সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)

সিমবিয়ান হ্যাকিং

সিমবিয়ান হ্যাকিং নিয়ে পর্ব-২ টিউনে যাদের যাদের হ্যাকিংয়ের পর Install Server RP+ নামক প্যাচটি এপ্লাই করলে লাল ক্রস চিহ্ন আসে তাদেরকে এই টিউনটি জন্য অপেক্ষা করতে বলেছিলাম। ব্যক্তিগত কারণে খুব ব্যস্ত থাকায় স্বাভাবিকের চেয়ে অনেক দেরিতে টিউনটি প্রকাশ করার জন্য দুঃখিত।

এবার আসুন শুরু করা যাক...

বিশেষ দ্রষ্টব্যঃ এই টিউনের পদ্ধতি অনুসরণ করার আগে আপনাকে অবশ্যই "সিবিয়ান হ্যাকিং পর্ব-২" এর পদ্ধতিতে হ্যাকিং এর চেষ্টা করতে হবে।

প্রয়োজনীয় ফাইল ডাউনলোডঃ

১। X-Plore

২। ইন্সটল সার্ভার। নিচ থেকে আপনার সিমবিয়ান ও.এস ভার্সন নম্বর অনুযায়ী ডাউনলোড করুন। আপনার নোকিয়ার সিমবিয়ান ফোনটির Symbian OS
version number জানতে এই টিউনটি দেখুন।

৩। ফাইলগুলি ডাউনলোড শেষে আপনার মোমোরী কার্ডে নিন।

Red Cross সমস্যার সমাধানঃ

১। ROMPatcher Plus চালু করে Open4All RP+ প্যাচটি এপ্লাই করুন। এবং Options থেকে Auto তে নিয়ে নিন। রমপ্যাচার থেকে বের হয়ে আসুন।

২। ডাউনলোডকৃত X-Plore এপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে চালু করুন।

৩। এবার Xplore এর সাহায্যে ডাউনলোডকৃত installserver.exe ফাইলটি Manu>Edit>Copy অপশন নির্বাচন করে C:/sys/bin ফোল্ডারে Copy করুন।

৪। কাজ শেষে Xplore এপ্লিকেশনটি থেকে বের হয়ে Rompatcher এপ্লিকেশনটি চালু করুন। এবং InstallServer RP+ প্যাচটি এপ্লাই করে Auto তে নিয়ে নিন।

৫। আপনার সেটটি সফলভাবে হ্যাক হয়েছে। এখন আপনি যেকোন ক্রাক, আনসাইড এপ্লিকেশন কোন ইরোর ম্যাসেজ ছাড়াই ইন্সটল করতে পারবেন।

-------------

আমার প্রকাশিত টিউনগুলি আপনার ইমেল এ পেতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এখানে ক্লিক করে। আমার টিউন প্রকাশিত হওয়ার সাথে সাথেই পৌছে যাবে আপনার ই-মেইলে।

--------------------------

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

saiful vai onek khushi hoisi tune ta peye. Amar c5-00.2 er jonno chesta korbo. Ami apnar mobile e call diye chilam. Mobile off thakai 1 ta sms pathai si. Ami amar mobile er mane c5-00.2 er cfw paisi link ta apna k dilam koshto kore 1 2 dekhen to thik ase kina http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2010/6/–FID– A0A22PBGEKXXV/–LID– FiRe1275467032422/3A2BB347_ 08277901.pcx http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2010/8/–FID– A0A22WAUTYEBA/–LID– FiRe1280906119677/0855B3C4_ 08277901_4.xml http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22QDLSQJXI/–LID– FiRe1306316031300/rm632_ 071.003_prd.core.fpsx http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22BFRRHQDG/–LID– FiRe1306316033727/rm632_ 071.003_C00.01_DEFAULT_ prd.rofs3.fpsx http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22BNDNUBSA/–LID– FiRe1306328580165/rm632_ 071.003_U005.000_prd.uda.fpsx http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22BYCNWKEC/–LID– FiRe1306742411975/rm632_ 071.003_47.01_India_prd.rofs2.fpsx http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22YMLEPEXY/–LID– FiRe1306742413261/RM632_ 059B055_071.003_001.dcp http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22HELOKULT/–LID– FiRe1306742414576/RM632_ 059B055_071.003_001_ signature.bin http://nds2.fds-fire.nokia.com/fdp/ interface/FiRe/2011/5/–FID– A0A22IRRSPJNP/–LID– FiRe1306742416051/RM632_ 059B055_071.003_001.vpl

    @rishad12345: ঠিকই আছে।
    আর যে এলোমেলো ভাবে দিছেন। চোখ এক্কেরে ঝালাপালা হয়ে গেল :P।

dhonnobad vaia.

saiful vai apnare 1000 ta flying chuma dilam. Amar ta hoise. Ami ekhon mukto danar pakhi

Level 2

ডাউনলোড>কপি>পেস্ট করেও আমার 6120c ফোনের Red Cross দুর করতে পারলাম না…!!! এখন কি করতে পারি??? প্লিজ প্লিজ একটু বলেন>>

সরি এলোমেলো ভাবে লিংক দেয়ার জন্য এই লিংক তা দেখেন ত সাইফুল ভাই http://tinypaste.com/971152 যদি c5-00.2 এর জন্য ভাল হয় তাহলে cfw নিয়া আরও ১ তা টিউন করেন

    @rishad12345: জ্বি ঠিক আছে। তবে এটির জন্য আলাদভাবে টিউন করার দরকার নেই। আপনি এই সিরেজের চেইন টিউনগুলির ১পর্বটি পড়ুন।

aaarree Saiful vAI kEMON aCHEN aPNI? Onk din por dkhlam apnar tune but still apni Amar Nokia N86 8MP r kono CFW akno dilen na vai 🙁 Kindly amk Facebook e Aktu link nd Procedure ta post kore dile khub khushi hotam 🙂

    @saif khan sohan: আপনার N86 এর জন্য CFW পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে CFW তৈরী করতে হবে। তবে এটির জন্য আমি আপনাকে কোন লিংক দিতে পারছি না কারণ এগুলি আমি বিভিন্ন জায়গা ঘেটে ঘেটে তথ্যগুলি সংগ্রহ করেছি। তাছাড়া লিংগুলি আমার সংগ্রহেও নেই 🙁
    CFW তৈরীর প্রকিয়াগুলি বেশ জটিল। তাই টিউনটি সময় নিয়ে করতে হবে। আমার সামনে পরীক্ষা এবং ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকায় আপনাকে অপেক্ষা করতে হবে।

    আর অপেক্ষা না করতে চাইলে আপনি গুগল মামার সাহায্য নিতে পারেন।

Level 0

onek kaaj e lagbe symbian userder jonno.amar jonnou asha kori

hellboy ভাই আমি আমার 6120c এই পক্রিয়ায় hack করেছি … আপনি try করতে পারেন ……
how to hack 6120c

firly go to phone seating >application >app.manager finally saftware installation all selected .

after that
install( hack all phone application )
to installl you need to selected some option
such as

install server 9.2,9.3
caps0ffdriver 9.2
binpda secrity manager

after install wait 15 sec
some moment leter u see install rote certificate
click ok
then finish

http://www.mediafire.com/?m87s5c6hx8z97a8

Level 2

রুবেল ভাই কি আর বলব ভাষা নেই এই software টা দিয়ে আমি অনেক চেষ্টা করেছি কাজ হয়নি, কিন্তু আপনার দেওয়া software থেকে আজ সেই সপ্নের hack সফল হল. ধন্যবাদ ভাই…

    @hellboy: রুবেল ভাইয়ের সাহায্যে অবশেষে হ্যাক করতে পেরেছেন জেনে অনেক খুশি হলাম। এখন রুবেল ভাইকে মিষ্টি খাওয়ান 😛

Level 0

সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের জন্য টিউন করেছেন।

কিন্তু ভাই আপনের কথা মত কাজ করেও আমার e63 এর ক্রস সমস্যা দূর করতে পারলাম না………প্লিজ আর কোনো উপায় থাকলে বলেন।

    @opu420420: আপনি রুবেল ভাইয়ের দেওয়া প্রক্রিয়াটি ট্রাই করতে পারেন।
    firly go to phone seating >application >app.manager finally saftware installation all selected .

    after that
    install( hack all phone application )
    to installl you need to selected some option
    such as

    install server 9.2,9.3
    caps0ffdriver 9.2
    binpda secrity manager

    after install wait 15 sec
    some moment leter u see install rote certificate
    click ok
    then finish

    http://www.mediafire.com/?m87s5c6hx8z97a8

Level 0

saiful vhai iphone ar jonno kisu tutorial chai,jodi koren tahole help hobe vhai

Level 0

সাইফুল ভাই cfw বানানোর উপায় নিয়ে করা টিউনটার জন্য অপেক্ষা করছি।

    @nucleus: আমার পরীক্ষা সাথে ব্যক্তিগত কিছু ব্যস্ততাকে কাটাতে পারলেই টিউনটি করে ফেলব 🙂

