লক বা আনঅ্যাক্টিভ হয়ে যাওয়া কোন Android Smart Phone কে অ্যাক্টিভ করুন একেবারেই ফ্রী !!!

সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই টিউন। তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন একটি অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশেও স্মার্ট ফোন ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কিন্তু আমাদের দেশে এই স্মার্ট ফোন ব্যবহারের 3G/4G প্রযুক্তি সেবা এখনো গড়ে উঠেনি। ফলে অনেকেরেই নানা ভোগান্তির শিকাড় হতে হয়। এই ভোগান্তির একটি হলো স্মার্ট ফোন লক বা আনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। বেশ কয়েকমাস আগে এক বন্ধুর একটি তার Android Smart Phone হার্ড রিসেট দেবার পর তা লক বা আনঅ্যাক্টিভ হয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরও কোন উন্নতি হয় নি ফলে শেষ চিকৎসা হিসাবে ছিলাম আমি…  সে যাই হোক ২-৩ দিন স্মার্ট ফোন টি আমার কাছে থাকার পর অনেকটা অভাবনীয় ট্রিকসের মাধ্যয় আনলক হয় সেই মহারাজা Android তবে মজার ব্যাপার আনলক হবার পদ্ধত্তি কিন্তু একেবারেই সহজ। এটি আনলক বা অ্যাক্টিভ হবার পদ্ধত্তিটি আসলে সঠিক পদ্ধত্তি নয় এটি Android Smart Phone এর একটি গোপন মেথড। আসুন দেখি কিভাবে আনলক বা অ্যাক্টিভ করবেন এই Android Smart Phone

প্রথমে Android Smart Phone টি স্বভাবিক ভাবেই চালু করুন। ফোনের আনলক বা অ্যাক্টিভ উইন্ডো আসলে আপনর হাতের একটি আজ্ঞুল দিয়ে ফোনের ডিসপ্লে এর নিচ থেকে ছবির মতন চারটি টোকা দিন এবং একটু অপেক্ষা করুন। দেখুন আপনার Android Smart Phone টি নেটওয়ার্ক কানেকশন ছাড়াই আনলক বা অ্যাক্টিভ হয়ে গেছে।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের— মাইক্রোহ্যাকার আলমাস

http://almas-er-blog.blogspot.com/

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুভ সকাল।

খুব কাজের একটা টিউন।
আমার কাজে লাগবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

স্মার্ট ফোন নাই 😉 …তাও একটি ঘুরে গেলাম… কেমন আছো?

Level 0

আলমাস ভাইজান, symphonyx110 সেট টা কেমন.? দাম কত.? একটু বললে ভাল হতো| আমি কিনতে চাইতেছি

চমৎকার একটা জিনিস আনেক দিন পর আপনাকে টিটি তে দেখলাম । শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ…………আলমাস ভাই

চমৎকারতো কোন দিন কাজেও লাগতে পারে

ধন্যবাদ। প্রিয়তে নিলাম। Android Smart Phone কিনলে কাজে লাগবে।

আলমাস ভাই Android Smart Phone এখনো কিনি নাই যখন কিনবো তখন অবশ্যই কাজে লাগবে । কাজ হলে সত্যিয় জটিল ।

thanks

Level New

খুবই সুন্দর হয়েছে বরাবরের মত আপনার এ টিউনটি। ধন্যবাদ আলমাস ভাই । আপনার এ টিউনটি প্রিয়তে রেখে দিলাম।

যদিও আমার Smart Phone নাই,
তবুও টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

চমৎকারতো

vai!! eta agei jantam!! ami android boot niye net a ghat te giye eta paisilam!!! GSM NON ACTIVE android based phone k evabe active korte hoi!!
jodio ami jantam ordering ta emon >>
.
TOP LEFT CORNER
TOP RIGHT CORNER
BOTTOM RIGHT CORNER
BOTTOM LEFT CORNER
MIDLE ANDROID LOGO
…………..
eta korlei hoi!!

thank you Almas !
will work for my Galaxy next in any case in future InshaAllah ! 🙂

Level 0

Facebook এ অ্যান্ড্রয়েড সেটে বাংলা দেখতে পাইনা কি করলে বাংলা দেখতে পাবো pls সাহায্য করেন।
e-mail: [email protected]