কম বাজেটে ভাল কিছু এন্ড্রয়েড মোবাইল ফোন !

বর্তমানে চলছে এন্ড্রয়েড বিপ্লব। এ্যাপেল, উইন্ডোজ, ব্ল্যাকবেরী, সিম্বিয়ান ইত্যাদি মোবাইল অপারেটিং সিস্টেমের ১২'টা বাজাতেই এন্ড্রয়েডের আগমন।

এন্ড্রয়েড অপারেটিং সম্পর্কে বিস্তারিত এখানে জানতে পারবেন। ২০০৭ এর নভেম্বর থেকে মোবাইল ডিভাইস হিসেবে পুরোদমে কাজ শুরু করে। বর্তমানে এর মূল হর্তাকর্তা হলো গুগল।
এন্ড্রয়েড ভিত্তিক ফোন'কে স্মার্টফোনও বলা হয়ে থাকে। এটি সাথে থাকলে মনে হবে আপনার ছোট্ট ল্যাপটপ'টি আপনার সাথে। বলা যায় মোবাইল + ল্যাপটপ একসাথে 🙂 এন্ড্রয়েড আপনি ফেসবুক, টুইটার, ইয়াহু ম্যাসেঞ্জার, গুগল টক, স্ক্যাইপি, ইত্যাদি জনপ্রিয় সোশাল নেটওয়ার্কে সহজেই যুক্ত থাকতে পারবেন। এছাড়া যেকোন ওয়েবসাইট খুব সহজেই ভিজিট করতে পারবেন। এন্ড্রয়েড মার্কেটে বর্তমানে ২ লক্ষ'র বেশী এ্যাপ্লিক্যাশন পাবেন আপনার এন্ডুয়েড ফোনে ব্যাবহার করার জন্য।

মোটামোটি বাজেটে আপনি ভাল মানের কিছু এন্ড্রয়েড ফোন কিনতে পারবেন।

Samsung Galaxy Mini

Samsung Galaxy Mini S5570

এর বর্তমান বাজারমূল্য ১৫ হাজার টাকা।

  • Android OS, v2.2 (Froyo),
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

* এখানে আরো জানতে পারবেন।

LG optimus ONE P500

এর বর্তমান বাজারমূল্য ২০ হাজার টাকা।

  • Android OS, v2.2 (Froyo), upgradable to v2.3,
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

* এখানে আরো জানতে পারবেন।

Acer beTouch E140

এর বর্তমান বাজারমূল্য ১৪,৫০০ টাকা।

  • Android OS, v2.2 (Froyo),
  • 3.15 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ,
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

* এখানে আরো জানতে পারবেন।

HTC Wildfire

এর বর্তমান বাজারমূল্য ২২ হাজার টাকা।

  • Android OS, v2.1 (Eclair), upgradable to v2.2,
  • 5 MP ক্যামেরা,
  • জিপিএস,
  • টাচস্ক্রীণ,
  • ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

এখানে আরো জানতে পারবেন।

Sony Ericsson Xperia X10 mini pro

এর বর্তমান বাজারমূল্য ১৬ হাজার টাকা।

  • Android OS, v1.6 (Donut), upgradable to v2.1
  • 5 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

এখানে আরো জানতে পারবেন।

Sony Ericsson XPERIA X10 Mini

এর বর্তমান বাজারমূল্য ১৪,৫০০ টাকা।

  • Android OS, v1.6 (Donut), upgradable to v2.1
  • 5 MP ক্যামেরা,
  • টাচস্ক্রীণ
  • জিপিএস, ওয়াই-ফাই ব্যাবহার করতে পারবেন।

এখানে আরো জানতে পারবেন।

*** দেশীয় মার্কেটে বর্তমান বাজারদর কিছু'টা কম/বেশী হতে পারে।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

Level 0

Grameen Phone to notun android charse… mattro 12000 takay… notun khobor……..

