মোবাইল অপারেটিং সিষ্টেম কোনটা দেখে কিনব?

সাধারনত আমরা বাজারে গিয়ে মোবাইল কিনি শুধু এর বাহ্যিক সোন্দর্য্য দেখে। আমরা কখনও এর ফিচার গুলো পড়ে কিনতে যাই না। এটা বড় ধরনের বোকামী বলে আমার কাছে মনে হয়। একটা মোবাইল শুধু মাত্র দেখার সৌন্দয্যের বিষয় না। এটার ব্যবহার উপযোগীতাই সবচে বড় বিবেচ্য বিষয় হওয়া উচিত।

ব্যবহার উপযোগীতা ২ ভাবে বিবেচনা করা উচিত।

১. বিল্ট ইন ফিচার দেখে।

২. নেট থেকে অতিরিক্ত কি কি এ্যাপস এতে যোগ করা যায়।

সবার উচিত ২য় বিষয়টার প্রতি জোর দেয়া। কারন নেটে ওএস অনুযায়ী হাজার হজার সুন্দর সুন্দর এপ্লিকেশন পাওয়া যায়, যে গুলো সেটে সেটাপ করে অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব। সুতরাং সেটাই মুখ্যা বিবেচ্য বিষয় হওয়া উচিত।

বাজারে বিভিন্ন ধরনের অপারেটিং সিষ্টেমের মোবাইল পাওয়া যাচ্ছে। এর মাঝে প্রধান ৪ প্রকার অপারেটিং সিষ্টেম হল:

১. সিম্বিয়ান ওএস (নোকিয় )

২. এ্যান্ড্রয়েড ওএস (এইচ.টি.সি)

৩. উন্ডোজ ওএস (ও টু)

৪. আই ওএস (এ্যাপল আইফোন)

যদিও অনেক কোম্পনীই একাধিক ওএস ব্যবহার করে থাকে।

বর্তমানে ওএস হিসাবে এন্ড্র্রায়েড ওএস নির্ভর মোবাইল বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে এর সাথে পাল্লা দিয়ে সিম্বিয়ান-৩ ওএস সেট গুলোও কম যায় না।

সব ধরনের ওএস এরই নেটে বিভিন্ন ধরনের এ্যাপস বা ছোট ছোট টুলস প্রোগ্রাম পাওয়া যায়। যে গুলো মোবাইলে ইনস্টল করে বেশ কিছু বারতি সুবিধা ভোগ করা যায়।

ব্লগের কেউ কি বলতে পারবেন কোন ওএস নির্ভর সেট গুলো বর্তমান ও আগামী দিনের জন্য ভাল হবে? এবং কি কি কারনে উক্ত ওএস নির্ভর সেট চয়েক করা উচিত। কোন ওএস নির্ভর সেট চয়েজ করা বুদ্ধিমানের মত কাজ হবে?

বর্তমানে কোন ওএস এর বিভিন্ন ধরনের এ্যপস নেটে বেশী পরিমানে পাওয়া যাচ্ছে। যার দরুন সেই ওএস ব্যবহার অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব।

আর বিভিন্ন ধরনের মোবাইল ওএস এর এড্রেস আলাদা আলাদা করে জানালে উপকার হয়।


বি|দ্র: এই পোষ্ট যদিও কিছুটা জিজ্ঞাসা মূলক তথাপি আমি মনে করি এই পোষ্টের পাঠকের উত্তর ও আলোচনা থেকে অনেকেই বিভিন্ন প্রকার মোবাইল ওএস সম্পর্কে ধারনা ও তাদের উপযোগীতা সম্পকে ধারনা পাবেন। সেটা থেকে অনেকই উপকৃত হবেন বলে আশা করছি।

Level 0

আমি রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্মার্টফোনের জগতে নকিয়া ও উইনডোজ দুটোই বেশ আনস্মার্ট। ভবিষ্যতে এনড্রয়েডের জয়জয়কারের সম্ভবনা বেশি। তবে আইফোন একটি আলটিমেট এক্সপেরিয়েন্স! নতুন মোবাইল ক্রেতারা এনড্রয়েড বা আইওএস এ মনোযোগী হলে উজ্জ্বল ভবিষ্যত গড়বেন, আশা করা যায়। 😀