সাইফুল মানেই মোবাইল নিয়ে অসাধারন সব টিউন যার প্রমান এই টিউনটাও।
অনেক অনেক ধন্যবাদ কাজের এই টিউনটি শেয়ার করার জন্য।

সাইফুল ভাই ন৭৩ তে skype ব্যাবহার করা যায় কি ভাবে? ৬১২০c তে চলে কিন্তু ন৭৩ তে চলে না। ১ টা উপায় বের করুন দয়া করে। আমি জানি আপনি চেষ্টা করলে পারতে পারেন।

    @নষ্ট মানব: এই সমস্যাটির কথা আমি বেশ কয়েকজনের কাছ থেকেই শুনেছি। তবে আমার যেহেতু N73 নেই সেহেতু এটি নিয়ে গবেষণা করতে কিছুটা বেগ পেতে হবে।
    আমি সময় পেলে N73 এর জন্য Skype নিয়ে টিউন করব ইনশাআল্লাহ 🙂

সাইফুল ইসলাম ভাই (update করে দেন )
আপনার এই application গুলো দিয়ে …. একটু অন্য ভাবে 5800express music hack করলাম …
প্রকিয়াটা সবাই try করতে পারেন …..

hack any Symbian
install Dr web antivirus
in your(memory card)

now move 20024113
folder in E/private with
the help of computer

disconnect ur phone/memory card from pc

now open dr web . click on option/quarantine
click select all and then click restore all

install Rompatches+ and open it
click on add to auto and apply all patches
now you can see all hidden folders

now move installserve in c/sys/bin

now reboot your mobile

that all now your mobile is hack

Level 0

@সাইফুল ভাই যদি আয়ফনের tutorial লিঙ্ক দিতেন তাহলে বেশি উপকার হয়,

আহা, কি টিউন, পুরাই মারাত্মক বৈকি… অবাক বনে গেলাম… দারুণ…

Accha Vai C:/sys/ er por XPLORE r sahajje bin folder show na krle. e khetre ki kora jai??? plz solution ta din…. 🙂

    @saif khan sohan: আপনি যখন Rompatcher থেকে Open4All RP+ প্যাচটা এপ্লাই করবেন। শুধুমাত্র তারপরই আপনি C:/sys/bin ফোল্ডারটি পাবেন। তার আগে নয় 🙁

Level 2

ধন্যবাদ আবারও @রুবেল ভাইকে আমাকে সাহায্য করার জন্যে!!! @ সাইফুল ভাই শুধু রুবেল ভাইকে কেন টিটির সব বন্ধুদের কে মিষ্টি খাওয়াব…চলে আসেন আমাদের ব্রাক্ষণবাড়িয়াতে

সাইফুল ভাই অনেক দিন আগে এক নতুন টিউনার টিউন করেছিল একটা মোবাইল সিকিউরিটি সফ্‌টওয়্যার নিয়ে। সফ্‌টওয়্যারটার নাম VMS by ADNAN.sis আমি আমার এন ৭০ মোবাইলে ইনষ্টল করি। কিন্তু এটা বর্তমানে খুবই সমস্যার মধ্যে রেখেছে আমাকেআমি ভিবিন্ন ভাবে এটা আনইনিষ্টল করতে চাইছি পারছি না । মোবাইলে ইনষ্টল করেছিলাম । মোবাইল ফরম্যাট করছি কাজ হচ্ছে না। আমাকে সাহিয্য করুন প্লিজ কিভাবে এটা আমি দুর করতে পারি।
এখন এটা আমার পাওয়ার সুইচ ডিজেবল করে রেখেছে, ভিডিও গান শুনতে দেয়না।ইত্যাদি

    @িমরাজ: সম্ভবত আপনি আপনার ফোনটি ঠিকমত ফরমেট করতে পারেননি।
    আপনি আপনার সেটটি অফ করে * button + 3 + Call Button একসাথে চেপে ধরে পাওয়ার অন করুন এবং Formating লেখা না আসা পর্যন্ত ধরে রাখুন।

