অনেক পড়া জমে আছে, কম্পিউটারে নোট আছে কিন্তু তা তো মোবাইলে পড়া যাবে না, কি করবেন তাহলে? হ্যা আপনার জন্য ই একটা দরকারী সফট। এবার মোবাইলেই দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড।
জ্বি, এবার আপনি খুব সহজেই জাভা সাপোর্টেড মোবাইল ডিভাইসে মাইক্রোসফট ওয়ার্ড পড়তে পারবেন। তার জন্য Microsoft Word for Mobile আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। সাইজ খুবি ছোট। মাত্র 86.18 KB।
LG KS10, Nokia 3250, Nokia 5500, Nokia 5700, Nokia 6110 Navigator, Nokia 6120, Nokia 6121, Nokia 6290, Nokia E50, Nokia E51, Nokia E60, Nokia E61, Nokia E62, Nokia E61i, Nokia E65, Nokia E70, Nokia E90, Nokia N71, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N80, Nokia N81, Nokia N81 8GB, Nokia N82, Nokia N91, N91 8GB, Nokia N92, Nokia N93, Nokia N93i, Nokia N95, Nokia N95 8GB, Samsung i400, Samsung i450, Samsung i520, Samsung i500, Samsung i560.
দেখুন আপনার মোবাইল উপরের তালিকায় আছে কিনা? তাহলে নিছের লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার করা শুরু করুন।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
বেশ কিছু দিন আগে ব্যবহার করেছিলাম। সফটওয়্যারটা প্রয়োজনীয় তবে ব্যবহার পদ্ধতিটা একটু ঝামেলা মনে হয়েছে। টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।