আপনি যদি ম্যাজিক ব্লুটুথ হ্যাক, অপেরা মিনি বা অন্যন্য সফটওয়্যারের জাভা ভার্সন ব্যবহার করেন তবে এর একটি সমস্যা অসহনীয় হয়ে ওঠে। কোনো কিছু সেভ করতে গেলে বার বার সফটওয়্যারটি Read User data বা Write User Data এর পারমিশন চায়। Yes বাটন চাপতে চাপতে বিরক্ত লাগে। এই সমস্যার সমাধান হল Verisign, Thawte বা অনন্য সার্টিফিকেট যুক্ত Signed জাভা সফটওয়্যার ব্যবহার করা। তবে যারা সিমবিয়ান থার্ড এডিশন ইউজার (S60V3) তাদের জন্য রয়েছে বিশেষ হ্যাকিং কৌশল! একবার হ্যাক করলে পৃথিবীর সব জাভা সফটওয়্যারগুলো পারমিশন ক্যাচাল ছাড়াই ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।
(হ্যাকিং এর জন্য সিমবিয়ান জোনস এর পর্ব-1 দেখুন)
1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে ফুলভার্সন করার পুরো প্যাকজেটি ডাউনলোড করে নিন। (সাইজ মাত্র 90 কিলোবাইট)
2. Win Rar দিয়ে এক্সট্রাক্ট করলে 4টি ফাইল পাবেন
3. প্রথমে Java hack.sis ফাইলটিকে মোবাইলে পাঠিয়ে ইন্সটল করে নিন। এরপর ROMPatcher v1.00 Autorun.sisx ফাইলটি মোবাইলে ইন্সটল করুন। ইন্সটলের পর এগুলো ওপেন করবেন না।
4. c2z.rmp ফাইল টিকে মোবাইলের ম্যামরীকার্ডে E:\patches ডিরেক্টরী বানিয়ে সেখানে পেস্ট করুন।
5. এবার আপনার এপ্লিকেশন ফোল্ডার থেকে ROMPatcher সফটওয়্যারটি অন করুন।
ব্যাস হ্যাক হয়ে গেছে।!! ফোনটি রিস্টার্ট দিন।Read/Write ইউজার ডাটা পারমিশন নিয়ে ঝামেলার দিন শেষ!
আপনার এপ্লিকেশন ম্যানেজার থেকে দেখুনঃ
এখন আপনি যেকোনো জাভা সফটওয়্যারের Application Access বা Read/Write Uaser ডাটা কে "Always Allowed" এ সিলেক্ট করার অপশন পাচ্ছেন যেটি শুধু Signed জাভাগুলোতেই করা যায়!
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা আমার কাজে লাগবে। আর একটি কথা ফ্লাস লাইটের লাল আলো বন্ধ করার Patch টা যদি দিতেন খুব ভাল হয়।