    আশা করি সফল হবেন।
    যদি কাজ না হয় তাহলে মেমোরীকার্ডটিও ফরমেট দিন।

ধন্যবাদ সাইফুল ভাই, আপনার দায়িত্বশীল মনোভাবের জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনাদের মত লোকদের সাহিয্য তখনই চাই, যখন সব চেষ্টা ব্যার্থ হয়। আমি লিখেছিলাম বহু ভাবে ফরম্যাট করা হয়েছিল কাজ হয়নি। আপনি এটা ব্যবহার করে দেখেন এটা যাবে না । নারায়ণগঞ্জের বিখ্যাত মোবাইল সাভিসিং মার্কেট এর নাম হচ্ছে মার্ক টাওয়ার।এখানে অনেক পন্ডিত আছেন তারাও এটা রিমোভ করতে পারেনি। এটা হচ্ছে চোর ধরার সফ্‌টওয়্যার। আপনি কষ্ট করে মোবাইল ট্যাব থেকে সার্চ করে টিউনটা দেখেন। এ পর্যন্ত ৩টা মোবাইলে এই সফ্‌টওয়্যারটা ব্যবহার করা হয়েছে কেউই এটা রিমুভ করতে পারেনি। যদি পারেন তো একটা ব্যবস্থা করে দিবেন। সবগুলো মোবাইলই হচ্ছে নোকিয়া এন ৭০

    @িমরাজ: ওওওও।
    এত বড় বড় এক্সপার্টরা যখন পারেননি তাহলে তো ব্যপারটি জটিল মনে হচ্ছে।
    যেহেতু জটিল সমস্যা তাই আমি আপনাকে এভাবে লিখে লিখে সাহায্য করতে পারলাম না।
    আপনার সেটটি আমার কাছে থাকলে আমি ১০০% ঠিক করে দিতাম।

ami hellocarbide er sahajje sesh porjonto amr 6120c set ta hack korte pereci.dhonnobad saiful bhai apnar ai tune tar jonne…..

Thanks saiful bhai amar 6120c hack hoice

Level 0

সাইফুল ইসলাম..bhai, Voice chat room hack kora jai amon kono software ache ki…
Thakle pls…janaben

Level 0

সাহায্য চাই…… সাহায্য চাই…… সাহায্য চাই……

ভাই আজ সারা রাত চেষ্টা করেও টিটি তে একটা পোস্ট কোরতে পারলাম না
কেউ কি আছেন এই অধম, নাদান, গাধাটাকে ওয়াডপ্রেস দেখাবেন
টিটিতে রেজিটিসান সহ পোস্ট করা পর্যন্ত স্কীন সট সহ সিখতে চাই।
প্লিজ আমাকে কেউ সেখাবেন?
কেউ সেখালে তার কাছে চির কৃতজ্ঞ থাকব।
জে,কে,আসাদ
ফোন ০১৯১৮-১৯০৬৯৪
ই-মেইল : [email protected]

সাইফুল ভাই অনেক ধন্যবাদ …আট মাসে কত চেষ্টা করলাম ……শেষ পর্যন্ত আপনার এই টিউনে কাজ হল……রিয়েলি আপনি জিনিয়াস…
LCG Photobook key এর কোন ব্যাবস্থা আছে??? অথবা crack ???

Level 0

সাইফুল ভাই, আমার নোকিয়া ৫৩২০ ফোন এ দুটোই লাল ক্রস দেখায়, ROMPatcher Plus সফটওয়্যার চালু করলে ” \sys\bin\Patcher*.LDD not found! ” দেখায়।

    @kabir1100: আপনি ঠিকমত ভাইলগুলি কপি করতে পারেননি। পূণরায় ভাল ভাবে চেষ্টা করে দেখুন।

    আশা করি সফল হবেন।

bro amar nokia e63 te akhon o install server rp+ cross.ami shob procedure follow korsi tao crossss :/pls solution dan

Level 0

আমি phoenix দিয়ে আমার সেটটা(nokia c5-03) flash করতে চেয়েছিলাম কিন্তু flash complete না হয়ে খালি error message show করছে এবং সেটটা dead হয়ে গেছে। এখন কি করলে সেটটা আবার সচল করা যাবে এই ব্যাপারে একটু সাহায্য করবেন please

    @nucleus: আপনার ডাউনলোডকৃত ফ্লাস ফাইলে সমস্যা থাকতে পারে। নতুন ফ্লাস ফাইল ডাউনলোড করে ফ্লাস দেয়ার চেষ্টা করুন।

    আশা করি সফল হবেন।

Level 0

SAIFUL SIR AMAR X-6 MOBILE TATE AMI FMWAR MARBO AMAKE TUTRL DEN .PLS SIR AKTO HELP KORON.

