কিছুদিন আগে আমেরিকা থেকে আমার এক মামাকে দিয়ে Storm 9530 সেটটা আনিয়েছি। ইন্টারনেট চালু করতে পারিনি এখন পর্যন্ত। আমি জিপি ইউজার। কাস্টমার ম্যানেজারের সাথে পরশুদিন অনলাইন চ্যাট করলাম। আমাকে জানানো হল- পোস্ট-পেইড ইউজ করতে হবে, BIS (BlackBerry Internet Service) এ রেজিষ্টার্ড হতে হবে এবং এসব বাবদ হাদিয়া পড়বে মাত্র ২২০০ টাকা+১৫% ভ্যাট। এর আগে আমি All লিখে ৮০৮০ তে পাঠালাম। উত্তরে জানলাম সেটিং পাচ্ছি না। পরদিন, মানে গতকাল গেলাম গ্রামীণফোন সেন্টারে। যার কাছে আমার সিরিয়াল পড়ল তিনি সেটটা নিয়ে মনের সুখে টাচাটাচি করলেন প্রায় ২০ মিনিট ধরে। তার আগে খানিকক্ষণ কম্পিউটারে কি যেন খুঁজলেন। শেষে সেটটা আমার হাতে দিয়ে বললেন, হল না। ওনাদের একজন কলিগ নাকি একবার ব্ল্যাকবেরিতে জিপি ইন্টারনেট কনফিগার করেছেন কিন্তু আমার চরম দুর্ভাগ্য যে সেদিন তিনি অফিসে আসেননি। পরে দেখলাম আমার ফোনের Options>Advanced Options>TCP/IP তে APN এ gpinternet লিখে দিয়েছেন কিন্তু তারপরও কোন কানেকশন আসছে না ইন্টারনেটের। BIS এ জয়েন করার চেষ্টা করলাম কিন্তু সেখানেও বিপত্তি! বলছে- আগে Wireless Provider এর নেট কানেকশন লাগবে। ফোনে Host Routing Table এ Register Now দিলাম, হল না, ডাটা কভারেজ নেই।
আমাকে কি কেউ বলতে পারবেন এই মুশকিলের কি আসান?
আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!
ধন্যবাদ শেয়ার করার জন্য।