মোবাইলের অজানা কিছু প্রশ্নের উত্তর

Level 3
শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কমবেশী আমরা প্রায় সবাই ই মোবাইল ব্যবহার করি। কিন্তু আমরা ক’জনই বা ভালোভাবে জানি মোবাইল সম্পর্কে। আমিও মোবাইল সম্পর্কে এত ভালোভাবে জানি না। তবে যতটুকু জানি ততটুকু আপনাদের জানাতে আসলাম।

আমাদের দৈন্দিন জীবনে প্রায় সময় মোবাইলে অনেক সমস্যা হয় কিন্তু আমরা এই সমস্যার সঠিক কোন সমাধান পাই না। তাই আমি কিছু সমস্যা এবং সমাধান একত্রে নিয়ে এলাম। মনোযোগ ‍দিয়ে পড়ুন। আশাকরি আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন জেনে নিই সমস্যার সমাধান গুলো, ,

 

প্রশ্নঃ-০১। আমার অ্যান্ড্রয়েড ফোন কোন কাজ করছে না। এখন কি করবো?
  • উত্তরঃ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি রি-স্টার্ট করুন। এতে আপনার ফ্রিজ হয়ে যাওয়া ফোন ঠিক হতে পারে।
প্রশ্নঃ-০২। আমার ফোনে SD কার্ড পাচ্ছে না, করতে হবে?
  • উত্তরঃ হয়তো আপনার SD কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোনে SD কার্ড লাগিয়ে আবার ফরম্যাট করুন।
প্রশ্নঃ-০৩। আমার অ্যান্ড্রয়েড ফোন এর সকল তথ্য কিভাবে ডিলিট করব?
  • উত্তরঃ আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন। অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় তথ্য অন্য কোথাও সংরক্ষন করে নিন। কারণ এর ফরম্যাট দ্বারা ফোনের সকল তথ্য ডিলিট হয়ে যায়।
প্রশ্নঃ-০৪। আমি কি আমার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের লিখা বড় করতে পারব?
  • উত্তরঃ হ্যাঁ পারবেন। আপনি মেসেজ সেটিং এ প্রবেশ করুন তারপর Set test size অপশন এ গিয়ে লিখার সাইজ বড় করে দিন।
প্রশ্নঃ-০৫। কিভাবে আমার ফোনের ভাষা পরিবর্তন করব?
  • উত্তরঃ আপনি প্রথমে Settings > Language & Keyboard এ যান এবং আপনার ভাষাটি সিলেক্ট করুন। ভাষা পরিবর্তন হয়ে যাবে।
প্রশ্নঃ-০৬। কিভাবে আমি আমার ফোনে ভাইরাস আক্রমন প্রতিরোধ করব?
  • উত্তরঃ ভাইরাস আক্রমন প্রতিরোধ করার জন্য আপনি যেকোনো অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে ব্যবহার করতে হবে। যেমন- ক্যাস্পারস্কি মোবাইল সিকিউরিটি অথবা এভিজি যা আপনার ফোনে ভাইরাস আক্রমন থেকে সঠিক নিরাপত্তা প্রদান করবে।
প্রশ্নঃ-০৭। আমার ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না এর সমাধান কি?
  • উত্তরঃ ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর জন্য Settings > Date & Time > Automatic সিলেক্ট করে দিন। এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে।
প্রশ্নঃ-০৮। আমি কিভাবে অপ্রয়োজনিয় কল ব্লক করতে পারব?
  • উত্তরঃ যদি আপনার ফোনের নেটওয়ার্ক এই সুবিধা প্রদান না করে তবে আপনি Extrem Call Blocker Droid ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ইনকামিং কল ব্লক করতে পারে কিন্তু এটি সস্থা নয়। এছাড়াও আপনি কল ব্লক এর অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ-০৯। আমার ফোন মাঝে মাঝে স্লো করে। এর জন্য কোন টুলস বা সাহায্য রয়েছে?
  • উত্তরঃ আপনার ফোন ফাস্ট করতে সকল অপ্রয়োজনিয় অ্যাপস এবং ডাটা রিমুভ করে ফেলুন। এছাড়াও আপনি System Tyner Pro ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এটি আপনার ফোনের বিভিন্ন টাস্ক ও অযাচিত ফাইল রিমুভ করে ফোনের সর্বাধিক পারফোমেন্স বৃদ্ধি করে।
প্রশ্নঃ-১০। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব?
  • উত্তরঃ আপনি প্রথমে Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন।

প্রশ্নঃ-১১। আমার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না, এখন কি করবো?

