস্ট । আমার মোবাইল নকিয়া C5-03 । আমাকে একটু সাহায্য করুন প্লিজ ।

প্রথমেই ১০০তম টিউনের শুভেচ্ছা ।টিউনটাও জটিল হইছে
কিন্তু ভাইয়া আপনি 5250 এর কথা বললেও এর Firmware এর লিঙ্ক টা দেননি।এটার Rm-684.
Help..

    @Ochena Rahul: আতি অত্যান্ত দুঃখিত ভাইয়া। এখন যোগ করে দিয়েছি। ব্যাপারটি জানানোর জন্য ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

Level New

অনেক অনেক ধন্যবাদ ভাই……… আচ্ছা ফ্ল্যাশ দেয়ার সময় কি সেট ডেড হওয়ার সম্ভাবনা থাকে। আমার সেট 5800 xm T Mobile, RM-356. এটাতে কি আপনার পদ্ধতিতে কাজ হবে ভাই? Custom Firmware ছাড়া কি Update firmware ফ্রীতে পাওয়া যায়? Update firmware দিয়ে কি আপনার পদ্ধতিতে কাজ হবে?

    @riponku: ঠিকভাবে ফ্লাস না করতে পারলে ডেড হয়ে যাবে। তবে চিন্তা করবেন না কারণ আবার আপনি ঠিকভাবে চেষ্টা করলে ঠিক হয়ে যাবে। 🙂
    আপডেট ফার্মওয়্যার আপনি http://www.blue-nokia.com থেকে ফ্রিতে নামাতে পারেন।

চমৎকার পোস্ট , nokia N 95 এর জন্য কিছু থাকলে দিয়েন

Level 0

চমৎকার পোস্ট nokia e75 এর জন্য থাকলে দিয়েন

onek onek dhonnobad SAIFUL VAI…apnak ami e 1st CFW nd TRANSFORMe r bepare jante cheyeclam facebook…aaj apni ta tune kore dekhalen….tao abar century tune!!!! awesome BROTHER……jai hok dukkher bepar holo esob list e amar HANDSET ti nai 🙁 amr SEt hlo NOKIA N86 8MP RM-484 sV60 ( symbian v. 9.3) PLEASSSS vai kichu akta koren……..EAGARLY waiting 4 ur next tune…..valo thkben..

RRR haa Please screen shot gulo kindly in dtails diben……..i’lll definately do that to my phone but till ur reply i cant 🙁 ohhh! ei link ta ektu check kore dekhen….http://blog.toaninfo.com/2011/09/hack-symbian-phones-without-key-and.html

    @saif khan sohan: অবশ্যই ডিটেলস থাকবে।
    আর আপনার দেওয়া লিংকটির পদ্ধতিটি দেখলাম এটি নিয়েও টিউন করব ইনশাআল্লাহ 🙂

Photon C6-04 Rofs : aei linkta kaz kore na? 5800,
Photon C6-04 Rofs : Click Here and Core v52.0.007: Click Here konta download korbo?

    @রুহুল আমিন: দুইটা লিংকই তো কাজ করতেছে ভাইয়া। আপনি পূণরায় চেক করুন।
    আর অবশ্যই দুইটা ফাইলই ডাউনলোড করবেন এরপর ডাউনলোডকৃত ফাইলগুলি এক্সট্রাক্ট করে আপনার RM-*** অনুযায়ী ফোল্ডার করে রাখবেন। ধন্যবাদ।

ভাই নকিয়া – ই-৫ এর বর্তমান 071.003 ভার্সনে অনেক বাগ। তাই, কাষ্টম ভাবে কিভাবে আপডেট করতে পারি , তা জানাণে ভাল হয়।

    @matrixboy87: আপনি এই পদ্ধতিতেই কাষ্টম ফার্মওয়্যার আপনার ফোনে ইন্সটল করতে পারেন। তবে E5 এর জন্য কাষ্টম ফার্মওয়্যার আপনাকে গুগল থেকে খুজে নিতে হবে।

অভিনন্দন।আমরা সবাই আপনাকে টিটির ১ নাম্বার টিউনার হিসেবে দেখতে চাই।

অসাধারন টিউন, আমারটা c-6-01… কিভাবে করবো ?

    @স্পর্শবিন্দু: এই পদ্ধতিতেই করতে পারবেন তবে আপনার জন্য কাষ্টম ফার্মওয়্যার খুজে পেলাম না। আপনি খুজে দেখতে পারেন।
    অথবা আমার পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করুন।

শততম টিউনের জন্য শুভেচ্ছা রইল। আশা করি আজীবন techtunes এর পাশে থাকবেন। তাহলেই আমরা ধন্য।

    @নষ্ট মানব: আপনার শুভেচ্ছা ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। আর অবশ্যই টেকটিউনস যতদিন বেচে আছে ততদিন আমিও পাশেই থাকব।

Level 0

ভাই, Nokia 5130 XpressMusic RM-495 কোন কাস্টম ফার্মওয়্যারটি থাকলে লিংক দিন।

মগ

boss need CFW for N85……..thanx 4 nice tune…….

100tnx

১০০ তম টিউনের জন্য শুভেচ্ছা। আমার ই৬৬, পরের টিউনের জন্য অপেক্ষায় রইলাম।

Level 0

vai nokia 5630 xpress music RM-431 ar jonno CFW chai boss…………..link den plzzzzzzzzz

সেঞ্চুরীতে চমৎকার একটি কাজ দেখালেন সত্যি! আসলেই বিষয়টি দেখতে একটু জটিল মনে হলেও, প্রেকটিক্যালী করতে গেলে হয়তো অনেক সহজ হবে। Custom Firmware সম্পর্কে অনেকটা স্পস্ট ধারণা পেলাম আপনার টিউনটি থেকে, এবার হয়তো আর ভয় থাকবে না। তবে এগিয়ে যান………….. শুভ কামনা রইল আপনার জন্য।

১০০ তম টিউনের জন্য জানাই ভার্চুয়াল ফুলেল শুভেচ্ছা। আশা করি ভবিষ্যতে এর ১০ গুনিতক টিউন আমাদের এভাবেই উপহার দিয়ে যাবে। তোমার জন্য শুভ কামনা রইলো।

Level 0

টেকটিউনসে আরেকটি সেঞ্চুরিয়ান পেলাম। আশা করি তুমি সাঈদ আনোয়ার, শচীনকেও ছাড়িয়ে নতুন টেকটিউনস রেকর্ড করবে।

শততম টিউনের জন্য শুভেচ্ছা।
আপনার টিউনগুলো খুব শীঘ্রই পড়া শুরু করবো। কারনতো জানেনই 😉 😛 😛

Saiful, Thanks for your Nice Tunes,

শততম টিউনের জন্য শুভেচ্ছা রইল।আমরা সবাই আপনাকে টিটির ১ নাম্বার টিউনার হিসেবে দেখতে চাই।

সাইফুল ভাই এই অভাগারটা আগে দেখিয়েন। আর সহ্য হয়না। নোকিয়া 6120 ক্ল্যাসিক মনে আছে তো।

n82 er cfw ase?

C drive e free koto mb pabo?? r amar 5800 soft version 31.0.101,RM-356.ami ki etate ei firmware dite parbo??r Jaf install kresi pc te..but open hosse na??

    @Ahmed_ronok: C ড্রাইভে ৮০ মেগাবাইটের মত ফ্রি পাবেন। আপনি অবশ্যই এটাতে এই ফার্মওয়্যার দিতে পারবেন 🙂 JAF অবশ্যই ইন্সটল হবে পূণরায় ভাল করে ট্রাই করুন।

      Level 0

      @সাইফুল ইসলাম: ami windows 7 use kori. ato din avro key board 4.5.3 use kortam , kal 5.1.0 use korar por theke bangla banan gulo ultopalta dekacche ami otake uninstall kore abar purono ta lagalam kintu kono kaj holo na. ki korbo janale upokrito hobo.

      @jiko: আপনি আপনার কম্পিউটারের C ড্রাইভে গিয়ে Vrinda এবং Vrindab দুইট ফন্ট পাবেন। ফন্টগুলি আপনি C:\WINDOWS\Fonts ফোল্ডারে Move বা Copy করে দিন। এরপর আপনার কম্পিউটারটি রিষ্টাট করুন। আশা করি ঠিক হয়ে যাবে।

      সমস্যা হলে জানাবেন।

      ধন্যবাদ।

      Level 0

      @সাইফুল ইসলাম: kaj hoeche vaia. thanks ror help.

ami jodi onno akta cfw dite chai tahole ki oitar only core ta dorkar??

    @Ahmed_ronok: যদি অন্য কোন CFW দিতে চান তাহলে ওই CFW এর শুধুমাত্র ROFS2 টা লাগবে। আর আমার টিউন থেকে Core টা ডাউনলোড করলেই চলবে। কারণ আমার টিউনে দেওয়া Core ফাইলগুলি সকল প্রকার ROFS2 সাপোর্ট করে।

      Level 0

      @সাইফুল ইসলাম: @সাইফুল ইসলাম: saiful vaia r ekta bepar jante chai, ami SITI cable er internet use kori 1MB/S speed dey 2MB/PS takar jonno vori na pray 2600 taka mase lage tai. ami DAP ba IDM theke jokhon kichu download kori 140KB/S e download hoy rat 11 tar por theke sokal 7 ta obdhi motamuti 250KB/S speed e download hoy(rat 11-sokal 7 ta double speed dey). ami DAP ebong IDM dutoi free version use kori, full version use korle ki ertheke onek ta besi speed pabo?
      R realince net connect bolche 28MB/s speed debe eta ki somvob jodi ba somvob hoy download speed minimum koto hobe?(amar modem er upor vorsa nei r age kono din use korini tai jante chaichi)
      valo thakben r ager avro r problem tar sollution kore debar jonno abar ………thanks………..

      @jiko: আপনার SITI লাইন থেকে আপনাকে 1Mb/ps অর্থাৎ 1 Megabit per second স্পীড দেয়। আর 1MB/ps মানে হল 1 Megabyte per second । সে হিসেবে আপনার ডাউনলোড স্পীড ঠিকই আছে।

      যেমন আমি সিটিসেল 150Kbps (Kilobits) এর লাইন ব্যবহার করি তাই ডাউনলোড স্পীড মাত্র 15KBps (Kilobyte) এর মত পাই।

      আশা করি বুঝতে পেরেছেন। 🙂

      Level 0

      @সাইফুল ইসলাম: saiful da amar prosno tar apni full answer dlilen na 1.ami DAP ebong IDM dutoi free version use kori, full version use korle ki ertheke onek ta besi speed pabo?

