ব্ল্যাকবেরিতে ইন্টারনেট সেটিং

কিছুদিন আগে আমেরিকা থেকে আমার এক মামাকে দিয়ে Storm 9530 সেটটা  আনিয়েছি। ইন্টারনেট চালু করতে পারিনি এখন পর্যন্ত। আমি জিপি ইউজার।  কাস্টমার ম্যানেজারের সাথে পরশুদিন অনলাইন চ্যাট করলাম। আমাকে জানানো  হল- পোস্ট-পেইড ইউজ করতে হবে, BIS (BlackBerry Internet  Service) এ রেজিষ্টার্ড হতে হবে এবং এসব বাবদ হাদিয়া পড়বে মাত্র ২২০০  টাকা+১৫% ভ্যাট। এর আগে আমি All লিখে ৮০৮০ তে পাঠালাম। উত্তরে  জানলাম সেটিং পাচ্ছি না। পরদিন, মানে গতকাল গেলাম গ্রামীণফোন সেন্টারে।  যার কাছে আমার সিরিয়াল পড়ল তিনি সেটটা নিয়ে মনের সুখে টাচাটাচি করলেন  প্রায় ২০ মিনিট ধরে। তার আগে খানিকক্ষণ কম্পিউটারে কি যেন খুঁজলেন। শেষে  সেটটা আমার হাতে দিয়ে বললেন, হল না। ওনাদের একজন কলিগ নাকি একবার  ব্ল্যাকবেরিতে জিপি ইন্টারনেট কনফিগার করেছেন কিন্তু আমার চরম দুর্ভাগ্য যে  সেদিন তিনি অফিসে আসেননি। পরে দেখলাম আমার ফোনের  Options>Advanced Options>TCP/IP তে APN এ gpinternet  লিখে দিয়েছেন কিন্তু তারপরও কোন কানেকশন আসছে না ইন্টারনেটের। BIS এ  জয়েন করার চেষ্টা করলাম কিন্তু সেখানেও বিপত্তি! বলছে- আগে Wireless  Provider এর নেট কানেকশন লাগবে। ফোনে Host Routing Table এ  Register Now দিলাম, হল না, ডাটা কভারেজ নেই।

আমাকে কি কেউ বলতে পারবেন এই মুশকিলের কি আসান?

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনিও ভুক্তভোগী নাকি ভাইজান?

Level 0

Vai Apne Amar Moto Vukto Vuge. Amar Abbu Goto Bochor Rojar Deke Amar Jonno BB Bold 9700 Anechilo. Ame Set Ta Niye 1 Month Onek Try Korse But Net Chalate Parini. Online Theke Janlam Net Chalate Hole Oder Carrer Choose Korte Hobe. R Ae Sheba Akmatro GP Dete Parbe. So Apnake Jode Net Chalate Hoi GP Er Pechone Time Bay Kortae Hobe. A Chara Mone Hoy Kono Upay Nae. R Akta Kotha Apne Konovabe Net Use Korlao Opera Cholte Pare But Onno Kono Blackberry Er App Theke Apne Net Use Korte Parben Na. Jmon Facebook For Blackberry Etc.

Level 0

R Vai Akta Katha Sune Valo Laglo Apnar Set Ta Neye Tara Tachatachi Korse R Amar Ta Neye Tara J Comments Korse Ta Bolar Opekkha Rakhe Na 🙁

Level 0

Vai amar friende gp diye blackberryte internet chalay & se onno akjonke kichudin purbe net setting kore dise BB te.R apni Airtel diye configuration nite paren.bcz airteler maddome BB Te Internet use kora jay.