ভাই E71এ অনেক চেষ্টা করলাম??? কেন যে হইলো না বুজলাম না???

6120c হ্যাকিং করতে ব্যর্থ হলাম, রেড ক্রস সমস্যা… সাইফুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ

Level 0

vai sys ar pore to bin name kono folder pai na?!!
nok 5530XM

    @rayhan.it: আপনার নোকিয়া 5530 মডেলটি হ্যাক করার জন্য এই টিউনটির দরকার নেই। ৫৫৩০ এ Red Cross দেখায় না।
    আপনি https://www.techtunes.io/mobileo/tune-id/78252/ টিউনটি ভালোভাবে বুঝে সেটটি হ্যাক করার চেষ্টা করুন।

saiful bhai aamr nokia c5-03 hossa na red cross right kortay parchi na………plz do something for me.

Level 0

Saiful vai @ Nokia- c5-002. Amon kono soft link din jate ami Bangla likte pari.

Saiful vai amar mobile nokia e-51 amar mobile x-plore sft ta support kore na.Vai emon 1ta link den na jate oi link theke download korle error ba onno kichu dekhabe na R vai apnar cell numberta ektu diben plz. . .

Saiful vai apnake onek onek onek onek dhonnobad.Vai amar mobile ta onek din dhore hack korar chesta korchi kintu kono tuneai kaj hoitesilo na but apnar systeme kaj hoice.Vai apnake onek thanx. . . .

Vi amar nokia E63 janno ki installserver hobe. amar red cross problem jacha nato.need ur help

vai, ami partesina
nokia n86 8mp
v30.009
x-plore dia kono sys folder explore kora jayna.

Level 0

Vaii Ami Nokia N73 Use korchi … Apnar Ager tune Dia ami Hack korar chasta korasilam …. RED Cross day ar Porerta dia try korasi Amar to (C:/sys/bin ফোল্ডারে Copy করুন।) Ai Bin File ta Mobile a nai Copy korbo kivaba…???? Please help me………. AS EARLY AS POSSIBLE…….

Level 0

saiful bai amr N86 a hocca na..:(

Level 0

saiful bai amr N95 a hocca na

Level 0

saiful vai akane dea sob pokria(rubel bai ar pokriao) try korlam amer e63 te kintho red cross dur hoi na….kono upai ki ache?

Level 0

আমার মোবাইল এর `C/E drive এ শুধু sys folder টা show করতেছে । যার কারনে আমি আমার মোবাইল টা হ্যাক করতে পারছিনা .আমাকে হেল্প করুন pls…

Level 0

vi, ami nokia e7 use kory..ami kivabe amar sell k hack korbo,kindly bolle onek upokrito hotam..

bai re ekta tik asce r ekta cross asce. Ki korbo bolen please please please.

Level 2

সাইফুল ভাই। আপনার। সব গুলো টিউন পড়েছি আমার ই৭১ সেট টা হ্যাক করার জন্য। কিন্তু অবশেষে বিফল। কারণ এক্স-প্লোরার সফটা ইন্সটল দিতে পারছি না। কারণ সার্টিফিকেট এক্সপায়ারড। তো হ্যাক করার আগেই কিভাবে এক্স-প্লোরার ইন্সটল করতে পারি একটু বলবেন। রম প্যাচার ও এন্টিভাইরাস ঠিকমত ইন্সটল হইছে। কিন্তু রেড ক্রস সড়াতে পারলাম না শুধু ঐ একটা সফটওয়ারের জন্য। তাই দয়াকরে একটা সাইন্ড এক্সপ্লোরার দিয়ে করুন প্লিজ।

সাইফুল ভাই। আপনার। সব গুলো টিউন পড়েছি আমার ই৬৩ সেট টা হ্যাক করার জন্য। কিন্তু অবশেষে বিফল। কারণ এক্স-প্লোরার সফটা ইন্সটল দিতে পারছি না। কারণ সার্টিফিকেট এক্সপায়ারড। তো হ্যাক করার আগেই কিভাবে এক্স-প্লোরার ইন্সটল করতে পারি একটু বলবেন। রম প্যাচার ও এন্টিভাইরাস ঠিকমত ইন্সটল হইছে। কিন্তু রেড ক্রস সড়াতে পারলাম না শুধু ঐ একটা সফটওয়ারের জন্য। তাই দয়াকরে একটা সাইন্ড এক্সপ্লোরার দিয়ে করুন প্লিজ।