সিমবিয়ান টাচ মোবাইলগুলোর জন্য ডাউনলোড করুন আমার সবচেয়ে প্রিয় একটি অডিও প্লেয়ার

অডিও গান প্লে করার জন্য অনেক ধরণের প্লেয়ার আছে। যেমন নোকিয়ার টাচ মোবাইলগুলোতে একটি অডিও প্লেয়ারটি আছে। কিন্তু বেশি ফিচার নেই।  শুধু অডিও ফাইল প্লে করতে পারলেই তো আর অডিও প্লেয়ার হওয়া যায় না। সেজন্য সঙ্গে অনেক রকমের সুবিধা থাকা প্রয়োজন।তাই আজকে আমি আপনাদেরকে আমার সবচেয়ে প্রিয় একটি অডিও প্লেয়ার উপহার দেব।

এক নজরে প্লেয়ারটি-

  • প্লেয়ারটির নাম TTPod।
  • এটির ভার্সন 4.30 ।
  • এটি চায়নিজ ভাষায় কিন্তু আমি আপনাদেরকে এটির ট্রান্সলেট করা ইংরেজি ভার্সন উপহার দিব।
  • এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন "ene49 (CepTeam)"
  • এটির জায়গা 1.49 MB (সর্বমোট)
  • সাপোটেট অপারেটিং সিস্টেম Symbian 5th এবং Symbian^3

আসুন জানা যাক কি কি ফিচারে সমৃদ্ধ এই প্লেয়ারটি-

আগেই বলেছি এটি আমার সবচেয়ে প্রিয় একটি প্লেয়ার। প্লেয়ারটি MP3, AAC, WMA এবং M4A ফরমেট সাপোর্ট করে। এতে একটি বিল্ট-ইন ইকুয়ালাইজার (Equalizer) আছে। রাতের বেলা আপনার সেটের যেন চার্জ কম খায় তারজন্য আছে "Night Mode" করে রাখার ব্যবস্থা। এলার্ম সেট করার ব্যবস্থাও আছে। তাছাড়া আমার মত যারা রাতে হেডফোনে গান না শুনলে ঘুমাতে পারেন না তাদের জন্য আছে "Sleep Timer" । যাতে গান শুনতে শুনতে আপনি ঘুমালে আপনার দেওয়া সময় অনুযায়ী অটোমেটিক গান Stop হয়ে যাবে।

আর আমার কাছে সবচেয়ে যেই জিনিসটা বেশি ভাল লাগে সেটি হল, আপনি প্রতিটি গানের লিরিক্স ডাউনলোড করতে পারবেন এবং গান প্লে হওয়ার সময় প্লেয়ারটি আপনাকে লাইন বাই লাইন লিরিক্স দেখাবে। এছাড়াও আপনি গায়কের ছবিও ডাউনলোড করতে পারবেন এবং গান প্লে হওয়ার সময় সেই গায়কের ছবি দেখতে পাবেন।

প্লেয়ারটিকে আপনি মোট ৪টি মুডে প্লে করতে পারবেন। এর মধ্যে আছে সুন্দর দুইটি Visualization।

প্লেয়ারটিতে মোট তিনটি স্কিন পাবেন। আর মজার ব্যাপার হলো আপনি আরও আপনার পছন্দমত স্কিন ডাউনলোড করে যোগও করতে পারবেন।

এখানেই শেষ নয় ! কারণ সবচেয়ে মজার যে ফিচারটি সেটি হল গান প্লে করে আপনি যদি প্লেয়ারটিকে মিনিমাইজ করে রাখেন তাহলে আপনার ডেস্কটপে সুন্দর একটি মিনি প্লেয়ার দেখতে পাবেন। এবং সেই মিনি প্লেয়ার থেকেই মোটামুটি সবকিছু নিয়ন্ত্রনও করতে পারবেন।

ডাউনলোড-

এতক্ষণে নিশ্চই বুঝতে পেরেছেন কেন এটি আমার ফেভারিট একটি প্লেয়ার? তাহলে আর দেরি কিসের? আপনিও ঝটপট ডাউনলোড করুন। আমি সিওর আপনিও এটির প্রেমে পড়ে যাবেন।

ভিতরে প্যাচ দেওয়া আছে। এটির ক্রাক করা ভার্সন পাইনি তাই একটিকে প্যাচ করেই চালাতে হবে। (প্যাচটি আনসাইনড, তাই সাইন করে নিতে হতে পারে)

--------------

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

--------------

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবই ঠিক আছে তয় টাচ টা লিখেই ঝামেলা করছ আমার। যাইহোক টিউন ভাল হয়েছে। ওহ আর একটি কখা নিজ নামের ট্যাগ করাটা কিন্তু টিটি তে নিষেধ। কেননা এর আগেও অনেকে নিজ নামে ট্যাগ করে টিউন করেছিল কিন্তু মডারেশন প্যানেল থেকে সেগুলো ইডিট করা হয়েছিল। ধন্যবাদ……………..

    হুম 😉 কি আর করার বলেন? একটা টাচ মোবাইল নিলেই তো পারেন। হারামীরফোণের কিরিসটেল (এন্ডুয়েট) টাও বেশ ভাল। টিউনের প্রসংশা করার জন্য ধন্যবাদ। নিজের নামে ট্যাগ করা টিটিতে নিষেধ এইরকম কোন নীতিমালা পাইনি তাছাড়া এর আগের অনেক টিউনেই আমার নামের ট্যাগ দিয়েছি কারণ আরও পড়ুন অপশনটায় এটি বেশ কার্যকর ভূমিকা পালন করবে। আর এর আগে কেউ আমাকে নিষেধও করেনি তাই দিয়েছি। এর জন্য দুঃখিত। আর মুছেও দিয়েছি। মডুদের কথাতো মানতেই হবে। আবারো ধন্যবাদ বিষয়টি সমন্ধে অবগত করার জন্য।

    Ami Hasib viyer shate ak mot…

    সাইফুল আসলে এই বিষয়টি নীতিমালায় নেই তবে কেউ টিউন সম্পর্কিত ট্যাগ না করলে মডারেটরদের দায়িত্ব হয় সেগুলোকে ঠিক করে দেয়া। যেমনটি আমার এবং শাকিল আরেফিনের জন্যও প্রযোজ্য হয়েছিল তাই বললাম আর কি…….

সাইফুল ভাই, আমাকে হেল্পান, আই ফোনের ওয়াইফাই অ্যাক্টিভ করব কিভাবে?? আর কল রেকর্ডের সফটওয়্যার কই পাব??? iphone3 🙁

Level 0

আমার আফসোস কারন আমার এতো দামী মোবাইল নাই।কারন আমি গরীব………হিহিহি।

    আমি ও ফকির। আমার ও আপনার মত একই অবস্থা।
    হি…হি…হি…

    সেল বাজার থেকে খুব কম দামে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো কিনে নিলেই পারেন।

লিরিক কি মোবাইল থেকেই নামাতে হবে। কম্পিউটার থেকে নামিয়ে টেকসট ফাইলটি মোবাইলে দিলে হবে না? সুন্দর হয়েছে।

    প্যাচ ফাইলটা সাইন করার পরেও ইনসটল হচ্ছে না। প্লেয়ারটাও চলছে না। সেট:৫৮০০

    লিরিকগুলি মোবাইল থেকেই নামাতে হবে।
    আর আমিতো প্যাচটা খুব সুন্দর ইন্সটল করতে পেরেছি। দয়া করে ভালভাবে চেষ্টা করুন।

    ধন্যবাদ।

Level 0

ভাইয়া আমার কাছে default music player ই ভাল লাগে।

Level 0

SAIFULL VAI!! K770i te, ke wifi use kora jabe???