      2.R realince net connect bolche 28MB/s speed debe eta ki somvob jodi ba somvob hoy download speed minimum koto hobe?(amar modem er upor vorsa nei r age kono din use korini tai jante chaichi) 28 mbps dite parbe ki?

      @jiko: DAP এর ফুল ভার্সনে বেশি স্পীড পাবেন। আপনি IDM ব্যবহার করুন। এটিতে ফুল স্পীড পাবেন। ফুল ভার্সটি https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/90563/ এখানে পাবেন।

      আর 28 Megabit এ কত স্পিড হবে এইটা হিসেব করে বের করে ফেলুন নিচের Datarate Conversion Table টি দেখে http://testmy.net/tools/conversion_table.php

Level 0

saiful vai apnke j ki bole dhonnobad dibo ta amar jana nai. ami jodi ager firmwear a fire jete chai
tahole ki korbo.

    @Tanvir07: করতে পেরেছেন জেনে ভাল লাগল। আপনি যদি আগের ফার্মওয়্যারে ফিরে যেতে চান তাহলে নকিয়ার অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করে টিউনের পদ্ধতিতে ফ্লাস দিলেই হবে :)।

    আর হ্যা কাষ্টম ফার্মওয়্যারটির ডিফল্ট Effect টি বন্ধ করলে আপনার সেটটিতে আরও বেশি স্পীড পাবেন। এর জন্য Themes >Options>theme effects> off করে দিন। 🙂

Level 2

শততম টিউনের জন্য শুভেচ্ছা। আপনার সবগুলো টিউন খুব সুন্দর হইছে।

Level 0

Saiful vai, congratulation for your 100 tune. Very nice. i hv c7-00.plz help…

Still waiting bro…..

@সাইফুল ইসলাম: Yap ,i did it…but jerokom menu button show korsilen scrshot e ..tamonta asheni..ashse n8 er moto.dats not a prob..bt kicu soft install hosse but open hosse na..like Neoreader(its a BARCODE reader)..r settings e dhute onk tum nisse ..lyk 3-4 seconds…what shud i do???

    @Ahmed_ronok: আপনি Themes >Options>theme effects> off করে দিন। তাহলে এমনটি হবে না। 🙂
    আর Neoreader এপ্লিকেশনটি আপনার মোবাইলের ব্রাউজার থেকে get.neoreader.com গিয়ে ডাউনলোড করে ইন্সটল করে দেখুন। আশা করি কাজ করবেন 🙂
    ধন্যবাদ।

Level 0

e71 er cfw ase??

Level 0

bhai please…. nokia ar original firmware ar download link ta den

saiful vai Battery’r charge to beshi thakena…:(

vaia amar nokia n82 rm 313 er jonne kisu nai keno :'(

তোমার শততম টিউনের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।
তোমার জন্য রইল আমার অন্তর থেকে দোয়া,আশা ও বিশ্বাস তোমার আগামির পথচলা হবে সুন্দর ও সাবলিল এবং তোমার সুন্দর সুন্দর টিউন দিয়ে টেকটিউন্সকে আরো সমৃদ্ধ করবে এই প্রত্যাশাই তোমার প্রতি,ধন্যবাদ তোমাকে।

Level 0

apni asolei bossssssssssssssssssssss….

Level 0

শততম টিউনের শুভেচ্ছা রইল……।

Level 0

সাইফুল ভাই,আপনার দেয়া উল্লেখিত সাইট থেকে আমি core file টি ডাউনলোড করতে পারছি না।লিঙ্কটি পরিবর্তন আশা করছি।

    @রনি: সাময়িক ভাবে আপনার কমপিউটার থেকে Internet Download Manager টি আনইন্সটল করে দিন। তারপর ডাউনলোড করার চেষ্টা করুন। আশা করি সফল হবেন।

Level 0

হুম।আমিও তাই ভাবছিলাম।চেস্টা করে দেখি।

Level 0

ভাইরে কত্ত যে খুশি লাগতাচে কি আর কমু পুরায় পাংখা।আপ্নের জন্য আমার তরফ থাইকা আসংখ ধইনা পাতা…………………………।।

Level 0

আবার জিগায়।দেখা হয়ে গেলে মিস হোবে না।থাঙ্কস।

সিম্বিয়ান সেটের কথা কইছ দেখে টিউনে আর ঢুকি নাই। কিন্তু এইটা দেখি শততম টিউন। তাই দেরিতে হইলেও শুভেচ্ছা জানাতে চলে এলাম। একরাশ আইচক্রিমের শুভেচ্ছা। 😛

Level 0

assalamualaikum vai, amar set nokia 5233,RM-625, v40.1.003 . amar set ta 4 bar customer care a deyar por o ok hoi ni, bar bar restart (screen black hoye) / off hoi. CFW install diile ki thiiik hobe?
1 bochor theke problem korche, please please janabe.

    @sanjid19: আমিতো সঠিক বলতে পারছি না। তবে আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আশা করি সফল হবেন 🙂

battery back up valo thake amon akta CFW’r nam bolen jetate motamuti shob shubidha pabo..@Saiful vai

Level 0

vai apnar NOKIA PHONER FLASHING SOFTWARE tune ta pacchhi na. link ta den.

