“প্রথম টিউনটি নিয়া আমি খুবই ‘ব্যাড়াছ্যাড়া’-র মইধ্যে পইড়া গেছি।” তারপরও ২য় টিউনটি করার সাহস করছি। মোবাইলে অনেক সময় আনজিপ করার দরকার হয়। দরকার হয় পিডিএফ বা ওয়ার্ড ফাইল পড়ার, কিংবা কোন ফাইল কনভার্ট করার । মাঝে মাঝে আবার ডিকশনারিও লাগে। অনেক সময় পিডিএফ ফাইল থেকে কপি হয় না, তখন দরকার হয় পিডিএফ ফাইলকে আনলক করা। এসবের জন্যই আজ আপনাদের কিছু দরকারি লিংক দিলাম। কাজে লাগে কি না দেখুন।
১। ইংলিশ টু বাংলাঃ http://bdword.com/bangla_dictionary/lite/index.php?q=
২। গুগল ডিকশনারিঃ http://www.google.com/dictionary?hl=en&sl=en&tl=bn&q=Word
৩। বাংলা ডিকশনারিঃ http://www.dictionary.tamilcube.com/bengali-dictionary.aspx
৪। ডকুমেন্ট(ওয়ার্ড বা পিডিএফ) ভিউয়ারঃ http://view.samurajdata.se/
৫। অনলাইন কনভার্টারঃ http://www.online-convert.com/
৬। পিডিএফ আনলকঃ http://www.ensode.net/pdf-crack.jsf
৭। অনলাইন আনজিপঃ http://lux.wen.ru/unzipper.html
ডিকশনারিগুলোতে ব্রাউজার থেকে শব্দ কপি করে সার্চ বক্সে পেস্ট করেও শব্দার্থ বের করা যাবে। অন্যান্যগুলোর (৪-৭) বেলায় আপনার ফাইলের লিংক দিয়ে অথবা মোবাইল থেকে আপলোড করেও কাজ করতে পারবেন
লিংকগুলো যে শুধু মোবাইলে কাজ করবে তা কিন্তু নয়। কমপিউটারেও সমানভাবে কাজ করবে।
ইউসি ব্রাউজারের জন্যঃ https://www.techtunes.io/mobileo/tune-id/80071/
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
ধন্যবাদ