    হুমম সক্কালে FM ভাই পোস্ট দিয়েছিল সেটা নিয়া….
    http://www.bigganprojukti.com/post-id/16593/comment-page-1#comment-1165

    দেখা যাবে মোবাইল কম্পানী একটা শত জুড়ে দিছে গরুর গাড়ী মাকা একটা পোস্টপেইড সংযোগ ব্যাবহার করা লাগবে….. যেই ইন্টারনেট সংযোগ দিয়ে কাতুকুতু খেতে হবে 😛

    Level 0

    আপনার টিউন দেখে htc wildfire কিনে ফেললাম গতকাল। এখন help দরকার। anti-virus use করতে হবে? কিভাবে secured থাকা যায়? আমি মূলত online-e financial transaction করি। তাছাড়া android version কি upgradable? আপনাকে একটা মেইল পাঠিয়েছি। আশা করছি পাশে পাব। ধন্যবাদ।

Level 0

মোটামোটি সাধ্যের ভেতরে আছে।

দারুন খবর। আমি নকিয়া e63 কিনতে চেয়েছিলাম, কিন্তু এখন এন্ড্রয়েড মোবাইল ফোন কেনার ইচ্ছা হচ্ছে। ধন্যবাদ।

valo laglo.

Level 0

নাবিল ভাই সনি এরিকসন মোবাইল সেট গুলি কোথায় পাওয়া যাই? ধন্যবাদ শেয়ার করার জন্য ।

অসাধারন।

আচ্ছা এন্দ্রয়েড যুক্ত ফ্ল্যাশ মোবাইল বাজারে নাই? থাকলে একটু বিস্তারিত বলেন

    Android OS, v2.2 (Froyo) ফ্ল্যাশ সাপোট করে। এর পরবতীগুলোও করবে।

দেখি কোনটা কিনতে পারি কিনা ।
ধন্যবাদ ।

ভাই এই যে এনড্রয়েড নিয়ে এত মাতামাতি এটা কি সত্যিই পারবে অ্যাপল ব্ল্যাকবেরি নোকিয়ার অস কে টেক্কা দিতে ????

হয়ত সময়ই এর উত্তর দিবে। অ্যান্ড্রয়েড নিয়ে যারা এত উত্তেজিত তাদের বলছি অন্যান্য অস এর তুলনায় এনড্রয়েড এর প্রতিরক্ষা ব্যাবস্তা খুবই দূর্বল। ভাইরাস হ্যাকিং ইত্যাদি আপনার ফোনের বারোটা বাজাতে পারে। কথাগুলো আমার না। বিশেষজ্ঞদের। আশা করি অ্যান্ড্রয়েড পাগলারা ব্যাপার গুলো মাথায় রাখবেন। যারা তথ্যসুত্র খোঁজেন তাদের জন্য দেখুন http://www.dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=20-05-2011&type=gold&data=Cricket&pub_no=526&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=0

আরো জানতে চাইলে একই দিনের প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতাটা দেখতে পারেন।
ধন্যবাদ।

    হুমম সময়'তো বলছেই… ভাল করে খেয়াল করে দেখুন।অন্যদের নিয়ে এভাবে লাফালাফি করারও তো কিছু দেখছি'না এত ভয় পাইলে নকিয়া ১২০০ কিনেন 😉
    আমি গত ৫-৬ মাস যাবত এন্ড্রয়েড ব্যাবহার করছি কোন সমস্যা হচ্ছে না। এন্ড্রয়েড মাকেট (market.android.com) থেকে ইতিমধ্যে অনেক এ্যাপ্লিক্যাশন বাতিল করা হয়েছে যেগুলোর সমস্যা তৈরী করতে পারে। এনড্রয়েড এর প্রতিরক্ষা ব্যাবস্তা খুবই দূর্বল মোটেও আমি একমত না। আর কিছুদিন পর যখন গুগল বাজারে ক্রোমবুক ছাড়বে তখন অ্যাপল ব্ল্যাকবেরি মাইক্রোসফটের কান্নাকাটি করা ছাড় উপায় থাকবে না।

    কিছু এপ্লিকেশনের জন্য পুরো অপারেটিং সিস্টেমকে দোষারোপ করার মানে দেখি না

    @নাবিল ভাইঃ আমার জানা মতে অ্যাপ্লিকেশন জনিত সমস্যা ছাড়াও বিজ্ঞানীরা অ্যান্ড্রোয়েডের অপারেটিং সিস্টেমে দূর্বলতা খুঁজে পেয়েছে । আমি অন্যদের নিয়ে লাফালাফি করছি না। কিন্তু আমাদের নতুন যে কোন কিছু নিয়ে সাতপাঁচ না ভেবে লাফালাফি করার প্রবণতা বেশী (যেমন টেলিটক সিম) 😉