Level 0

vai apnar NOKIA PHONER FLASHING SOFTWARE tune ta pacchhi na. link ta den please.

Saiful vai j link te disen..oitar kisu bujhtasina…RM-356 er kotha to kisu lekha nai!!!!!

Level 0

amar error astache erokom……………..Error booting phone…

saiful vai….koi gelen?????reply nai…

Level 0

“Error reading phone init data…” ata astase….ami to kono vabei amr phn a firmware hack o korte partasi na flash o dite partasi na….ami to may b techtunes a dea sob gula tunes e follow korlam :(….amr firmware akbar hack korte parsilam thn akdin mob ta nokia’r software updater die update korislam kisu din age…tarpor theke r firmware hack korte partasi na….

    @REGAN: techtunes.io/mobileo/tune-id/78252/ টিউনটি দেখে হ্যাক করার চেষ্টা করে দেখতে পারেন।

oita to agei korsi

reply painai… 🙁

    @Ahmed_ronok: আপনি কি করবেন?
    হ্যাক করবেন নাকি কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করবে? কোনটা।
    নরমালি হ্যাক হলে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করার দরকার নেই। কাষ্টম ফার্মওয়্যাগুলাতে চার্জ একটু কম থাকবেই।

1.ami PHOTON c6-05 firmware ta khujsilam..bt link tay giye paini.
2.new CFW install korte 2ta file lagbe.is it ryt?? akta core file mane base file.arekta holo rofs2.
now RM-356 er to onek core file ase..ogulor shathe ki any rofs2 cholbe???

    @Ahmed_ronok: ১। PHOTON c6-05 firmware বর্তমানে শুধুমাত্র নোকিয়া ৫৫৩০ এবং নোকিয়া ৫২৩০ এর জন্য রিলিজ পেয়েছে। তাই আপনার সেট অন্য মডেলের হলে আপনি Photon C6-05 ব্যবহার করতে পারবেন না। তবে Photon C6-04 ব্যবহার করতে পারবেন।
    Photon 5 পাবেন http://forum.smartphonegeeks.in/index.php?topic=7 এখানে।
    Photon 4 পাবেন http://forum.smartphonegeeks.in/index.php?topic=7.msg52064#msg52064 এখানে।

    ২। Photon C6-05 টাতে কোন Core ফাইল দেয়া নেই সেহেতু বোঝা যাচ্ছে C6-04 এর কোরটাই এতে খাটবে।
    আপনি আমার টিউন থেকেও আপনার মডেলের কোরগুলি ব্যবহার করতে পারেন। আমার দেওয়া কোরগুলি যেকোন ROFS2 সাপোর্ট করে।

    আশা করি বোঝাতে পেরেছি।

সাইফুল ভাই আমারে একটু হেল্পান।
N70 music edition মোবাইল এ কি এইভাবে flash দিতে পারব?
উত্তর হ্যাঁ হলে আরেকটা কথা। ভাই অনেক চেষ্টা করলাম কিন্তু এইখানে যাইয়া আটকে আছি।
PRESS POWER ON NOW!
Searching for phone…Not found!!!

    @marufbillah: জ্বি ভাই এই পদ্ধতিতে ফ্লাস দেওয়া যাবে। কিন্তু আপনার জন্য কোন কাষ্টম ফার্মওয়্যার নেই। তবে আপনি অরিজিনাল ফার্মওয়্যার ব্যবহার করে ফ্লাস দিতে পারেন।
    আপনি কম্পিউটার রিষ্টাট করে পূণরায় ট্রাই করুন।

সরি বলতে ভুলে গেছি। পাওয়ার বাটন 1 সেকেন্ড ধরে রাখলেই দেখি মোবাইল অন হয়ে যায়। তাই যতক্ষন অন না হয় ততক্ষন চেপে অনেকবার ট্রাই করলাম কিন্তু কিছুতেই দেহি কাম হয় না মানে মোবাইল পায় না ফ্লাস ও হয় না।
প্লিজ ভাই আমারে একটু হেল্পান।

    @marufbillah: ১। অন্য একটি USB পোর্ট থেকে ট্রাই করুন।
    ২। ক্যাবলের সমস্যা আছে কিনা চেক করে দেখুন।
    ৩। আপনি পাওয়ার বাটনটি এক সেকেন্ট এরও সময় ধরে রাখুন। মানে টিপে দিয়ে সাথে সাথে ছেড়ে দিন্

    আশা করি সফল হবেন।

– Custom Boot/Shutdown animation locations –
E:\Boot\
Startup.gif
Startup.mp3
Startup2.gif
Startup2.mp3
Shutdown.gif
Shutdown.mp3

ami manually kore dekhlam ..kaj kore na..whats da prb??could u tell me plz??

