Attachmet সহ মেইল আসবে mobile inbox এ text message এর মত

আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি আপনি মোবাইল এ ই মেইল চেক করেন কিভাবে সবাই ১ টাই উত্তর দিবেন তা হল মোবাইলে ব্রাউজার ওপেন করি http://www.yahoo.com এ যাই Login করি inbox এ যাই তারপর মেইল চেক করি । কিন্তু আজকের পর থেকে আর আপনাকে এত কষ্ট করতে হবেনা শুধু message ইনবক্স এ যাবেন তারপর ই মেইল ইনবক্স টা চেক করবেন । তাহলে চলেন কাজ শুরু করে দেই । আগেই বলে রাখি এখানে আমি শুধু YAHOO/ GMAIL        configure করা দেখাব NOKIA মোবাইল এ । আশুন এবার কাজে যাই । প্রথমে আপনার মোবাইল এ প্রবেশ করুন তারপর tools এ প্রবেশ করুন

এরপর যাদুর কাঠি স্বর্ণ কালার তারাSett. Wizard এ  ক্লিক করুন । এখানে ১ টা কথা বলে রাখি অনেকের মোবাইল এ  tools নামে কোন অপশন নাই তারা Setting এ যাবেন আবার অনেকের tools এর ভিতর setting এবং setting এর ভিতর এই তারা থাকে যাই হোক হয় tools না হয় setting এই দুই জায়গা থেকে যে কোন ১ জায়গায় পাবেন ।

এরপর E Mail Setup এ ক্লিক করুন

এবার Start চাপুন

Allow connection আসলে  Yes করুন

E mail Address এ আপনার Yahoo/Gmail ID দিন এবং ok করুন

Password এর জায়গায় Password দিন  ok করুন

দেখবেন আপনার mail configure হইতেছে

Wizard complete আসলে বুজবেন কাজ শেষ ।  এখানে ১ টা কথা বলে রাখি কখনও যদি pop3 / imap / imap4 লেখা আসে তাহলে সেখান থেকে

imap অথবা imap4 সিলেক্ট করবেন । ভুলেও pop3 সিলেক্ট ক্করবেন না তাহলে কাজ হবে না ।

এখন আবার message এ প্রবেশ করুন

এরপর নিচে yahoo বা gmail

তারপর option থেকে E- Mail Setting

তারপর connection setting

এরপর incoming Email

User name এর জায়গায় আপনার E mail Id দেন এরপর ওকে করুন

password এর জায়গায়  পাসওয়ার্ড দিয়ে ok করুন

এরপর Incoming Mail server এর ঘরে নিচের মত লেখুন এটা শুধু নোকিয়া সেট এর জন্য অন্য সেট হলে লেখতে হবে imap.mail.yahoo.com

yahooর জন্য

জিমেইল এর জন্য gmail এর ক্ষেত্রে সব মোবাইল এর একই রকম setting । অর্থাৎ এখানে Nokia-Free লিখতে হবেনা 

এরপর Sequrity Port এ SSL/TLS সিলেক্ট করে ok করুন

এরপর port Default রাখুন

অথবা User defind এ গিয়ে Value 993 করে দিন তারপর ok করুন

আমাদের incoming server  configure করা শেষ এবার outgoing server configure করব ।

এইজন্য আবার connection setting থেকে outgoing Email এ প্রবেশ করুন

My E mail address  এ আপনার মেইল এড্রেস দিন ok করুন

user name এ আপনার mail Id দিন

passsword দিন ok করুন

outgoing mail server এর ঘরে নিচের মত লিখুন এটা শুধু নোকিয়া সেট এর জন্য অন্য সেট হলে লেখতে হবে smtp.mail.yahoo.com

yahooর জন্য

জিমেইল এর জন্য gmail এর ক্ষেত্রে সব মোবাইল এর একই রকম setting । অর্থাৎ এখানে Nokia-Free লিখতে হবেনা

sequrity ports দেন SSL/TLS        &  ওকে করুন

এরপর port default রাখুন

অথবা user defined এ গিয়ে value 465 করে দেন

এখন আপনার ইনবক্স খালি দেখাবে

এখন অপশন থেকে connect এ ক্লিক করুন

দেখবেন আপনার ইয়াহু ইনবক্স সার্ভার  সাথে সংযোগ স্থাপন হচ্ছে

mailbox update হচ্ছে

সব শেষে আপনার ইনবক্স এ জমা হওয়া মেইল গুলু দেখতে পারবেন

পূর্বে  আমার ছোট্ট ব্লগ এ প্রকাশিত সময় পেলে আমার ব্লগ টা ১ বার ঘুরে আসবেন দয়া করে

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে অনেক ভাল ধন্যবাদ

    প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ

হ্যাঁ জটিল! আমি আবার অনেক আগে থেকেই ব্যবহার করি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    এখন ত বলবেনই যদি আগে ১ টা পোস্ট করতেন তাহলে সবাই জানতে পারত

চালিয়ে জাও টি টি ক কাপিয়ে দাও থাঙ্কস

    আপনারা পাশে থাকলে কোন চিন্তাই নাই

ভালো লাগলো,
শেয়ার করার জন্য ধন্যবাদ।

টিউন খুব সুন্দর হয়েছে

বাহ খুব ভাল হয়েছে টিউন। ধন্যবাদ swaponmahmud ভাই 🙂

টিউন ভালো হয়েছে সন্দেহ নেই। গুগলের আরো সার্ভিস আছে যার মাধ্যমে আপনি এসএমএস আকারে বিভিন্ন এলার্ট পাবেন।

    Level 0

    aita ageo post hoise.ar nokia email ekta software o pao jai.ami decmber 2009 theke use korsi.so jodi bolten "nokia phone email" tahole amr ai poste dhukao dorkara hoto na.karon amr android.mind korben na but next time asol kotha boilen.