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    প্রতিযোগী বাজারের কথা চিন্তা করেই নকিয়া তার ওএস Symbian^3 OS এআপগ্রেড করেছে।

Level 0

@নেট মাস্টার ভাই, আমি মনে করি বাংলাদেশে আইফোন ইউস করা তেমন সুখকর না, আমি ৩ মাস ইউস করে হেভি ইন্টারনেট বিল এর কারনে শেষ পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছি, ৩জি না আসলে বিডি তে আইফোন না ইউজানোই ভাল

    আইফোন একটি দামী ব্রান্ড। এটা স্বভাবতই একটু ধনী শ্রেনীর জন্য। সে হিসাবে ধনীদের জন্য ইন্টারনেট বিল ১/২ হাজার (আনলিমিটেড প্যাকেজ) বহন করা তেমন কঠিন কিছু বলে মনে হয় না।

    তবে আপনার ব্যবহারের অভিজ্ঞতা থেকে এটা ব্যবহারের সুবিধা গুলো ও ভবিষ্যতে এটার সম্ভবনা কোথায় দাড়াতে পারে সেটা কি ভাবে বিবেচনা করা উচিত সেই সম্পকে মন্তব্য আশা করছি।

    Level 0

    বর্তমানে আইফোন, এন্ড্রয়েড এর জয় জয়কার চলছে, কিন্তু আমার মত সাধারন মোবাইল ইউজার যারা সল্প খরচে নেট, সফটওয়্যার এর শহজলভভতা চান তারা সিম্বিয়ান ইউস করলেই ভাল

    miraj @ এটা ঠিক না যে কম দামী হলেই সিম্বিয়ান ওএস ব্যবহার করতে হবে। ৪/৫ হাজার টাকা দামের সেটে জাভা বেইজ এ্যাপস ও সেটাপ করা যায়। সল্প খরচের নেট ব্যবহারের সাথে সিম্বিয়ান ওএস এর কোন সম্পক` নেই।
    তবে প্রত্যেকেই তার নিজ নিজ ব্যবহারের উপযোগীতা অনুসারে ওএস চয়েজ করা উচিত।

ভাই ঠিক বোলেছেন ভবিষ্যতে এনড্রয়েডের জয়জয়কারের সম্ভবনা বেশি টাই এনড্রয়েড ফোন কিনাই উচিট

টাকা থাকলে Android ব্যবহার করে দেখা উচিত কারণ এর বেশিরভাগ software freeware আর নইলে Symbian best তবে হ্যাক করে আর আইফোন উচ্চবিলাষীদের জন্য

    আমার মনে হয় না, যার বাজেট ১৫ হাজার টাকা থাকে তার জন্য Android ব্যবহার করা কঠিন কিছু।

Level 0

আমার মতে Android. আমি একটি iPAD (Chinese) ব্যাবহার করি। ইচ্ছা মত Apps Download করি আর install করি, মজাই আলাদা !

    Android এ্যাপস এর ভাল কোন একটা সাইটের ঠিকানা দিতে পারবেন। আমি কিছু এ্যাপস চেক করে দেখতাম।

