সাধারনত আমরা বাজারে গিয়ে মোবাইল কিনি শুধু এর বাহ্যিক সোন্দর্য্য দেখে। আমরা কখনও এর ফিচার গুলো পড়ে কিনতে যাই না। এটা বড় ধরনের বোকামী বলে আমার কাছে মনে হয়। একটা মোবাইল শুধু মাত্র দেখার সৌন্দয্যের বিষয় না। এটার ব্যবহার উপযোগীতাই সবচে বড় বিবেচ্য বিষয় হওয়া উচিত।
ব্যবহার উপযোগীতা ২ ভাবে বিবেচনা করা উচিত।
১. বিল্ট ইন ফিচার দেখে।
২. নেট থেকে অতিরিক্ত কি কি এ্যাপস এতে যোগ করা যায়।
সবার উচিত ২য় বিষয়টার প্রতি জোর দেয়া। কারন নেটে ওএস অনুযায়ী হাজার হজার সুন্দর সুন্দর এপ্লিকেশন পাওয়া যায়, যে গুলো সেটে সেটাপ করে অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব। সুতরাং সেটাই মুখ্যা বিবেচ্য বিষয় হওয়া উচিত।
বাজারে বিভিন্ন ধরনের অপারেটিং সিষ্টেমের মোবাইল পাওয়া যাচ্ছে। এর মাঝে প্রধান ৪ প্রকার অপারেটিং সিষ্টেম হল:
১. সিম্বিয়ান ওএস (নোকিয় )
২. এ্যান্ড্রয়েড ওএস (এইচ.টি.সি)
৩. উন্ডোজ ওএস (ও টু)
৪. আই ওএস (এ্যাপল আইফোন)
যদিও অনেক কোম্পনীই একাধিক ওএস ব্যবহার করে থাকে।
বর্তমানে ওএস হিসাবে এন্ড্র্রায়েড ওএস নির্ভর মোবাইল বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে এর সাথে পাল্লা দিয়ে সিম্বিয়ান-৩ ওএস সেট গুলোও কম যায় না।
সব ধরনের ওএস এরই নেটে বিভিন্ন ধরনের এ্যাপস বা ছোট ছোট টুলস প্রোগ্রাম পাওয়া যায়। যে গুলো মোবাইলে ইনস্টল করে বেশ কিছু বারতি সুবিধা ভোগ করা যায়।
ব্লগের কেউ কি বলতে পারবেন কোন ওএস নির্ভর সেট গুলো বর্তমান ও আগামী দিনের জন্য ভাল হবে? এবং কি কি কারনে উক্ত ওএস নির্ভর সেট চয়েক করা উচিত। কোন ওএস নির্ভর সেট চয়েজ করা বুদ্ধিমানের মত কাজ হবে?
বর্তমানে কোন ওএস এর বিভিন্ন ধরনের এ্যপস নেটে বেশী পরিমানে পাওয়া যাচ্ছে। যার দরুন সেই ওএস ব্যবহার অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব।
আর বিভিন্ন ধরনের মোবাইল ওএস এর এড্রেস আলাদা আলাদা করে জানালে উপকার হয়।
বি|দ্র: এই পোষ্ট যদিও কিছুটা জিজ্ঞাসা মূলক তথাপি আমি মনে করি এই পোষ্টের পাঠকের উত্তর ও আলোচনা থেকে অনেকেই বিভিন্ন প্রকার মোবাইল ওএস সম্পর্কে ধারনা ও তাদের উপযোগীতা সম্পকে ধারনা পাবেন। সেটা থেকে অনেকই উপকৃত হবেন বলে আশা করছি।
আমি রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্মার্টফোনের জগতে নকিয়া ও উইনডোজ দুটোই বেশ আনস্মার্ট। ভবিষ্যতে এনড্রয়েডের জয়জয়কারের সম্ভবনা বেশি। তবে আইফোন একটি আলটিমেট এক্সপেরিয়েন্স! নতুন মোবাইল ক্রেতারা এনড্রয়েড বা আইওএস এ মনোযোগী হলে উজ্জ্বল ভবিষ্যত গড়বেন, আশা করা যায়। 😀