এয়ারটেল থেকে আনলিমিটেড ফ্রী SMS পাঠান + এফএনএফ অ্যাড ও ডিলিট করুন একদম ফ্রী !!!!!!!!!!!!

ঈদ আসছে । ঈদে এসএমএস পাঠানোর হিড়িক পড়ে যায় । আমরা যারা স্টুডেন্ট যারা কোন ইনকাম করি না,  টাকা খরচ করে এসএমএস পাঠাতে যাদের কষ্ট হয় এই টিউনটি তাদের জন্য ।

এটা একটি ওয়েব সার্ভিস , আপনি মোবাইল ব্যবহার না করেই শুধুমাত্র নেট থেকে এসএমএস করতে পারবেন যত খুশি । 😆

এর জন্য আপনার একটি এয়ারটেল সিম থাকতে হবে ।

প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন

http://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,378188&_dad=portal&_schema=PORTAL

একটি পেজ আসবে যার ডানে মাঝের দিকে লগিন বক্স পাবেন ।

নিচের ছবিটি লক্ষ করুন ।

login page

আপনার যদি এয়ারটেল (পূর্বের ওয়ারিদ) এর ওয়েব এ রেজিস্টার করা থাকে তাহলে আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ,

না থাকলে ক্রিয়েট প্রোফাইল এর ডানে click here এ ক্লিক করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিন ।

  • click here এ ক্লিক করলে যে পেজ আসবে সেখানে আপনার এয়ারটেল নং বসিয়ে submit এ ক্লিক করুন  (আপনার দেয়া মোবাইল নং এ একটা একটিভেশন কোড আসবে )।
  • নতুন যে পেজ আসবে সেখানে একটিভেশন কোড ও পাসওয়ার্ড বসিয়ে submit এ ক্লিক করুন ।

ব্যাস আপনার প্রোফাইল তৈরি শেষ ।

এরপর আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড বসিয়ে লগিন করুন ।

নতুন পেজ এ কিছু অপশন পাবেন । নিচের ছবিটি দেখুন ।

এরপর নিচের মত একটা পেজ পাবেন । নং অনুসারে কাজ করুন ।

সেন্ড বাটন চাপার পর নিচে একটি কনফার্মেশন চেকবক্স পাবেন ।

চেক করে continue  চাপুন ।

ব্যাস এসএমএস চলে যাবে। Message Sent লেখা আসবে ।

আপনি এভাবে যত খুশি এসএমএস পাঠাতে পারবেন যে কোন এয়ারটেল নং এ ।

তো শুরু করে দিন মেসেজিং ।

এবার এফএনএফ চেঞ্জ করার পালা ।

এসএমএস পাঠানোর সময় খেয়াল করলে দেখতে পাবেন বাম পাশে কিছু অপশন আছে । তার মধ্যে থেকে Friends and Family অপশন এ ক্লিক করুন।

নিচের মত পেজ আসবে ।

এফএনএফ ডিলিট করতে বক্স এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।

আর অ্যাড করতে অ্যাড বাটন চাপুন ।

এছাড়া আপনি এয়ারটেল এর যে কোন সার্ভিস অ্যাক্টিভ/ডিঅ্যাক্টিভ করতে পারবেন ।

সবচেয়ে মজার ব্যাপার হল আপনি আপনার এসএমএস ও কল এর লগ দেখতে পারবেন এমনকি আপনার Recharge History ও দেখতে পারবেন !!!!!!!

কেমন লাগল জানাবেন ।

নিজে শিখুন অন্যকে শিখতে উৎসাহিত করুন ।

Level 0

আমি কমপুটার পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ভাললাগে তাই টেকটউনস পড়ি । কম্পিউটার, নিত্যনতুন প্রযুক্তি, ইন্টারনেটে অনেক আগ্রহ। কিন্তু কিছুই পারি না !! তাই জানতে চেষ্টা করি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পাসওয়ার্ড ভুলে গিছি… ফরগট দিলে প্রশ্নের উত্তর চায় কিন্তু প্রশ্ন খালি । এখন কি করি ?

purano bapar. anyways thanks for sharing

অনেক আগে এই নিয়ে একটি টিউন হয়েছিলো ………
যাইহোক ধন্যবাদ শেয়ার করার জন্য 😆 😀

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

Level 0

I know, but thanks for that

Level 0

পুরান জিনিশ।নতুন্দের কাজে লাগবে।

Level 0

Thank you

Level 0

thank u but i hv a problem.
অনেক চেষ্টা করেও nero দিয়ে ডিভিডি ভিডিও মুডে রাইট করতে পারিনি ।কেউ বলতে পারেন কিভাবে ডিভিডি ডিস্ক ভিডিও ডিস্ক বানাবো যেগুলো যেকোন ডিভিডি player এ চালনো যায় ?সহজ কথায় যে মুভি গুলো বাজারে ডিভিডিতে(.vob ফাইল আকারে থাকে)পাওয়া যায় আমি ঐ গুলো বানাতে চাচ্ছি ।plz help me

thanks

achcha aevabe ki only airtel to airtel-e free msg pathanu lage?
onno operator-e pathale ki tk kate?
1tu kindly janaben

    @shopno balok: এভাবে শুধু এয়ারটেল – এয়ারটেল পাঠাতে পারবেন ।
    অন্য অপারেটর এ মোবাইল দিয়ে এসএমএস করুন । প্রতি এসএমএস ৫০ পয়সা হারে ।
    কমেন্টের জন্য ধন্যবাদ ।

darun,
thx 4r share

thanx
কাজে লাগবে আশা করি

Level 0

অসাধারন………………………………

Level 0

আগে জানতাম না, খুবই ভালো লাগলো। ধন্যবাদ

Level 0

vhai fnf replace korte parsi na.

Level 0

thx 4r share

ভাই গ্রামীনের এই রকম কোন টিউন নাই থাকলে প্লিজ জানাবেন

reg korar somoy net problem silo, akhon dekhasse “already register” but forget passward dile hosse na. ki korbo? plzz bolen….
[email protected]

Level 0

ধন্যবাদ