Level 2

Swapan Bhai khub sundor hoyese. apnake thanks. by the way, outlook express diye jokhon sign in kori kintu outlook express theke kivabe signout kore ber hobo?….plz, janaben

দারুন

Level 0

ভালই হইছে………………..আর আমরটা একে বারে মিলে গেছে…………………আমার টা সুধু massage option গিয়ে………………..

ধন্যবাদ

এই রকম টিউন আমি অনেক দিন ধরে খুজতেছি। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

https://www.techtunes.io/mobileo/tune-id/78476/

দেখেন………………….

    sorry brother age dekhle ami ar ei post ta kortam na.

Level 0

কয়টা মেইল এড্রেস কনফিগ করা যাবে? আর পুরো প্রক্রিয়া এবং মেইল বক্স আপডেট করতে কি পরিমান ডাটা খরচ হয় পারলে একটু জানাবেন।

অনেকদিন পর চরম মানের একটা টিউন দেখলাম!!
তবে ইদানিং দেখছি টাইটেল এর পর "না দেখলে মিস করবেন", "পছন্দ না হইলে হরতাল ডাইকেন", — এ ধরনের তথা লিখে পাঠক আকর্ষন এর চেষ্টা করা হয় যা নিতান্তই দৃষ্টিকটু।

সেই সাথে মন্তব্যকারীদেরও বলছি, "এটা আগেও টিউন হয়ে গেছে", "ভুয়া টিউন", "পুরান টিউন", এ ধরনের মন্তব্য না করে বরং আগের করা টিউন এর লিংক প্রদান করুন। আর অনেকে বলে থাকেন টিউন করার আগে টিউন সার্চ করে নিতে যা অনেকটাই হাস্যকর! এটা বলছি কারন, "টিটি সার্চ অনেকসময় সঠিক ফল দেয় না।" আর পূর্বে টিউন করা হলেই যে আর দেয়া যাবে না এমন তো কোন কথা নেই! একটু খুজে দেখুন অনেকগুলো একই বিষয়ের টিউন পামাপাশি নিলে দেখা যাবে উপস্থাপনাগত অনেক পার্থক্য রয়েছে।

সবশেষে বলছি, "লেখককে উৎসাহী না করতে পারেন, অন্তত নিরুৎসাহিত করবেন না।"

    তথা >> কথা
    পামাপাশি >> পাশাপাশি

    আমি আপনার সাথে সম্পুর্ন একমত। তবে টিউটি ভাল হয়েছে। তবে এখানে ইয়াহু না লেখাই ভাল কারন ইয়াহুর POP & IMAP বন্ধ করা আছে তাই এভাবে আমার জানা মতে ইয়াহু এভাবে কাজ করবে না।

    আপনাকে ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য আমি কাল্কেই পোস্ট টা আপডেট করতাম কিন্তু সারভার সমস্যার কারনে করতে পারি নাই । পরবর্তীতে আর এমন ভুল হবেনা ।

খুবই সুন্দর হয়েছে, তবে দেখি কাজ করে কিনা

সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমার পোস্ট এর TITLE নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু বাংলায় ১ টা প্রভাদ আছে দেখ দেখ করম শিখ শিখ ধর্ম অরথাত মানুষ নিজে কিছু জানেনা অন্য জনের কাছ থেকে দেখেই শিখে ত এখানে আমিও আরেক জনের দেখা দেখি Title এমন লিখেছি ।
কিন্তু মিনহাজুল হক শাওন ভাই যখন আমাকে
– (না দেখলে চরম ভুল করবেন) ইত্যাদি জাতীয় লেখা শিরোনামে লেখাটা কতটা যুক্তিসঙ্গত?????
উপরের প্রস্ন টা করলেন তখন আমি বেপার টা উপলদ্ধি করলাম এবং আমি পোস্ট টা আপডেট করার জন্য সিদ্ধান্ত নিলাম কিন্তু সারভার সমস্যার কারনে আমি TT তে ঢুকতে পারি নাই তাহলে এখানে আমার কি দুশ বলেন । এখন আমি আমার তিউন টা আপডেট করে দিছি ।
এখানে rafikul ভাই বলেছেন তার পোস্ট এর সাথে মিলে গেছে কুথাই মিলল আমি বুজলাম না উনার পোস্ট টা জিমেইল এর আমার টা ইয়াহুর উপর উনার পোস্ট দেখে কি কেউ ইয়াহু configure করতে পারবেন প্রস্ন রইল আশা করি উত্তর দিয়ে জাবেন এই ভাবে অনেকেই না বুজে বাজে কমেন্ট করে বসেন । যার কারনে আজ TT তে পোস্ট আগের মত হয় ভুল হলে আপনারা আমাদের ভুল ধরে দিবেন আর বলবেন কি ভাবে করলে ভাল হবে টা না করে আপনারা ১ জন টিউনার এর মন ভেঙ্গে দেন ।

vai ek kothai jotil…..

সুন্দর হয়েছে।

Level 0

ভাল টিউন ……..তবে শুধুমাত্র nokia 3rd/5th ভার্ষণ কাজ করবে। আর এক্ষেত্রে মনে হয় অধিকাংশ টিটি গ্রাহক এই সুবিধাটি পাবে না…….

নোকিয়া ৫৩১০ এ আপনার যাদুর সোনার কাঠী খুঁজে পাইনি। এ ক্ষেত্রে কনফিগারেশন করা সম্ভব হইতেছেনা।