    @Ahmed_ronok: অবশ্যই হবে ভাইয়া। নিশ্চই আপনার দেয়া এনিমেশনগুলি আপনার ফোনের ডিসপ্লের সমান নয়। অথবা আপনি এনিমেশনের নামগুলি চেন্স করে দেননি।

    আপনি https://www.techtunes.io/mobileo/tune-id/43936/ টিউনটিও দেখতে পারেন।

    পূণরায় চেষ্টা করুন আশা করি সফল হবেন।

ভাই আমার সেট এর মডেল 5230 এবং RM-588 কিন্তু Flash বাটনে ক্লিককরার পর Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using usî012.005
Elf2flash 09.11.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
.Error booting phone… দেখাচ্ছে এখন আমি কি করব ,আর আমার সেটটা মাঝে মাঝে আটোমেটিক রি-স্টাট নেয় এর জন্য কোন সফটওয়ার দেয়া নেই। সমাধান জানালে খুবই উপকৃত হইব।আর এত সুন্দর ও বড় টিউন এর জন্য ধন্যবাদ

    @আরিফিন সরকার (মামুন): আপনার ফোনের হার্ডওয়্যার জনিত কোন সমস্যা থাকলে এভাবে ফ্লাস নাও নিতে পারে। আপনি নোকিয়া কেয়ার বা সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন।

kaj kore na..ami try korlam..Xplre diye “c” te boot fplder create kore animation tar nam “startup.gif” likhe paste korlam…bt kaj kore na..onno ak jaygay dekhlam E te korte bolse..!!!!!!!

Level 0

ager haking system tate ami succes hoyesilam.bt amake abar hack korte hobe coz ami set format korsi.ai system ta khubi jotil,ager quqrtanine system ta hole valo hoto.apni ki bolen????

    @imtiyaj: আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়েই হ্যাক করেন।
    তবে এই পদ্ধতিটি শুধুমাত্র হ্যাক করতে চাইলে প্রয়োগ না করাই শ্রেয়। কারণ এতে হ্যাক ছাড়াও অনেক কিছু মোডিফাই করা থাকে।

Level 0

ধন্যবাদ ভাই। আপনার কথা মতো কাজ করে CFW টি install করলাম। কিন্তু মাঝে মাঝে মোবাইল slow হয়ে যায়। আবার কিছুক্কন পরে ঠিক হয়ে যায়। ভাই কিভাবে এই problem solve করব। Thnkxxxx…….

Level 0

আমার মোবাইল nokia 5800 xp rm-356

Level 0

Saiful Vail “jaf pkey emulator.exe” run korche na show korche Can’t load WinSCard.dll.

Ami apnar dekhano moto korechi. Ami Windows 7 Use kori….

Level 0

Saiful Vail “jaf pkey emulator.exe” run korche na show korche Can’t load WinSCard.dll.

shompurno kajti ki data cable dia kora jabe.
Ami apnar dekhano moto korechi. Ami Windows 7 Use kori….

    @amiaminul: নিশ্চই আপনার কোথাও ভূল হচ্ছে। ভালভাবে ট্রাই করুন।

    আর হ্যা, সম্পূর্ণ কাজটিই ডেটা ক্যাবল দিয়ে করা যাবে 🙂 ।

Level 0

Vai hoito amar kothao bol chilo. Thik moto kaj korar por kaj korche. apnake donnobad.

Arekta bishoy ami jodi nokia ashole software ta restore korte chai kibabe korbo.. janale khushi hobo.

    @amiaminul: আপনি যদি নোকিয়ার অরিজিনাল ফার্মওয়্যারে ফিরে আসতে চান তাহলে নেট থেকে অরিজিনাল ফার্মওয়্যার এর ফ্লাস ফাইলগুলি ডাউনলোড করে উপরের পদ্ধতিতে ইন্সটল করুন।

Level 0

amar mobile Nokia x6 RM-559 er original farmware software er download link address ta dile opokito hobo………….

Level 0

সাইফুল ভাইয়া অনেক সমস্যায় আছি, আমি আমার nokia 5230 rm-588 v4.0.003 cfw পাচ্ছি না , আমি আপনার টিউন অনুযায়ী সেট flash দিয়েছি, আমি অনেক cfw use করেছি কিন্তু mobile on হয় না। বর্তমান আমার সেটটি dead অবস্থায় আছে, কি করব কিচ্ছুই বুঝতে পারতেছি না

Level 0

অরিজিনাল ফার্মওয়্যার দিয়ে করলাম কিচ্ছু হলনা

JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.45.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\\

Searching for default location of ini…
Checking path: \Products\\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\\
No ini files found…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.core.C00
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.rofs2.V02
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_C01_prd.rofs3.fpsx
APE Variant file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM588_40.0.003_001_001_U001.uda.fpsx
Languages in ppm: English,French,Turkish,German,Dutch
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 009.012.005
Elf2flash 09.11.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
………………..Loader Sent!
Stage 2 starting…………PUBKEYS already sent…
PUBKEYS already sent…
……..Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Status byte: 8000
Selecting CMT flash…
Result: 0000
Phone is in flash mode…
CMT blocks: 626, APE blocks: 0
Erasing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.core.C00…
Erasing cmt zone 00040000 – 00082FFF … Erase result: 0000
Erasing cmt zone 00083400 – 003FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00400000 – 007FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00800000 – 00D5FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00D60000 – 09E5FFFF … Erase result: 0000
Partition result: 0014
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.rofs2.V02…
Erasing cmt zone 06EE0000 – 0915FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_C01_prd.rofs3.fpsx…
Erasing cmt zone 09160000 – 09E5FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM588_40.0.003_001_001_U001.uda.fpsx…
Erasing cmt zone 09E60000 – 0F47FFFF … Erase result: 0000
Send CMT CFG…

Writing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.core.C00…
Sending CMT HASH for ADA
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for RAP3NAND
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending…
cmt->PAPUB keys already sent…
Sending CMT HASH for SOS*UPDAPP
Sending CMT HASH for SOS*ENO
Sending CMT HASH for SOS*DSP0
Sending CMT HASH for SOS*ISASW
Sending CMT HASH for SOS+CORE
Sending CMT HASH for SOS+ROFS1
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_prd.rofs2.V02…
Sending CMT HASH for SOS+ROFS2
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_40.0.003_C01_prd.rofs3.fpsx…
Sending CMT HASH for SOS+ROFS3
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM588_40.0.003_001_001_U001.uda.fpsx…
Rebooting…
Finishing CMT session…
Restarting CMT…
Pooling phone…
Phone not found…
Second try…
Phone not found…
Done!

