এর আগে PHONE TORCH নিয়ে সাইফুল ভাই একটি টিউন করেছিলেন কিন্ত সেটি ছিল unsigned. তাই অনেকের মত আমিও মোবাইলে লোড করতে পারিনি। এরপর অনেক গুগলিং করে (প্রায় তিন দিন) এর signed 2.06s60v5 version পেয়ে গেলাম। এর সাহায্যে আপনার Nokia symbian সেট এর camera Led কে টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি আমার মোবাইল Nokia C5 এবং Nokia 6220c তে লোড করেছি কোন সমস্যা ছাড়া চলতেছে। এটি নিন্মোক্ত সেট সাপোর্ট করে।
বিঃদ্রঃ " ফ্লাসকে টর্চ হিসেবে বেশিক্ষণ ব্যবহার করা ঠিক না। শুধুমাত্র ঠেকার সময় ব্যবহার করাই উত্তম। এক নাগাড়ে বেশিক্ষণ চালালে ফ্লাস লাইটটি নষ্ট হয়ে যেতে পারে।"
আমি CA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অনেক আগে আমার N95 মোবাইল এ ইউস করেছিলাম শেষে কয়েকদিন পর দেখি ফটো তুলতে গেলে ফ্লাস আসে না ডাক্তার এর কাছে নিয়ে গেলাম বল্ল এই সফটওয়ার টি ইউস করার কারনে এমন হয়েছে। সবার ভালর জন্যে বলতেছি আপনার মোবাইল এর ফ্লাস লাইট টি দেয়া হয়েছে ছবি তুলার কাজে ব্যবহার করতে টরচ হিসাবে নয় । তাই এই সফট টি ইউস করবেন না । রাতে টরচ হিসাবে যত ব্যবহার করবেন তত আয়ু কমে যাবে ।