SPB Wireless Monitor » নিয়ন্ত্রন করুন আপনার ইন্টারনেট ট্রাফিক, সাশ্রয় করুন আপনার অর্থ

আজকে আমি আপনাদেরকে খুব ছোট কিন্তু কাজের একটি এ্যাপ্লিকেশন উপহার দিব। যার নাম "SPB Wireless Monitor" । এটির সাহায্যে আপনি আপনার ইন্টারনেট কতটুকু ব্যবহার করেছেন, কোন এ্যাপ্লিকেশন কতটুকু ব্যবহার করেছে ইত্যাদি দেখতে পারবেন। এমনকি আপনি এলার্মও দিয়ে রাখতে পারবেন যাতে আপনার নির্ধারিত ব্যান্ডউইথ এর বেশি খরচ না হয়ে যায়। এছাড়াও আপনি দেখতে পারবেন কোন এপ্লিকেশন কত টাকার ব্যান্ডউইথ খরচ করেছে। কি মজার না? এককথায় আপনার ইন্টারনেট ব্যবহার করার পুরা তথ্য আপনি SPB Wireless Monitor এর কাছ থেকেই পাবেন।

এক নজরে SPB Wireless Monitor এর ফিচারগুলি-

  • - Per-application reports (for Android 2.2+ devices)
  • - Cost reports
  • - Mobile and WiFi traffic reports
  • - Warnings when exceeding spending limits
  • - Export to CSV
  • - 330+ pre-defined service plans
  • - Home screen widget

সাপোর্টেট অপারেটিং সিস্টেম-

  • Android 2.1 and higher (Only official ROMs supported)
  • Symbian^3 (Only official ROMs supported)
  • S60 5th Edition

এটির ইন্টারফেসটি খুবই সহজবোধ্য তাই বেশি বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে করছি না। নিচের স্কিনশর্টগুলি দেখেই ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন।

কিছু স্কিনশর্ট

এন্ড্রুয়েট-

সিমবিয়ান-

ডাউনলোড করার আগেই মজা নিতে চাইলে নিচের ভিডিওটিও দেখতে পারেন-

ডাউনলোড

সিমবিয়ান-

এন্ডুয়েট-

--------------

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর.এস.এস" -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

--------------

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল। কিন্তু আমার ন৭৩ তে কাজ করবে না তাই কাজে আসলো না।

    ধন্যবাদ শরিফ ভাই। এটি খুব পুরানা সেট এবং ননটাচ তাই কাজে আসবে না।
    তবে এন ৭৩ খুবই ভাল একটা সেট। বিশেষ করে এন ৭৩এর সাউন্ট সিস্টেমটা আমার অনেক ভাল লাগে।

ধুর মিয়া আমি ভাবলাম কম্পিউটারের জন্য।
কত আশা নিয়া ঢুকলাম আর এইডা কি দিলেন?

    কত আশা নিয়া ঢুকলাম

    ami o to vablam computer software ata, dhur :X

    আপনার তিনজনই আবেকপ্রবণ 😉 । টিউনে ঢোকার আগে বিভাগটা তো দেখে নিবেন নাকি?

    যাইহোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
    আর কম্পিউটারের জন্য এর থেকেও অনেক ভাল ভাল সফটওয়ার আছে।
    আগের টিউনগুলি খুজলেই পেয়ে যাবেন।

কাজে লাগবে…………….ধন্যবাদ ভাইজান।

Level 2

thanks

Level 0

সাইফুল ভাই……আপনি তো দেখছি মোবাইল Application নিয়ে উঠে পরে লেগেছেন।হেহেহেহে।

আমি ভাবলাম এটা পিসি আপ্পলিচাতিওন।কিন্তু ঢুকে হতাশ হলাম।কারন আমার মোবাইল এ এটার কোনো কাজ নাই।

ভাই্‌……জাভা সেট নিয়ে কিছু একটা লিখুন।আমার এবং সবার কাজে দিবে।
টিউন টি খুব সুন্দর হয়েছে,ধন্যবাদ্‌