Level 0

ধন্যবাদ সাইফুল ভাই ।

Level 0

সাইফুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আমার ফোনটাকে চালু করতে সক্ষম হলাম ।

Level 0

Vai, ami apnar deya 5233 use kori.
apnar deya firmware diye flash diyechi, kintu Pooling Phone… message ashe.
pore http://forum.smartphonegeeks.in/index.php?PHPSESSID=4b0d5c76bb3317534c875503846349dd&topic=7.msg52064#msg52064
site theke Photon C6-04 download kore try korci.
Flash files are corupted or missing.. message ashe, ki korbo? phone dead hoye ache.
please help me !!

cell-01717895172

Level 0

vaijan reply to pelam na :((
khub problem’a achi.
kichu ekta bolen.
firmware jai dicchi, kaj hocche na.
apni dekhe amake ekta link den.

Level 0

v32.0.002 core: download korte parci na idm jani kii msg day ki korbo?

saiful bhai amar nokia c5-03 red cross right kortay parchi na r sys/bin file missing dekhachay…….r dr.web antivirus quarentine click koray no data asay ……what can i do??

Level 0

মিয়া আমি কী একটা ভুল করে ফোনটা Bricked করে ফেলেছি ফ্লাশ দিতে গিয়ে। নতুন করে ফ্লাশ দিব। CFW দিয়েই। আবার OFW এর ও ফাইল লাগবে। সবগুলা ডাউনলোড করেছি। এখন কোনটা দিব আর ফাইল গুলার নাম নিয়ে খুব কনফিউজড। কি করব? তুমি কি ফেসবুক অখবা ইয়াহু মেসেন্জার ব্যাবহার কর? করে থাকলে বল। আমি একদম ডিটেইলস জানতে চাই। প্লিজ?

আমার নেট কানেকশন বর্তমানে কাটা। আপনি on.fb.me/Saiful এ আমাকে ম্যসেজ দেন।

Level 0

bi amer c6-00 rm-612 ar junno file ta daya jaba

ফাইলসনিক এর সার্ভিস বন্ধ।http://www.filesonic.com/file/1276812214
কি করি কন তো?
আর একটা কথা,
আপনের সমস্যা কি, এত সুন্দর সুন্দর টিউন করেন কেন?ঃ )

Level 0

vai ami ki amr e5 k symbian belle banate parbo…????

এই টা ভাল লাগচে ……।।আমি ১২ টা cfw ব্যাবহার করছি নিজে একটা বানানোর কাজ করছি

JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.78.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-588\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25
CNT Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx
APE Variant file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 009.012.005
Elf2flash 09.11.000
CMT RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step2…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
………………..Loader Sent!
Stage 2 starting…………PUBKEYS already sent…
PUBKEYS already sent…
……..Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Status byte: 8000
Selecting CMT flash…
Result: 0000
Phone is in flash mode…
CMT blocks: 665, APE blocks: 0
Erasing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00…
Erasing cmt zone 00040000 – 00082FFF … Erase result: 0000
Erasing cmt zone 00083400 – 003FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00400000 – 007FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00800000 – 00D5FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00D60000 – 09E5FFFF … Erase result: 0000
Partition result: 0014
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25…
Erasing cmt zone 06FE0000 – 0915FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx…
Erasing cmt zone 09160000 – 09E5FFFF … Erase result: 0000
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx…
Erasing cmt zone 09E60000 – 0F47FFFF … Erase result: 0000
Send CMT CFG…

Writing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.core.C00…
Sending CMT HASH for ADA
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for RAP3NAND
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending…
cmt->PAPUB keys already sent…
Sending CMT HASH for SOS*UPDAPP
Sending CMT HASH for SOS*ENO
Sending CMT HASH for SOS*DSP0
Sending CMT HASH for SOS*ISASW
Sending CMT HASH for SOS+CORE
Sending CMT HASH for SOS+ROFS1
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_prd.rofs2.V25…
Sending CMT HASH for SOS+ROFS2
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.9.002_C01_prd.rofs3.fpsx…
Sending CMT HASH for SOS+ROFS3
Write result 27: 1701
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-588\RM-588_51.0.002_000_001_U002.uda.fpsx…
Rebooting…
Finishing CMT session…
Restarting CMT…
Pooling phone…
Phone not found…
Done!
———————————————————————————————————————–
ভাই টিটি নিয়মিত একজন পাঠক এবং আপনার লিখা ভাল লাগে তাই আপনার লিখা অনুস্মরণ করে
CFW,OFW ৪/৫ টা ভার্সন চেষ্টা করলাম কাজ হয় না, প্রতিবারই উপরের ম্যাসেজ দেখায়।
বিঃদ্রঃ এখন আমার ফোন ডেড অবস্থায় আছে, প্রথম বার যখন CFW দিলাম তখন ও ডেড হয়ে
গিয়েছিল তখন কিন্তু কয়েকবার চেষ্টার পরে LinsPirat_LTS_rev2_RM588 CFW তে কাজ হয়েছিল কিন্তু এবার এর হচ্ছে না। 🙁

bro c5-00 er CFW er link jana thakle please share koren.

