যাদের কম্পিউটার বা একটু ভাল মোবাইল ফোন আছেন তারাই কেবল জানেন ভাল গেমসের প্রয়োজনীয়তা কেননা গেমস মানুষকে আনন্দ দেয় এবং সময় অতিক্রম করার একটি সবচেয়ে ভাল মাধ্যম হল এই গেমস। সেটা কম্পিউটারেই হোক কিংবা মোবাইলে। কম্পিউটারের জন্য যেমন অনেক ফালতু গেমস তৈরি করা হয় তেমনি মোবাইলের জন্যও অনেক ফালতু গেমস তৈরি করা হয়। তবে আজকে জনপ্রিয় কিছু মোবাইল গেমস নিয়ে টিউনটি সাজানো হয়েছে। তবে গেমসগুলো শুধুমাত্র S60 v2 এর জন্য প্রযোজ্য তবে অন্যদের হতাশ হবার কারন নেই কেননা অন্যদের জন্য একটি ওয়েব সাইটের নাম দিয়ে দেয়া হবে যার ফলে তারা একটু কষ্ট করে সার্চ করে তাদের মোবাইল ডিভাইস অনুযায়ী গেমস খুজে পেতে পারেন।
এই গেমসটি কম্পিউটারে বসে গেমসপাগলরা খেলেনি এইরকম মানুষ খুব কমই আছেন। এর জনপ্রিয়তা দেখে মোবাইলের জন্যও তৈরি করা হয়েছে।
http://www.cell11.com এই সাইটে আপনি আপনার মোবাইল ডিভাইসটি সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার, গেমসটি ডাউনলোড করে নিন। তবে অনেকে gallery.mobile9.com কে মোবাইল ডিভাইসের জন্য সবচেয়ে ভাল সাইট মনে করেন। তাদের জন্য একটি দুঃখের কথা হল gallery.mobile9.com এই সাইটে প্রচুর পরিমানে মেলওয়্যার এবং ভাইরাস রয়েছে যা Eset Nod32 এন্টিভাইরাস প্রতিরোধ করে।
এই সাইটটিতে প্রতিদিন Eset Nod32 এর ইউজারনেম এবং পাসওয়ার্ আপডেট করা হয়। আশা করি যারা Eset Nod32 ব্যবহার করেন তাদের আর কোন সমস্যা হবে না।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আপনাকে অনেক ধন্যবাদ। আমার এরকম টিউন খুব ভাল লাগে।আরো চাই।carry on.