কেমন আছেন আপনারা? আশাকরি ভাল। আমি একজন নতুন টেকটিউনার আর এটি আমার প্রথম টিউন। আশাকরি আপনারা এটি থেকে উপকৃত হবেন। আমরা যারা নকিয়া টাচস্ক্রিন মোবাইল ব্যবহার করি তাদের জন্য কি-লক এবং আনলক করা একটু ঝামেলার কাজ তাছাড়া অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হ ওয়ার সময় ভুলে যাই কি-লক করার কথা। এর ফলে অনেক দূর্ঘটনা ঘটতে পারে যেমন পকেটে থাকা অবস্থায় স্ক্রীনে চাপ লেগে কোথাও কল গিয়ে আপনার অর্থহানী ঘটতে পারে। তো যাই হোক এবার আসি মূল কথায়।
আমি আপনাদেরকে এমন একটি সফট ওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটা ইনস্টল করলে আপনি যখনই আপনার মোবাইলটি পকেটে রেখে দিবেন সাথে সাথে মোবাইলটি অটোমেটিক লক হয়ে যাবে (ব্যাকলাইট ও নিভে যাবে) আবার যখনই পকেট হতে বের করবেন তখনই মোবাইলটি অটোমেটিক আনলক হয়ে যাবে (ব্যাকলাইট ও জ্বলে উঠবে)।
মূল কথা হল এই সফটওয়্যারটি আপনার মোবাইলের Proximity Sensor ব্যবহার করে এই কার্য সম্পাদন করে।
Installation & Use
১. প্রথমে software টি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে এবং ইনস্টল করুন আপনার মোবাইলে। ইনস্টল অবশ্যই ফোন মেমোরীতে করবেন।
http://www.mediafire.com/?nwo3odvqy4duh47#1
২. এবার software টি চালু করুন। একটি কালো স্ক্রীনে সাদা কিছু লেখা দেখতে পারবেন। এখন খেয়াল করুন স্ক্রীনের উপরে Auto Start: Off | Beep: On লেখা আছে।
৩. এখন Option এ ক্লিক করে “Autostart On/Off” select করুন। এবার লক্ষ করুন আপনার স্ক্রীনের উপরে Auto Start: Off | Beep: On লেখা ছিল সেখানে এখন Auto Start: Off | Beep: On লেখা আছে। তার মানে Auto Start চালু হয়ে গেছে। পরবর্তীতে আপনি মোবাইল রিস্টার্ট দিলেও software টি অটো চালু হবে।
৪. এবার আবার Option এ ক্লিক করে “Hide” select করুন। ফলে software টি background এ চলে গেল।
৫. এবার পরীক্ষা করার জন্য আপনার মোবাইলের উপরের অর্ধ ভাগ আপনি হাত দিয়ে মৃদু ভাবে চেপে ধরুন আর দেখুন একটি বিপ শব্দ হয়ে মোবাইলটি লক হয়ে গিয়েছে আবার হাতটি তুলে নিলে আরেকটি শব্দ হয়ে মোবাইলটি আনলক হয়ে যাবে। এখন থেকে আপনি পকেটে রাখলে মোবাইলটি অটোমেটিক লক হয়ে যাবে (ব্যাকলাইট ও নিভে যাবে) আবার যখনই পকেট হতে বের করবেন তখনই মোবাইলটি অটোমেটিক আনলক হয়ে যাবে (ব্যাকলাইট ও জ্বলে উঠবে)।
তো কেমন লাগল আমার টিউন? আপনাদের উপকারে আসলে সাড়া দিবেন। ভাল থাকবেন সবাই।
আমি ABU TOHA MOHAMMAD TAMAM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থাঙ্কস 4 টিউন