  • উত্তরঃ এই সমস্যার সমাধান করার জন্য আপনি প্রথমে Settings > Location এ যান এবং Use GPS satellites সিলেক্ট করুন। এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে।
প্রশ্নঃ- ১২। আমার ফোনটি পানিতে পরে গেছে, এখন আমার করণীয় কি?
  • উত্তরঃ আপনি খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন। আপনার ফোনটি প্রায় ৭২ ঘন্টা শুষ্ক স্থানে রাখুন। এরপর আপনার ফোনটি চালু করুন। এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।
প্রশ্নঃ-১৩। আমি কি এন্ড্রয়েড অ্যাপস অটোমেটিক্যালি আপডেট করতে পারব?
  • উত্তরঃ হ্যাঁ আপনি এন্ড্রয়েড অ্যাপস অটোমেটিক্যালি আপডেট করতে পারবেন। তার জন্য আপনি Google Play > Menu > My Apps এ প্রবেশ করুন এবং অ্যাপ সিলেক্ট করে থ্রীডড অপশন থেকে অটো আপডেট চালু করে দিন।
প্রশ্নঃ-১৪। আমি আমার সার্চ করা লিস্ট কিভাবে গোপন রাখতে পারবো?
  • উত্তরঃ আপনি প্রথমে http://www.google.com/history এ আপনার অ্যান্ড্রয়েড ব্রাউজার দিয়ে প্রবেশ করুন এবং লগিন করুন। তারপর আপনি চাইলে আপনার আগের সার্চ করা হিস্টোরি রিমুভ করতে পারবেন এবং ভবিষ্যতে সার্চ গুলো যেন সেভ না করে তা সিলেক্ত করতে পারবেন।
প্রশ্নঃ-১৫। আমি কি অ্যান্ড্রয়েড ফোনের স্পীড বাড়াতে পারব?
  • উত্তরঃ হ্যাঁ পারবেন। এর জন্যে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন- সেট সিপিইউ। যা প্রসেসর এর অভারলকিং দূর করে স্পীড বৃদ্ধি করে। এটি প্রসেসর কে স্লো করে মেমরি সেভ করে। এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। নয়ত, প্রসেসর এর ম্যাক্সিমাম স্পীড এর পাশাপাশি আপনার ফোনের প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে।
প্রশ্নঃ-১৬। ফোন চার্জ দেওয়ার সময় স্ক্রিন অফ হয়ে যায় তাই আমার কি করা উচিত?
  • উত্তরঃ এই সমস্যার খুব সহজ সমাধান রয়েছে, আপনি Settings > Application > Development এ গিয়ে Stay awake সিলেক্ট করে দিন। এতে চার্জিং এর সময় স্ক্রিন চালু থাকবে।
প্রশ্নঃ-১৭। কিভাবে আমি স্ক্রিনশট নিব?
  • উত্তরঃ কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয়। সকল স্মার্ট ফোনের জন্য এই পদ্ধতিটি নয়।
প্রশ্নঃ-১৮। আমার ফোনের পাসওয়ার্ড সবচেয়ে বেশী সুরক্ষিত রাখবো কিভাবে?
  • উত্তরঃ আপনি প্রথমে Settings > Security > Set up screen lock এবং প্যাটার্ন সিলেক্ট করে আপনার প্যাটার্ন প্রবেশ করান। প্যাটার্ন লক অন্যান্য পাসওয়ার্ড থেকে দ্রুত ও সুরক্ষিত।
প্রশ্নঃ-১৯। আমি কি আমার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারব?
  • উত্তরঃ হ্যাঁ পারবেন। আপনি আপনার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারবেন। এর জন্য রুটিং ডিভাইস এর প্রয়োজন এবং রুট আন-ইন্সটলার নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
প্রশ্নঃ-২০। মেমরিতে পর্যাপ্ত কাজ করা যায় না কেন এবং এর সমাধান কি?
  • উত্তরঃ এটি অ্যান্ড্রয়েড এর একটি গুরুত্তপুর্ন সমস্যা। বিভিন্ন কেস (cache) ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের মেমরির স্পেস কমিয়ে ফেলে। আপনি “কেস ক্লিনার” বা “ক্লিন মাস্টার” নামক অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ফোন ক্লিন করতে পারবেন। এর সাহায্যে আপনি ফোনের বিভিন্ন অ্যাপস আন-ইন্সটল করতে পারবেন এবং মেমরি স্পেস বৃদ্ধি করতে পারবেন।

 

আজ এ পর্যন্তই। আশাকরি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারো দেখা হবে নতুন কোন আর্টিকেলে।

Level 3

আমি মো সানজিদ। শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস