কেমন আছেন সবাই,আসা করি ভাল আছেন।কথা কম বলে কাজ শুরু করি,আমরা অনেক এ আছি যারা নকিয়া ( S60v5, S^3) মোবাইল ফোন ইউস করি।আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ইউস করি,এই জন্য অনেক সময় সফটওয়্যার সেটাপ দেয়ার জন্য সাইন করা দরকার হয় যদি আপনার মোবাইল ফোন টি হ্যাক করা না থাকে।সফটওয়্যার সাইন করার জন্য .Cer এবং .Key ফাইল দরকার হয় যা প্রত্যেক ফোন এর আলাদা আলাদা হয়।এই জন্য প্রত্যেক ফোনের .Cer এবং .Key ডাউনলোড করা দরকার।আমাদের সাইফুল ভাই টিউন করছিলেন .Cer এবং .Key ফাইল কিভাবে ডাউনলোড করা যায়,তার উপায় ফলো করলে ২৪ ঘন্টা অপেক্কা করা লাগে যা বেশ ঝামেলা দায়ক(যদি ও আমি সে ভাবেই করছিলাম আমার ফোন)।ঝামেলা থেকে মুক্তি পেতে সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে।সফটওয়্যার টির নাম XStevedore ।তারপর আপনার মোবাইল এ সেটাপ দিন।এটি চিনা ভাষার সফটওয়্যার কিন্তু ভয় পাবেন না।নিচের স্টেপ গুলো ফলো করুন আপনি ২ মিনিটে .Cer এবং .Key ফাইল পেয়ে যাবেন।এর জন্য আপনার ফোনে ইন্টেরনেট কানেকশন থাকতে হবে আর ব্যালেন্স ৫ টাকা ই যথেস্ট।নিচে ছবিটির দিকে খেয়াল করুন।১ টা ছবিতে ৪ টা ছবি দেয়া আছে তাই আপনারা নাম্বার ফলো করুন,আমি ছবির নিচে বাংলায় লিখে দিয়েছি।।স্টেপ গুলো নাম্বার দেয়া আছে,এভাবে কাজ শুরু করুন।ছবি তে হলুদ দাগ দিয়া ঘর দেয়া আছে
১-আপনার ফোনের আপ্লিকেশন থেকে XStevedore সফটওয়্যার টি রান করান
২-সেটাপ আইকন টি তে ক্লিক করুন।
৩-বাম পাশের বাটনে ক্লিক করুন।
৪-ছবিতে প্রথম তির এর ঘরে আপনার ফোন এর ইন্টারনেট কানেকশন দেখিয়ে দিন।
৫-২য় তির এর জায়গায় ডাউনলোড পাথ মেমরি সিলেক্ট করে দিন।
৬-ব্যাক বাটন এ ক্লিক করুন।
৭-সেটাপ আইকন এর বাম পাশের আইকন টিতে ক্লিক করুন।
৮-এরপর নিচে বাম পাশের বাটন এ ক্লিক করুন।
৯-Option লেখা বাটন এ ক্লিক করুন।
১০-প্রথমে বাম পাশের হলুদ ঘরে ক্লিক করলে তারপর ডান পাশের ঘর আসবে তারপর হলুদ ঘরে ক্লিক করুন।
১১-এই স্টেপ এ মেমরি সিলেক্ট করে দিন।
১২-এই স্টেপ এ আপনার .Cer এবং .Key ফাইল এর নাম দিন,ডিফল্ট My cert দেয়া আসে।ডিফল্ট নাম রাখলে ও প্রব্লেম নাই।এর পর Ok বাটন এ ক্লিক করুন।
১৩-ব্যাক বাটন ক্লিক করুন।এক্সিট করে বের হন।
১৪-আপনি যে মেমরি সিলেক্ট করছিলেন সেখানে দেখবেন My cert নামে ১ তা ফোল্ডার হইছে।ফোল্ডার এর ভিতর আপনার ফোনের .Cer এবং .Key ফাইল।
কাজ শেষ,এখন ১ টা সাইনার ডাউনলোড করে .Cer এবং .Key ফাইল ইউস করা শুরু করুন।সাইন করার সফট না থাকলে ডাউনলোড করুন এখান থেকে।ছবি গুলো ১ টা ওয়েব পেজ থেকে নেয়া।এই সফটওয়্যার ১০০% কাজ করে।আমার নকিয়া ৫২৩০ এ আমি সফল হইছি।সবাই কে শবে বরাত এর মোবারক বাদ।সবাই ভাল থাকবেন।
আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......
good tune. .cer koto year er jonno