    Level 0

    আপনি 4shared.com এ .apk লিখে search দিলে লাকখানেক apps পাবেন।

আমি মনে করি এনড্রয়েড , আইওএস , সিম্বিয়ান-৩ সবগুলোই ভাল যে যা ভাল মনে করবে সেটাই কিনবে ।
কিন্তু সবাই এনড্রয়েড নিয়া এতো লাফালাফি কেন করতেছে বুঝি না ? এনড্রয়েড এ এমন কি আছে যা অন্য কিছু তে নেই ?
সিম্বিয়ান-৩ ওএস এবং এনড্রয়েড এই দুইটির ও এস এ সুবিধা এবং অসুবিধা গুলো কি কেউ কি একটু বলবেন দয়া করে ????
একজন মন্তব্যে বললেন স্মার্টফোনের জগতে নকিয়া ও উইনডোজ দুটোই { বেশ } আনস্মার্ট
এমনভাবে কথা টা বললেন যেন উনি নকিয়ার সবগুলো সেটই যেমন E7 , X7 ,N8 ,C7 Astound কিনে ইউস করে দেখেছেন যা কি না উনার কাছে সবগুলোই আনস্মার্ট লেগেছে । সরি ।
নকিয়া দিয়েই আমার ফোন এর জগতে আসা। নকিয়ার প্রায় অনেক ধরনের সেট ই আমি ইউস করেছি
আমি আইওএস এর 4G , সিম্বিয়ান-৩ এর N8 এ দুটোই এখন ইউস করি কই আমি ত খারাপ কিছু দেখলাম না ।এনড্রয়েড এ এখনো যায় নি তবে সবাই যা শুরু করেছে তাতে করে এখন একটা এনড্রয়েড সেট কিনে দেখতে হবে যে আসলে এটার ভিতর কি এমন সোনার খনি আছে যা নিয়া সবাই এমন টানাটানি করিতেছে চিন্তায় আছি।
যে যা ইউস করেছেন সেটা নিয়ে মন্তব্য করলে আমি মনে করি ভাল হয় কারন তাতে নতুন ইউসারদের উপকার হবে। শুনা কথায় কান দিতে নেই কোন জিনিস ব্যবহার না করে তার ভাল মন্দ বিচার করা যায় না।
প্লিজ মন্তব্য পড়ে কেউ মনে কস্ট নিবেন না কাউকে প্রতিঘাত করতে কথাগুলো বলিনি তারপরও কেউ মনে কস্ট পেয়ে থাকলে সরি ।

    আমি মনে করি ঢালাও ভাবে কোন একটা ওএস এর দোষ বা গুন গান না করে সেটা কি কারনে ভাল বা মন্দ সেটা সঠিক ব্যাক্ষা সহ উল্লেখ করলে ভাল হত।
    আলোচনাটা সেভাবেই হওয়া উচিত।
    হুট করে বলে ফেললাম ওমুকটা খারাপ বা ভাল, এতে করে সাধারন পাঠক কিন্তু বুঝতে পারল না এটা কেন ভাল বা মন্দ। ব্যাপরটা এরকম দাড়াচ্ছে যে, "চিলে কান নিয়ে গেল" শুনে পাঠক তার পেছনে দৌড়াচ্ছে। 🙂

    পাঠকের বোঝার সুবিধাথে ওএস এর ভাল বা খারপ দিক গুলো উল্লেখ করা উচিত। যে আলোচনা থেকে পাঠক নিজেই সিদ্ধান্ত নিতে পারবে কোনটা ভাল বা মন্দ কিংবা পাঠক তার ব্যবহারের উপযোগিতা বিবেচনা করে তার পছন্দের ওএস নিধারন করতে পারবে।

    আমার আলোচনাতে কোন ব্রান্ড বা সেট নিয়ে করতে ইচ্ছুক না, আমি মূলত ওএস নিয়ে আলোচনা এগিয়ে নিতে ইচ্ছুক।

    আপনার অভিজ্ঞতা উল্লেখ করে মূল্যবান মন্তব্য শেয়ার করুন।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার কাছে সিম্বিয়ান ভালো লাগে।

    কেন ভাল লাগে সেটা উল্লেখ করে শেয়ার করলে আমার মত সাধানর পাঠকের বুঝতে সুবিধা হতো।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই, আমারও একই প্রশ্ন। আইফোনের কানেক্টিভিটির সাথে আমরা বাংলাদেশীরা হয়ত এখনও মানানসই না। আমার এক সিনিয়র ভাইয়ের গুগলের T-MOBILE G-1 আছে। একবার সেটটা রিস্টোর করার পর ওটা এক্টিভ করতেই অনেক ঝামেলা হয়েছিল। জিমেইলে সাইন ইন করতে বলছিল। কিন্তু কনফিগারেশন সেটিং নিয়ে অনেক হয়রানি হয়েছিল। যাহোক, নোকিয়ায় এসব ঝামেলা নেই। আমি নোকিয়ার C6-01 কিনতে চাচ্ছি । কিন্তু ব্লগের সবাই শুধু এন্ড্রয়েডের কথাই বলতেছে। নোকিয়া C6-01 এ 8 MP ক্যামেরা ও HD ভিডিও ফিচারটা আমার খুব ভাল লেগেছে। এছাড়া এর AMOLED – CBD মনিটরও নাকি বেশ ভাল । C6-01 এর সমকক্ষ (দাম ও ফিচার) এন্ড্রয়েড এ কি কি সেট আছে কারো জানা থাকলে বলেন প্লিজ ।

