১ টি মেইল একাউন্ট + ১টি মোবাইল নম্বর = ২৫টি ফ্রি এসএমএস

টেকটিউনসে এসএমএস এর টিউন করলে সবচেয়ে বেশী হিট হয়। কেননা আমাদের দেশের জন্য খুব কমই ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে এসএমএস করার সুযোগ দিয়ে থাকে। তাই আজকে ফালতু একটি টিউন করলাম আপনাদের মাঝে কেননা এর আগে বহু টিউন করা হয়েছে ফ্রি এসএমএস নিয়ে। তবে সেগুলো থেকে কিছুদিন পরে আর এসএমএস পাঠানো যায় না। আশা করি সেই দুশ্চিন্তা থেকে এখন রেহাই পাবেন।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল শেষে আপনার কাছে সাইন আপ চাবে। তখন একটি মেইল এবং একটি মোবাইল নম্বরের সাহায্যে একাউন্ট খুলতে পারবেন। একটি ভেরিফিকেশন নম্বর আপনার মোবাইলে আসবে ওটার মাধ্যমেই আপনার একাউন্ট একটিভ করতে হবে। আর অনলাইন থেকেও আপনি মেসেজ সেন্ট করতে পারবেন এখান থেকে। একটি একাউন্ট খুললে আপনি ২৫টি ফ্রি এসএমএস পাঠাতে পারবেন বিশ্বের যেকোন দেশে।

সুবিধাসমূহঃ

  • ডেস্কটপ থেকেই এসএমএস পাঠাতে পারবেন
  • কোন এড ছাড়াই মেসেজ পাঠাতে পারবেন
  • যার কাছে এসএমএস পাঠাবেন তার মোবাইলে আপনার মোবাইল নম্বরটি দেখাবে এর ফলে সে বুঝতেই পারবে না যে মেসেজটি ইন্টারনেট থেকে পাঠানো হয়েছে

অসুবিধাসমূহঃ

  • ২৫টির বেশি এসএমএস পাঠানো যায় না
  • মেসেজ পৌছতে ১০-১৫সেকেন্ড সময় নেয়
  • প্রতিবার সাইনআপ করতে মোবাইল নম্বর ভেরিফিকেশন দরকার হয় ফলে এত মোবাইল নম্বর পাওয়াটাও কষ্টকর ব্যাপার হয়ে যাবে ভবিষ্যতে


সকলকে ধন্যবাদ..................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতিদিন ২০টি করে ফ্রী এসএমএস (জিপি২জিপি) এখানে দেখুনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/46276/ প্রতিদিন আনলিমিটেড এয়ারটেল২এয়ারটেল ফ্রী এসএমএস এখানে দেখুনঃhttp://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,199142&_dad=portal&_schema=PORTAL (প্রথমে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন এরপর আপনার কাছে পাঠানো কনফার্মেশন কোড প্রবেশ করিয়ে একাউন্ট চালু করুন এবং Web to SMS থেকে যে কোন এয়ারটেল নাম্বারে ফ্রী এসএমএস পাঠান যত খুশি তত) প্রতিদিন ১০ টি ফ্রী এসএমএস পৃথিবীর (জিএসএম/সিডিএমএ) যে কোন নাম্বারেঃ http://developer.binu.com/dc/1/binu_sms.jad (মোবাইলের জন্য)। ধন্যবাদ হাসিব ভাই নতুন এই সফ্‌টওয়্যারের সাথে পরিচয় করিইয়ে দেওয়ার জন্য।

    হুমম আপনাকেও ধন্যবাদ পুরাতন লিংকগুলো ঝালাই করে দেয়ার জন্য………….