    তবে অ্যান্ড্রয়েড এইসব সমস্যা কাটিয়ে উঠতে পারলে তা আই অস বা সিম্বিয়ানের শক্ত রাইভাল হিসেবে দেখা দিবে।
    @দিহান ভাইঃ আশা করি উত্তর টা পেয়েছেন

    http://www.wizardjournal.com/wp-content/uploads/2010/10/Google-Android-OS-Statistics.jpghttp://upload.wikimedia.org/wikipedia/commons/b/b5/Smartphone_share_current.pnghttp://images.androidcentral.com/sites/androidcentral.com/files/articleimage/27426/2010/10/thumb_550_WSJ.JPG
    http://www.androidcentral.com/wsj-asks-%E2%80%9Cwho-makes-best-mobile-operating-system%E2%80%9D
    http://www.computerweekly.com/blogs/inspect-a-gadget/2010/10/google-android—the-best-mobile-os.html
    উপরের ছবিগুলোই কথা বলবে, আশা করি এখন বুঝতে পারবেন। তবুও যদি সমস্যা থাকে গুগল সার্চে গিয়ে গুগলিয়ে দেখতে পারেন সেরা মোবাইল অপারেটিং সিস্টেম কোন’টি।

nabil ভাই, অনেক ভাল লাগল ! থ্যাঙ্কস !

নাবিল ভাই, আমি মুলত ইন্টারনেট ব্রাউজ করার জন্য একটা সেট নিব ভাবতেছি, সবসময় লেপ্পুতে ব্রাউজ করতে ভালো লাগেনা 🙁 , XPERIA mini গুলোর পারফরমেন্স খুব ভালো না শুনলাম, সেলবাজারে কিছু ২য় হ্যান্ড সেট দেখলাম, নোকিয়া n900 মনে হল ব্রাউজের জন্য পারফেক্ট, ১৮-এর মধ্যে একটা সাজেস্ট করেনতো
ব্রাউজিং+পিডিএফ(ই-বুক)+এমপিথ্রি ভালো হলেই যথেষ্ট 🙂

    Android অপারেটিং ব্যাবহার করতে চাইলে LG optimus ONE P500 নিতে পারেন। অনলাইনে কিনলে আাপনার বাজেটেই কিনা সম্ভব। অফিস ফাইল পড়তে, এডিট করতে পারবেন। ইমেইল, ম্যাসেঞ্জার (ইয়াহু, স্ক্যাইপি, গুগলটক…), ব্রাউজারে ফ্ল্যাস সাপোট, অডিও/ভিডিও সবই একসাথে।

    আর যদি একদম কম বাজেটে কিনতে চান ৭-৮ হাজার টাকায় সেক্ষেত্রে ৭ ইঞ্চি চায়না এন্ড্রয়েড ট্যাবলেট কিনতে পারেন ২ বছর অয়ারেন্টি 😀

    এই দামে কোথায় পাওয়া যাবে?

    প্রথমে দেশের বড় শপিং মল গুলোতে খোজ নিতে পারেন, যেমন বসুন্ধরা সিটি'তে। যদি না থাকে তবে অনলাইন থেকে কিনতে পারেন নিজের বা পরিচিত কারো ক্রেডিট কাড দ্বারা ebay থেকে কিন্তু পারেন তবে আগে খুজবেন কারা ফ্রি শিপিং দেয়। দেশের বাহিরে যদি কোন আত্বীয় বা বন্ধু-বান্ধব থাকে তেদের দিয়ে আনাতে পারেন আর যদি তাও না হয় তবে আমি সাহায্য করতে পারি, আমার এখান থেকে (মালোয়শিয়া) কিনে আপনার নিকট পাঠিয়ে দিব, আমার যা খরচ হয় তা ঠিকমত পরিশোধ করলেই হবে 😉

নাবিল ভাইকে অনেক ধন্যবাদ।
আমি এন্ড্রোয়েড নিয়ে লিখব, তবে কোন এন্ড্রয়েড তা কিন্তু রহস্য 😛

    রহস্য… হা হাহাহাহ 😀
    ডেস্কপটের জন্য সফটওয়্যার খুজাখোজি বাদ দিছে এন্ড্রয়েড এপ্লিক্যাশন খুজি মাঝে মাঝে আর তার ভরসা ইংরেজী সাইট। বাংলা খুব একটা দেখি না আপনি শুরু করলে খ্রাপ্না 🙂 এডভান্স থ্রেঙ্কস্।।।