    আপনার পছন্দের C6-01 সেটটি চমৎকার একটা সেট। ফিচার গুলো বেশ ভাল।
    তবে আমি মনে করি বতর্মানে কেউ সেট কেনার সময় শুধু বিল্টইন ফিচার না দেখে পাশাপাশি আরো অতিরিক্ত এ্যাপস ব্যবহার করে কি কি ফিচার পাবার সম্ভবনা আছে সেটা বিবেচনা করা দরকার।

    আপনার পছন্দের C6-01 সেট এর নকিয়া সেলস সেন্টারের বতর্মান মূল্য ২৬ হাজার টাকার মত। এই বাজেটে আপনি কিন্তু আরো অনেক চমৎকার HTC সেট কিনতে পারবেন। যেগুলো এন্ড্রয়েট ওএস নিভর্র। সেই সেট গুলোর বিল্ট ইন ফিচার কিন্তু C6-01 থেকে কম যায় না।

    HTC ছাড়াও স্যামসুং ও অন্যান্য সেটের ও এন্ড্রয়েট ওএস নিভর্র সেট আছে। তবে বাংলাদেশে HTC এর কোন সেলস সেন্টার নেই বলে এর বাজার মূল্য পাওয়া কঠিন। আপনি বসুন্ধরা বা ইষ্টান প্লাজার দোকান গুলোতে খোজ নিতে পারেন।
    যেমন HTC Wildfire সেটটা এন্ড্রয়েড ওএস নিভর্র সেট। এটার ঢাকার বাজারে মূল্য ১৮-২০ হাজার টাকার মত। এটা ফিচার কিন্তু মন্দ না। যা আপনার বাজেটের থাকে কম। নিচের থেকে এটার ফিচার দেখতে পারেন।

    http://www.gsmarena.com/htc_wildfire-3337.php

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আপনার সুবিধার্তে নিচে দুটি সেটের ফিচারের পার্থক্য দেয়া হল। তবে HTC এর আরো সেটা আছে যা কিনা আপনার বাজেটের সমতুল্য। সেই অনুযায়ী ফিচার আরো আকর্শনীয় হবে। যদিও HTC Wildfire সেটের মূল্য আপনার বাজেটের থাকে অনেক কম। (সঠিক মূল্য আমি নিজেও জানি না, মূল্যটা আমি এখান থেকে সংগ্রহ করেছি। http://www.cellbazaar.com/web/item-details/title/HTC-Wildfire-INTACT.aspx?id=f066f5da-9a53-43b7-93df-b5c65fce1bb9)

    নিচের লিংন্ক থেকে আপনি নিজেই নকিয়া ও HTC সেট এর ফিচার গুলোর পার্থক্য নির্নয় করে সিদ্বান্ত নিতে পারবেন।

    http://www.gsmarena.com/compare.php3?idPhone1=3337&idPhone2=3524

Level 0

* ওই T MOBILE G-1 সেটটা খুব সম্ভবত HTC এর তৈরি ছিল। মোবাইল থেকে কমেন্ট লিখছি তো, তাই একটু ভুল ভ্রান্তি হতে পারে।

    আশা করি এই ধরনের ছোটখাট ভূল ভ্রান্তি থেকে পাঠকের তেমন সমস্যা হবে না।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আপনার দেয়া লিংকে গিয়ে দেখলাম ওটার ক্যামেরা এবং র্য্যাম দুটোই C6-01 এর থেকে লো। দামও অবশ্য কম। আর রিভিউতে অনেককে দেখলাম ব্যাটারি ও আরো কিছু বিষয়ে "আফসোস" করতেছে। আসলে নোকিয়া যদি SYMBIAN^3 এর সাপোর্ট বন্ধ করে দেয় এই ভয়ে হয়ত অনেকে সি ৬ টা কিনবে না। আপাতত এটাই হয়ত সিম্বিয়ানের উপর এন্ড্রয়েডের বড় একটা প্লাস পয়েন্ট। কিন্তু তবুও নোকিয়া আমার ভাল লাগে। দেখি কি হয় । আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরণের তথ্য আমার খুবই দরকার ছিল।

    আমি যেটা উল্লেখ করছি সেটার মূল্য আপনারটার থেকে ৬ হাজার টাকা কম। টাকার পাথ্যক্যটা অবশ্যই বড় বিষয়। কম দামে তো বেশী ভাল পাওয়া সম্ভব না। 😉

