আমরা আমাদের কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য কতই না চেষ্টা করি। এজন্য আমাদের নানারকম এন্টিভাইরাস ব্যবহার করতে হয়। তেমনি মোবাইলকে ভাইরাস মুক্ত করতে আজ মোবাইল এন্টিভাইরাসের টিউন নিয়ে হাজির হলাম সবার সামনে। আশা করি টিউনটি সবার বেশ কাজে লাগবে। মোবাইল এন্টিভাইরাস কম্পিউটারের এন্টিভাইরাসের মত কাজ করবে না তবুও নাই মামার থেকে কানা মামা ভাল।
বর্তমানে আমার কাছে সবচেয়ে কার্যকরী এন্টিভাইরাস হিসেবে ESET Smart Security কে মনে হয়েছে। তাই হয়তবা মোবাইলের জন্যও এটি ভাল হবে।
প্রথমে এই সাইটে প্রবেশ করুন এবং নিন্মোক্ত ঘরগুলি পূরন করুন। তবে Promotion code এর ঘরটি খালি রাখুন।
সাথে সাথে আপনার মেইল একাউন্টে একটি মেইল আসবে। ওখানে একটি লিংক দেয়া থাকে, লিংকটিতে ক্লিক করলেই আপনার প্রত্যশিত ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ইউজারনেম এবং পাসওয়ার্ডটি পাওয়ার পর একটি ডকুমেন্ট প্যাডে সেভ করুন এবং এই লিংক থেকে আপনার মোবাইল ফোনের os অনুযায়ী মোবাই এন্টিভাইরাস ডাউনলোড করুন। তবে ডাউনলোডের সময় ইউজারনেম এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে।
এই সাইটে যেয়ে আপনার মোবাইল মডেল অনুযায়ী ডাউনলোড করুন।
বর্তমানে বেশীরভাগ মোবাইল ব্যবহারকারী টাচস্ক্রীন সেট ব্যবহার করবে বেশী পছন্দ করে এজন্য নকিয়া মোবাইল কোম্পানী বেশ কিছু সেট বাজারজাত করেছে সেগুলোতে পাশের সুইচ দিয়ে Keypad অন অফ করতে হয়। তবে এই সফটওয়ারটি থাকলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।
এখান থেকে সফটওয়ারটি Keygen সহ ডাউনলোড করুন। তবে ডাউনলোডের পূর্বে অবশ্যই এন্টিভাইরাস টি ৫ মিনিটের জন্য অফ করে রাখুন। কেননা এটি হয়তবা Keygen কে এন্টিভাইরাস ডিলেট করে দিতে পারে। প্রথমে সফটওয়ারটি মোবাইলে ইন্সটল করুন। তারপর Keygen চালু করুন। Please select an application এ Smartphoneware Best Screenlocker সিলেক্ট করুন। এরপর আপনার মোবাইলে সফটওয়ারটি রেজিস্ট্রেশন করার অপশনে যান ওখানে আপনার IMEI নম্বরটি পাবেন। ওইটা Keygen এ দিন এবং
একটি ইমেই একাউন্ট দিন। তারপর Generate বাটনে ক্লিক করুন। ব্যাস আপনি সফটওয়ারটির সিরিয়ার পেয়ে যাবেন। আশা করি সফটওয়ারটি আপনাদের বেশ কাজে লাগবে।
বিদ্রঃ টিউনটি সোহান ভাই, সাম্য এবং মামুন ভাইকে উৎসর্গ করা হলো। টিউনটি আরও আপডেট হবে............... সকলকে ধন্যবাদ...............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
vai, ami Netquin antivirus use kori. . . Ata khub ei karjokor. . .