আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি আপনি মোবাইল এ ই মেইল চেক করেন কিভাবে সবাই ১ টাই উত্তর দিবেন তা হল মোবাইলে ব্রাউজার ওপেন করি http://www.yahoo.com এ যাই Login করি inbox এ যাই তারপর মেইল চেক করি । কিন্তু আজকের পর থেকে আর আপনাকে এত কষ্ট করতে হবেনা শুধু message ইনবক্স এ যাবেন তারপর ই মেইল ইনবক্স টা চেক করবেন । তাহলে চলেন কাজ শুরু করে দেই । আগেই বলে রাখি এখানে আমি শুধু YAHOO/ GMAIL configure করা দেখাব NOKIA মোবাইল এ । আশুন এবার কাজে যাই । প্রথমে আপনার মোবাইল এ প্রবেশ করুন তারপর tools এ প্রবেশ করুন
এরপর যাদুর কাঠি স্বর্ণ কালার তারাSett. Wizard এ ক্লিক করুন । এখানে ১ টা কথা বলে রাখি অনেকের মোবাইল এ tools নামে কোন অপশন নাই তারা Setting এ যাবেন আবার অনেকের tools এর ভিতর setting এবং setting এর ভিতর এই তারা থাকে যাই হোক হয় tools না হয় setting এই দুই জায়গা থেকে যে কোন ১ জায়গায় পাবেন ।
এরপর E Mail Setup এ ক্লিক করুন
এবার Start চাপুন
Allow connection আসলে Yes করুন
E mail Address এ আপনার Yahoo/Gmail ID দিন এবং ok করুন
Password এর জায়গায় Password দিন ok করুন
দেখবেন আপনার mail configure হইতেছে
Wizard complete আসলে বুজবেন কাজ শেষ । এখানে ১ টা কথা বলে রাখি কখনও যদি pop3 / imap / imap4 লেখা আসে তাহলে সেখান থেকে
imap অথবা imap4 সিলেক্ট করবেন । ভুলেও pop3 সিলেক্ট ক্করবেন না তাহলে কাজ হবে না ।
এখন আবার message এ প্রবেশ করুন
এরপর নিচে yahoo বা gmail
তারপর option থেকে E- Mail Setting
তারপর connection setting
এরপর incoming Email
User name এর জায়গায় আপনার E mail Id দেন এরপর ওকে করুন
password এর জায়গায় পাসওয়ার্ড দিয়ে ok করুন
এরপর Incoming Mail server এর ঘরে নিচের মত লেখুন এটা শুধু নোকিয়া সেট এর জন্য অন্য সেট হলে লেখতে হবে imap.mail.yahoo.com
yahooর জন্য
জিমেইল এর জন্য gmail এর ক্ষেত্রে সব মোবাইল এর একই রকম setting । অর্থাৎ এখানে Nokia-Free লিখতে হবেনা
এরপর Sequrity Port এ SSL/TLS সিলেক্ট করে ok করুন
এরপর port Default রাখুন
অথবা User defind এ গিয়ে Value 993 করে দিন তারপর ok করুন
আমাদের incoming server configure করা শেষ এবার outgoing server configure করব ।
এইজন্য আবার connection setting থেকে outgoing Email এ প্রবেশ করুন
My E mail address এ আপনার মেইল এড্রেস দিন ok করুন
user name এ আপনার mail Id দিন
passsword দিন ok করুন
outgoing mail server এর ঘরে নিচের মত লিখুন এটা শুধু নোকিয়া সেট এর জন্য অন্য সেট হলে লেখতে হবে smtp.mail.yahoo.com
yahooর জন্য
জিমেইল এর জন্য gmail এর ক্ষেত্রে সব মোবাইল এর একই রকম setting । অর্থাৎ এখানে Nokia-Free লিখতে হবেনা
sequrity ports দেন SSL/TLS & ওকে করুন
এরপর port default রাখুন
অথবা user defined এ গিয়ে value 465 করে দেন
এখন আপনার ইনবক্স খালি দেখাবে
এখন অপশন থেকে connect এ ক্লিক করুন
দেখবেন আপনার ইয়াহু ইনবক্স সার্ভার সাথে সংযোগ স্থাপন হচ্ছে
mailbox update হচ্ছে
সব শেষে আপনার ইনবক্স এ জমা হওয়া মেইল গুলু দেখতে পারবেন
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হয়েছে অনেক ভাল ধন্যবাদ