Level New

ভাই আমারে কেউ টাকা ধার দিতে পারবেন? Samsung Galaxy Mini কেনার ইচ্ছা আছে।

কিন্না হালাচি গত ৮/৫/১১ তে Samsung Galaxy Mini 😀

নাবিল ভাই, এইটা দেখেন, না দেখলে মাইন্ড খামু 🙂
http://www.clickbd.com/bangladesh/285560-nokia-n-900-price-17500.html

    দেখিলাম বড়ই মচদকার তবে নকিয়া কেন যানি আমার ভাল্লাগেনা… 😛

এক মাস আগের কথা আমি lg optimus one কোথাও পেলাম না। পরে বাধ্য হয়ে গ্যালাক্সি মিনি কিনলাম। এখন কী lg optimus one পাওয়া যাচ্ছে? এগুলা সবগুলর মধ্যে lg optimus one ভাল। হার্ডওয়ের, সফ্টওয়্যার সব দিক থেকেই।

আজ দেখলাম গ্রামীনফোনও একটা এনড্রয়েড নিয়ে এসেছে। দাম মাত্র—১২,২৪০/= টাকা। সাথে আবার এসএমএস, এমএমএস, ৯৯ মেগা ইন্টারনেট আরো অনেক কিছু ফ্রী…

    র‍্যাম মাত্র ১২৮ এমবি এবং প্রসেসর মাত্র ৫২৪ MHz, জিপি'র সাথে ভালই মানাবে… সমানে সমান নড়বে তো চড়বে না 😛

আমরা PC তে SKYPE,GTALK,YAHOO MESS এর মাধ্যমে যেমন VOICE CHAT,VIDEO CHAT করতে পারি ANDROID APPLICATION এর মাধ্যমে কি VOICE CHAT,VIDEO CHAT করা যাবে? আর এই সব APPLICATION কি ANDROID V2.1 এ সাপোর্ট নেবে?

    আমি স্ক্যাইপি, ইয়াহু'তে ভয়েস চ্যাট করতে পারি… গুগল টকে এখনো ভয়েস চ্যাট চালু হয়নি এন্ড্রয়েডে তবে চালু হবে। আর যদি সামনে ক্যামেরা থাকে সে ক্ষেত্রে ভিডিও চ্যাট করা সম্ভব যেমন গ্যালাক্সি ট্যাব। সে ক্ষেত্রে দামটা একটু বেশী হবে। V2.1 এ এই ধরনের মোটামুটি সব এ্যাপ্লিক্যাশনই সাপোট করে।

ধন্যবাদ ভাই। কিন্ত বাংলাদেশে জিপিএস চালু হয়েছে কি না?

    বাংলাদেশে তো জিপিএস চালু থাকার কথা, আমি সিউর না কারন দেশের বাহিরে আছি বতর্মানে।
    তবে উইকিপিয়াতে দেখলাম:
    # Operator > Technology
    Grameenphone > GSM, GPRS, EDGE
    Banglalink > GSM, GPRS, EDGE
    Robi > GSM, GPRS, EDGE
    Airtel > GSM, GPRS, EDGE
    Citycell > CDMA2000 1x, CDMA2000 1xEvDO Rev.A
    TeleTalk > GSM, GPRS, EDGE

Level 0

ভাইয়া, sony ericsson XPERIA X10 mini pro এর performance কেমন?? Internet browsing আর camera এর জন্য এটি কেমন হবে???

    performance মোটামোটি বাজেট অনুযায়ী খারাপ না, বেশী এ্যাপ্লিক্যাশন চালু থাকলে সমস্যা করতে পারে। Internet browsing এর জন্য মূল সমস্যা হলো স্ক্রীন সাইট 240 x 320 pixels, 2.55 inches, আর ২.১ এর আপগ্রেট করা যাবে ২.২ তে ফ্ল্যাশ সাপোট করে । ক্যামেরা ৫ মে.পি ভালই 🙂

Samsung Galaxy Apollo টা কেমন?

    খ্রাপ্না….. কিনতে চাইলে কিনতে পারেন। upgradable to v2.2 🙂

Level 0

নকিয়া N8 কিনতে চাচ্ছি। এন্ড্রয়েডের সুবিধাগুলো কি পাবো না…একটু জানালে উপকার হত…

বর্তমানে Samsung Vodafone 360 M1 ব্যবহার করছি।এর এপ্লিকেশন কোথায় পাব কেউ জানেন কি?