    তবে আপনার বাজেটের সমমূল্যের সেটা খোজ করে দেখতে পারেন সেটার ফিচার কেমন সেটাই তুলনা করে দেখুন। তারপর সিদ্ধান্ত নিন। সার্চ অপশনে গিয়ে সমমূল্যের সেট বসিয়ে তুলনা করে দেখুন পছন্দের সেট খুজে পেতেও পারেন।

    নির্দিষ্টি কোন ব্রান্ড মোহ নিয়ে কেউ সেট কিনুক সেটা আমি চাই না, পাঠক সেট কিনবে তার ইউটিলিটি দেখে সেটাই বিবেচ্য বিষয় হোক।

    সবচে বেশী যে বিষয়টর প্রতি আমি গুরুত্ব দিচ্ছি সেটা হলো সেটাটা কেনার পর আপনি নেট থেকে ইউটিলিটি এ্যাপস কতটা যোগ করতে পারবেন। এবং সেই বিবেচনায় ভবিষ্যতে আপনি কোন ওএস নির্ভর সেট থেকে বেশী সুবিধা নিতে পারবেন সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। যেটা পাঠকের জন্য ভবিষ্যতের পাথেয় হয়ে রইবে।

    মন্তব্যর জন্য ধন্যবাদ।

Level 0

সরি, র্যাম এর ক্ষেত্রে মনেহয় একটু ভুল হইছে

    আপনাকে একটা মজার তথ্য দেই, সেটা হলে গ্রামিন ফোনের এই ক্রিষ্টাল নামক সেটটি কিন্তু Huawei U8500 মডেলের সেট। যেখানে শুধু Huawei নামটা মুছে গ্রামিন এর লগো ও নাম যুক্ত করা হয়েছে। কোন এক আলোচনায় দেখেছিলাম এটা নাকি আপগ্রেন সম্ভব না।

    নিচে প্রকৃত সেটটি দেখুন।
    http://www.gsmarena.com/huawei_u8500-3451.php

    এটা তেমন কোন আহামরি সেট না। গ্রামিন ফোন কখনই গ্রাহককে উচু মানের সেট সরবরাহ করতে পারে নি। গ্রামিনফোন সব সময়ই তার বিজনেস প্রফিটকে বড় করে দেখে।
    সুতরাং সাবধান।

    Level 0

    ভাই, এই সেট টি কিনেকি তাহোলে ভুল ই করলাম?? আমাকে তো GP কা: কেয়ার থেকে বলল 2.2 পর্যন্ত করা যাবে। কেউ যদি এই সেট টি করএ থাকেন তাহলে আমাকে একটু Help করুন।

HTC এর ঐ ফোনে SECONDARY CAMERA নাই।এটা দিয়ে কী video calling হবে?

    আমি নিশ্চিত করে কিছুই বলতে পারছি না।

    আপনি ওয়েব সাইট থেকে ফিচার দেখে নিন।

    ধন্যবাদ।

আরও ডিটেইল হলে ভাল হত
ধন্যবাদ

    সাইদুল ভাই, আমি পরিষ্কার না আপনি কোন বিষয়টা সম্পকে আরো ডিটেইলস জানতে চাচ্ছেন।

    আমি চাচ্ছি সবাই তার নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করে কোন ওএসটা ভাল হবে সেই ব্যপারে পরামশ বা মন্তব্য করুক।

    ধন্যবাদ।

Level 0

C-6-01 সেট টা আমিও বাইরে থেকে আনাতে যাচ্ছি।এর আরো কিছু এডভান্টেজ আমায় একটু জানালে উপক্রিত হতাম দাম মনে হয় BD এর চেয়ে কম পড়ছে। কিন্তু এখন বুঝে উঠতে পারছি না কি করবো? আরো কিছু টাকা যোগ করে N8 এ যাব কি না। কিন্তু সেটা ও তো কম না। মিনিমাম ১২-১৩ হাজার যোগ করতে হবে। আর নোকিয়া ছাড়া কিনবো না এটা ঠিক। তাই আমি CONFUSED!!