    হুম। মোবাইলের এপ্লিকেশন নিয়েই লিখবে বেশি পছন্দ করি।
    আর পিসির জন্য আগে সম্ভবত টিউন হয়েছে। খুজে দেখলেই পেতে পারেন।

    আর জাভা মোবাইল গেমিং করার জন্য সবচেয়ে ভাল। তাই এটির বেশি এপ্লিকেশন পাওয়া যায় না।
    তবুও চেষ্টা জাভা নিয়ে লেখার।

    ধন্যবাদ।

nokia c6 a try korlam but kaj hoy na 🙁

    নোকিয়া C6 এ অবশ্যই কাজ করবে। তবে ক্রাক ভার্সনটি ইন্সটল করার আগে সেটিকে সাইন করে নিতে হবে।

    আর ক্রাক ভার্সন ব্যবহার করার আগে ট্রাইল ভার্সনটিই ব্যবহার করে দেখতে পারেন।

    ধন্যবাদ।

    ক্রাক/পাইরেটেট ভার্সন t ki kore সাইন করে নিতে হবে ami seta jani na. aktu janaben ki?

    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/

    উপরের টিউনটি দেখুন।

Level 0

nokia c7 kivabe hack korbo, janaben???

জাভা নিয়া কেউ কিছু লিখে না। মনে হয় জাভা সেট হইল কমদামী সেট তাই ইহার কোন বেলই নাই :'(
আচ্ছা কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন? আমার কাছে একটা জটিল জাভা সফটওয়্যার আছে। আমি সেটা কিভাবে আপলোড দিব? এবং আপলোড দিলে যে কারো সেটে কি কাজ করবে?

    জাভা অনেক ভাল একটি প্লাটফর্ম। তবে এটি গেমিং করার জন্য সবচেয়ে ভাল। তাই বেশি ভাল সফটওয়ার পাওয়া যায় না।

    আর কোন ফাইল আপলোডের ক্ষেত্রে http://www.mediafire.com এ যেতে পারেন।

Level 0

Ameo Shobar Moto Onek Asha Neye Dhuklam But Kaj Holo Na Mone Hoy Mobile Ta Na Paltale R Hochse Na 🙁

ভালইত,
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।
*আমি এখনো এমন কোন প্লেয়ার পাইনাই যেখানে mp3 ও সব ধরনের video ফাইল ওপেন হয়,তোমার সংগ্রহে থাকলে আশা করছি শেয়ার করবা*

    Apni COREPLAYER use korte paren, ete sob support kore. Tobe linkta amar kase nei. Saiful vai apnake dite parbe.

    সাইফুল ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি।

    আমার জানামতে নোকিয়ার টাচ মোবাইলগুলো মানে S60 V5 এবং Symbian^3 এর জন্য এখন পর্যন্ত এমন কোন প্লেয়ার নাই যেটাতে Mp3 সহ সব ধরণের Video ফাইল সাপোর্ট করে 🙁 ।

    তবে নন টাচ সেটগুলোতে কোর প্লেয়ার দিতে মোটামুটি প্রায় সব ধরণের ফাইলই সাপোর্ট করে। কিন্তু তারা S60 V3 কিংবা S^3 এর জন্য কোন নতুন ভার্সন রিলিজ করেনি। তাই আপনাকে MP3 এবং Video চালানোর জন্য আলাদা আলাদা প্লেয়ার ব্যবহার করতে হতে পারে।
    কোরপ্লেয়ার এর ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন
    http://www.mobihand.com/130/homesoftware.asp

    ধন্যবাদ আতাউর ভাইয়া এবং ফিরোজ ভাইয়াকে।

Level 0

ভাল জিনিস শেয়ার করলেন ভাই।

Level 0

সাইফুল ভাই সফটয়্যারটা s60v3 প্লাটফর্ম এর জন্য পাওয়া যাবে? গেলে যদি লিন্কটা দেন তাহলে উপকৃত হতাম।
ধন্যবাদ ভাল থাকবেন।।

কমপিউটার েতা েমাবাইল হেয় যােব হা হা হা এ জন্য েমাবাইল নেয় েলখা