এয়ারটেলের ই-পোর্টালের মত গ্রামীণফোন চালু করেছে ই-কেয়ার।
কি করা যাবে এই ই-কেয়ার থেকে?
ইন্টারনেটের মাধ্যমে আপনার ই-কেয়ার অ্যাকাউন্টে লগইন করে আপনি নিজেই আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো চালু বা বন্ধ করতে পারবেন ইন্টারনেট থেকে। তাছাড়া মোবাইলের প্যাকেজ, ব্যালেন্স ও মেয়াদ, এফ.এন.এফ নম্বর দেখা ও পরিবর্তনসহ বহু অপশন পাবেন ই-কেয়ার পোর্টালে।
এবার আসুন দেখা যাক কিভাবে খুলবেন আপনার ই-কেয়ার অ্যাকাউন্ট।
1. রেজিস্ট্রেশনের জন্য প্রথমে গ্রামীণফোনের এই পেজে প্রবেশ করুন। তারপর Register Now এ ক্লিক করুন।
2. স্ক্রিণশটের মত একটি ফর্ম দেখতে পারবেন। তথ্যপূরণ করে সাবমিট করুন।
3. সব ঠিকঠাক থাকলে নিচের স্ক্রিণশটের মত দেখাবে ও আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে যাবে।
4. এবার আপনার মোবাইল নম্বর (88017XXXXXXXX) ও মোবাইলে এসএমএসে আসা পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করুন।
5. ব্যাস লগইন হলেই নিচের স্ক্রিণশটেরমত পেয়ে যাবেন মোবাইল কাস্টমাইজ করার সব সুবিধা!
বিঃদ্রঃ প্রতিবার লগইন হলেই আপনার মোবাইলে একটি সেশন আইডি আসবে। কোন সার্ভিস চালু বা বন্ধ করতে হলে এই সেশন আইডিটি লাগবে। তাই আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও সে আপনার কোন সার্ভিস চালু বা বন্ধ করে দিতে পারবেনা।
হ্যাকিং বন্ধ করার জন্য সেশন কোডের ব্যবস্থার জন্য গ্রামীণফোনকে সাধুবাদ জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
share korar jonnu thanks