    C-6-01 একটা চমৎকার সেট এই ব্যাপরে সন্দেহ নেই। যদি আপনি N8 কিনতে চান তা হলে প্রথমে যেটা করতে হবে সেটা হল দুটি সেট এর মাঝের ফিচার গুলোর পাথক্য কি কি আছে সেটা খুজে বের করুন। তারপর দেখুন C-6-01থেকে N8 এ অতিরিক্ত যে ফিচার গুলো আছে সে ফিচার গুলো আপনার বাস্তব জীবনে কতটা ব্যবহার হবে। যদি C-6-01এর তুলনায় N8 এর ফিচার গুলো আপনার বাস্তব জীবনে তেমন একটা ব্যবহার না হয়ে থাকে বা কাজে না লাগে তা হলে কেন আপনি অতিরিক্ত ১০/১২ হাজার টাকা খরচ করে N8 কিনবেন? সেটা আগে ভাবুন।

    উদাহরন হিসাবে ধরা যাক আমি এমন দুটি সেট পছন্দ করলাম যাদের মাঝে মূল্যের পাথক্য ৫ হাজার টাকা। এখন দেখা গেল যে সেটটি ৫ হাজার টাকা বেশী সেটাতে শুধু মাত্র 3G বা 4G অপশনটাই অতিরিক্ত ফিচার হিসাবে আছে, আর বাদ বাকী সব এক। এই ক্ষেত্রে বাস্তবতা হল বতমানে বাংলাদেশে 3G বা 4G কোন নেটওয়াক সাভিস নেই। তা হলে এখন 3G বা 4G থাকা বা না থাকাটা একই কথা। তা হলে শুধু শুধু 3G বা 4G অপশনটার জন্য ৫ হাজার টাকা বেশী খরচ করে কি লাভ?

    বাস্তব জীবনে আমরা এটাই করি, এমন কিছু ফিচার সম্বলিত দামী সেট কিনি যেটার বাস্তব কোন ব্যবহার নেই। এর প্রধান কারন হল আমাদের ফুটানি দেখানোর মন মানসিকতা। 🙁
    বেশীর ভাগ মানুষই আইফোন৪ কিনে থাকে যাষ্ট তার ষ্ট্যাটাস সিম্বল হিসাবে।

    আপনি নিচের লিংন্ক থেকে Nokia C6-01 ও Nokia N8 এর মাঝের ফিচার গুলোর পাথর্ক্য দেখতে পারবেন।
    আর কোনটা পছন্দ করবেন তার জন্য পাথর্ক্য গুলো জেনে নিয়ে, সেই সিদ্ধান্ত আপনি নিজেই নিন।

    http://www.gsmarena.com/compare.php3?idPhone1=3524&idPhone2=3252

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 0

    যাক…একটা সিদ্ধান্তে আসতে পারলাম…এজন্য আপনাকে ধন্যবাদ। C-6-01 ই যথেস্ট।

Level 0

kintu Nokia Symbian bad dia ekhn Windows use korbe ….. jodio NOKIA MEEGO use korese kisu set a…

Level 0

ভাই আমি এখানে নতুন।তবু কিছু কথা বলতে চাই।মুলত android আর symbian এর ভেতর মুল পার্থক্য হল প্রসেসিং ক্ষমতায়। যেখানে android dual core প্রসেসর সাপোর্ট দিচ্ছে,সেখানে নকিয়া সমমানের কিছু দিতে পারেনি।মুলত এ কারনেই android যে মানের সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব নোকিয়া তে তা করা যায়না।stability টাও অনেক বড় বিষয়। হাই এন্ড আর সফতওয়্যার গুলো android এ ক্র্যাস করেনা বললেই চলে। যেখানে নকিয়া বরাবরই দুরবল। আমি একি সাথে Nokia N8 এবং HTC Desire HD ব্যাবহার করি। পার্থক্যটা তাই চোখের সামনে।নরামাল অপেরা মোবাইল,নোকিয়া তে বেশি ট্যাব খুল্লেই ক্র্যাশ করে।যেখানে android এর কোনো সমস্যাই হয়না। টাচ কোয়ালিটিতেও বিসদ পার্থক্য। Varity রেনয এর সফতওয়্যার,ভালো মানের GPU, Sofware Interior চমতকার।সব মিলিয়ে আমার মতে এন্ড্রয়েডি বেস্ট।

*এখানে নোকিয়া বলতে Symbian বুঝিয়েছি।

    ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য