সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০২] : জাভা পারিমশন হ্যাক (Read/Write)

আপনি যদি ম্যাজিক ব্লুটুথ হ্যাক, অপেরা মিনি বা অন্যন্য সফটওয়্যারের জাভা ভার্সন ব্যবহার করেন তবে এর একটি সমস্যা অসহনীয় হয়ে ওঠে। কোনো কিছু সেভ করতে গেলে বার বার সফটওয়্যারটি Read User data বা Write User Data এর পারমিশন চায়। Yes বাটন চাপতে চাপতে বিরক্ত লাগে। এই সমস্যার সমাধান হল Verisign, Thawte বা অনন্য সার্টিফিকেট যুক্ত Signed জাভা সফটওয়্যার ব্যবহার করা। তবে যারা সিমবিয়ান থার্ড এডিশন ইউজার (S60V3) তাদের জন্য রয়েছে বিশেষ হ্যাকিং কৌশল! একবার হ্যাক করলে পৃথিবীর সব জাভা সফটওয়্যারগুলো পারমিশন ক্যাচাল ছাড়াই ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।

প্রি-টিউটোরিয়াল রিকয়ারমেন্টঃ

  • যারা করতে পারবেনঃ অ্যাডভান্স থেকে প্রো মোবাইল ইউজাররা
  • ডিফিকাল্টিঃ মডারেট
  • যে ধরণের সেটে করা যাবেঃ সিমবিয়ান থার্ড এডিশন (S60v3)
  • সেটটি প্রথমে Facoo বা Hello Carbide দ্বারা হ্যাক করে নিলে সুবিধা হবে। নাহলে অনেকের সেটে হ্যাক করার ফাইলগুলোকে "File Corrupt" "invalid Certificate" "Certificate Expired" দেখাতে পারে।

(হ্যাকিং এর জন্য সিমবিয়ান জোনস এর পর্ব-1 দেখুন)

টিউটোরিয়ালঃ

1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে  ফুলভার্সন করার পুরো প্যাকজেটি ডাউনলোড করে নিন। (সাইজ মাত্র 90 কিলোবাইট)

2. Win Rar দিয়ে এক্সট্রাক্ট করলে 4টি ফাইল পাবেন

  1. Java hack.sis
  2. ROMPatcher v1.00 Autorun.sisx
  3. patches ফোল্ডার ও ভেতরে c2z.rmp নামের ফাইল।
  4. c2z.rar (বর্তমান টিউটোরিয়ালে এর কোনো কাজ নেই। এটি অ্যাডভান্স ব্যবহারকারীদের কাজে লাগবে)

3. প্রথমে Java hack.sis ফাইলটিকে মোবাইলে পাঠিয়ে ইন্সটল করে নিন। এরপর ROMPatcher v1.00 Autorun.sisx ফাইলটি মোবাইলে ইন্সটল করুন। ইন্সটলের পর এগুলো ওপেন করবেন না।

4. c2z.rmp ফাইল টিকে মোবাইলের ম্যামরীকার্ডে E:\patches ডিরেক্টরী বানিয়ে সেখানে পেস্ট করুন।

5. এবার আপনার এপ্লিকেশন ফোল্ডার থেকে ROMPatcher সফটওয়্যারটি অন করুন।

6. এবার C2zbin ফাইলের Option থেকে Patch> Apply এ ক্লিক করুন।
7. আবার, Option থেকে Patch> Rem. From Auto এ ক্লিক করুন।

ব্যাস হ্যাক হয়ে গেছে।!! ফোনটি রিস্টার্ট দিন।Read/Write ইউজার ডাটা পারমিশন নিয়ে ঝামেলার দিন শেষ!

আপনার এপ্লিকেশন ম্যানেজার থেকে দেখুনঃ

এখন আপনি যেকোনো জাভা সফটওয়্যারের Application Access বা Read/Write Uaser ডাটা কে "Always Allowed" এ সিলেক্ট করার অপশন পাচ্ছেন যেটি শুধু Signed জাভাগুলোতেই করা যায়!

Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা আমার কাজে লাগবে। আর একটি কথা ফ্লাস লাইটের লাল আলো বন্ধ করার Patch টা যদি দিতেন খুব ভাল হয়।

    কমেন্টের জন্য ধন্যবাদ। 😀
    ফ্লাস লাইট বলতে কি বোঝাতে চেয়েছেন?

vai s60v2 nia kichu post koiren. Mobile dia likhlam

    আসলে আমার হাতের কাছে ‍S60v2 ফোন নেই। সফটওয়্যার নিয়ে টিউন করার সময় ‍S60v2 এর কথা মাথায় রাখবো 😀

Level 2

n70 posible?

    না। এই টিউনটি N70 (S60v2) এর জন্য প্রযোজ্য হবেনা। ‍S60v2 এরও হয়তো আলাদা কোন ট্রিকস রয়েছে, কখনো খুজিনি।

Level 0

ভাইয়া s60v5 নিয়ে কবে পোস্ট পাব?

    S60v5 হয়তো পাবেন যখন সফটওয়্যার নিয়ে টিউন করবো। তবে ‍আমার মেগা কালেকশন মূলত S60v3 ঘরানার (NOKIA N73 কেন্দ্রিক) 😀

Level New

ভাল, কিন্তু জাভা সেটে permission off করা জরুরি বেশি

    জাভা সেটে পারমিশন অফ করার জন্য সেলফ সাইন করে সফটওয়্যার ব্যবহার ছাড়া বিকল্প কোনো উপায় দেখিনা।
    নাহলে, সিম্ফনি জাতীয় চায়নিজ মোবাইল ব্যবহার করতে হবে, যেখানে ইচ্ছামত পারমিশন বন্ধ করা যায় 😀

    @ЯOBAYETH: জাভা সেটে যে এপ্লিকেসন চালাবেন তার উপর গিয়ে অপসন এ গিয়ে নিচের কমান্ড ফলো করুন কাজ হলেও হতে পারে|
    Application access>communication>connectivity>Ask first time only.

    তবে সেটের ব্যাটারি বা সিম খুললে পুনরায় এটা করা লাগে|
    🙂

Level 0

vai, tune ta shundor hoice. kaje lagbe.
ami nokia 5233 use kori. eta te ki kaj korbe? amar ph e kichu soft jemon kono media player e install hocce na. and amar memory card er password vule geci. Fexplorer diye try korci bt mmcstore file pacci na. Pls kono upay thakle janaben.

    আপনার ফোনটির ব্যাপারে আমার কোন আইডিয়া নেই। তাই, পাসওয়ার্ড রিকভারীর কোনো উপায় জানাতে পারলাম না।

ব্রাদার,আমার Nokia C5-00এর উপায় কি।। এই এপ্লিকেশন গুলোতো ইন্সটল_ই হয়না।।। 🙁

Level 0

Net master bai, Saiful Bai ai tune a bolesa (https://www.techtunes.io/mobileo/tune-id/33596/) Nokia 6120 Classic (version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6120 Classic (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)Ar Simol baiar ai Tune (https://www.techtunes.io/mobileo/tune-id/91018/) সিমবিয়ান ভয়াবহ হ্যাকিং ! ! ! Latest ! ! ! ! ! (ফোন ফ্ল্যাশ করার দরকার নাই) And Apnar ai Tune Follow korasi (https://www.techtunes.io/mobileo/tune-id/73776/)সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০১] : হ্যাকিং সিমবিয়ান (Saiful bai) ar Shob golo Tune Follow korasi Kono FOL pai nai.Ta hola ki Amar Nokia 6120c (B20.03) V-07.10 RM-243 Ke Hack Hoba na.Amra ke ta hola Phone kena Bipoda porlam.Apnadar moto TECHTUNES BORO BORO Matha Thakta amra ke kosto korbo Bai.Ke kora jaba PLS PLS Help koron.