ভাইসব, আপনাদের মন্তব্যগুলো ইংরেজি অক্ষরে লেখার কারণে পুরো মন্তব্য কমেন্টস বক্সে দেখতে পারছি না। মার্জিন ভেদ করে বেরিয়ে গেছে। তাই ঠিক বুঝতে পারছি না আপনারা কী উপদেশ/পরামর্শ দিলেন আমাকে। যদি সম্ভব হয় কোনভাবে বাংলায় একটু গুছিয়ে লিখেন। নয়তো আমাকে ইমেইল করতে পারেন। সেটাই মনে হয় ভাল হবে।

আমি জিপি তে use করসি। এখন airtel e use করি। মেইল করুন [email protected] এ। আমি মনে হয় help করতে পারব।

আমি আজ ৪ বছর হল ব্যবহার করছি। আমি শুধু facebook ব্যবহার করতে পারি। আমি facebook এর অ্যাপ তা অ্যাক্টিভ করছি আপনি চাইলে try করা দেখতে পারেন। (option->Advanced option->Tcp) এই খানে Tcp তে APN এর জাইগায় access point name লিখে দিলে কাজ করে। কিন্ত set করে battery open করে সিম খুলে আবার লাগাতে হয়।

    হ্যাঁ ভাই, আপনার সিস্টেমে কাজ হইছে। নেভিগেটর টা প্রাথমিক কনফিগার করা গেছে। কিন্তু ব্রাউজার চালাতে পারছি না। Service Book চাচ্ছে। এটা এখন কোথায় পাই?
    আরেকটা সমস্যা- ব্ল্যাকবেরির জন্য ডেভেলপ করা অ্যাপ্লিকেশনের .cod এক্সটেনশন দেখি, কিন্তু কোনভাবে তো ইনস্টল করতে পারিনা। ব্ল্যাকবেরির অ্যাপ্লিকেশন বেশিরভাগই জিপ ফোল্ডারে থাকে ডাউনলোডের সময়। আমি কয়েকটা করেছি ডাউনলোড, পিসি তে, কিন্তু গাদা খানেক .cod দেখে বুঝতে পারছি না কোনটা আসল ফাইল। অপেরা মিনি 5/6 কোনটাই ইন্সটল হয়না (সাধারণ .jar)। এই কাজ কি Blackberry Desktop Manager দিয়ে করতে হবে? অতগুলো ফাইল থেকে কোনটা সিলেক্ট করব? সিস্টেমটা কি আসলে???

Level 0

vai r o koak din age bolten bb sale kore android kinlam
android 2.2 a bangla likte o dekte chai help…

Go to options > advanced options >TCP and enter the APN details there.

Grameenphone:
apn: gpinternet

Banglalink:
apn: blweb

Airtel/ Robi:
apn: internet
*********************************************
proxy: no
usernamer/password: n/a

কাজ হলে জানাবেন…ধন্যবাদ।

    10a. Go to Manage Connections > Mobile Network Options > Network Mode > change 3G & 2G to be 2G only and escape out.
    10b. Go to Options > Mobile Network > Network Technology and change the setting from 1XEV to GSM/UTMS.

    11. Then go to Manage Connections > Mobile Network > and UNcheck your service, wait for it to show OFF in the signal indicator area at the top of your screen.

    12. Now, return to the same Manage Connections > Mobile Network > and CHECK your Mobile Network to be back enabled. You may have to do this 3-5 times, each time being patient for the OFF signal indicator. Then give the device five minutes to gain EDGE. If it doesn't rinse and repeat #2 and 3 here.

    ধন্যবাদ ওয়াহিদ ভাই। যেভাবে বলেছেন, সেভাবেই করেছি। EDGE ও এসেছে। কিন্তু ব্রাউজার কাজ করছে না। Service Book চায়। অপেরা মিনি ইনস্টল করার চেষ্টা করলাম, ৮০% হয়ে ফেল করল। আর ব্ল্যাকবেরির জন্য যে ভার্সন, তাতে .COD ফাইল দেখলাম কিন্তু বুঝলাম না কিভাবে এটা ইনস্টল করতে হবে। আর স্ন্যাপটু ইনস্টল করে চালাতে গেলে নেট কানেকশন নিচ্ছে না। তাহলে কি কোথাও কোনো গলদ আছেই? আমি কোন অ্যাপ্লিকেশন দিয়ে ট্রাই করতে পারি নেট ঠিকমত চলছে কিনা? অপেরা মিনির কি ব্যবস্থা করব?

Level 0

আমি অপরের সব প্রব্লেম আ পরসি সমাদান চাই

vai kothao nia flash mare then manually net setup kora gele address ta den plzzzzz
amar phone BlackBerry curve 8520