    নকিয়া N8 এর অপারেটিং সিস্টেম সিম্বিয়ান আর এন্ড্রোয়েড এর সুবিধা পাবেন কি করে ❗ তবে সিম্বিয়ানেও ম্যাসেঞ্জার, ব্রাউজিং সবই করা যায়।
    Samsung Vodafone 360 M1 এর এ্যাপ্লিক্যাশন সম্পকে কিছু বলতে পারছি'না গুগলে গুগলাতে পারেন।

নাবিল ভাই প্রথমে ধন্যবাদ ম্নের মতন একটা টিউন উপহার দেওয়ার জন্য । এন্ড্রয়েড সেটগুলোর মুল ফিচার হচ্ছে মুলত এ্যাপ্লিকেশন । আমার জানামতে আমাদের দেশে অনেকে দামি দামি সেট ইউজ করে কিন্তু মুলত ফ্যাশন হিসেবে তারা অনেকেও জানেনা তাদের সেটে কি কি করার ব্যবস্থা আছে । তবে এন্ড্রয়েড সেট বিশেষ করে এইচ টি সি এর মডেল গুলো দেখতেও অসাধারন কাজেও অনেক পটু (শোনা কথা আমি ইউজ করি নাই) সেখানে নরমাল কোন সেটের সাথে তাদের তুলনা হবে না । যারা অনেক এ্যাপ্লিকেশন মোবাইলে ইউজ করতে চান তারা ইচ্ছা করলে এন্ড্রয়েড সেট ইউজ করতে পারেন ।

নাবিল ভাইয়া (Froyo)(Donut) এই নামগুলো কি ভার্সন অনুযায়ী ? আর চায়না এন্ড্রয়েড ট্যাবলেট কিনতে পাবো কোথায় জানালে উপকার হতো । ক্লিক বিডি তে দেখলাম কিন্তু অইখানে ওয়ারেন্টি দেয় না ।

    হ্যা ঠিক বলেছেন 🙂
    আমি HTC Aria ব্যাবহার করছি দারুন কাজ করে। প্রথমে v2.1 – Eclair ভাশর্ন পরবতীতে v2.2 তে আপগ্রেড করেছি এখন জোস কাজ করছে এ্যাপ্লিক্যাশনগুলো মেমরী কাডে ট্রান্সফার করা যায় ফলে অনেক এ্যাপ্লিক্যাশন ব্যাবহার করতে পারছি। আর ফোনের উপর চাপ কম পড়ছে কারন বড় এ্যাপ্লিক্যাশনগুলো মেমরী কাড থেকে সরাসরি রান হচ্ছে। আমার Samsung Galaxy tab থেকেও বেশী ভাল লাগে… Galaxy tab মুলত ব্রাউজিং করার জন্যই ব্যাবহার করি আর না হয় HTC 🙂

    হ্যা ভাইয়া নামগুলো ভাশন অনুযায়ী:
    v1.5 – Cupcake,
    v1.6 – Donut,
    v2.1 – Eclair,
    v2.2 – Froyo,
    v2.3 – Gingerbread.

    আমার এখানে মালোয়শিয়াতে খুব সহজে পাওয়া যায় আপনি অনলাইনেও কিনতে পারেন। এখানে http://goo.gl/sSGvC দেখতে পারেন, ভাল ধারনা পাবেন।

Level 0

vai ami usa te thaki ar matro 2 mas 15 din por bangladesh e astache. android phone + samsung galazy ba dami phone kinte chaile. apnar phone no. amar kache pathan. ami valo dame dite parbo. amar email : [email protected]

    প্রয়োজনে আমাকে মেইল বা গুগল টকে নক করতে পারেন : nabil.aminbd[at]gmail.com এ। ভাল দাম দিয়েতো আপনি সেখান থেকেই কিনতে পারেন…. অথবা অনলাইনে 🙂

thanks……..

Level 0

ভাল লাগল, ধন্যবাদ দিহান ভাই

onek dorkari akta tune korechen, dhonnobadh

Level 0

ami hta chacha kinte chy ata android 2.3 price koto vai ata r?////////////

vai ami 15000 tk er moddha Android phone kinta chai konta kinla valo hobe???

Level 0

Vai samsung galaxy y s5360 mobile ta olpo damer modde.er dam 13,500. tai kinle kamon hobe.please ekto taratary janaben