    Level 0

    উপরের লিংকাটি কর্যকারী একটি লিংক। আমি প্রায় ৬মাস ব্যবহার করছি ১০০% কাজ করে । ধন্যবাদ লিংটি প্রকাশ করার জন্য । নতুনদের কজে আসবে।।

    Level 0

    ১০০+১৫=১১৫ টাকায় ৪০০ এসএমএস এবং ৪০০ মিনিট ব্যবহার করি।১৫ দিনের মেয়াদ।আমি আবার সুপার এসএমএস করি।তাই ১৫ দিন এর আগেই ৪০০ এসএমএস শেষ।তখন ৫ টাকায় ৫০০ এসএমএস ব্যবহার করি।আর কিছু চাইনা।এজন্যই এয়ারটেল আমার সবচেয়ে প্রিয়।

Level 0

ধন্যবাদ হাসিব, দেখি কাজে লাগে কিনা?

    চেষ্টা করে দেখ যদি কাজে আসে………..

এসএমএস টিউন দেখি না কোখনো আপনার টা দেখি sms করা যায় কিনা……ধন্যবাদ হাসিব সাহেব

    যাক আজকে দেখার জন্য ধন্যবাদ……………. কাজে আসলেই টিউনটির সার্থকতা

আজকে হাসিব ভাইয়ের জন্মদিন।
সবাই উইশ করেন।

***** শুভ জন্মদিন*****

    আরে তাই নাকি!!!!! ******************************* শুভ জন্মদিন********************************ভাল থাকুন আর সুস্থ থেকে আমাদের সবার জন্য সুন্দর সুন্দর টিউন উপহার দিয়ে যাবেন এই প্রার্থনা থাকল হাসিব ভাইয়ের জন্য। আর হাসান যোবায়ের ভাই এটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

টপটিউনার ম্যান… শুভজন্মদিন!

মাত্র ২৫ টা ওই অ্যাকাউন্ট দিয়া ১ তাও পাঠাতে পারলাম না । আগে নিজে ব্যাবহার করে পরে টিউন করবেন ।। ধন্যবাদ "অভিযাত্রী ভাই" আপনার দেওয়া টিউনে অনেক উপকৃত হইছি । আবার আপনার কাছে জানলাম এয়ারটেল এর কথা ফ্রী এসএমএস ভালো থাকবেন ।

    আমি পাঠিয়েছি বলেই টিউন করেছি। আপনি ডেস্কটপ সফটওয়ারটি ডাউনলোড করে ব্যবহার করুন।

      Level 2

      হাসিব ভাইয় ডেস্কটপ সার্ভিস সম্বন্ধে কোন কিছু খুজে পেলাম না ।। আপনি কি এ সম্বন্ধে আবার একটু খোজ নয়ে জানাবেন ?? @হাসিব ভাইয়া

    Level 2

    আমি ব্যাবহার করে ফল পেয়েছি ।। ভাল করে চেক করে দেখুন ।। @জসিম ভাইয়া

Level 0

Registration করার পর বলে আপনার একাউন্টে ব্যালেন্স নাই …..!!! তাই এস.এম্এস পাঠানো যাচ্ছে না…

ধন্যবাদ সেয়ার করার জন্য। ভাল থাকবেন।

শুভ জন্মদিন

শুভ জন্মদিন হাসিব ভাই… এসএমএস যা পাঠানোর দরকার মোবাইল থেকেই হয়ে যায়… এতো ফ্রির মেসেজের দরকার হয়না… 😉

শুভ জন্মদিন হাসিব ভাইয়া , আপনার [email protected] মেইলে আপনার জন্য একটি বার্থডে উপহার পাঠাইলাম ।
চেক কইরেন ।

Level 0

সফটি ইনিস্টল করেছি কিন্তু মোবাইলে অ্যাকটিভেশন কোড আসলো না । ?????????

ধন্যবাদ শেয়ার করার জন্য,
আর জন্ম দিন আমি পালন করিনা তাই খুশি করতে পারলাম না তবে দোয়া রইল আল্লাহ যেন আপনাকে উত্তম হায়াত দান করেন,

শুভ জন্মদিন । হাসিব ভাই জন্মদিন উপলক্ষে একটা ফাটাফাটি টিউন করে ফেলেন ।

Level 0

ধন্যবাদ……………

ধন্যবাদ

Level 0

ভাই ২৫ টি এস এম এস যায় না

Level 2

E-mail তো খুব একটা জরুরি বলে মনে হলো না ।।