আনলক করুন যেকোন মেমোরীকার্ড !

নিঃসঙ্গের একমাত্র সঙ্গী মোবাইল। বর্তমান যুগে মোবাইল শুধু কল করা ও রিসিভ করতেই সীমাবদ্ধ নেই। মোবাইল দিয়েই এখন কম্পিউটারের চাহিদা পূরণ করা যায়। গান শোনা, ভিডিও দেখা ও গেমিং ইত্যাদি থেকে শুরু করে প্রায় বেশিরভাগ বিনেদনই মোবাইল দিয়েই করা যায়। তাই এই সব বিনেদনের জন্য মোবাইলে মেমোরী কার্ড একটি অপরিহার্য বস্তু। এবং এইসব কিছুর জন্য মেমোরী কার্ডের দিকেই ঝুকে থাকতে হয়। মেমোরী কার্ডে পারসোনাল অনেককিছুই রাখা হয়। তাই আমরা সাধারণত মেমোরীকার্ডকে পাসওয়ার্ড প্রটেক্টট করে রাখি। যাতে মেমোরীকার্ডটি অন্যজন ব্যবহার করতে না পারে। সবকিছু ঠিকই থাকে। কিন্তু যখন পাসওয়ার্ড মনে থাকে না তখনই শুরু হয় যত বিড়ম্বনা।

আজকে আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনি অনায়াসে আপনার মেমোরী কার্ডটি আনলক করতে পারবেন। তবে আপনার মেমোরী কার্ডে থাকা ফাইলগুলি আর ফেরৎ পাবেন না।

মেমোরী কার্ড আনলক করার জন্য আপনাকে নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর S60 3rd, 5th, Symbian^3 ও Symbian Anna এডিশন এ চালিত যেকোন একটি সেট লাগবে। কোন কোন সেটগুলি এইসব এডিশনে চালিত এটি জানার জন্য এই টিউনটি দেখতে পারেন।  অন্য অপারেটিং সিস্টেমেও পদ্ধতিটি খাটতে পারে তবে আমার কাছে না থাকায় সঠিক বলতে পারব না। আসুন তাহলে দেখা যাক কিভাবে কি করতে হবে-

আমি আমার Nokia 5530 Xpress Music সেটটি দিয়ে এই পদ্ধতিটি বর্ণনা করছি-

১। আপনার পাসওয়ার্ড ভূলে যাওয়া মেমোরী কার্ডটি সেটে ঢুকান। পাসওয়ার্ড চাইলে Cancel করে দিন।

২। আপনার ফাইল ম্যানেজারে (File Manager) যান। এবং মেমোরী কার্ডে প্রবেশ করুন।

৩। এরপর Options এ ক্লিক করে Memory Card Options থেকে Format এ ক্লিক করুন।

৪। ম্যাসেজ দেখাবে "Format memory card? Data will be deleted during formatting."। Yes এ ক্লিক করুন।

৫। কিছুক্ষণের মধ্যেই "Formatting Complete" ম্যাসেজ দেখাবে এবং আপনার মেমোরী কার্ডটির নাম দিতে বলবে। যেকোন নাম দিন, নাও দিতে পারেন এবং  "OK" তে ক্লিক করুন।

ব্যাস আপনার মেমোরী কার্ডটি আনলক হয়ে গেল। এখন আপনাকে মেমোরীকার্ডটি তার আয়তন প্রদর্শন করবে।

কি? প্রথমে মনে হয়েছিল পদ্ধতিটি বোধহয় বেশ জটিল। কিন্তু এখন দেখছেন পানির চেয়েও সহজ। তাই না? তাহলে এখন ইচ্ছামত পাসওয়ার্ড হারিয়ে ফেলুন। নো টেনশন !!

---------------------------------------

আমার পূর্বের করা টিউনগুলি দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম… 😀 😀 সোজা নিয়ম, ধনিয়া

Level 0

নকিয়া N73,এবং 6120 classic সেটে format এ গিয়ে পারা যায়।

ভাই আমার memory card ফোন এ ডুকালে মোবাইল slow হয়ে যাচ্ছে আর ফোন ও computer memory card পাচ্ছে না ।কি সমস্যা একটু বলবেন।

    @ALAMGIR EEE: মেমোরী কার্ডটি যদি আপনার ফোনে না পায় তাহলে বুঝে নিতে হবে মেমোরীটি নষ্ট হয়ে গেছে। আর নষ্ট মেমোরী কম্পিউটারে না পাওয়ারই কথা 🙁 ।

ভাই অপশন এ ত সুধু আছে Find/help/exit FORMAT ত নাই এখন কি করব আমার সেট নোকিয়া ই৫১ আমি কি অন্য কোন সেট এ দেখব আছে নাকি ??????