সালাম ভাই। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। আমি আপনার সবগুলো টিউন পড়ার চেষ্টার করি। আপনার টিউনগুলো অনেক গঠনমূলক। আমার c3 01 Nokia. অরিজিনাল ফার্মওয়্যার নামিয়েছি কাষ্টম নয়, JAF সফটওয়্যার দিয়ে অনেক চেষ্টার পর ফ্লাস করতে পারি নাই, সব ঠিক আছে শুধু বলে IMEI damage , sometimes phone not detect. ❓ https://www.techtunes.io/mobileo/tune-id/84586 -এর পদ্ধতি অনুসরণ করেছি। এখন শেষ ভরসা Phoenix service software. কিন্তু অনেক চেষ্টা করেও টিটি তে দেওয়া ডাউনলোড লিংক গুলো ডেড হয়ে গেছে তাই টিটি তে অথবা আপনার সাইটে একটি নতুন Phoenix service software ডাউনলোড লিংক দিন। – ভাই প্লিজ আমাকে সাহয্য করুন, আমার দৃর বিশ্বস আমি সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই মোবাই সেট টি ঠিক করতে পরবো।

ভাইয়া কাস্টম টা ট্রাই করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মডেল এর লিংক টা ডিলিট। আমার মডেল ৫২৩৩ RM-625 একটু হেল্প করুন প্লিজ..

    @মুহিব: এই ফার্মওয়্যারটি প্রায় প্রতিটি লিংকই ডেড। আর এগুলি যেহেতু আমি আপলোড করিনি তাই আমার কাছে ব্যকআপও নেই। আপনি https://www.techtunes.io/mobileo/tune-id/123018 এই টিউনের ফার্মওয়্যারটি ব্যবহার করুন। আমি বর্তমানে এটি ব্যবহার করছি 🙂

@সাইফুল ইসলাম: ধন্যাবাদ। দেখি কি অবস্হা হয়।

ছাইফুল ভাই : নোকিয়া এন৯৫ কে ওয়ারলেস লেন কার্ড হিসাবে ব্যবহার করার জন্য কোন সিস্টেম আছে নাকি থাকলে একটু বলে দিবেন। ধন্যবাদ

    @Motahar Hossain: আপনার ফোনে যদি WiFi এর জন্য হার্ডওয়্যার না থাকে তাহলে কোনভাবেই এটা করা সম্ভব না।

Saiful vai oshonkho dhonnobad 😀

সফলভাবে করে ফেললাম 😀 পুরাই উরাধুরা

n86 8mp
v30.009
kora jabe?

bhaia
1.amar phone ta amar ek boro bhai hack kore diyechilo
ami ki ekhon amar phone e ei podhdhoti gulo onushoron korle amar phn eo shundor theme er mto ashbe?
amar phone nokia5800 xm
2. phone dead hoye gele shetake abar kibhabe thik korbo?

    @pink.devil.tanha: আপনার ফোন যদি হ্যাক করা থাকে তাহলে আপনি এই টিউনটি অনুসরণ নাও করতে পারেন।
    ১। এই টিউনটি অনুসরণ করে আপনি আপনার ফোনে কাস্টম ফার্মওয়্যার ইন্সটল করতে পারবেন আর কাস্টম ফার্মওয়্যাগুলিতে এক্সট্রা কিছু ফিচার থাকে। অবশ্যই ফার্মওয়্যারটি ইন্সটল করলে আপনার ফোনেও সুন্দর থিম এর মতো আসবে।
    ২। আপনার ফোন ডেড হয়ে গেলে টিউনটি প্রথম থেকে আবার ভাল করে অনুসরণ করে ফ্লাস দিতে পারলে ঠিক হয়ে যাবে। ডেড এর মানে এই নয় যে, ফোনটি আজিবনের জন্য নষ্ট হয়ে গেল। এটা সাময়িক। পূণরায় ভাল ভাবে ফ্লাস দিলে সেট ঠিক হয়ে যাবে।

Level 2

সাইফুল ইসলাম ভাই আমার নোকিয়া ৫২৩৩ সেটে স্পিড বাড়ানোর কোন সিস্টেম আছে কি?
থাকলে দয়া করে জানাবেন। আপনাকে ধন্যবাদ।

    @deenu: তেমন কোন সিস্টেম নাই ভাইয়া। তবে কিছু টিপস আছে। এটা নিয়ে টিউন লিখব। অপেক্ষা করুন।

Level 2

ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। আপনার এই টিউনটির অপেক্ষায় থাকলাম।

bhaia amar kache age theke RM-356 core er .rar ta namano ache . ami arektii post dekhe namiyechilam.
ekhon ki apnar deya core file abar namate hobe?
naki oi ekta diyei cholbe?

arekta kotha
For Nokia 5800 RM-356 :
Photon C6-04 Rofs : Click Here
Core v52.0.007: Click Here
core er link ta kaj korche na
http://www.filesonic.com/file/1603674324

