টেকটিউনসে এসএমএস এর টিউন করলে সবচেয়ে বেশী হিট হয়। কেননা আমাদের দেশের জন্য খুব কমই ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে এসএমএস করার সুযোগ দিয়ে থাকে। তাই আজকে ফালতু একটি টিউন করলাম আপনাদের মাঝে কেননা এর আগে বহু টিউন করা হয়েছে ফ্রি এসএমএস নিয়ে। তবে সেগুলো থেকে কিছুদিন পরে আর এসএমএস পাঠানো যায় না। আশা করি সেই দুশ্চিন্তা থেকে এখন রেহাই পাবেন।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল শেষে আপনার কাছে সাইন আপ চাবে। তখন একটি মেইল এবং একটি মোবাইল নম্বরের সাহায্যে একাউন্ট খুলতে পারবেন। একটি ভেরিফিকেশন নম্বর আপনার মোবাইলে আসবে ওটার মাধ্যমেই আপনার একাউন্ট একটিভ করতে হবে। আর অনলাইন থেকেও আপনি মেসেজ সেন্ট করতে পারবেন এখান থেকে। একটি একাউন্ট খুললে আপনি ২৫টি ফ্রি এসএমএস পাঠাতে পারবেন বিশ্বের যেকোন দেশে।
সকলকে ধন্যবাদ..................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
প্রতিদিন ২০টি করে ফ্রী এসএমএস (জিপি২জিপি) এখানে দেখুনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/46276/ প্রতিদিন আনলিমিটেড এয়ারটেল২এয়ারটেল ফ্রী এসএমএস এখানে দেখুনঃhttp://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,199142&_dad=portal&_schema=PORTAL (প্রথমে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন এরপর আপনার কাছে পাঠানো কনফার্মেশন কোড প্রবেশ করিয়ে একাউন্ট চালু করুন এবং Web to SMS থেকে যে কোন এয়ারটেল নাম্বারে ফ্রী এসএমএস পাঠান যত খুশি তত) প্রতিদিন ১০ টি ফ্রী এসএমএস পৃথিবীর (জিএসএম/সিডিএমএ) যে কোন নাম্বারেঃ http://developer.binu.com/dc/1/binu_sms.jad (মোবাইলের জন্য)। ধন্যবাদ হাসিব ভাই নতুন এই সফ্টওয়্যারের সাথে পরিচয় করিইয়ে দেওয়ার জন্য।