আপনার পছন্দের সাথে আমার পছন্দের দারুন মিল!

অ্যান্টিনার বাইরে দিয়া গেলো… 😛 তয় টিউন ভাল হয়েছে বন্ধু… 😀

Level 0

thanks

Level 0

ভাই ফুল ভারসন পাননাই ঠিক আছে, প্যাক করতে হবে তাও ঠিক আছে। প্যাচটাও আনসাইনড। আপনার টিউনগুলো খুবই চমতকার এ ব্যাপারে সনধেহ নাই। কিনতু শেষে এই ঝামেলাটা লাগানোর জন্য আর করা হয়না। তাই মজা পাইনা। আপনার সাহায্য কামনা করছি। আমি NOKIA C7-00 ব্যবহার করি।

    ফ্রি ফ্রি মাগনায় মানুষের মেহনতের জিনিস ব্যবহার করবেন আর এইটুকু কাজ করতে পারবেন না? আর আমিতো আর ইচ্ছা করে এইসব ঝামলা করি না। এইটাই নিয়ম। কিভাবে এপ্লিকেশন সাইন করবেন তারজন্য নিচের টিউনটি দেখতে পারেন।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/

Level 0

at 1st thanks fr ur nice tune.i am using a N8.i cant install this software. hw can i install them in my phone?

দারুন জিনিস…………………

ভাই রাতের বেলা Night Mode এর মত কোন মোবাইল ব্রাউজার আছে নোকিয়া ৩১১০ মডেলের মোবাইলের জন্য? থাকলে জানাবেন দয়া করে।

use kori. Thanks

সাইফুল ভাই প্লিজ আমার samsung chat 322 এর জন্য একটা ভিডিও আর একটা অডিও প্লেয়ার এর লিঙ্ক দেন না, খুব ই দরকার

    ভাই খুজলাম কিন্তু আপনার স্যামসাং এর জন্য কোন সাহায্য করতে পারলাম না। দুঃখিত।

Level 0

Very nice tune for me..

সাইফুল ভাই আমি সনি এরিকসন k800i মোবাইলে স্কাইপি ব্যবহার করতে চাই কিন্তু সফটয়্যারটা পাচ্ছি না আপনার সাহায্য চাই ব্যবহারের নিয়মটা একটু জানাবেন প্লীজ।

Level 2

Saiful bhai, apni always touch mobile er jonno sundor sundor software post koren… thank you. akta valo touch mobile er jonno movie player thakle share koiren.

SAIFUL r tune tir jonno thnx….ata amar onk desirable akta player but onk version download korechilam but kaj hoy nai even cer.opda.en site theke signed o korechilam……but afsos………newayz apni kindly amr set r jonno TTPOD r latest kno full version thkle link ta diben….amr set model nokia n86…once again thnx 🙂

সাইফুল ইসলামের যখন প্রিয় তখন আমার প্রিয়া হইতে সমস্যা কোথায়,
আসলেই ধারুন একটি প্লেয়ার,ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ আতাউর ভাই।
    ব্যবহার করে দেখেন খুবই ভাল লাগবে।

Level 2

Saiful bhai, PC theke internet diye lyrics download kore TTPOD software e ki neya jabe?

Level 0

আমার একটা উপকার করেন , আমি Nexus S android ফোন ব্যবহার করি।মাত্র কয়েকদিন আগে কিনছি।মেলা দাম দিয়ে।কিন্তু এটাতে FLV format video play করতে পারিনা। অথচ আমার এক ফ্রেন্দ nokia n 900 কিনছে , ওরটাতে flv চলে। এখন কিভাবে কোন software দিয়ে এটা play করা যায়। দয়া করে জানাবেন ভাইয়া।

Level 0

vai pach mane ki buj lam na

Level 0

screentouch phone na hleo chole shusu symbian v2 er upore hle hbe….

Level 0

ami to tt te profile pic upload dite pari na ??? Ki korbo?