ভাই আমি ২০০০০-২৫০০০ এর মধ্যে ভাল andriod phone কিনতে চাই । Please একটু help করবেন, কোনটা ভালো হয় একটু বলবেন। ভাইয়েরা এই সেটটি দেখেন তো কেমন হয়।
http://www.thesixdegree.com

Level 0

vai khullam,but amar data gulur ki hobe???:)

ভাইয়া আমার মেমোরী কার্ড লক হয়ে গেছে।আমি আপনার নিয়ম অনুযায়ী নকিয়া ৫২৩৩ তে করলাম কিন্তু Formatting card লিখা দেখিয়ে থেকে যাচ্ছে। plz ভাইয়া সমাধানটা জানান ।

Level 0

সুন্দর

হা হা হা হা format লেখা তো আসে না।

সাইফুল ভাই , n73 এর সিকিউরিটি কোড ভুলে গেছি, উদ্ধার করার উপায় দিন আর আমাকে হেল্পান

Onek thnx

Level 0

আপনি যা দেখালেন তা তো খুব সহজ। কিন্তু যাদের নোকিয়া , (আপনি যে সব সেটের কথা বলেছেন) তাদের একটা ও নাই তারা কি করবে?

Level 0

Saiful bhai, ami HTC-P3400i(windows) set use kori oitate Memory Card Lcok & Unlock soft use korte chai, jodi apnar kache e rokom kono kichu thake kindly ekta link dein plz..

saiful vi onek dhonnobad vi corrapted memory card ki thik kora jay?
r kisu memory card pc te card reader diye formet hoy na er kunu solotion
jana thakle diben vi plz amar 1 friend corrapted memory card thik korte pare
but kivabe bole na doya kore janaben plz

    @forhad_ahmedbd: Corrupted মেমোরী কার্ড ঠিক হয় কিন্তু সবগুলাই হয় না। Corrupted মেমোরী কার্ডগুলা সাধারণ মোবাইল দিয়েই ফরমেট নেয়। যদি না নেয় তাহলে বুঝতে হবে মেমোরীটার সমস্যা আছে।

Level 2

আগে জানলে আমিই tune করতাম

মোবাইল এ screenshot kivaba nite hoy????

Level 0

মেমোরি কার্ড দিয়ে কম্পিউটার এর মাধ্যমে কি ভাবে পরমেট করা যায়, জানালে উপকৃত হব.

good

ভাই Sony Ericsson Xperia X10 এর price কত একটু বলবেন।

Level 0

সাইফুল ভাই আমার nN73৭৩ হবে ????

মেমোরি কার্ড ফরম্যাট না দিয়েও আনলক করা যায়।

ডিজিটাল ক্যামেরার মেমোরি কার্ড পিসিতে ফরম্যাট হয় না। রাইট প্রটেকটেড আসে। কিন্তু ক্যামেরায় ফরম্যাট হয়। এর সমাধান কি? এন্টি ভাইরাস দিয়ে পিসি চেক করেছি। কোন ভাইরাস নেই।

    @রিন্টু: মেমোরীটা কি কোন চিপের ভেতরে ঢুকিয়ে তারপর মোমারীকার্ড রিডারে ঢুকান? নাকি কোন চিপ ছাড়াই মেমোরী কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে ঢুকান?

Level 0

vai format dite geleo password chai… akhn ki korbo????

Level 0

vai,data soho unlock korar kono system jana ace???

Level 0

Mohim vai er motoi amro ekoi prosno……….

5233 তে কাজ করে না।

7610 তে কাজ করে না।

hello symbian vai amar 4gb memory card formate dite lagle hoyna.show kore memory card read only. what can i do

হায় আমারটা হইলনা । আমি নোকিয়া e52 দিয়ে try করেছি unlock হয়না । মনটাই খারাপ হয়ে গেল। আর কোনও উপায় আছে থাকলে একটু কষ্ট করে বলেন ভাই কৃতজ্ঞ থাকিব।

Level 0

vhai ami facebook to fan page korte cai kora jabe ki? plzz plz help me.

vai amr 206 a memory card lockd, now kivabe unlock korbo? without formating? janaben plz