ভাইয়া ধাপ ১০. এ আমার এরকম আসে
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-356\

Searching for default location of ini…
Checking path: \Products\RM-356\
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-356\
No ini files found…
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE

**amar windows er license pray shesh

ekhon ami ki korbo?ami to apnar deya link thekei namailam

৩। ” Jaf With PKey Emulator ” নামের ফাইলটি ডাউনলোডের পর এক্সট্রাক্ট করুন। এরপর “jaf setup.exe” ফাইলটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল শেষে “jaf_nok4models” ফোল্ডারটিতে গিয়ে “jaf_nok4models.ini” ফাইলটি ” C:\Program Files\ODEON\JAF ” ফোল্ডারটিতে কপি করুন। (যারা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা ” C:\Program Files (x86)\ODEON\JAF ” ফোল্ডারে কপি করুন)।

.ini file nei kono.
jaf_nokformodels ache. eta kono ext. nai
apni amake j notun link diyechilen arakta tune e.. sheta diyeo hochche na 🙁

ভাইয়া এই লিঙ্ক এ ২ টা ভিডিও দিয়েছি।
দেখলেই বুঝবেন
quality ek2 baje 🙁
link 1 – http://youtu.be/G1C79bzU-r0
link 2 – http://youtu.be/2-JwTyx0L_Q

    @pink.devil.tanha: আপনি ফার্মওয়্যার ফাইলগুলি ভুল লোকেশনে রেখেছেন। লোকেশন চেক করে দেখুন
    C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-356 > আপনার ফার্মওয়্যারের ফাইলগুলি পেষ্ট করুন।

Level 0

tehctunes er page e msh disi .deikhen

Level 0

ভাইয়া আমি pheonix থেকে নাম change করে phoenix করে দিয়েছি।কিন্তু তাতেও বাতি জলছেনা।ধুর কপাল টাই খারাপ

bhaia msg diyechi.. apnake..

Level 2

সাইফুল ভাই আপনার ফেইসবুক আইডিটা দেন। না হয় আমাকে এড করেন।
আমারটা হলো http://www.facebook.com/deenusuc

সাইফুল ভাই,আপনার টিউনটি অনেক উপকারি।তাই শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবোনা…
কিছুদিন আগে এই টিউনটির সাহায্যে আমার Nokia-5233 ফ্ল্যাশ দিলাম।
বর্তমানে বিভিন্ন CFW এডিট করে ফোনে পরিক্ষা করে দেখছি।
নিজে CFW তৈরীর চেস্টায় আছি…
(C6 অথবা N97 পোর্টেড ফার্মওয়ারে Homescreen হিসেবে .swf ফাইল ব্যাবহার করার ইচ্ছা ছিল,কিন্তু অনেক নেট ঘেটেও এর কোন সমাধান পেলাম না। )
আপনি কবে CFW তৈরী নিয়ে টিউন করেন সে অপেক্ষায় রইলাম।

ও হ্যা, ফেসবুকে আমাকে এ্যাড করার জন্য ধইন্না নেন…… 😀

Salam, saiful. My phone model is nokia 5250, RM-684. can you find me the best bug free cfw for my phone? I searched the net, but didn’t get any good cfw for my phone.please give me good bug free cfw for my phone.I used ferpol, but it restarts when i use my bluetooth headset to do nad recieve calls.Brother, you must help me.

    @MahmudRezon: আমি বেশিরভাগ CFW তেই আমি দেখেছি ব্লুটুথ হেডসেট ব্যবহার করলে ফোন রিস্টার্ট করে। আর ৫২৫০ ফোনটির জন্য ফার্মওয়্যার বেশি পাওয়া যায়না। তবে আপনি আমার এই টিউনের ফার্মওয়্যারটি একবার ব্যবহার করে দেখতে পারেন।

filesonic theke file download kora khub e jhamelar.doya kore firmware ti mediafire e upload kore dile bhalo hoy.if you can’t do it, then you can call me and i will call you back(kete call dibo).then we can talk bout some solutions.
My Cell No can be found on this page:
http://thegalaxytech.blogspot.com/p/contactrequest-software.html

you can find the number at the page.
Please try to connect or reply.

Level 0

Siful bai ami aponer akjon fan.apner tunes golo valo lage.
Bai kindly jode amar 1ta problem solv kore den…Amar nokia N72 mob. Some soft instl korte gele: file corrupted.dekay..as sis.jar.f
I think u understand.? Please solv me..thank’s.
E:[email protected]

Level 0

apner Fb id dele valo hoto..

সাইফুল ভাই, নোকিয়া ২৭০০ ক্লাসিক S40, RM-561 এটাতে সার্টিফিকেট সমস্যায় ভুগছি । Oxycube দিয়ে সার্টিফিকেট আপলোড করার পরও ” Certificate not in SIM or Phone ” দেখায় । আমি জানি মোবাইলে দৈনন্দিন কাজের ক্ষেত্রে এটা খুব জরুরি কিছু না, তবুও আমি চাই এটাকে ঠিক করতে । উপায় জানাবেন আশা করি ।। ধন্যবাদ ।।

নোকিয়ার সার্ভার থেকে OFW ডাউনলোড করে JAF দিয়ে ফ্ল্যাশ দিলে কি এটা solve হবে ?